তেল বিক্রি নিয়ে পুতিনের আদেশ

 


তেল বিক্রি নিয়ে পুতিনের আদেশ

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করতে আদেশ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 মঙ্গলবার এক প্রেসিডেনশিয়াল আদেশে বলা হয়েছে, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে ১ ফেব্রুয়ারি থেকে অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো।

রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ব্যারেলপ্রতি সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেওয়ার বিষয়ে জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে একমত হয়। এ সিদ্ধান্ত ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
এদিকে যুদ্ধের লাগাম টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্ত হয়েছে, তা এখনকার বাস্তবতা। এটা মেনে নিতেই হবে।

গত নভেম্বরে জি–২০ দেশগুলোর নেতাদের সামনে প্রথম ১০ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেন জেলেনস্কি। এতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, অধিকৃত চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, দনবাস ও জাপোরিঝঝিয়া ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে খাদ্য, জ্বালানি, পারমাণবিক ও যুদ্ধবন্দীদের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন জেলেনস্কি। বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এ সময় জেলেনস্কি তার ১০ দফা শান্তি প্রস্তাবের কথা নতুন করে তুলে ধরেন। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন জেলেনস্কি। উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি–৭–এর নেতাদেরও বিষয়টি জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget