ফেনীতে কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, থ্রি-পিস ও লেহেঙ্গাসহ চোরাকারবারী আটক Indian sari, Thane cloth, three-piece, and lehenga worth crores of rupees seized & the culprit arrested in Feni
ফেনীতে র্যাব এর অভিযানে মো. রবিউল আলম (৩৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও থান কাপড় সহ উক্ত মালামাল বহনকারী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
আটককৃত মো. রবিউল আলম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়করা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
জানা যায়, ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৭ এপ্রিল সকালে মো. রবিউল আলম নামে এক চোরাকারবারীকে আটক করে। এসময় ৩ হাজার ৮৬৫ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ২২০ পিস থ্রি-পিস, ১১০ পিস লেহেঙ্গা ও ৬ রুল থান কাপড় উদ্ধার করে এবং ভারতীয় চোরাই মালামাল বহনকারী (চট্ট মেট্রো-ট-১১-৫৮৭৭) নাম্বারের একটি কাভার্ডভ্যান জব্দকৃত করে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য এক কোটি এক লাখ ৭০ হাজার টাকা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল সহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন