Latest Post

 


বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার রাত ৭টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মকুন্দপুর রেলস্টেশনের মুকুন্দপুর টু সেজামুড়া রাস্তার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের আরেকজন আহত হয়েছেন।
মুকুন্দপুর রেলস্টেশনের স্থানীয় কয়েকজন জানান, তারা দুই বন্ধু স্থানীয় সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে স্টেশনের অরক্ষিত রেল গেইটে সিলেটগামী একটি ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। পরে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল চালকসহ দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মোটরসাইকেল চালক মাহমুদুল হাসানের মৃত্যু হয়। এঘটনায় আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানান, মুকুন্দপুর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীরা আহত হলে তদন্ত কেন্দ্রের সহযোগিতায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:


 


ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা, ১৮ শত পিছ ইয়াবা ট্যাবলেট ও মদসহ পাঁচজন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়। 

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাইক্রো গাড়ি থেকে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা হলো শামীম মিয়া (২৯), সাইমন মিয়া (২৭)।
পরে ভোররাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে ১৮০০পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল বিয়ার, মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আশেক মিয়া (৩২), মো: শানু মিয়া (৩৫), মো: মনিরুল ইসলাম (৩৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা, ১৮০০শ পিছ ইয়াবা, মদসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:


 


পেলের মৃত্যু এখনও যেন বিশ্বাস হচ্ছে না ভক্তদের!

পেলে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘদিন তিনি কোলন ক্যান্সারে ভুগেছেন। কাতার বিশ্বকাপের সময়টাতেই বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিশ্বকাপ চলকালেই ব্রাজিল দল পেলের জন্য ছিল বেশ চিন্তিত। বিশ্বকাপের সময়টা হাসপাতালেই কেটে যায় পেলের। মাঝখানে তার সুস্থতার খবরও বেরিয়েছিল। তবে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য ওপারে চলে গেলেন ফুটবলের রাজা পেলে।

সারাবিশ্বে পেলে নামে বিখ্যাত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তোর মৃত্যুর খবর এখনও যেন বিশ্বাস হচ্ছে না দেশটির মানুষের। সবার আশা ছিল লড়াই করে ফিরবেন তিনি।

ফুটবল সম্রাটের মৃত্যুর খবর শোনার পর থেকেই অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের সামনে ভিড় করেন। পরে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।  

আগামী মঙ্গলবার পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকাতে। সেখানে অবশ্য শুধু তার পরিবারের সদস্যরাই থাকতে পারবেন। সোমবার ভোরে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এই মাঠেই বহু স্মরণীয় গোল করেছিলেন পেলে। সাও পাওলোর বাসিন্দাদের কাছে ভিলা বেলমিরো স্টেডিয়াম তীর্থস্থান। সেখানেই ব্রাজিলের সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


তেল বিক্রি নিয়ে পুতিনের আদেশ

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করতে আদেশ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 মঙ্গলবার এক প্রেসিডেনশিয়াল আদেশে বলা হয়েছে, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে ১ ফেব্রুয়ারি থেকে অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো।

রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ব্যারেলপ্রতি সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেওয়ার বিষয়ে জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে একমত হয়। এ সিদ্ধান্ত ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
এদিকে যুদ্ধের লাগাম টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্ত হয়েছে, তা এখনকার বাস্তবতা। এটা মেনে নিতেই হবে।

গত নভেম্বরে জি–২০ দেশগুলোর নেতাদের সামনে প্রথম ১০ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেন জেলেনস্কি। এতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, অধিকৃত চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, দনবাস ও জাপোরিঝঝিয়া ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে খাদ্য, জ্বালানি, পারমাণবিক ও যুদ্ধবন্দীদের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন জেলেনস্কি। বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এ সময় জেলেনস্কি তার ১০ দফা শান্তি প্রস্তাবের কথা নতুন করে তুলে ধরেন। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন জেলেনস্কি। উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি–৭–এর নেতাদেরও বিষয়টি জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


ট্রেনের সাথে বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে বাবুল (৪০) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২৫ জন আহত হন। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকার শহীদ এম. মনসুর আলী স্টেশনের কাছে রেলক্রসিংয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেন ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস, জিআরপি ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত বাবুল ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বাসিন্দা। 

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদ মৃধা জানান, ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কড্ডার মোড় রেলক্রসিং পার হবার সময় একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ২৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বাসের সুপার বাবুল মারা যায়।  

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর দিকে চলে যাবার পর এ রুটটি আবারও সচল হয়। 

অন্যদিকে প্রত্যক্ষদর্শী আব্দুল মালেকসহ কয়েকজন জানান, একদিকে ঘন কুয়াশা ছিল অন্যদিকে রেলক্রসিংয়ের গেইটম্যান গেট নামিয়েছিল না। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


ঝিনাইগাতীতে সড়কের উপর  বাজার; ক্রেতা বিক্রেতার দুর্ভোগ 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম চৌরাস্তায় সড়কের উপর  বাজার, প্রভাবশীদের দখলে খাস জমি। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল বাজার ও সবজি বিক্রির পল্লী হিসেবে খ্যাত
হলদীগ্রাম (গারোকোনা)।  

বাজারের সরকারী ১ একর ৭৫ শতাংশ জমি প্রভাবশালী একটি মহলের বেদখলে রয়েছে। অপরদিকে স্থানীয় হলদীগ্রাম, গুমরা, ফাকরাবাদ, মানিককুড়া, কুছাইকুড়া, নলকুড়া ও সমশ্চুড়া গ্রামের শতশত কৃষক তাদের উৎপাদিত শাকসবজি বিক্রির উদ্দেশে উক্ত বাজারে আনা হয়। স্থানীয় পাইকার সহ জেলা শহরের পাইকারগণ উক্ত বাজার থেকে প্রতিদিন কয়েক মেট্রিক টন  সবজি ক্রয়ের পর রপ্তানী করেন ঢাকার কাওরান বাজার, গাজীপুরসহ  দেশের বিভিন্ন অঞ্চলে। 
কিন্ত বাজারের নির্ধারিত  জায়গা প্রভাবশালী একটি মহলের   দখলে থাকায় বাধ্য হয়ে প্রতিদিন  বর্ডার সড়কের উপর বসছে বাজার।
এতে যান জট সহ  জনসাধারনের চলাচলের মারাত্মক বিঘ্ন ও বিশৃংখলার  সৃষ্টি হয়। এ কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে ওই বাজারে। আদালত সুত্রে জানা গেছে,  মোহাম্মদ আলী ওরফে আব্দুল আলী বাদী হয়ে শেরপুর সহকারি জজ আদালতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, শেরপুরকে বিবাদী করে রেকর্ড সংশোধনী ১২০/২০১৭ নং একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ঝিনাইগাতী সহকারি জজ আদালতে স্থানান্তরিত হয়। 

যাহার মোকদ্দমা নং- ২৪২/০২১ অন্য প্রকার। বাদীর দাখিলকৃত ১৯৬৭ সনের ২৫১৮ নং দলিলটি জাল প্রমাণিত হয়। সে কারণে আদালত মামলাটি গত ১৩ জানুয়ারী ২০২২ তারিখে খারিজের আদেশ প্রদান সহ উক্ত দলিলটি আদালতের সেফ কাস্টরিতে জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্দেশে গত ১৬ এপ্রিল২০২২ইং তারিখে উক্ত বাজারের ১একর ৭৫ শতাংশ  খাস জমি পরিমাপ করে তার চারিপাশে  লাল নিশান টাঙ্গিয়ে দেন সংশ্লিষ্ট ভুমি কর্মকর্তারা। লাল নিশানাভুক্ত জমির বিআরএস দাগগুলো হচ্ছে, ১৩২,১৩৩,১৩৫,১৪১,১৪২ ও ১৪৩। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই রাতের অন্ধকারে লাল নিশাণ উদাও হয়ে যায়। অজ্ঞাত কারণে ভেস্তে যায় সরকারী বাজারের খাস জমি উদ্ধারের তৎপরতা। 

অপরদিকে বেদখলকারী জনৈক আজিজুর রহমান সম্প্রতি ১৫শতাংশ খাস জমিতে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছেন। বাজার ইজারাদার আব্দুস সালাম  এ প্রতিনিধিকে জানান, হলদীগ্রাম চৌরাস্তা বাজারটি  প্রায় ৫ লক্ষ টাকা রাজস্ব্য জমা দিয়ে বাজারটি ইজারা নিয়েছি। 

কিন্তু সড়কের উপর বাজার বসায় ক্রেতা বিক্রেতারা ঠিকমতো জমা দিতে চায়না। এ নিয়ে প্রায়শই তাদের সাথে ঝগড়া করতে হয়। তিনি আক্ষেপের সাথে আরো জানান, এ বাজারটি বিপরীতে ১ একর ৭৫ শতাংশ জমি থাকা সত্বেও  সড়কের উপর বাজার বসা দু:খজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি জেলা ও উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বাজারটি শুরু থেকেই সড়কের উপর চলে আসছে। 

এটি একদিনে সড়ানো সম্ভব নয়। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সহযোগীতা নিয়ে সরকারি জমি উদ্ধার করে বাজারটি সড়কমুক্ত করা হবে"। সরকারি ১একর ৭৫শতাংশ জমি দখলমুক্ত করে সেখানে হলদীগ্রাম   বাজার স্থাপনের জন্য জেলা ও উপজেলা প্রশাসন সহ  সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। 


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget