Latest Post

বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন
Election for the post of Guardian Member of Baduria Secondary School has been completed


কেশবপুরের সীমান্তবর্তী এলাকার বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণ অভিভাবক সদস্য  পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩২০। এর মধ্যে মোঃ মোস্তাক বিশ্বাস ১৬৮ ভোট, মান্নান সরদার ১৬৬ ভোট, মোঃ কামরুজ্জামান ১৬১ ভোট এবং শক্তিপদ সরকার ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সেখ ফিরোজ আহমেদ। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জি এম শরিফুল ইসলাম প্রমূখ।



আরো পড়ুন:




বিদ্যানন্দকাটি ইউনিয়নে সম্প্রীতি, শিক্ষা, সেবা সম্মেলন অনুষ্ঠিত 
Harmony, Education, Service Conference held at Vidyanandakati Union


চলো সবাই আলোর পথে সমাজ গড়ি এক সাথে এই প্রত্যয়কে সামনে রেখে বিদ্যানন্দকাটি ইউনিয়নে স্পন্দনশীল সমাজ গড়ার প্রত্যয়ে হাড়িয়াঘোপ, মুসলিম, হিন্দু, সম্প্রীতি সম্প্রদায় ও আঞ্চলিক বাহা’ই সমাজ-এর আয়োজনে হাড়িয়াঘোপ পূজা মন্দির প্রাঙ্গনে শুক্রবার দিনভর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় আধ্যাত্মিক পরিষদের সভাপতি ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বলাই দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। প্রধান আলোচক বাংলাদেশ আধ্যাত্মীক পরিষদের সাধারণ সম্পাদক ডঃ কলিস আলী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুকনগর কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনছুর আলী, অধ্যাপক ইবাদুল ইসলাম, ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজিয়ার রহমান, চুকনগর সানরাইজ মডেল একাডেমির অধ্যাপক মাহাবুবুর রহমান, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমূখ।


শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার সাথে কবিতা আবৃতি ও গান পরিবেশন করেন, গোপাল কৃষ্ণ বিশ্বাস, মাস্টার নূরুল ইসলাম, ফরহাদ, তাসনিম রহমান এশা, সুনীতা দেবনাথ, তৃষা খাতুন, শ্রাবন্তী দেবনাথ, মুন্নি ও মরিয়ম, শাহজালাল, রিহান, বাধন, মরিয়ম প্রমূখ। চিত্রাঙ্কন প্রতিযোগীতার দ্বয়িত্বে ছিলেন শিরিনা। সম্মেলনটি গুণীজনদের মিলনমেলায় পরিনত হয়।



আরো পড়ুন:




কেশবপুরের পাঁচপোতা মহাশ্মশানের যজ্ঞভুমিতে অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান 
Eight-hour Mahanamayajna ceremony at the Yajna land of Panchpota Mahasmashan in Keshabpur


অশান্ত পৃথিবীতে হিংসা বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই, অধর্ম ও কু-সংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে পাঁচপোতা মহাশ্মশানে প্রতি বছরের ন্যায় এবারও পাঁচপোতা, বাউশলা, বসুন্তিয়া (বাদুড়িয়া মোড়), রামকৃষ্ণপুর, কেশবপুর, যশোর ও বাদুড়িয়া, ডুমুরিয়া, খুলনার সকল ভক্তবৃন্দরা আয়োজন করেছেন ৫ম বার্ষিকী অষ্ট প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তণ যজ্ঞানুষ্ঠান।


অনুষ্ঠানে নামামৃত পরিবেশনায় ছিলেন, যশোরের প্রভু রামকৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরার রাধাগোবিন্দ সম্প্রদায়,  যশোরের শ্রীগুরু সম্প্রদায়, সাতক্ষীরা ভাই ভাই সম্প্রদায়, যশোরের রাধারাণী সম্প্রদায়, অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন, যশোরের প্রভু রামকৃষ্ণ সম্প্রদায়ের শ্রী কৃষ্ণদাস গোস্বামী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 পাঁচপোতা মহাশ্মশানের যজ্ঞভুমিতে ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার থেকে শুরু হয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার অষ্ট প্রহর শেষ হয়েছে। এর আগে ২৯ মার্চ মঙ্গলবার : রাত ১২টায় শ্রীশ্রী কালী মায়ের পূজা, ৩০ মার্চ বুধবার : মঙ্গলঘট প্রতিষ্ঠা, শ্রীমদ্ভগবত আলোচনা ও শুভাধিবাস কীর্তন, ৩১ মার্চ বৃহস্পতিবার : অরুণোদয় হতে হরিনাম সংকীর্তন সহযোগে অষ্টকালীন সেবা কার্যাদি। ১ এপ্রিল শুক্রবার : প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর-পরিক্রমা, দধিমঙ্গল, ভোগ-মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। রাত ৮টায়- পদাবলী কীর্তন পরিবেশন করবেন বলে জানিয়েছেন পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র নাথ সিংহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।

উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান অতিথির একান্ত সহকারী কনক রায়, যুবলীগের মোস্তাফিজুর রহমান মিন্টু, ছাত্রলীগের মাহফুজুর রহমানসহ অন্যান্য সফরসঙ্গীবৃন্দ, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, বসুন্তিয়া তারকেশ্বর দূর্গা মন্দিরের সহ-সভাপতি বাসুদেব দাস, বসুন্তিয়া মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শৈবাল কুমার রায়, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দীন সরদার, সমাজসেবক নন্দ আঢ্য, পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির উপদেষ্টা জিতেন্দ্র নাথ সিংহ, সভাপতি অমরেন্দ্র নাথ সিংহ, সহ-সভাপতি অশোক বৈদ্য, সাধারণ সম্পাদক কীর্তন দাস, কোষাধ্যক্ষ ডাঃ তৃপ্তি রায়, সহকারী কোষাধ্যক্ষ মাস্টার সুজন বৈদ্য, বাদুড়িয়া বাজারের বিশিষ্ট সেবক ডাঃ অর্জুন কুমার রায়, রনজিৎ গোস্বামী, শ্যামল দাস, বিপ্লব দাস, মনি দাস, চন্দন দাস, অসীম দাস, তাপস দাস, রতন দাস, সুভাষ দাস, শুকুমার দাস, ডাঃ তরুণ সিংহ, সাধন কুমার সরকার প্রমূখ।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির উপদেষ্টা জিতেন্দ্র নাথ সিংহ বলেন, আমরা বিদ্যুৎ পেয়েছি। পাঁচপোতা অসমাপ্ত রাস্তা, মহাশ্মশানের উন্নয়নসহ আমরা সরকারের কাছে সার্বিক সহযোগীতা কামনা করি। 

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস-এর নিকট রাস্তাসহ পাঁচপোতা মহাশ্মশান উন্নয়নের দাবী জানালে তিনি বলেন, আপনাদের দাবী আমি পূরণ করবো। আপনারা নৌকা ছাড়বেন না। জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর থেকে আবারও এম,পি হিসাবে জনাব শাহীন চাকলাদার প্রার্থী হবেন, আমাদের সকলকে তাঁকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র নাথ সিংহ-এর নিকট কিছু আর্থিক অনুদান তুলে দেন।


কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার বলেন, পাঁচপোতা মহাশ্মশান উন্নয়নে আমাদের সংগঠন থেকে যথাসাধ্য চেষ্টা করবো।



আরো পড়ুন:




পরশুরামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাপ্পী
Bappi returned as a corpse while visiting his sister's house in Parshuram


ফেনীর ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় মো. শাহারিয়ার বাপ্পী নামে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত বাপ্পী ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. শাহাজাহান মিয়ার ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে পরশুরাম উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে যান বাপ্পী। শনিবার সকালে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।


পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই সড়ক দুর্ঘটনায়  আহত কলেজছাত্র মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।


ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মঈন উদ্দীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আরো পড়ুন:



ঝিনাইগাতী কুঞ্জবিলাস আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঘুম হারাম
Residents of Jhenaigati Kunjbilas Asrayan project are deprived of sleep


আকাশে মেঘ জমলেই ঝিনাইগাতীর আশ্রয়নের বাসিন্দাদের ঘুম হারাম হয়ে পরে। বৃষ্টি হলেতো কথাই নেই,  জেগেই  কাটাতে হয় সারারাত। ১১৯৯ সালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে এ আশ্রয়ন প্রকল্পটি গড়ে তোলা হয়। সেনাবাহিনীর ৩৭এসটি ইউনিট ব্যাটালিয়ন  প্রকল্পটি বাস্তবায়ন করে। কুঞ্জবিলাস নামে এ আশ্রয়ন প্রকল্পে ৬ ব্যারাকে ৬০ জন গৃহহীন ছিন্নমুল ভুমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে এ কুঞ্জবিলাসে ছোট -বড় নারী পুরুষ ও শিশু কিশোরসহ প্রায় ২ শ লোকের বসবাস। এখানে বসবাসকারিরা  প্রায় সবাই দিনমজুর। অভাব অনটন দুঃখ আর দুর্দশাই এ আশ্রয়নের বাসিন্দাদের নিত্যসাথি। আশ্রয়নের ঘর হস্তান্তরের  পর থেকে  গত ২৩ বছরেও  ঘরগুলো আর সংস্কার করা হয়নি। দরিদ্র পরিবারের পক্ষে সংস্কার করা  সম্ভব হয়নি। ফলে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

৬ টি নলকূপ দেয়া হয়েছিল। তা অকেজো। নিচু স্থানে ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টি হলে ও বর্ষাকালে  ঘরগুলোতে থাকে হাটু পানি। এ সময় আশ্রয়নের বাসিন্দাদের দুর্ভোগের সীমা থাকে না।  সরেজমিনে অনুসন্ধানে গিয়ে আশ্রয়নের বাসিন্দাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। আশ্রয়নের সাধারণ সম্পাদক মো, দুদু মিয়াসহ অন্যান্যরা  আক্ষেপের সুরে বলেন,আকাশে মেঘজমলেই তাদের ঘুম হারাম হয়ে যায়। শুধু তাই নয় রাতে বৃষ্টিতে ভিজে ছেলে - মেয়ে নিয়ে দুর্ভোগের সীমা থাকে না।


ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন বহু আগে থেকেই ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। তিনি ঘরগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ঘরগুলো সংস্কারের ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 



আরো পড়ুন:




রমযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূ‌ল্য জনগ‌ণের ক্রয়ক্ষমতার ম‌ধ্যে নিয়ন্ত্রণ নি‌য়ে আসুন - মাওলানা আব্দুল ওয়াদুদ 
Take control of daily necessities prices during Ramadan - Maulana Abdul Wadud


খেলাফত মজলিস সি‌লেট জেলা সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা সভাপতি ক্বাজী  মাওলানা আব্দুল ওয়াদুদ বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের জিবন যাত্রা নাকাল। খা‌দ্যের তাড়নায় মানুষ দিশেহারা । মধ‌্যবিত্ত থে‌কে সাধারন মানুষ টিসিবির গাড়ীর পেছ‌নে ভীড় করছে। প‌বিত্র রমযানুল মুবারক অত‌্যাসন্ন, তাই রামযা‌নে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূ‌ল্য জনগ‌ণের ক্রমক্ষমতার ম‌ধ্যে নি‌য়ে আসুন।

সুতরাং মানুষ যাতে একমুটো ভাত খে‌য়ে বাঁচতে পারে সে উদ্যোগ গ্রহণ ক‌রে বাজার মনিটরিং করুন এবং  নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উর্দ্ধগ‌তি নিয়ন্ত্রণ করুন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আজ(১ এপ্রিল  ২০২২ শুক্রবার) বিকাল বাদ আছর খেলাফত মজ‌লিস বিশ্বনাথ  উপ‌জেলা শাখার উ‌দ্যো‌গে উপ‌জেলা সদ‌রে রমযা‌নের প‌বিত্রতা রক্ষা ও দ্রব‌্যমূ‌ল্যের উর্দ্ধগ‌তির প্রতিবা‌দে এক বিক্ষুভ মি‌ছিল পরব‌র্তি সমা‌বেশ তি‌নি উপ‌রোক্ত কথাগু‌লো ব‌লেন। বিশ্বনাথ  উপজেলা সভাপ‌তি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ  এর সভাপ‌তি‌ত্বে ও পৌর শাখার সাধারন সম্পাদক হাফিজ  মাওলানা শরিফ উদ্দীন  এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় অনা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বিশ্বনাথ  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মাওলানা  ছাদিকুর রহমান । 


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সভাপতি মোঃ সায়েফ আহমদ শায়েক, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, বায়তুলমাল সম্পাদক আবু সুফিয়ান, সাংবাদিক আনহার বিন সাইদ, শ্রমিক মজলিস নেতা হাবিবুর রহমান, দেওকলস ইউপি সভাপতি রাসেল শিকদার, অলংকারী ইউপি সভাপতি মজদুদ্দিন মাজেদ, পৌর শাখার ইমদাদুল্লাহ,খেলাফত মজলিস দশঘর ইউনিয়নের নেতা আব্দুল কাইয়ুম জিহাদী প্রমূখ।



আরো পড়ুন:




মহান স্বাধীনতা দিবস "সুবর্ণ জয়ন্তী" উদযাপন
Celebrating the great Independence Day "Golden Jubilee"


কমল নগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ডিসপ্লে প্রতিযোগীতায় ১ম স্থান  এবং কুচকাওয়াজে ৩য় স্থান অর্জন করেছে   ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাইফ লাইন স্কুল এন্ড কলেজ। 

তাছাড়া শিক্ষার্থীদের আয়োজনে সন্তুষ্ট হয়ে  উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন সাহেব ৩০০০/- টাকা দরের একটি টাঙ্গাইল শাড়ী উপহার দিয়েছেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সজীব আল মারুফের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের এই সফলতার পিছনে সকল ছাত্র-শিক্ষকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে তিনি বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সোহেল রানা বাপ্পি কে। উল্লেখ্য যে, এর আগেও তারা অনেক বার ১ম স্থান অর্জন করেছে। 

অধ্যক্ষ আরো বলেন, পড়ালেখার পাশাপাশি এধরণের সাংস্কৃতিক আয়োজনে সফলতার এধারা অব্যাহত থাকবে। সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের কে নিয়ে ইনশাআল্লাহ।



আরো পড়ুন:



বহুমুখী সংকটে কমলনগর উপজেলায় দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা পাঠদান
Teaching of Darul Uloom Mohammadia Madrasa in Kamalnagar Upazila in a multi-faceted crisis


ভবন সংকট, শিক্ষকদের বেতন প্রদানে শূন্য তহবিল, জরাজীর্ণ ভবন,অসংখ্য সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার  চরবসু বাজার দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সামান্য বেতন ও স্থানীয় দেয়া অনুদান নিয়ে কোনমতে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক  মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, সরকারি ও বেসরকারি অনুদান না পেলে অচিরে বন্ধ হয়ে যেতে পারে মাদ্রাসা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসরাফিল  আরো জানিয়েছেন, বর্তমানে মাদ্রাসার ২টি শাখায় ৩৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। দরিদ্র এলাকায় হওয়ায় প্রতিমাসে অনেক শিক্ষার্থী টাকা দিতে পারে না। এছাড়া পরিচালনা কমিটি ও স্থানীয়দের সামান্য অনুদানে চলছে প্রতিষ্ঠানটি।


 মাদ্রাসার পরিচালনা কমিটির (সভাপ্রতির নাম দিবেন) বলেন, ১লা জানুয়ারী ২০১২ সালে দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা স্থাপিত হয়। বর্তমানে মাদ্রাসা ২৪নং চর বসু মৌজার আর এস১৯/১নং খতিয়ান যাহা নামজারি জমাখারিজ১৬১৩নং খতিয়ান বুক্ত ৯২দাগ অন্দরে ১৩শতক ভুমি উপর অবস্থিত ৷ আমাদের এলাকার মানুষজন খুবই গরীব। এই এলাকার একমাত্র দ্বীনি প্রতিষ্ঠানটি পরিচালনা করতে আমরা সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহায়তা কামনা করছি।


স্থানীয় একজন বলেন, মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম চমৎকার। লেখাপড়ার পরিবেষ ভালো। কিন্তু আর্থিক সংকট থাকায় মাদ্রাসাটি পরিচালনা করতে সমস্যা হচ্ছে। শ্রেণী কার্যক্রম পরিচালনায় নতুন ভবন ও শ্রেণী কক্ষের প্রয়োজন।



আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget