Latest Post










দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন প্রায় সাড়ে ৩ বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। এ মামলার পরপর ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়।


শরীফ তার মেয়াদকালে বিভিন্ন খাতে অনিয়মের খবর প্রকাশের জন্য আলোচিত হন। সে সময় তিনি ইসি কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ওয়ার্ড কাউন্সিলর, ইয়াবা চোরাকারবারি, রোহিঙ্গা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে ১ ডজনেরও বেশি মামলা করেন।

রোহিঙ্গাদের বাংলাদেশের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট দেওয়ার ঘটনায় এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলার বাদী তিনি।

কর্ণফুলীর দুর্নীতির মামলায় তিনি কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) সারোয়ার হোসেন এবং অন্যান্যদের সঙ্গে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে অভিযুক্ত করেন।


দুদকের উপসহকারী পরিচালক শরীফ কক্সবাজারের তালিকাভুক্ত ইয়াবা চোরাকারবারি হাজী সাইফুল করিমের বিরুদ্ধে মামলাও করেন। সাইফুল ২০১৯ সালের ৩১ মে 'বন্দুকযুদ্ধে' নিহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) অনিয়মেরও তদন্ত করছেন তিনি। তদন্ত প্রতিবেদন এখন আদালতের পরবর্তী পদক্ষেপের জন্য দুদকের সদর দপ্তরে আছে।

গত ৩০ জানুয়ারি প্রাণনাশের হুমকি পাওয়ার পর শরীফ উদ্দিন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।


জিডিতে শরীফ উদ্দিন অভিযোগ করেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও অপর এক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়িতে এসে তাকে হুমকি দেন।

জিডির পর পুলিশ হুমকির ঘটনার তদন্ত করছে।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুদকের সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে দেখা গেছে শরীফ ও অভিযুক্ত আইয়ুব দুজনেই স্বাভাবিকভাবে কথা বলছেন।'

ওসি আরও বলেন, 'আমরা বিষয়টি তদন্ত করছি এবং নির্ধারিত সময়ের মধ্যে আমরা আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করব।'


বুধবার দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক অফিস আদেশে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। এতে বলা হয়, 'দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ - এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো।' এই আদেশ গতকাল বিকেল থেকেই কার্যকর হওয়ার কথা।


দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে জানতে দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয় ডেইলি স্টারের পক্ষ থেকে। তবে তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।


জানতে চাইলে দুদক সচিব মাহবুব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কমিশনের ভাবমূর্তি রক্ষার্থে শরীফ উদ্দীনকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রায় ৭-৮টি অভিযোগ আছে।'

'শরীফ উদ্দীনের বিরুদ্ধে জব্দ করা ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের কাছে রাখার অভিযোগ আছে। এ নিয়ে হাইকোর্টও তাকে তিরস্কার করেছেন,' বলেন তিনি।


যোগাযোগ করা হলে শরীফ উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আমি কীভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করলাম?'


'আমার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্ত চলছে। আমি জবাবও দিয়েছি। আশা করি তদন্ত প্রতিবেদন আমার পক্ষেই থাকবে,' যোগ করেন তিনি।

সরকারি কোষাগারে টাকা জমা না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'জব্দ করা ৯৪ লাখ টাকা আমার কাছে রাখার বিষয়টি আমার পরিচালক জানতেন। চট্টগ্রাম থেকে  যাওয়ার সময় আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেটি বুঝিয়ে দিয়েছিলাম।'


এদিকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের প্রতিবাদে সজ বৃহস্পতিবার ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সহকর্মীরা।


সুত্রঃ ডেইলি স্টার


২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। প্রথমে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুল খুলবে আরও প্রায় দুই সপ্তাহ পরে। বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রথম আলোকে এসব তথ্য জানান।


এর আগে গত রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।



পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা প্রথম আলোকে বলেন, সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সরকার চাইলে ২২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।



করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।



শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে গত রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এখন একটু খারাপ সময় গেলেও আমরা আশা করি, এ মাসের শেষের দিকে অবস্থার একটু পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।’


ফ্রান্সের গণমাধ্যম লে জার্নাল দু দিমানচি একটি নিবন্ধ প্রকাশ করেছে। এই নিবন্ধটিতে জানানো হয়েছেন ফ্রান্সের তরুণ মুসলিমরা তুরস্কে বসবাসের জন্য আকৃষ্ট হচ্ছেন।

ফ্রান্সের মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণেই এমনটি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছেন নিবন্ধটিতে। 


‘ফ্রান্সের তরুণ মুসলিম যারা এরদোগানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে’ এই শিরোনামে নিবন্ধটি প্রকাশ করা হয়।  এতে বলা হয় দীর্ঘ সময় ধরেই ফ্রান্স থেকে তুরস্কে স্থায়ী হচ্ছেন মুসলিমরা। 

নিবন্ধটিতে আরও বলা হয়েছে, ফ্রান্স থেকে তুরস্কে মুসলিমদের আসার বিষয়টি গত পাঁচ বছরে আরও বেড়েছে।  আফ্রিকান বংশোদ্ভূত যারা আছেন তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যাচ্ছেন। আর একটু শিক্ষিত যারা তারা তুরস্কের প্রতি ঝুঁকছেন।  

নিবন্ধটিতে থিবো নামে ৩২ বছর বয়সী একজনের বিষয়ে আলোচনা করা হয়েছে।  যিনি ফ্রান্সে একট সময় রুটির দোকানে কাজ করতেন। কিন্তু দেড় বছর আগে তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ফ্রান্স ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার ফ্রান্স ছাড়ার কারণ হলো সেখানে মুসলিম বলে তাকে আলাদা চোখে দেখা হত।

তাছাড়া ফসিল মাহানি নামে এক ইউটিউবার ওই নিবন্ধটিতে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে তুরস্কের অনেকটা মিল থাকার কারণে তিনি নিজের নতুন ঠিকানা হিসেবে তুরস্ককে বেছে নিয়েছেন। 


সূত্র: ডেইলি সাবাহ


ক্রিমিয়ার পেনিনসুলা থেকে সেনা বহর সরে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। 

পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে সীমান্ত থেকে রাশিয়া সেনা সরিয়ে নেওয়ার  যে কথা বলছে সেটি সত্যি নয়। তারা আরও দাবি করেছে, রাশিয়া উল্টো সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করছে। 


আর পশ্চিমা দেশগুলোর এমন সংশয়ের মধ্যেই  নতুন করে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানান হলো ক্রিমিয়া থেকে মহড়া শেষে সেনারা সরে গেছে। 


বৃহস্পতিবার বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ার কৃষ্ণ সাগর থেকে মহড়া শেষে সেনারা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে। 

বুধবার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ তারা পাননি। তাদের পক্ষ থেকে দাবি  করা হয়েছে, রাশিয়া সেনা প্রত্যাহারের কথা বলে উল্টো সীমান্তে নিজেদের শক্তি আরো বৃদ্ধি করছে।


দুই পক্ষই আশঙ্কা করে বলেছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে। যদিও রাশিয়া প্রত্যেকবারই হামলা করার বিষয়টি  অস্বীকার করেছে। 


সূত্র: আল জাজিরা




দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। এ সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১০.২৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল তিন হাজার ৯২৯ জন। শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৬৭ শতাংশ।


এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন নারী। ঢাকা বিভাগে মারা গেছে সাতজন। এ ছাড়া চট্টগ্রামে ২, রাজশাহীতে ৫, খুলনায় ৪, সিলেটে ১ ও রংপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।


করোনা পিছু ছাড়েনি আফগানিস্তান ক্রিকেট দলকে। বাংলাদেশ সফরে এসে করোনা পজিটিভ হয়েছেন আফগানিস্তান দলের আট ক্রিকেটার। এ ছাড়া দলের সাপোর্ট স্টাফের তিন সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা আক্রান্ত। ফলে তাদের রেখে দলের বাকি সদস্যরা গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বিসিবির এক সূত্র বিষয়টি জানিয়েছে।

১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে এসেছেন আফগানিস্তান দলের ২২ সদস্য। পরদিন সিলেটে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলনে নামেন আফগান দলের ক্রিকেটাররা। দলের এক সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের পর করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগেই হোটেল ছেড়ে মাঠে গিয়েছিলেন সফরকারীরা।


বিয়ের কারণে ঐতিহাসিক পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না ম্যাক্সওয়েলের। মিস করতে যাচ্ছেন আইপিএলের শুরুটাও। অস্ট্রেলিয়ান হার্ড হিটার যখন সব দিক দিয়ে আলোচনায় তখন সোশাল মিডিয়াও বাদ যাবে কেন? 


ম্যাক্সওয়েলের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়! পরে জানা গেলো, এমনটা হওয়ার কারণ আসলে আমন্ত্রণপত্রটির ভাষা। 

ম্যাক্সওয়েলের বাগদত্তা ভিনি রমন একজন ভারতীয়। তামিল বংশোদ্ভূত হলেও তার জন্ম আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ফলে বিয়ের সবকিছু হচ্ছে ভারতীয় রীতি অনুসারে। ২০২০ সালে দুজনের বাগদানও হয়ে গেছে। কিন্তু করোনাকালে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। তাই ম্যাক্সওয়েল-ভিনি জুটির আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে তামিল ভাষায়। সেখানে আরও বলা আছে, পুরো প্রক্রিয়াটি হবে তামিল ব্রাহ্মণ পরিবারের কায়দায়।   

ম্যাক্সওয়েল-ভিনির প্রথম পরিচয় ২০১৩ সালে। এরপর অনেক দিন ধরেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। করোনায় বিয়ের আনুষ্ঠানিকতাও সারা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজ ও আইপিএলের একটা অংশ বাদ দিয়েই আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। মেলবোর্নে বিয়েটা হবে ২৭ মার্চ।


অবশ্য ম্যাক্সওয়েল যখন তারিখ চূড়ান্ত করেছিলেন তখন কোনও সিরিজ মিস হওয়ার কথা ছিল না। পরে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আসলে আমি যখন তারিখগুলো চূড়ান্ত করি, তখন দুই সপ্তাহের একটা ফাঁকা সময় ছিল। তাই এটা ভেবে খুশি ছিলাম যে কোনও সিরিজ মিস করতে হবে না। কিন্তু গত বছর বোর্ডের সঙ্গে চুক্তির বিষয়ে যখন কথা বলতে গেলাম, তখন তারা জানালো এই সময়ে পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। পরে বুঝতে পারলাম, ওই আলোচনার পরেই পরিবর্তনটা এসেছে।’


চোট কাটিয়ে ফিরলেন করিম বেনজেমা, তবে রইলেন নিজের ছায়া হয়ে। রিয়াল মাদ্রিদের পুরো আক্রমণভাগের চিত্রই তাই। প্রতিপক্ষের দুর্বলতায় আধিপত্য করল তারকাসমৃদ্ধ পিএসজি। তবে মিলছিল না গোল। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে ব্যবধান গড়ে দিলেন কিলিয়ান এমবাপে।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে পিএসজি।


চোট কাটিয়ে আড়াই মাস পর মাঠে নেমে দলকে জেতাতে ভূমিকা রাখলেন নেইমারও। এমবাপের দারুণ গোলটিতে দুর্দান্ত ব্যকহিলে পার্শ্বনায়ক তো তিনিই।

এমন হাইভোল্টেজ ম্যাচের শুরুতেই সুবর্ণ সুযোগ পেয়ে যান আনহেল দি মারিয়া। বাঁ দিক থেকে এমবাপের বাড়ানো বল ফাঁকায় পেয়ে আট গজ দূর থেকে যেভাবে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা, তা খুবই দৃষ্টিকটু।

নিজেদের সীমানা থেকে বের হতেই পারছিল না রিয়াল। তাদের বক্সের আশেপাশে পিএসজি পজেশন ধরে রাখলেও পারছিল না সুযোগ তৈরি করতে। অষ্টাদশ মিনিটে ডিফেন্ডার এদের মিলিতাওয়ের চ্যালেঞ্জ এড়িয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন এমবাপে। তবে তার দুর্বল শট পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

প্রথমার্ধের বাকি সময়েও খেলা চলেছে একইভাবে। মাঝেমধ্যে রিয়াল সামনে এগোনোর চেষ্টা করেছে বটে, তবে সত্যিকার অর্থে এই অর্ধে দলটির আক্রমণভাগ বলতে যেন ছিল না কিছুই। বিরতির আগে গোলের উদ্দেশ্যে কোনো শটই নিতে পারেনি তারা, একবারের জন্যও ভীতি ছড়াতে পারেনি প্রতিপক্ষের বক্সে। অবশ্য পিএসজির এই সময়ের পারফরম্যান্সও খুব একটা প্রশংসনীয় নয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও চাপ ধরে রাখা পিএসজি ৫০তম মিনিটে লক্ষ্যে দ্বিতীয় শট নিতে পারে। তবে কোর্তোয়ার বাধা এড়াতে পারেনি তারা; এমবাপের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। চার মিনিট পর গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় রিয়াল। টনি ক্রসের দূরপাল্লার ওই প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৬১তম মিনিটে আসে মেসির ওই পেনাল্টি মিসের হতাশা। এমবাপেকে ডি-বক্সে দানি কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনার জার্সিতে রিয়ালের বিপক্ষে ২৬ গোল করা আর্জেন্টাইন তারকা এবার পারেননি; তার দুর্বল শট আয়ত্ত্বে পেয়ে বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

বেলজিয়ান গোলরক্ষকের এমন নৈপুণ্যও তার সতীর্থদের উজ্জীবিত করতে পারল না। যেন খোলস থেকে বের হওয়ার পথই পাচ্ছিলেন না বেনজেমা-ভিনিসিউসরা।

আক্রমণের ধার বাড়াতে ৭৩তম মিনিটে দি মারিয়াকে তুলে নেইমারকে নামান কোচ। মাঠে নামার কয়েক সেকেন্ড পরই মাঝ বরাবর বল নিয়ে দারুণ কারিকুরিতে আক্রমণে ওঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাধ্য হয়ে তাকে ফাউল করেন দাভিদ আলাবা। কিন্তু ২০ গজ দূর থেকে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি মেসি।

তিন মিনিট পর মেসির পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে কোনাকুনি শট নেন এমবাপে। বল কোর্তোয়াকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।


৮০ মিনিটের পর ম্যাচের গতিপথ কিছুটা পাল্টায়। যেন পথ খুঁজে পায় রিয়াল। যদিও নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি ম্যাচ জুড়ে হতশ্রী ফুটবল খেলা দলটি। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা!

চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে অবশেষে জয়সূচক গোল। নেইমারের ব্যাকহিলে বল ধরে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে শট নেন এমবাপে। কোর্তোয়ার প্রসারিত পায়ের নিচ দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা। উল্লাসে ভাসে পিএসজি। পাক দি ফ্রাঁসের গ্যালারি হয়ে ওঠে উত্তাল।

পুরো ম্যাচেই বল দখলে আধিপত্য করে পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স ছিল বেশি উজ্জ্বল। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে পাঁচ শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে বিরতির পর আরও ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি।

অন্যভাবে দেখলে এত এত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারাটা মোটেও সন্তোষজনক নয়। তবে ইউরোপ সেরার মঞ্চে রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ এই জয়ের পর মেসি-এমবাপেদের এখন উদযাপনের সময়।

রিয়ালের বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ২০১৯-২০ আসরে গ্রুপ পর্বে প্রথম দেখায় ৩-০ গোলে জয়ের পর ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-২ ড্র করেছিল প্যারিসের দলটি।

রিয়ালের জন্য ম্যাচটিকে বলা যায় বড় সতর্কবার্তা। গত মাসে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর থেকে দলটি যেন নিজেদের খুঁজে ফিরছে। এই সময়ে তারা ছিটকে পড়েছে কোপা দেল রে থেকে। লা লিগায় তিন রাউন্ডে জিতেছে মাত্র একটিতে।


সঙ্গে এবার বাজে পারফরম্যান্সে এই পরাজয়। সামনের ব্যস্ত সময়ে কক্ষপথে ফিরতে খুব বেশি সময় হাতে নেই। আগামী ৯ মার্চ তাদের মাঠেই হবে শেষ ষোলোর ফিরতি লেগ।


২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার মোট ২৭টি বিভাগে ৩০টি পুরষ্কার দেওয়া হচ্ছে।

এর মধ্যে তিনটি বিভাগে যুগ্মভাবে পুরস্কার দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।

এবার যৌথভাবে শ্রেষ্ঠ সিনেমা হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ থেকে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে চিত্রনায়িকা দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। সর্বোচ্চ ১১টি পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানের সিনেমা 'গোর'। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত।


আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

এছাড়াও যারা এ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন তারা হলেন-


শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক - গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী -অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল-অভিনেতা - মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর) 

শ্রেষ্ঠ শিশু শিল্পী - মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)

শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক - বেলাল খান (বিশ্বাস যদি যায়রে...)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - প্রয়াত মো. সহিদুর রহামান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ গায়ক - মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ গায়িকা - দিলশাদ নাহার কণা (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী]) এবং সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি... বীর)  

শ্রেষ্ঠ গীতিকার - কবির বকুল (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী]) 

শ্রেষ্ঠ সুরকার - মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ কাহিনিকার -গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার-গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক - মো. শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ) [গোর]

শ্রেষ্ঠ শ্রব্দগ্রাহক- কাজী সেলিম আহম্মেদ (গোর) 

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা- এনামতারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেক-আপম্যান- মোহাম্মদ আলী বাবুল



করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরতদের আন্দোলন দমনে জরুরি আইন ব্যবহারের নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এই আইনের অধীনে আদালতের আদেশ ছাড়াই আন্দোলনের সঙ্গে জড়িত যে কারও ব্যক্তিগত হিসাব ব্যাংকগুলো জব্দ করতে পারবে বলে জানিয়েছেন তিনি।


তবে জরুরি আইন স্বল্পকালীন সময়ের জন্য কার্যকর থাকবে এবং আইনটি অত্যন্ত সুনির্দিষ্ট উপায়ে ব্যবহৃত হবে আর এটি কার্যকরে সামরিক বাহিনী মোতায়েন করা লাগবে না, এমনটি বলেছেন তিনি।

তিনি জানান, আইনটি প্রয়োগ করতে পুলিশকে ‘আরও উপকরণ’ দেওয়া হবে যেন তারা বিক্ষোভকারীদের আটক ও জরিমানা করতে পারে, সংবেদনশীল স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে পারে।


“এটা করা হচ্ছে কানাডাকে নিরাপদ রাখতে, লোকজনের কাজ সুরক্ষিত রাখতে,” সোমবার এক সংবাদ সম্মেলনে জরুরি আইন জারির প্রসঙ্গে বলেন ট্রুডো।


সম্মেলনে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, “আদালতের আদেশ ছাড়াই এখন ব্যাংকগুলো বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট যে কারও ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করতে পারবে।”

বিক্ষোভে জড়িত যে কারও যানবাহনের বীমাও স্থগিত করা যাবে, বলেছেন তিনি।


কানাডার এ উপপ্রধানমন্ত্রী আরও বলেন, তারা ক্রিপ্টোকারেন্সি ও ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মগুলোকে হিসাবের মধ্যে আনতে কানাডার ‘সন্ত্রাসী অর্থায়ন’ আইনের আওতা বাড়াতে যাচ্ছেন।

ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম গিভসেন্টগো-র মাধ্যমে আন্দোলনরত ট্রাকচালকদের দেওয়া ৯৩ হাজার ডলার চাঁদার তথ্য হ্যাকাররা প্রকাশ করে দেওয়ার পর ফ্রিল্যান্ড এসব বললেন।

কানাডার রাজধানীতে এখনও কোভিড বিধি ও টিকা বাধ্যতামূলক বিরোধী কয়েকশ বিক্ষোভকারী অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি।


রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্তরাষ্ট্র-কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ উইন্ডসরের অ্যাম্বাসেডর সেতু থেকে টিকা বাধ্যতামূলক বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়; ওই বিক্ষোভকারীরা প্রায় এক সপ্তাহ ওই সেতুটি অবরুদ্ধ করে রেখেছিল।


যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে পণ্য আনানেওয়া করা সব ট্রাকচালককে হয় টিকা নিতে হবে না হলে দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে, এই নিয়মের বিরুদ্ধে শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ পরে কানাডার সব কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে রূপ নেয়।

এ আন্দোলন তৃতীয় সপ্তাহে প্রবেশের পর ট্রুডো জরুরি আইন জারির পথে হাঁটলেন।


কিন্তু সমালোচকরা মনে করিয়ে দিয়েছেন, ভারত সরকারের করা কয়েকটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা বছরখানেক ধরে রাজধানী নয়াদিল্লির গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়ক অবরোধ করে রাখার সময় ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় কানাডা তাদের (ভারতের কৃষকদের) পাশে থাকবে।”


কানাডার জরুরি আইন জারির ক্ষেত্রে বড় ধরনের আইনি বাধাও রয়েছে। ১৯৮৮ সালে পাস হওয়া এ আইন কেবল ‘জরুরি ও সংকটপূর্ণ পরিস্থিতিতেই’ ব্যবহার করা যাবে, যখন ‘কানাডীয়দের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা ভয়াবহ বিপন্ন’ বলে মনে হবে।

এসব শর্ত পূরণ হওয়াতেই জরুরি আইন জারি হয়েছে বলে সোমবার যুক্তি দিয়েছেন কানাডার বিচারমন্ত্রী ডেভিড লামেত্তি। তবে কানাডার সিভিল লিবার্র্টিজ অ্যাসোসিয়েশন মন্ত্রীর ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়েছে।

সরকারের জরুরি আইন জারির এ পদক্ষেপ ‘কানাডার গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে’ বলেও সতর্ক করেছে তারা।


অটোয়ার বিক্ষোভের নেতা তামারা লিচ প্রধানমন্ত্রীর পদক্ষেপকে অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, “কোনো হুমকিই আমাদের ভয় দেখাতে পারবে না।”


তবে অন্টারিওর রক্ষণশীল মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড কেন্দ্রীয় সরকারের নেওয়া সিদ্ধান্তে তার সমর্থন আছে বলে জানিয়েছেন।


অন্যদিকে ক্যেবেক, মানিটোবা, অ্যালবার্ডা ও সাসকাচোয়ানের মুখ্যমন্ত্রীরা বলেছেন, তাদের অঞ্চলে জরুরি আইন বলবৎ করার প্রয়োজন নেই। ট্রুডোর ঘোষণার আগেই ক্যেবেকের মুখ্যমন্ত্রী বলেছিলেন, জরুরি আইন ‘আগুনে ঘি ঢালতে’ পারে।

কানাডার বিভিন্ন অংশে এখনও কোভিড বিধি ও টিকা বাধ্যতামূলক বিরোধী বিক্ষোভ চলছে।


রাজধানী অটোয়ার কেন্দ্রস্থলে টানা ১৮ দিন ধরে চলা অবরোধস্থলে চার থেকে পাঁচশ ট্রাক অবস্থান নিয়ে আছে। বিক্ষোভকারীরা কুটস, অ্যালবার্টা, এমারসন ও মানিটোবার সীমান্ত ক্রসিংগুলোও আটকে রেখেছে।


সোমবার অ্যালবার্টার পুলিশ ১১জনকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র জব্দ করেছে। কোভিড বিধি ও টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে টরন্টো ও উইনিপেগের মতো শহরগুলোতেও সপ্তাহান্তে বিক্ষোভ হয়েছে।



কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তাঁরা কেবল আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পালন করছেন। ছাত্রীদের দাবি, পোশাক তাঁদের ব্যক্তিগত পছন্দের বিষয়।

হিজাব-বিতর্ক নিয়ে আদালতে চলছে মামলা। আপাতত কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব-সহ ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বুধবার তার মধ্যেই কর্নাটকের আর এক সরকারি কলেজে শুরু হল ‘হিজাব আন্দোলন’। সকালে হিজাব ও বোরখা পরে উত্তর কর্নাটকের বিজয়পুরার পিইউ কলেজে উপস্থিত হন কয়েক জন ছাত্রী। যদিও তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি। এর পরেই শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।


কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তাঁরা কেবল আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পালন করছেন। অন্য দিকে, ওই ছাত্রীদের দাবি, তাঁরা কী পোশাক পরবেন, সেটা তাঁদের ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয়। তা ছাড়া তাঁরা আগেও হিজাব ও বোরখা পরেই ক্লাস করেছেন। এই পোশাক যে পরে আসা যাবে না, এ নিয়ে কলেজ কোনও নির্দেশিকা দেয়নি।

এ নিয়েই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বিতণ্ডায় জড়ান ছাত্রীরা। পরে শ্রেণিকক্ষের পাশে একটি জায়গায় তাঁদের বোরখা ও হিজাব খুলে আসার জন্য বলা হয়। ছাত্রীরা তাতে রাজি হননি। তার আগে কলেজের প্রবেশপথেই হিজাব পরিহিত ছাত্রীদের আটকান অধ্যক্ষ। তবে তাঁরা জোর করেই কলেজে ঢোকেন। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় তাঁদের। তার পরেই ঘোরালো হয় পরিস্থিতি। ছাত্রীরা স্লোগান তোলেন, ‘আমরা বিচার চাই’। দীর্ঘক্ষণ ধরে চলে এই প্রতিবাদ।



ইউক্রেইন ঘিরে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উত্তেজনা এবং আগ্রাসনের আশঙ্কা বেড়ে যাওয়ার পর ইউক্রেইন সীমান্ত থেকে কিছু সেনা ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইন সংলগ্ন কয়েকটি এলাকা থেকে কিছু সেনা মহড়া শেষ করে ঘাঁটিতে ফিরে যাচ্ছে।


রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, দেশজুড়ে ব্যাপক-মাত্রার সামরিক মহড়া এখনও চলছে। তবে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের সামরিক এলাকার কয়েকটি সেনা ইউনিটের মহড়া শেষ হয়েছে। এসব ইউনিটের সেনারাই ঘাঁটিতে ফিরে যেতে শুরু করেছে।


তবে এই সেনাদের সংখ্যা কত তা মন্ত্রণালয় জানায়নি। আর এতে উত্তেজনা প্রশমন হবে কিনা তাও এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।


ইউক্রেইন সীমান্তে রাশিয়া একলাখেরও বেশি সেনা মোতায়েন করেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালাবে। তবে রাশিয়া ইউক্রেইনে হামলা চালানোর কোনও পরিকল্পনা থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ বলেছেন, “সামরিক মহড়াসহ পরিকল্পনামাফিক বেশ কয়েকটি যুদ্ধের প্রশিক্ষণ মহড়াও চালানো হয়েছে।”

কিছু মহড়া এখনও চলছে, যেমন: রাশিয়া- বেলারুশ সামরিক মহড়া। এ মহড়া ২০ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের দেওয়া ভিডিও ফুটেজে ইউক্রেইন সীমান্তের কাছ থেকে কিছু ট্যাংক এবং সাঁজোয়া যান সরিয়ে নিতে দেখা গেছে।


মন্ত্রণালয় বলেছে, তারা কিছু লোহালক্কড় ট্রাকে করে সরিয়ে নেবে আর সেনারা পদযাত্রা করে নিজেদের ঘাঁটিতে ফিরে যাবে। তবে রাশিয়ার এই কিছু সেনা সরে যাওয়াই ইউক্রেইনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমাদের শঙ্কা কাটাতে যথেষ্ট হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার আগ্রাসন চালানোর কোনও পরিকল্পনা নেই- একথা বিশ্বাস করতে হলে ইউক্রেইন সীমান্ত থেকে পুরোমাত্রায়ই রুশ সেনাদের সরে যেতে দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের এক কর্মকর্তা বলেন, কতসংখ্যক সেনা প্রত্যাহার করা হয় তা দেখার অপেক্ষায় আছেন তারা। 


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।


এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৮৮৭ জন।


আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৪ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ।


বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩২ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন নারী।

তাদের মধ্যে ৫ জন ঢাকার, ৪ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহী, ২ জন খুলনার, ১ জন বরিশালের, ১ জন সিলেটের ও ১ জন রংপুরের।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, `ইউক্রেনে রাশিয়ার হামলার ‘এখনও ব্যাপক আশঙ্কা’ রয়েছে। তবে হামলা হলে মানবিক ক্ষয়ক্ষতি হবে ব্যাপক।' টেলিভিশনে দেশজুড়ে প্রচারিত এক ভাষণে এ কথা বলেন তিনি।


রাশিয়া হামলা চালালে সমুচিত জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল বলে জানান বাইডেন। তিনি বলেন, ‘ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়া দেড় লাখের মতো সেনা মোতায়েন করে রেখেছে।’


এদিকে, কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট বলছেন, এ তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। বাইডেনের ভাষায়, ‘যদি (প্রত্যাহার) হয়ে থাকে, তাহলে ভালো। কিন্তু, রাশিয়ার সেনাদল নিজেদের ঘাঁটিতে ফিরে যাচ্ছে—এমন তথ্য আমরা কিন্তু এখনও যাচাই করতে পারিনি।’

বাইডেন বলেন, ‘আমাদের বিশ্লেষকেরা বলছেন, এখনও তারা (রুশ সেনারা) হুমকিমূলক অবস্থানে রয়েছে। আমেরিকার জনগণ জানে যে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার কাজ কখনও বিনামূল্যে হয়নি। এটা বেদনাবিহীন হবে আমি তা ভাবছি না।’


রাশিয়ার নাগরিকদের উদ্দেশে জো বাইডেন বলেন, ‘আপনারা রাশিয়ার নাগরিকেরা আমাদের শত্রু নন এবং আমি বিশ্বাস করি না যে, আপনারা ইউক্রেনের বিরুদ্ধে ধংসাত্মক যুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত চান।




অন্যদিকে, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণার পর মঙ্গলবার ‘সতর্ক আশাব্যাঞ্জক’ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ন্যাটো।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে ফোনালাপে চলমান উত্তেজনার ‘যাচাইযোগ্য, নির্ভরশীল ও অর্থপূর্ণ প্রশমনের’ আহ্বান জানান।


এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটে বলেন, রাশিয়ার পক্ষ থেকে ‘মিশ্র সংকেত’ আসছে। কারণ, যুক্তরাজ্যের গোয়েন্দারা দেখিয়েছেন ইউক্রেন সীমান্তে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে রাশিয়া, যেটি কি না শুধু আগ্রাসনের প্রস্তুতি হিসেবেই করার কথা।


 গত শতকের আশি আর নব্বইয়ের দশকে ভারতে ডিস্কো মিউজিককে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেওয়া গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই।

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে এই সংগীত পরিচালকের মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তার বয়স হয়েছিল ৬৯ বছর।


সংগীত জগতে একের পর এক নক্ষত্র পতনে শোকে স্তব্ধ ভারত। ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের পর মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। সেই শোক কাটতে না কাটতেই সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ীও পাড়ি জমালেন না ফেরার দেশে।


এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর গত সোমাবারেই বাড়ি ফিরেছিলেন বাপ্পি। কিন্তু আবারও স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসককে খবর দেন। পরে তাকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসাপাতালে নেওয়া হয়।


হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশী পিটিআইকে বলেন, “তার অনেকগুলো শারীরিক জটিলতা ছিল। তিনি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছেন।”


আনন্দবাজার লিখেছে, গত বছর এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ওই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।



চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে বাপ্পি লাহিড়ীর আবির্ভাব মাত্র ১৯ বছর বয়সে। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘নান্নাহ শিকারি’ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি। ১৯৭০ এর দশকের শেষভাগে তখনকার বোম্বে (বর্তমান মুম্বাই) ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার তুঙ্গে পৌঁছায় এবং ১৯৮০ এবং ৯০ এর দশকেও তা সমান তালে এগিয়ে যায়।


সেই সময়টায় হিন্দি ও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও সফল সংগীত পরিচালক ছিলেন তিনি। সিনেমা পাড়ায় সবাই তাকে ভালোবেসে ডাকতেন ‘বাপিদা’।


একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সংগীতের ডিস্কো কিং। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কমান্ডো’, ‘শোলা অউর শবনম’ সিনেমায় তিনি সংগীত পরিচালনা করেছেন।


কলকাতার ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ সিনেমার গানেও সুর দিয়েছেন; গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে ‘বাগি-৩’ সিনেমার জন্য গাওয়া ‘ভানকাস’ তার শেষ গান।


বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আব্দুল জব্বারের গাওয়া ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে’ গানটির সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী। গানটি লিখেছেন গীতিকার শ্যামল গুপ্ত, যিনি সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে বাপ্পি লাহিড়ীর জন্ম। আসল নাম অলোকেশ লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনই ছিলেন গানের জগতের মানুষ। ভারতীয় চলচ্চিত্রের আরেক প্রবাদ প্রতীম গায়ক, অভিনেতা কিশোর কুমার ছিলেন তার তুতো মামা।




বাপ্পি লাহিড়ী তার পোশাকের সঙ্গে নানা সোনার গয়না পরতে ভালবাসতেন; বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!’


গানের পাশাপাশি রাজনীতির মাঠেও নেমেছিলেন। কিন্তু খুব একটা স্বস্তিকর ছিলো না সে অভিজ্ঞতা। ২০১৪ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে লোকসভা আসনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান।


বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম বাপ্পি লাহিড়ীর গান মনে রাখবে। প্রাণবন্ত এই শিল্পীর না থাকা অনুভব করবে সবাই।   


ভারতীয় চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরাও জনপ্রিয় এই সুর স্রষ্টার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের তারকারাও তাদের প্রিয় ‘বাপিদা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।





 সদ্যঃসমাপ্ত পঞ্চদশ আইপিএলের মেগা নিলামের পরই চেন্নাই সুপার কিংসকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে 'বয়কট চেন্নাই সুপার কিংস' ট্রেন্ড। শ্রীলঙ্কার খেলোয়াড়কে দলে নেওয়ায় চেন্নাইকে বয়কটের ডাক দিয়েছে সমর্থকদের একাংশ। কেউ কেউ আবার সুরেশ রায়নাকে না নেওয়ার জন্য হলুদ ব্রিগেডকে বয়কটের ডাক দেয়।

শ্রীলঙ্কার স্পিনার মাহিশ ঠিকশানাকে নিলামে দলে নিয়েছে চেন্নাই। তাতেই ক্ষুব্ধ হয়েছে তামিলদের একাংশ। একজন যেমন লিখেছেন, 'তামিলদের গণহত্যা করেছে শ্রীলঙ্কা। নারী এবং শিশুসহ প্রায় তিন মানুষকে হত্যা করেছে। প্রতিদিন আমাদের তামিল মৎস্যজীবীদের হত্যা করেছে শ্রীলঙ্কার নৌ সেনা। নৌকা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করছে। সেই শ্রীলঙ্কার খেলোয়াড়কে কেনার জন্য চেন্নাই সুপার কিংসের লজ্জা হওয়া উচিত। '

অপর একজন লিখেছেন, 'সিংহলের সন্ত্রাসের কারণে প্রায় ২০ লাখ তামিলকে শরণার্থী হতে হয়েছে। এখনো তারা বিচার পায়নি। অথচ চেন্নাই সুপার কিংসের এক সিংহলি খেলোয়াড়ের জন্য গলা ফাটাবেন তামিলরা! অপর একজন লেখেন, 'তামিল গণহত্যাকে সাধারণ বানিয়ে দেবেন না। চেন্নাই থেকে এই সিংহলি খেলোয়াড়কে বাদ দিতে হবে। চেন্নাই সুপার কিংসে কোনো সিংহলি খেলোয়াড়কে খেলতে দেওয়া যাবে না। '


টেস্ট ক্রিকেটে ছাপ রেখে বিপিএলে আলো ছড়িয়ে এবার ওয়ানডে ক্রিকেটও রাঙানোর অপেক্ষায় মাহমুদুল হাসান জয়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। টেস্ট দলের নিয়মিত সদস্য ইবাদত হোসেন চৌধুরিও প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। সেই দল থেকে এবারের দলে পরিবর্তন আছে অনেক।


জিম্বাবুয়ের সফরের স্কোয়াড ছিল ১৭ জনের। সেই দল থেকে এবার ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি ৭ জন। দুই নতুন মুখের সঙ্গে ফিরেছেন ৩ জন।

বাদ পড়াদের তালিকায় আছেন মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। চোটের কারণে নেই মোহাম্মদ সাইফ উদ্দিন।


দলে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরি, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ। আগে দলে ডাক পেলেও ইয়াসির ও নাসুমের এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

মাহমুদুল গত মাসে নিউ জিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৭৮ রানের দৃঢ়প্রতিজ্ঞ ইনিংস খেলে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দেন মাহমুদুল। এরপর দেশে ফিরে চলতি বিপিএলে দেখান নিজের টি-টোয়েন্টি সামর্থ্যের ঝলক।

গত ঢাকা প্রিমিয়ার লিগ ২০ ওভারের সংস্করণে হওয়ায় ৫০ ওভারের ক্রিকেটে তাকে অনেক দিন দেখা যায়নি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মোটে ১৩টি। তবে সবশেষ যে সিরিজে খেলেছেন, সেখানে পারফর্ম করেন ঠিকই। গত বছরের মার্চে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ৫ ম্যাচের সিরিজে ম্যান অব দা সিরিজ হয়েছিলেন ২৮৫ রান করে।

ইবাদতের ওয়ানডে দলে ডাক পাওয়া সেদিক থেকে খানিকটা চমকই বলতে হবে। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি মোটে ১১টি, ওভারপ্রতি ছয়ের কাছাকাছি রান দিয়ে উইকেট নিতে পেরেছেন স্রেফ ১০টি। সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি সেই ২০২০ সালের মার্চে, ঢাকা প্রিমিয়ার লিগে।


বাদ পড়া মিঠুন সবশেষ জিম্বাবুয়ে সিরিজে তিন ইনিংসে করেছিলেন ৫১ রান। দুই ইনিংসে ব্যাট করে মোসাদ্দেকের রান ছিল ৫ ও ৫, বল হাতে ছিলেন উইকেটশূন্য। ওই সিরিজেই ওয়ানডেতে ফিরে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নুরুল হাসান সোহান। সেই ম্যাচে ৩৯ বলে অপরাজিত ৪৫ করে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি।

রুবেল, নাঈম ও তাইজুল দলে জায়গা হারালেন সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই।


দলে ফেরা ইয়াসির সম্প্রতি টেস্টে ভালো করার পর দারুণ পারফর্ম করেছেন চলতি বিপিএলেও। নাসুমও টি-টোয়েন্টি সংস্করণে আছেন দারুণ ফর্মে। নাজমুল হোসেন শান্তর দলে ফেরাটা খানিকটা বিস্ময়ের। ৮টি ওয়ানডে খেলে এখনও তার মোট রান ১০০ হয়নি। এবার বিপিএলেও খুব ভালো করেননি।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে, আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়। 


বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে অভিনেত্রী শবনম ফারিয়ার। হারুন অর রশীদ অপুকে গত বছরের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

এর পর এ নিয়ে একে অপরকে দোষারোপ করে রীতিমতো যুদ্ধ চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের ওপর বিষোদাগারে লিপ্ত হন দম্পতি।


সেই ঘটনার দুই মাস না যেতেই নতুন করে প্রেমে পড়লেন শবনম। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন সে কথা।

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন এ অভিনেত্রী। যদিও সে ছবিতে সেই যুবককে চেনার উপার নেই।


এছাড়া একই দিনে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন ফারিয়া। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে এক যুবকের কোমরে হাত রেখেছেন ফারিয়া। যুবকও কাছে টেনে নিয়েছেন শবনমকে। বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে দুজন দুজনের দিকে ভালোবাসার দৃষ্টি বিনিময় করছেন।

সেই ভিডিওতে ফারিয়াকে ঠিক চেনা গেলেও যুবকের মুখ অস্পষ্ট।


ভিডিও ক্যাপশনে ফারিয়া লিখেছেন ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। সেখানেই যাও যেখানে তোমার আত্মার খোরাক পাবে। এখন ভালোবাসার মৌসুম, তোমরাও নিজের ভালোবাসা প্রকাশ করো। ’


ফারিয়ার দুটি ইনস্টাগ্রাম স্টোরিতে মজেছেন তার ভক্ত-অনুরাগীরা। কে এই যুবক সেই কৌতূহল সবার মনে। যদিও বিষয়টি রহস্যের মাঝেই রেখে দিয়েছেন ফারিয়া। নতুন প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না আপাতত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। এর আগে ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget