অতিরিক্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের সাবিনা আলম

অতিরিক্ত সচিব হলেন ঠাকুরগাঁওয়ের সাবিনা আলম
Additional Secretary is Sabina Alam of Thakurgaon


অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের মেধাবী কৃতি সন্তান সাবিনা আলম। তিনি ১৫তম বিসিএস ক্যাডারের সদস্য। গত বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।


আদেশে জানা যায়, ৯১ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। এই তালিকায় রয়েছেন সাবিনা আলম। সাবিনা আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি যুগ্নসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

কর্মজীবনে হবিগঞ্জ জেলা প্রশাসক ছাড়াও চার বছর সরকারি কর্ম কমিশনে কর্মরত ছিলেন। তিনি সৈয়দপুর ও জয়পুরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এছাড়া তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।


ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের মা। তার স্বামী বদরে মুনীর ফেরদৌস বর্তমানে অতিরিক্ত সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত।




আরো পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget