Latest Post


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য মতামত দেবেন দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিক। এরই মধ্যে প্রস্তুত হয়েছে তাঁদের নামের তালিকা। অনুসন্ধান (সার্চ) কমিটির সভায় অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে আমন্ত্রণ। আগামী শনিবার তাদের মতামত নিতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে এসব তথ্য জানা গেছে।


সার্চ কমিটি যাঁদের আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

আরো আমন্ত্রণ জানানো হয়েছে- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর প্রমুখ।


নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর পরদিন প্রথমবারের মতো বৈঠকে বসেন তারা। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী কমিটি গঠনের দিন থেকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই ধারাবাহিকতায় ৬০ জন বিশিষ্ট নাগরিকের সাথে মতবিনিময় করবেন সার্চ কমিটির সদস্যরা।

 

উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।


ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেন সংকট 'সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হেডকোয়ার্টার পরিদর্শনকালে বরিস এই মন্তব্য করেছেন। 


বরিস বলেন, 'এটি সম্ভবত সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। আমি বলবো আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি। আমাদের এটা ঠিক করতে হবে।'

এছাড়া ব্রিটিশ এই প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বাধলে তা হবে চরম বিপর্যয়কর।

এদিকে বরিসের সুরে কথা বলেছেন সংস্থাটির প্রধান জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, এটি ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি বিপজ্জনক মুহূর্ত। রুশ বাহিনীর সংখ্যা বাড়ছে।

জনসন আরও বলেন, ইউক্রেনে হামলা হলে যুক্তরাজ্য ও ন্যাটো সামরিক হস্তক্ষেপ করবে না। তবে মস্কোকে বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। যুদ্ধ হলে দুই দেশের জন্যই দূর্যোগ হবে। 


সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন সীমান্তের কাছের এক লাখ ৩৫ হাজারের বেশি মস্কো সেনা মোতায়েন করেছে। এছাড়া ধারণা করা হচ্ছে, যুদ্ধের জন্য প্রায় সকল ধরনের সরঞ্জাম প্রস্তুত করেছে রাশিয়া। 


তথ্যসূত্র: গার্ডিয়ান, বিবিসি


রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে।


একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯টিতে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।


গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জনের, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনা ও রংপুরে ৩ জন করে এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে। 


হিজাব নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ফের স্কুল-কলেজ খোলার কথা জানালেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। করোনার কারণে দীর্ঘ দিন কর্নাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এরপর হিজাব বিতর্কে সহিংসতার শঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। এখন ওই উত্তেজক পরিস্থিতির মধ্যেই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাইছে ভারতের কর্নাটক রাজ্যের সরকার। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।


বৃহস্পতিবার সন্ধ্যায় এনিয়ে কর্নাটকের শিক্ষা মন্ত্রণালয় ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করার কথা জানিয়ে দেন তিনি। এ পরিস্থিতিতে ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই তার রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে শান্তি বজায় রাখার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক নেতাদের উত্তেজনা সৃষ্টিকারী কোনো বিবৃতি না-দিতে অনুরোধ করেন।

 

সম্প্রতি কর্নাটকের এক কলেজে হিজাব পরার কারণে ২৫ জন ছাত্রীকে কলেজে ঢুকতে দেয়া হয়নি। এরপরই দক্ষিণ ভারতের এ রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। দেখা যায়, বিভিন্ন কলেজের ছাত্রীরা হিজাব পরে কলেজে আসতে চাইছেন। তাদের পাশে আবার দাড়িয়েছে, দলিত সংগঠন ভীম সেনা অনুমোদিত ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বাম-কংগ্রেস ছাত্র সংগঠন। পাল্টা কর্মসূচিতে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা গেরুয়া শাল গায়ে কলেজে আসা শুরু করে দেন।


এছাড়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কর্নাটকে গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম' শ্লোগানে এক কলেজ ছাত্রীর দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে।

 

ওই ছাত্রীও তখন ভিড়ের দিকে ফিরে দু'হাত তুলে ‘আল্লাহু আকবার' বলে চিৎকার করতে থাকেন। ওই ঘটনা আর ভিডিওটি পুরো ভারতেই আলোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিওটি হিজাব বিতর্কের আগুনে আরো ঘৃতাহুতি দিয়েছে।

এরমধ্যেই ৮ ফেব্রুয়ারি কর্নাটকের মুখ্যমন্ত্রী, সমস্ত স্কুল-কলেজ তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি ওই সময় জানিয়েছিলেন, কর্নাটক রাজ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতেই সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বোম্মাই জানান, ছাত্র-ছাত্রীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক, তা তিনি চান না। পাশাপাশি, এ ঘটনার জেরে উত্তেজনা বাড়াটাও ঠিক না। ওই কারণে, রাজ্য সরকার এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশ অনুসরণ করবে বলেও জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী।

 

এ পরিস্থিতিতে ভারতীয় আদালত বলেছে, এ (হিজাবের) বিষয়ে রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে শান্তি বজায় রাখতে হবে। এছাড়া বেঙ্গালুরুরের পুলিশ কমিশনার কমল পন্থ বুধবার জারি করা এক নির্দেশনামায় বলেছেন, দু’সপ্তাহের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দু’শ’ মিটারের মধ্যে বিক্ষোভ বন্ধ রাখতে হবে।


সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস 


ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব ও বোরকা পরার কারণে হেনস্তার শিকার ও শ্রেণিকক্ষে ঢুকতে না দেওয়ার ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে। এই পরিস্থিতি শিক্ষার্থীদের হিজাব ধর্মীয় পোশাক আপাতত পরতে নিষেধ করলেন কর্ণাটকের হাইকোর্ট।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, বিষয়টি আদালতে আলোচনাধীন। এ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এমন পোশাক না পরার কথা বললেন আদালত। আগামী সোমবার এই ইস্যুতে আবারও শুনানি হবে।

এর আগে গত বুধবার এ নিয়ে আদালতের শুনানি হয়। পরে এটিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পূর্ণাঙ্গ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রিতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত ও বিচারপতি জে এম খাজি। গতকাল বৃহস্পতিবার হিজাব ইস্যুতে এই বেঞ্চে শুনানি হয়েছে।


হিজাব ইস্যুতে কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শ্রেণিকক্ষে তাঁরা বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের এই মামলা লড়ছেন আইনজীবী সঞ্জয় হেগরে। তিনি গতকাল আদালতে বলেন, কর্ণাটকের শিক্ষা আইনের কোথাও স্কুলের পোশাক নিয়ে কিছু বলা হয়নি। লাইভ ল-এর খবরে বলা হয়েছে, ওই আইনজীবী বলেন, শিক্ষার্থীদের পোশাক কী হবে, সেটা স্কুলের বিষয়।
তবে কর্ণাটক সরকারে পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, রাজ্য সরকার চায় আইন হোক। কিন্তু স্কুল বা কলেজে একদল মাথা ঢেকে আসবে, আরেক দল গেরুয়া উত্তরীয় পরে আসবে—এটা হতে পারে না।

এই সংকটের শুরু হয়েছিল কর্ণাটকের উদুপি জেলায়। গত ডিসেম্বরের ঘটনা এটি। হিজাব পরার জন্য শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেন উদুপি জেলায় সরকারি গার্লস পিইউ কলেজের ছয় শিক্ষার্থী। এরপর মুসলিম ছাত্রীরা এর প্রতিবাদ শুরু করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই রাজ্যটিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। এই প্রতিবাদ এখন বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে। এ ছাড়া বেঙ্গালুরু শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে সব ধরনের বিক্ষোভ ও সমাবেশ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 


পরিস্থিতি সামাল দিতে কর্ণাটকের সব স্কুল-কলেজ তিন দিন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া রাজনীতিকেরাও এ নিয়ে কথা বলতে শুরু করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট বার্তায় মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, তাঁরা কী পোশাক পরবেন, তা তাঁদের নিজেদের পছন্দের বিষয়। এই অধিকার সংবিধানের মাধ্যমে সুরক্ষিত।

হিজাব-বিতর্ক নিয়ে বেশ কিছু আবেদন পড়েছে উদুপিতে। মুসলিম নারী শিক্ষার্থীরা এসব আবেদন করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট এতে যুক্ত হয়েছেন। তবে সর্বোচ্চ আদালত আপাতত বিষয়টি কর্ণাটক হাইকোর্টের ওপর ছেড়ে দিয়েছেন। আদালত বলেছেন, আগে কর্ণাটকের হাইকোর্ট কী সিদ্ধান্ত নেন, সেটা দেখা যাক।


নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নিজেদের পছন্দের ১০ জনের একটি তালিকা দেবে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে তালিকাটি জমা দেওয়া হবে। গত মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত হয়। 


সভায় উপস্থিত সদস্যদের প্রত্যেকের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন, এমন যোগ্যতাসম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চান দলীয় সভানেত্রী শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের কথামতো প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ১০ জনের নাম লিখিতভাবে জমা দেন। সভায় উপস্থিত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ নেতাই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছয় জনের নাম প্রস্তাব করেছেন। তারা হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই জন সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিকী, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সাবেক আইনসচিব কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে সব প্রেসিডিয়াম সদস্য জমা দেওয়া নামগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত করতে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। সেই অনুযায়ী আজ সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ তাদের পছন্দের ১০টি নাম পাঠাবে।

জমা দেওয়া তালিকায় উল্লিখিত ছয়টি নাম কমন রয়েছে বলে জানান অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য। এর মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বর্তমানে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তার চাকরির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ কিছুদিন আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু বকর সিদ্দিকী গত বছরের ২৯ জুলাই অবসরে যান। 

মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বলেন, পৃথিবীর কয়টি দেশে এমন আইন রয়েছে, সে সম্পর্কেও জনগণকে জানাতে হবে। প্রসঙ্গত, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিইসি পদে নিয়োগ পেয়েছিলেন সাবেক সচিব ড. এ টি এম শামসুল হুদা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন তার নেতৃত্বেই অনুষ্ঠিত হয়। এর পরের দুই জন সিইসিও ছিলেন সাবেক আমলা। তারা হচ্ছেন সাবেক দুই সচিব কাজী রকিবউদ্দীন এবং কে এম নূরুল হুদা। বিচারপতিদের মধ্যে সর্বশেষ সিইসি পদে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি এম এ আজিজ। ওয়ান-ইলেভেনের আগে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে তাকে বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে অবশ্য রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় বিএনপির লবিস্ট নিয়োগ, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার নিয়ে আলোচনা করা হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে নিরবচ্ছিন্নভাবে সংগঠন শক্তিশালী করতে কাজ করতে বলেন তিনি। সভায় আট বিভাগে কেন্দ্রীয় যে আটটি টিম রয়েছে, আওয়ামী লীগের ঐ টিমগুলোকে সফর শুরু করতে নির্দেশ দেন দলীয় প্রধান। যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি, সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। সাংগঠনিক সফরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কথা জনগণকে জানানোর জন্য নেতাদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না—এটা তুলে ধরতে হবে। এ সময় জনগণকে স্মরণ করিয়ে দিয়ে বলতে হবে, ২০০১ সালে বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করেছে।


আর বিএনপি ১৯৯৬ সালে ও ২০০৬ সালেও ক্ষমতা ছাড়তে চায়নি। ক্ষমতা আঁকড়ে থাকার সব চেষ্টা করেছে। ওই দলের মুখে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে এত বড় বড় সবক মানায় না। বৈঠকে উপস্থিত নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, সংগঠন ঐক্যবদ্ধ থাকলে, সরকারের উন্নয়নের প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবে আওয়ামী লীগ। এ সময় বিদ্রোহী বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী আগের মতোই কঠোর অবস্থান তুলে ধরে বলেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়ে নির্বাচন করেছে, তারা ভবিষ্যতে কোনো নির্বাচনে নৌকা প্রতীক পাবে না। দলের গুরুত্বপূর্ণ পদেও তাদের রাখা হবে না। দলের তো একটা শৃঙ্খলা থাকতে হবে। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। 


বৈঠক সূত্র জানায়, তৃণমূলের সম্মেলনগুলোতে নেতা নির্বাচন করার ক্ষেত্রে দলের ত্যাগী, পরীক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্যদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দলের মধ্যে যেন ‘আগাছা-পরগাছা’ ভর না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেসব ‘আগাছা-পরগাছা’ দলে ঢুকে গেছে, এগুলো উপড়ে ফেলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থী কারা হতে পারে—এ বিষয়টিও উঠে আসে প্রেসিডিয়াম বৈঠকের আলোচনায়। আওয়ামী লীগের সভানেত্রী বলেন, শুধু দলের কাছে জনপ্রিয়তাই নয়, জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।


সূত্রঃ ইত্তেফাক 


গত দুই দিনে মাঘের বৃষ্টির কারণে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছোট বড় হাট বাজারে বেড়েছে সবধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। বুধবার(০৯ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

বিভিন্ন হাট বাজারে গত সপ্তাহে যে বেগুন কেজি প্রতি বিক্রি হয়েছে ২০- ২৫ টাকায়, এখন ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫- ৪০ টাকায়। এছাড়াও শসা ৩০-৪৫ টাকায়, গাজর ২০-৩০ টাকায়, ফুলকপি ২৫-৩৫ টাকায়, টমেটো ৩০- ৪০ টাকায়, কাঁচা মরিচ ৪০-৫৫ টাকায়, সিম ২০-৩০ টাকায়, করলা দেশি জাতের ৮০-১০০ টাকায়, লাউ ২০-২৫ টাকায়, বাঁধাকপি ২০- ২৫ টাকায়, মটরশুঁটি ২৫-৪০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। বাজারে সবচেয়ে কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে আলু। দেশি আলু প্রকারভেদে ১২-১৬ টাকায়, ডায়মন্ড জাতের আলু ৮-১২ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বাড়ায় সাধারণ ক্রেতা পড়েছেন বেকায়দায়।


সবজি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ক্ষেতে সব ধরনের সবজি পঁচে নষ্ট হয়েছে। মোকামে সরবরাহ কম থাকায় সবজির দাম বেশি। তাই আমাদের বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে। এ জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


ক্রেতারা জানান, সপ্তাহ খানেক আগে হাট বাজারে সবজির দাম অনেকটা কম ছিলো। বৃষ্টি হওয়ার পর থেকে হাট বাজারগুলোতে হঠাৎ সব ধরনের সবজির দাম বেড়েছে।

এদিকে কাঁচামাল ব্যবসায়ীরা জানান, টানা দুই দিনের বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে শীতকালীন সবজি নষ্ট হয়েছে। ফলে বাজারে সব সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আর কিছু দিন গেলে দাম আবারও কমবে বলেও জানান ব্যবসায়ীরা।

 মোঃইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ 


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, জনগণের উন্নয়ন করার জন্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের উন্নয়ন কাজগুলো দৃশ্যমান এবং জনগণ তার সুফল পাচ্ছে। 


বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সদর উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে সদরের বেংরোল সফিরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখানগর ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেটি পাহাড়ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিগাঁও কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহিয়া-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরাজি পাহাড়ভাঙা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হরিহরপুর পশ্চিম হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জায়গীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সির্ন্দুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্ত করা হয়। 


সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো বেহাল অবস্থায় ছিল। আমরা সেসব বিদ্যালয়গুলো খুঁজে বের করে সেগুলোতে নতুন ভবন দিয়েছি। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদান করতে পারে। এখন শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার মান ঠিক রাখা। 


তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণকে চাইতে হয়না। জনগণ চাওয়ার আগেই বর্তমান সরকারের জনগণের দ্বারপ্রান্তে উন্নয়ন পৌঁছে দেয়। যেমন দেখুন আমাদের সদর উপজেলার অবস্থায়। একটা সময় ঠাকুরগাঁও সদরের গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোর খুবি খারাপ অবস্থা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সদরের প্রত্যেকটি রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ, শিক্ষাব্যবস্থাসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। 


রমেশ সেন বলেন, প্রত্যেকটি শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং দেশের উন্নয়ন ও দেশ পরিচালনায় আজকের শিক্ষার্থীদেরকেই এগিয়ে আসতে হবে। এসব কোমলমতি শিক্ষার্থীদের দেখাশোনা ও পড়ালেখায় মনোযোগী করতে অভিভাকদের পাশাপাশি শিক্ষকদেরও ভুমিকা রাখতে হবে। 


ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ।



রূপান্তরিত মেঘা হতে চান বিমানবালা

সুবল শীল, ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে উঠবস করতে স্বাছন্দ্যবোধ করতেন। ছেলে হয়েও খেলাধুলা খেলতেন পাড়ার মেয়েদের সঙ্গে। মেয়েদের প্রতি ছিল তার আলাদা টান। শাড়ি, থ্রি-পিস পরা ছিল খুব আগ্রহ। সুযোগ পেলেই ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি আর মাথায় বেণি গাঁথতেন। চলাফেরা, কথাবার্তায় সমাজের কাছে শুনতে হতো নানা কটু কথা। রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকেই হিজড়া বলে সম্বোধন করত তাকে।


এমনকি স্কুলে গিয়ে ছেলে বন্ধুদের চেয়ে মেয়ে বন্ধুদের সঙ্গে বসতে ভালো লাগত তার। বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি ছিল তার অন্য রকম আকর্ষণ। মনের ভাবনায় নিজেকে মেয়ে আর বাইরে ছেলে হিসেবেই চলতে হতো সুবলকে।


এভাবেই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিক পড়ার জন্য এলাকা ছেড়ে ঢাকায় পাড়ি জমান তিনি। ঢাকায় পড়াশোনা করা অবস্থায় চিকিৎসা নিয়ে পুরুষ থেকে নারী (রূপান্তরিত) হন সুবল শীল। এরপর থেকে ‘মেঘা শর্মা’ নামে শুরু করেন নতুন জীবন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া গ্রামের জগেশ শীলের বড় সন্তান মেঘা শর্মা। তিনি জয়নন্দ এস সি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ঢাকা রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ থেকে শেষ করেন এইচএসসি। এবার কবি নজরুল কলেজে রসায়ন বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি।


সুবল থেকে মেঘা হয়ে গ্রামের বাসায় আসায় সৃষ্টি হয়েছে অন্য রকম পরিবেশ। মেঘাকে দেখার জন্য প্রতিনিয়ত বাসায় দেখা মিলে উৎসুক জনতার ভিড়। দূরদূরান্ত থেকে ছুটে আসছে রূপান্তরিত শর্মাকে দেখতে।


মেঘা শর্মাকে দেখতে আসা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা আবু মহসিন বলেন, আমি প্রথমে শুনে হতভম্ব হয়েছি। তারপর আজ তাকে দেখতে এলাম। শর্মা সম্পর্কে আমার ভাতিজা হয়। এখন থেকে সে আমার ভাতিজি। দুনিয়াটা কতটা আধুনিকায়ন হয়েছে, আমি এটাই ভাবছি। মানুষ কত কিছু করে ফেলছে এ যুগে।



ডাঙ্গীপাড়ার বাসিন্দা জিয়াউল হক বলেন, আমি ফেসবুকে দেখলাম এই গ্রামের একজন নাকি ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। আমার বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে। তাই দেখতে এসেছি। এসে দেখি আসলেই ছেলে থেকে এখন মেয়ে।


স্কুলশিক্ষার্থী সুমন বলে, আমি প্রাইভেট শেষ করে বাসায় যাচ্ছিলাম। শুনলাম যে একজন ছেলেমানুষ মেয়ে হয়ে গেছেন। তাই আমি দেখতে এলাম। তবে এটা কীভাবে সম্ভব, আমি এটাই ভেবে পাচ্ছি না।


সুবল থেকে মেঘা হওয়ার বিষয়টি পরিবার প্রথমে মানতে রাজি না হলেও এখন মেনে নিয়েছেন। ছেলে বা মেয়ে হিসেবে নয়, বরং সন্তান হিসেবে মেঘার পাশে থাকতে চান তার পরিবারের সদস্যরা।


মেঘার মা আলো রানী বলেন, আমার দুই ছেলে আর এক মেয়ে ছিল। এখন আমার দুই মেয়ে হয়ে গেল আর এক ছেলে। ছোটবেলা থেকেই সে মেয়েদের সঙ্গে মিশত, খেলাধুলা করত। আমরা বাধা দিতাম কিন্তু সে মানত না। সব সময় শাড়ি পরতে চাইত। পরে ঢাকায় পড়াশোনা করা অবস্থায় চিকিৎসা করে সে ছেলে থেকে মেয়ে হয়েছে। আমি জন্ম দেওয়া মা। তাকে তো আর ফেলে দিতে পারি না। অনেক দিন পর সে বাসায় এল। তাকে দেখার জন্য এখন লোকজন বাসায় ভিড় করছে।



মেঘার ছোট ভাই সবুজ শীল বলেন, সে আমার বড় ভাই ছিল। ছোটবেলা থেকে দেখতাম একটা ছেলে হয়েও সে আমাদের সাথে খেলাধুলা করত না। আমরা তাকে ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলার কথা বললেও সে খেলত না। সব সময় মেয়েদের মতো করে থাকার চেষ্টা করত। সে আমাকে দুই বছর আগে বিষয়টি অবগত করে। কিন্তু এখন সে একজন মেয়ে হিসেবে নিজেকে রূপান্তর করে।


এ ব্যাপারে মেঘা শর্মা  বলেন, ছোটবেলা থেকেই আমিও নিজেকে ছেলে হিসেবে মনে করতাম। কিন্তু আমার কাছে আমাকে আলাদা রকম মনে হতো। যেখানে ছেলেরা ক্রিকেট, ফুটবল খেলাধুলা করত, তার চেয়ে মেয়েদের সাথে খেলতে আমার ভাল লাগত। বয়ঃসন্ধিকালে যখন একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হতো, সেখানে আমি আমার ছেলে বন্ধুদের প্রতি, বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আকৃষ্ট হতাম। সব সময় সাজসজ্জা করে থাকতে খুব ভালো লাগত। পরিবার ও সমাজ বিষয়টি মেনে নিতে পারেনি প্রথমে। অনেকে আমাকে কটু কথা বলে আঘাত করত। কিন্তু আমার খারাপ লাগলেও স্বভাবে কোনো পরিবর্তন আসেনি।


কার মাধ্যমে চিকিৎসা নিয়েছেন, এ প্রশ্নে তিনি বলেন, পরবর্তীতে আমি ঢাকায় পড়াশোনা করার জন্য যাই। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে জানতে পারি চিকিৎসা নিয়ে মেয়ে হওয়া সম্ভব। আমি তাদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিই। এখন আমি পুরোপুরি মেয়ে হিসেবে সুস্থ আছি।


তিনি আরও বলেন, আমি ঢাকায় অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করে আমি এয়ার হোস্টেজ হতে চাই। আমি মডেলিং করতে আগ্রহী। আমার মতো যারা রূপান্তরিত নারী, আমি তাদের অনুপ্রেরণা হয়ে থাকতে চাই।


অনেক মানুষেই আমাদের নিয়ে নানা কথা বলে। আমি তাদের ভুল শোধরাতে চাই। আমি আমার দেশের মানুষের মাঝে প্রমাণ করে দিতে চাই আমরা সমাজ ও দেশের বোঝা নই। বরং আমরাও দেশের নাগরিক ও সম্পদ। এ দেশকে আমরাও ভালোবাসি আর দেশের জন্য কিছু করতে চাই।


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার  প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদের মধ্যে একটি সনগাঁও তিন গম্বুজ মসজিদ। মসজিদটি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অবস্থিত। স্থানীয়রা বলছেন, মসজিদটি কোন আমলে তৈরি তার সঠিক বর্ণনা নেই। তবে তাঁরা বংশপরম্পরায় জেনেছেন, প্রায় ৬০০ বছর আগে মোঘল সম্রাট শাহ আলমের সময়ে মুসল্লিদের ধর্ম প্রচার ও নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মাণ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটি নির্মাণের পর সুধিবাদ নামে এক পীর ধর্মচর্চা ও প্রচারের জন্য সনগাঁও এলাকায় আসেন। সেখানে তিনি নামাজ আদায় এবং ধর্ম প্রচার কার্যক্রম পরিচালনা করেন। পরে তাঁর মৃত্যু হলে মসজিদটির পাশেই দাফন করা হয়, যে সমাধি এখন পর্যন্ত রয়েছে। তবে সুধিবাদ পীর কোন দেশ থেকে এদেশে এসেছিলেন তা জানা যায়নি।


সরেজমিনে দেখা গেছে, মসজিদটিতে তিনটি গম্বুজ ও তিনটি দরজা রয়েছে। মসজিদটিতে পোড়ামাটির ফলকে বিভিন্ন নকশার প্রতিকৃতি ছিল। তবে বর্তমানে সেগুলো প্রায় বিলুপ্ত। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি পাকা কূপ। কূপের গায়ে পোড়া মাটির অস্পষ্ট বাংলা লিপি খোদাই করা রয়েছে। তবে কূপটিতে মাটি ভরাট থাকায় কূপের গায়ে বাংলা লিপিতে পোড়া মাটির অস্পষ্ট খোদাই করা লেখা পড়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মসজিদটি এখনো সুরক্ষিত রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের পাঠদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মসজটিতে মুয়াজ্জিনের দায়িত্বে থাকা ইয়াকুব আলী জানান, মসজিদটিতে একটি কাতার থাকার কারণে অনেক মুসল্লির নামাজ আদায়ে সমস্যা হচ্ছিল। এ জন্য বারান্দায় টিনের ছাউনি দিয়ে কাতার বাড়ানো হয়েছে। তবে পুরোনো মসজিদটির কাতার ও অন্যান্য ব্যবস্থা আগের মতোই রাখা হয়েছে। কিন্তু গম্বুজগুলোর ওজন বেশি হওয়ার কারণে ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে মসজিদটি এবং পোড়ামাটির ফলকে বিভিন্ন নকশার যেসব প্রতিকৃতি ছিল, বর্তমানে সেগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে।


স্থানীয় সাবেক ইউপি সদস্য মশিউর রহমান বলেন, শুক্রবার জুম্মার নামাজে তিন শতাধিক মুসল্লি মসজিদটিতে আসে। দেখাশোনার দায়িত্বে একজন মুয়াজ্জিন, দুজন ইমাম রয়েছেন।


বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, ‘জেলা প্রশাসন থেকে প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সনগাঁও তিন গম্বুজ মসজিদটিও তালিকায় রয়েছে।’


সনগাঁও মসজিদে যেভাবে যাবেন: 

ঠাকুরগাঁও জেলা শহর হয়ে ২৩ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলায় যাবেন। এরপর সেখান থেকে চার কিলোমিটার দূরে কালমেঘ বাজারে যাবেন। সেখান থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সনগাঁও গ্রামে ভ্যান বা রিকশা দিয়ে অতি সহজেই এই মসজিদে যেতে পারবেন।  


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষকেরা চাহিদা অনুযায়ী সরকারকে ধান দিচ্ছেন না। 


উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ১ হাজার ২৩৬ মেট্রিক টন

ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে চাল সংগ্রহ শেষ হলেও চাহিদা মত আজ বুধবার পর্যন্ত কোনো ধান কিনতে পারেনি সরকারি খাদ্যগুদামগুলো।


সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৭ নভেম্বর ধান ও চাল সংগ্রহ শুরুর আগে প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়। ধান সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ২৭ এবং চাল ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। 


বর্তমান বাজার দরের চেয়ে সরকারি দাম প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বেশি পাওয়া গেলেও কৃষকেরা গুদামে ধান দিচ্ছেন না। তাঁরা মানের বিষয়ে কড়াকড়ি ও টাকা পাওয়া নিয়ে ঘোরাঘুরিসহ বিভিন্ন ঝামেলার কারণে আগ্রহ দেখাচ্ছেন না।


এযাবৎ উপজেলার নির্বাচিত ৪১২ জন কৃষকের মধ্যে এ যাবৎ মাত্র ১১জন কৃষক মাত্র ৩২ মেট্রিকটন ধান রাণীশংকৈলের সরকারি দুই খাদ্যগুদামে বিক্রি করেছেন।


কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্যগুদামে দেওয়া ধান একটু কম শুকানো হলে নিতে চায় না। তখন ধান নিয়ে আবার ফেরত আসতে হয়। আবার পরিবহন খরচ, গুদামের শ্রমিকদের চাঁদা, এসব বাড়তি খরচ তো আছেই। আর বাজারের পাইকারদের কাছে ধান বিক্রিতে কোনো ঝামেলা নেই। কিছু কিছু পাইকার ধান মাড়াইয়ের পর বাড়ি থেকে কিনে নিয়ে যান। সার্বিকভাবে বর্তমানে সরকারি মূল্যের চেয়ে বাজারে বিক্রি করলে ভালো দাম মিলছে। গুদামে ধান ‍দিলেও টাকা তুলতে সময় লাগে। এ জন্য সংসারের কাজ ছেড়ে অফিসে ঘোরার সময় নেই তাঁদের। ফড়িয়ারা বাড়িতে এসে ধান নিয়ে যাচ্ছে তাদের ।


একই ঝামেলার কথা জানিয়ে ধর্মগড়  ইউনিয়নের মন্জুর হোসেন বলেন, ‘খাদ্যগুদামে ধান দিতে গেলে এক টন ধান গাড়ি থেকে নামার জন্যে খাদ্যগুদামের লেবাররাই ৩০০ থেকে ৪০০ টাকা নেয়। ফের গাড়ি ভাড়া যায় ৪০০ টাকা। তার ওপর আরও ঝামেলা অনেক। যদি কোনো দিন ধান ৫০০ টাকা মণ উঠে তখন ভেবে দেখবো, খাদ্যগুদামে ধান দেওয়া যায় কি না।’


উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, আমন ধান সংগ্রহের জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে ৬ হাজার ৩১ জন কৃষকের আবেদন পড়ে। গত বছরের ৭ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে এক অনুষ্ঠানে আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ৪১২ জন কৃষককে নির্বাচন করা হয়।


জানা গেছে, উপজেলায় দুটি খাদ্যগুদাম রয়েছে। এর মধ্যে পৌরশহরের রাজবাড়ী খাদ্যগুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২৩৪ জন কৃষকের কাছে ৭০২ মেট্রিক টন ধান। নেকমরদ খাদ্যগুদামে ১৭৮ জন কৃষকের কাছ থেকে সংগ্রহের কথা ছিল ৫৩৪ মেট্রিক টন। কিন্তু দুটি খাদ্যগুদামে এ পর্যন্ত মাত্র ৩২ মেট্রিক টন সংগ্রহ হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, ‘বাজারে এবার ধানের দাম ভালো। কৃষকেরা বাজারেই ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজার ১০০ টাকা বস্তা দরে ধান বিক্রি করছেন। কৃষকদের বাড়ি থেকে নিজস্ব পরিবহনে ফড়িয়ারা ধান কিনে নিচ্ছে। এতে কৃষকেরা খাদ্যগুদামে ধান দিতে আগ্রহ দেখাচ্ছেন না।’


রাণীশংকৈল রাজবাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকেরা এবার ধান দেয়নি। এই গুদামে মাত্র ১০ জন কৃষক ধান দিয়েছেন। মাত্র ৩০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।’


নেকমরদ সরকারি খাদ্যগুদামের উপপরিদর্শক বাবুলুর রহমান বলেন, ‘তালিকাভুক্ত কৃষকদের বাড়ি বাড়ি গিয়েও ধান পাওয়া যায়নি। একজন কৃষক মাত্র দুই মেট্রিক টন ধান দিয়েছেন।’


এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জিয়াউল হক শাহ বলেন, ‘আমরা তো খাদ্যগুদামে ধান দিতে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এখনো সময় আছে, দেবে হয়তো।’


আনোয়ার হোসেন আকাশ,

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:


বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের মাদক কারবারি মধুকে ৪হাজার পিস ইয়াবা এবং ১০হাজার টাকা মুল্য পরিমানের গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ। 


আজিজ নগর পুলিশ ক্যাম্পের এ এস আই আই আসাদুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে গ্রেফতার হওয়া  আসামিরা হলেন মাদক কারবারি মোঃ বেলাল হোসেন মধু(৪২)পিতাঃমৃত মোঃ আব্দুস ছাত্তার। সাংঃ তেলুনিয়া পাড়া,৪নং ওয়ার্ড, আজিজ নগর। মোঃ আবু সুফিয়ান সুফি,পিতার আব্দুস শুক্কুর,গ্রামঃকোরশা পাড়া, ইউনিয়নঃহোয়ানক,উপজেলাঃমহেশখালি,জেলাঃকক্সবাজার।

উল্লেখ্য,আজিজনগরের মাদক কারবারি  মধুর বিরুদ্ধে ইতিপূর্বে ডজন খানেক মাদক আইনে মামলা রয়েছে এবং বহুবার জেলও খেটেছে। 

আজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম শেখ প্রতিবেদককে জানান যে,মাদক নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি।মাদক সংশ্লিষ্টতায় কাউকে ছাড় দেওয়া হবেনা।


শাহরুখ-আলিয়া দুজনে মিলে বানিয়েছেন নতুন চলচ্চিত্র ‘ডার্লিংস’। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। আর তা বিক্রি হয়েছে বিপুল অংকের রুপিতে।

জানা যায়, ৮০ কোটি রুপিতে ‘ডার্লিংস’র স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি- সেই ভাবনা থেকেই আলোচনা শুরু করেছিলেন নির্মাতারা। যা শেষ পর্যন্ত পেল নেটফ্লিক্স।

ছবির অগ্রগতি প্রসঙ্গে জানা যায়, যশমিত রিনের পরিচালনায় ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে এর। এতে মা-মেয়ের গল্প উঠে আসবে। যেখানে অভিনয় করেছেন আলিয়াও। তিনি ছবিতে মেয়ে আর মা হলেন শেফালি শাহ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

অন্যদিকে, আলিয়া এখন ব্যস্ত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে। ভীষণ আকাঙ্ক্ষিত এ তারকার ঝুলিতে আছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।


সূত্র: এনডিটিভি


পরিচয়টা তার হিরো আলম নামে। যখনই সময় পান তখনই অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন একেবারে নিজের মতো করে। সময়টা এখন অনলাইনে ভাইরাল হওয়ার। 

আর তাই তো দেশ কিংবা বিদেশ যেখানেই হোক না কেন নেটদুনিয়ায় তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। এই সময়টাতে এসে জনপ্রিয়তার তুঙ্গে আছেন হিরো আলম। এর আগে তিনি একের পর এক চমক দিয়েছেন ভাইরাল গান নিজের কণ্ঠে গেয়ে।


যদিও তার কণ্ঠে সুর নেই। তবে আছে তার ইউটিউব চ্যানেল। সেখানে তিনি প্রতিনিয়ত বিনোদনমূলক অনেক ধরনের কাজ আপলোড করেন। কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি-না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হয়। এবার তিনি হাজির হয়েছেন বর্তমান সময়ের ভাইরাল দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ সিনেমার গানগুলো। সম্প্রতি সেই সিনেমার পুষ্পা গানটি গেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হিরো আলম আরটিভি নিউজকে বলেন, ‘যে যাই বলুক, তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রমী, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না, তবুও কষ্ট করে গান গেয়েছি। আশা করছি, অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।



গতকাল ৭ ফেব্রুয়ারি হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন পেরিয়ে যেতেই গানটির ভিউ হয়েছে দেড় লাখের ওপরে। যা এখন ভাইরাল হওয়ার পথে।


বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি বিশেষ নাটকে অভিনয় করলেন ছোট পর্দার অন্যতম ব্যস্ত তারকা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের নাম ‘উপকার ডট কম’। রাজীব আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। 

এটি কমেডি রোমান্টিক ঘরানার নাটক। 

যেখানে মানুষকে উপকার করতে গিয়ে অপূর্বর ফেঁসে যাওয়ার গল্প দেখানো হবে। আর অপূর্বর বিপরীতে এই নাটকে ছিলেন তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, শহীদুন্নবী, হিমেল হাফিজ প্রমুখ। আগামী ১৩ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার হবে।


বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। পাত্র আহমেদ রাহি, পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট।

বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ০২-০২-২০২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সারিকা নিজেই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সারিকা বলেন, দুই পরিবারের উপস্থিতিতে আমাদের ধানমন্ডির বাসায় ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে৷ এর আগে ১২ ডিসেম্বর বাগদান হয়। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।  



সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা।


ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোয় এক বৈঠক করার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এম্মানুয়েল ম্যাক্রঁ বলছেন, উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে আগামী কয়েকটি দিন হবে খুবই গুরুত্বপূর্ণ।


ওই বৈঠকের পর ভ্লাদিমির পুতিন নিজেও ইঙ্গিত দিয়েছেন যে, কিছু অগ্রগতি হয়েছে।


গত কয়েক মাসে ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে এবং আশংকা ছড়িয়ে পড়েছে যে তারা ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনা করছে, যদিও রাশিয়া এ কথা অস্বীকার করেছে।

পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়া এই নিশ্চয়তা চাইছে যে ইউক্রেনকে যে কখনো নেটো সদস্য করা হবে না এবং পূর্ব ইউরোপে নেটোর সামরিক উপস্থিতি কমাতে হবে-যদিও মার্কিন নেতৃত্বাধীন নেটো এমন কোনো নিশ্চয়তা দিতে রাজি নয়।


যে কোনো মুহুর্তে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে দিতে পারে এ আশংকার মধ্যেই ম্যাক্রঁ এই রাশিয়া সফরে গিয়েছিলেন। মস্কো থেকে ম্যাক্রঁ ইতোমধ্যে কিয়েভে পৌছেছেন এবং সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন।


পুতিনের সাথে পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করার পর ম্যাক্রঁ সাংবাদিকদের বলেন, আগামী কয়েকটি দিন হবে খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য ব্যাপক আলোচনার প্রয়োজন হবে যা তারা একসাথেই করবেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ম্যাক্রঁ যে সব প্রস্তাব দিয়েছেন তা ‘আরো কিছু যৌথ পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করতে পারে’, তবে তিনি এও বলেন যে, সেগুলো নিয়ে কথা বলার সময় হয়তো এখনো আসেনি।


কৃষ্ণসাগরে ঢুকেছে রুশ নৌযান-

এর মধ্যেই ভূমধ্যসাগর থেকে কয়েকটি রুশ ল্যান্ডিং জাহাজ কৃষ্ণসাগরে ঢুকেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে বাল্টিক ও উত্তরাঞ্চলীয় নৌবহর থেকে মোট ছয়টি নৌযান বসফরাস ও ডার্ডানেলস দিয়ে কৃষ্ণসাগরে ঢুকেছে।


ইউক্রেন সীমান্তে রাশিয়া যখন প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে-ঠিক সে সময়ই ইউক্রেনের দক্ষিণ দিকে কৃষ্ণসাগরে এই জাহাজগুলো ঢুকছে।


এই নৌযানগুলো স্থল ও জলপথে যৌথ অভিযান চালানোর সময় ট্যাংক ও সৈন্য বহন করার জন্য তৈরি করা। মস্কো বলছে, তারা একটি পূর্বপরিকল্পিত নৌমহড়ায় অংশ নিচ্ছে।


‘যুদ্ধে কেউ জয় পাবে না : পুতিন’

রোবববারই মার্কিন কর্মকর্তারা বলেন যে একটি সর্বাত্মক অভিযান চালানোর জন্য যতটা দরকার তার ৭০% সামরিক শক্তিই এর মধ্যেই সমাবেশ করে ফেলেছে রাশিয়া।

মস্কোয় এক চাপা উত্তেজনায় পূর্ণ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন তার আগেকার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেন যদি নেটোতে যোগ দেয় এবং আট বছর আগে রাশিয়ার দখল করে নেয়া ক্রাইমিয়া পুনর্দখল করার চেষ্টা করে-তাহলে পুরো ইউরোপ একটা বড় আকারের সংঘাতে জড়িয়ে যাবে।


‘আপনারা কি চান যে ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধ করুক?" - ফরাসী রিপোর্টারদের প্রশ্ন করেন পুতিন, তাহলে এটাই হবে। সেই যুদ্ধে কেউ জয়ী হবে না।’


সফরের আগে মি ম্যাক্রঁ বলেছিলেন, তিনি মনে করেন ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর জন্য একটা চুক্তিতে পৌঁছানো এখনো সম্ভব, এবং রাশিয়া যে তার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এতে অন্যায় কিছুই নেই।


তিনি একটি ফরাসী সংবাদপত্রকে বলেন, ইউক্রেনের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না।


অন্যদিকে জার্মানি চ্যান্সেলর ওলাফ শোলৎজ ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেছেন।


সোমবার প্রেসিডেন্ট বাইডেন ও চ্যান্সেলর শোলৎজ সতর্ক করে দেন যে মস্কো ইউক্রেনে অভিযান চালালে জার্মানিতে গ্যাস পাঠানোর রুশ পাইপলাইন নর্ডস্ট্রিম টু বন্ধ করে দেয়া হতে পারে।

চ্যান্সেলর শোলৎজ ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, রাশিয়ার এটা বোঝা দরকার যে এমন অনেক কিছুই ঘটতে পারে যা হয়তো তারা ভেবে দেখেনি।


প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রাশিয়া ইউক্রেনে ঢুকলে" বিতর্কিত নর্ড স্ট্রিম টু পাইপলাইনটির ‘সমাপ্তি ঘটাবে’ যুক্তরাষ্ট্র। কীভাবে এটা করা হবে তার বিস্তারিত বাইডেন জানাননি তবে তিনি বলেন, ‘আমি অঙ্গীকার করছি যে আমরা এটা করতে পারবো।’


অন্যদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকে আরো কিছু কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। ইউক্রেনে জার্মানি, অস্ট্রিয়া, চেক ও স্লোভাকিয়ার পররাষ্ট্র, মন্ত্রীদের দুদিন ব্যাপি এক বৈঠক চলছে।


সূত্র : বিবিসি


দেশে করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে গত এক দিনে ৪৩ জনের মৃত্যু হয়েছে, যা ২১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত বছরের ১৫ সেপ্টেম্বর, সেদিন ৫১ জনের মৃত্যু হয়েছিল। দেশে করোনা আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৬৭০ জন।


এর মধ্যে ঢাকা বিভাগে মোট মারা গেছেন ১২ হাজার ৫৬৯ জন। চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৭৯১ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ১০৩ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৬৭৮ জন, বরিশাল বিভাগে ৯৬৩ জন, সিলেট বিভাগে ১ হাজার ৩০১ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৯২ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৭৩ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৩৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে। 

সরকারি হিসাবে গত এক দিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৭২৮ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। আগের দিন সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ২১৭ জন। অর্থাৎ এক দিনের ব্যবধানে সক্রিয় রোগী কমতে শুরু করেছে।


ওমিক্রনের বিস্তারের মধ্যে নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার গত ২৮ জানুয়ারি ৩৩ দশমিক ৩৭ শতাংশের নতুন রেকর্ডে পৌঁছেছিল। তা কমতে কমতে মঙ্গলবার নেমে এসেছে ২০ দশমিক ০৩ শতাংশে। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৭ শতাংশ। 

আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫ হাজার ৬২১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৭ শতাংশের বেশি। 

গত এক দিনে যে ৪৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৭ জন নারী। তাদের মধ্যে ১৫ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা বিভাগের ১৩ জন, রংপুর বিভাগের এক জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন এক জন।


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩৫৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে।

গত বছরের ১৯ সেপ্টেম্বরও করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের হার ২০.০৩ শতাংশ।  

এর আগে গতকাল সোমবার করোনায় ৩৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৬৯৮টি। শনাক্তের হার ২০.০৩ শতাংশ। এদিন সুস্থ হয়েছে আরো ১০ হাজার ৮০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ ১৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।


পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই শ্রেণিকক্ষে হিজাব পরার অধিকারের জন্য লড়াই করা ছয় ভারতীয় শিক্ষার্থীর সমর্থনে মুখ খুলেছেন। কর্ণাটক রাজ্যের একটি সরকারি কলেজের ওই শিক্ষার্থীদের কয়েক সপ্তাহ ধরে চলে আসা প্রতিবাদ হিজাবের ওপর নিষেধাজ্ঞার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা তা ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।


এদিকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, হিজাব পরা এক ছাত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হচ্ছে।

ছাত্রীটি পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছে।  ছাত্রীটির নাম মুসকান বলে জানা গেছে।

কলেজে মুসকান, তাকে দেখে ছাত্ররা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে। সেও পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেয়


একটি কলেজে শুরু হওয়া এই বিরোধ রাজ্যের মধ্যে আরও কয়েক জায়গায় ছড়িয়েছে এবং ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছে।  এর পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া লোকজনের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের সব স্কুল ও কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

কয়েকটি শিক্ষায়তনে কিছু শিক্ষার্থী পাল্টা হিসেবে হিন্দুত্ববাদের প্রতীক হিসেবে পরিচিত গেরুয়া রঙের স্কার্ফ পরে ক্যাম্পাসে আসে। শিক্ষায়তনে হিজাব নিয়ে এই বিরোধটি ভারতে জাতীয় শিরোনাম হয়েছে। বিষয়টি এখন রাজ্যের উচ্চ আদালতেও উঠেছে।


আদালতে একজন শিক্ষার্থীর দায়ের করা পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে, হিজাব পরা ভারতের সংবিধানে নিশ্চিত করা একটি মৌলিক ধর্মীয় অধিকার।


যুক্তরাজ্য প্রবাসী মালালা মঙ্গলবার ‘মুসলিম নারীদের প্রান্তে ঠেলে দেওয়া বন্ধ করার জন্য’ কিছু করতে ভারতের নেতাদের আহ্বান জানান।


১৫ বছর বয়সে মালালা মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারের পক্ষে কথা বলার জন্য পাকিস্তানে তালেবানের আক্রমণের শিকার হন। তালেবান সদস্যরা তাকে গুলি করলে গুরুতর আহত হয়েছিলেন প্রত্যন্ত সোয়াত অঞ্চলের বাসিন্দা মালালা।  

২৪ বছর বয়সী এই অধিকার কর্মী টুইট করে বলেছেন, ‘মেয়েদের হিজাব পরে ক্লাসে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর ব্যাপার। … নারীদের বস্তু হিসাবে দেখা অব্যাহত রয়েছে। পোশাক কম বা বেশি পরা উভয়ের জন্য। ’


বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই সব ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কথা বলে মঙ্গলবার তিন দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।


সূত্র: বিবিসি

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget