উবারে নিরাপত্তা টুল


চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে উবারে যুক্ত হয়েছে নতুন ফিচার। এর নাম ‘ড্রাইভার সেফটি টুলকিট’। উবার অ্যাপের নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপের সকল নিরাপত্তা ফিচারগুলো চালকেরা ব্যবহার করতে পারবেন। উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, জরুরি বাটন ও অন্যান্য সকল নিরাপত্তা ফিচারগুলো একত্রে পাওয়া যাবে এ টুলকিটের মধ্যে।
উবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ফিচার হিসেবে আসা শেয়ার ট্রিপের মাধ্যমে চালকেরা তাদের ট্রিপের তথ্য প্রিয়জনদের জানাতে পারবেন। এ ছাড়া কার সঙ্গে তথ্য শেয়ার করবেন তা ঠিক করে নিতে পারবেন। ফিচার হিসেবে যে ইমারজেন্সি বাটন এসেছে তাতে জরুরি পরিস্থিতির সময় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা যাবে। নতুন ফিচারে নির্ধারিত গতিসীমা পার হলে সতর্ক করার বিষয়টিও এসেছে। ড্রাইভার সেফটি টুলকিটটি অ্যাপের নিচের দিকে একটি ‘শিল্ড’ আইকন দ্বারা নির্দেশিত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget