জোড়া গোল করেছেন মানে। ছবি: এএফপি |
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচটিতে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। অন্য গোলটি করেন ফন ডিক।
নিজেদের মাঠে গোলশূন্য ড্রয়ের পর বায়ার্নের মাঠে গিয়ে তাদের উড়িয়ে দিল লিভারপুল। জার্মান চ্যাম্পিয়নদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের চার নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিভারপুল। ‘জার্মান-ইংরেজ’ লড়াইয়ে শতভাগ পূর্ণতা দেওয়ার দায় সারল লিভারপুল!
শুরু থেকে বল দখল নিয়ে খেলার চেষ্টা করে বায়ার্ন। গোলের সুযোগও পেয়ে যায় স্বাগতিকেরা। দশম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন লেভানডস্কি। এরপর দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা তৈরি হয়। তবে ২৬তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সাদিও মানে। ফন ডিকের হাওয়ায় ভাসানো বল জালে জড়ান মানে। ৩৯তম মিনিটে মাতিপের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বায়ার্ন।
১-১ সমতায় প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় অতিথিরা। ৬৯তম মিনিটে জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল হেডে জালে জড়ান ফন ডিক। মিনিট পাঁচেক পর গোলের সহজ সুযোগ পান সালাহ। সে সুযোগ হাতছাড়া হলেও ৮৪তম মিনিটে সালাহর বাড়ানো বল থেকেই গোল করেন মানে। ডি বক্সের বাইরে থেকে সালাহর বাড়ানো বলে মাথা ছোঁয়ান মানে
একটি মন্তব্য পোস্ট করুন