রাশিদ রিয়াজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে সঠিক কে সঠিক না বা কে মুসলমান, কে মুসলমান না সে বিচারের দায়িত্ব আল্লাহর। কুরআন ও হাদীস অনুয়ায়ী সে বিচারের দায়িত্ব মানুষের নেয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, কেন মানুষ আল্লাহর ক্ষমতা কেড়ে নেবে? মানুষের ভালমন্দ বিচারের দায়িত্ব ও অধিকার একমাত্র আল্লাহর। মুসলমানই মুসলমানদের হত্যা করছে, এতে একমাত্র লাভ হচ্ছে অস্ত্র বিক্রেতা ও যারা অস্ত্র বানায় তাদের। মুসলমানের রক্ত আরেক মুসলমান নিচ্ছে, নিজেরা হানাহানি করছে তা ওআইসি’কে বন্ধ করতে হবে। আমি আগেও এদাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, ফিনল্যান্ড ও সৌদি আরব সফর শেষে দেশে ফিরে রোববার বিকেলে গণভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, মানুষ মেরে কখনো বেহেশতে যাওয়া যাবে না। গেলে বেহেশত থেকে তো কেউ ম্যাসেজ পাঠাননি যে তিনি এখন বহাল তবিয়তে সেখানে আছেন। আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, আগে মাদ্রাসায় শিক্ষিত অনেক তরুণ বিভ্রান্ত হয়ে জঙ্গি হয়ে যেত কিন্ত্র এখন দেখা যাচ্ছে ইংরেজি বা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও কেউ কেউ বিভ্রান্ত হচ্ছে। তারা আসলে আল্লাহর ওপর ভরসা রাখতে পারে না।
(amadershomoy)
একটি মন্তব্য পোস্ট করুন