Latest Post

 


প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রী (২৫) গণধর্ষণরে শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো.সোহেল (২৮)। এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা হলেন- উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে  ইমন (২০)।   

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বিজবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।   

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীর একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তখন পুকুর পাড় এলাকা কিছু লোকের পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের পুলিশ গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার নোয়াখালী  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।   

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


ঝিনাইগাতীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

শেরপুরের  ঝিনাইগাতী থানা পুলিশ এক অভিযান চালিয়ে  রাজ্জাক মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ৭জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাজ্জাক  পার্শ্ববতী নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের  আঃ খালেকের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  থানা পুলিশের একটি অভিযানিকদল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে রাজ্জাক মিয়াকে গাজাসহ গ্রেপ্তার করে। 

এসময় তার কাছ থেকে ২০০গ্রাম গাঁজা পাওয়া যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক রাজ্জাক মিয়াকে রবিবার আদালতে সোপর্দ্দ করা হয়েছে। 

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


টুঙ্গিপাড়ায় শত কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের ১০তম বারের সভাপতি নির্বাচিত হয়ে টুঙ্গিপাড়া সফরের ২য় দিনে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শুরু করেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গোপালগঞ্জের ৫টি উপজেলার মানুষের জীবনযাত্রা ও আর্থ সামিজিক উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে।

টুঙ্গিপাড়ায় সফরের ২য় দিন শনিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। 


পরে টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাকি ৯টি প্রকল্পের দায়িত্বে রয়েছে শিক্ষা ও গণপূর্ত বিভাগ এবং টুঙ্গিপাড়া পৌরসভা।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‌্যাম্প, টুঙ্গিপাড়া লঞ্চঘাটে বাঘিয়ার নদীর পারে বোট ল্যান্ডিং র‌্যাম্প, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতি শ্মশান উন্নয়ন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কুশলী জাট জিসি-ধারাবাশাইল ভায়া মিত্রডাঙ্গা-সোনাখারী সড়কে ১৩০৪০ মিটার চেইনেজে তারাইল খালের উপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ |

তারাইল জসি-টুঙ্গিপাড়া হেড কোয়ার্টার ভায়া নারায়ণখালী সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন চেই: ০০-৪৩৪০ মিটার, বান্ধাবাড়ী ইউপিসি- জহরেরকান্দি বাজার সড়কে ৫ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, হরিণাহাটি বাজার- রাজাপুর উচ্চ বিদ্যালয় সড়কে ১০ মিটার চেইনেজে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ১০,১০০ মিটার চেইনেজে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, পিঞ্জুরী- সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ৮৫৫০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, কলাবাড়ী বাসষ্ট্যান্ড-রাধাকান্ত উচ্চ বিদ্যালয়-কালিগঞ্জ বাজার সড়কে ৫০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, মাঝবাড়ী আরএইডি- রাধাগঞ্জ বাজার সড়কে ২১০০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, কোটালীপাড়া পারকোনা শ্রী শ্রী গনেশ পাগল মন্দির, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, ত্রিপলী শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় টুঙ্গিপাড়ার একাডেমিক ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ, রাধাকান্ত উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন, ৬তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ, মেরামত এবং নবরুপায়ন, শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র, পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদ্রাসার চার তলা একাডেমিক ভবন, স্বাধীনতা সদর ডাক বাংলো, পাটগাতী জিসি হতে বাঁশবাড়িয়া জিসি সড়কের ৫০১৪ মিটার চেইনেজে ২২৫ মিটার পিসি গার্ডার ব্রীজ, বাশঁবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্স, টুপুরিয়া আরএন্ডএইচ-ধোরার জিপিএস সড়কে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, মাঝবাড়ী আরএন্ডএইচ-রাধাগঞ্জ বাজার সড়কে ৬৭০০ চেইনেজে ৯০ মিটার পিএসসি গার্ডার ব্রীজ।

এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কন্যার আগমন ও বৃহৎ প্রকল্প উদ্বোধন গোপালগঞ্জে সাধারণ জনগণ আনন্দ উচ্ছ্বসিত। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের টুঙ্গিপাড়ায় আগমন ও অবস্থানকে কেন্দ্র করে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়াসহ পুরো জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।


আরো পড়ুন:


 


নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতীর আক্রমণে যুবকের মৃত্যু। 

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। ৬জানুয়ারি শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফ মিয়া (২৫)। তিনি দাওধারা-কাটাবাড়ি ২নং ওয়ার্ডের আ; করিম মেম্বারের ছেলে। 

স্থানীয়সূত্রে জনাগেছে কিছুদিন যাবত বন্য হাতির দল সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে। খাবারের সন্ধানে প্রায় হাতিগুলো লোকালয়ে হানা দেয়। গত কয়েক মাস ধরে বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে তাণ্ডব চালিয়ে আসছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফ। 

এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:


 


চরম প্রতিশোধ, পাল্টা হামলায় ইউক্রেনে দুই শতাধিক হত্যার দাবি রাশিয়ার

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় শতাধিক রুশ সৈন্য হত্যার চরম প্রতিশোধ নিচ্ছে রাশিয়া। এবার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করল রাশিয়া।

রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় ৩০ ইউক্রেনীয় সেনা, ৯০ সার্ভিসম্যান ও ১৩০ বিদেশি ভাড়াটে নিহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 
এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে- ডোনেটস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেলস্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিজাইল হামলা চালায়।

রাশিয়ার সেনারা মঙ্গলবার ডোনেটস্ক এলাকার ক্রামাতর্স্ক শহরেও হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতর্স্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়। দ্রুজকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ১২০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত নয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

ডোনেটস্ক অঞ্চলের মেকিয়েভকা শহরে ইউক্রেনের সেআদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সেনারা পাল্টা হামলা চালাল। সূত্র: তাস, আনাদোলু এজেন্সি, আল মায়াদিন

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


নিজের সন্তান হত্যাকারী পিতা, ১২ বছর পর রেবের হাতে গ্রেপ্তার।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত দুধনই গজারী কুড়া গ্রামের মোঃ মোস্তফা (২৮) নিজের ৫ মাস বয়সী ছেলেকে ঢেকির উপর আছড়িয়ে হত্যা করার মামলায় লোমহর্ষক ঘটনার মামলায় ১২ বছর ধরে আত্মগোপনে ছিল। ২০২০ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিজ্ঞ আদালত। অবশেষে র‍্যাব-১৪, সিপিসি-১
(জামালপুর) ক্যাম্পের আভিযানে ১জানুয়ারি রবিবার বিকাল সাড়ে চারটায় ঢাকা জেলার খিলগাঁও থানার নন্দীপাড়া হাজীবাড়ি এলাকা থেকে মোস্তফা গ্রেপ্তার হয়। তাকে ঝিনাইগাতী থানায় উক্ত মামলার ওয়ারেন্ট মূলে হস্তান্তর করা হয়েছে। 

র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান সাক্ষরিত এক প্রেস রিলিজে জানানো হয়েছে,  চাঞ্চল্যকর পাঁচ মাসের শিশুসন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত  মোস্তফা ১২ বছর ধরে আত্মগোপনে থাকাকালে কুদ্দুস, রজব আলী, ইয়াসিন আলী, সজীব নাম পরিচয়ে ঢাকার বিভিন্ন স্থানে অটোচালক হিসেবে বসবাস করে আসছিল।

মামলা সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, ঝিনাইগাতী থানার গজারী কুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোস্তফা ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিচয় সূত্রে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার টুপকারচরের রোজিনা বেগমের (বাদী) সাথে ২০০৭ সালে বিয়ে হয়। কিছুদিন নিজ গ্রামে সংসার করার পর দুজনেই ঢাকায় গিয়ে আবারও গার্মেন্টসে চাকরি করে। 

বাদী গর্ভবতী হলে তারা বাড়িতে চলে আসে এবং একটি পুত্র সন্তান লাভ করে। জীবিকা নির্বাহের জন্য আসামি দিনমজুরি করতে থাকে এবং বাদীর পিতার বসবাসের জায়গা না থাকায় এসময় একই গ্রামের সোহরাব মেম্বার এর ছেলে গিয়াস উদ্দিন (৪৮) এর বাড়িতে পরিত্যক্ত একটি রান্নাঘরে সপরিবারে বসবাস করতে থাকে। 

বিগত ২০/০৫/২০১১ ইং বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে মোস্তফা রোজিনার উপর নির্মম নির্যাতন চালায়। এতে রোজিনা নিস্তেজ হয়ে পড়ে। তাতেও মোস্তফা না থেমে এক পর্যায়ে নিজের পাঁচ মাস বয়সী শিশু ছেলে মোঃ আসিফকে দুই পা ধরে ঢেকির সাথে আছড়িয়ে হত্যা করে। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পরবর্তীতে জামিন পেয়ে আত্মগোপনে চলে যায় সে। বিজ্ঞ আদালত ২/১২/২০২০ ইং তারিখে মৃত্যুদন্ডের সাজা দেয় আসামি মোস্তফাকে।
 
বার্তাপ্রেরকঃ  
এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget