Latest Post


নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সোমবার নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী- ২২ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর (রোববার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ২৭ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে রাষ্ট্রপ্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবার বিকাল ৪টার পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এবং প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথমবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়, চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট ৩১টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয়।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে। 

এর আগে রাষ্ট্রপতি ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন।  এই সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সিইসির জন্য দুইজন, চারজন নির্বাচন কমিশনারের জন্য ৮ জনের নাম প্রস্তাব করবে। পরে সার্চ কমিটির প্রস্তাবিত মোট ১০ জনের নামের তালিকা থেকে একজন সিইসি ও ৪ জন নির্বাচন কমিশনার চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান।


দীর্ঘ ৩১ বছর পর স্বাধীনতা কাপ এবং তিন বছর পর ঘরোয়া ফুটবলের ট্রফি জেতা আবাহনী শিবিরে এখন আনন্দ উল্লাস। দেশের অন্যতম জনপ্রিয় ও সফল ক্লাবটির ঘরে ২০১৮ সালের পর প্রথমবারের মতো গেলো শিরোপা। তাও ফাইনালে গত দুই আসরের রাজা বসুন্ধরা কিংসকে হারিয়ে। আনন্দ তো আবাহনীরই মানায়।

কেবল আনন্দ-উৎসব করে থামছেন না আবাহনীর কর্মকর্তারা। চ্যাম্পিয়ন ফুটবলারদের দেওয়া হচ্ছে মোটা অংকের অর্থ পুরস্কার। আবাহনী ফুটবল দলের এক সদস্য জানিয়েছেন, ‘শনিবার চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ খেলোয়াড়দের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।’

খবরের সত্যতা নিশ্চিত করে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু রোববার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি ডিরেক্টর ইনচার্জের অফিসে যাচ্ছি। তার সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের পুরস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো।’

কেমন অর্থ পুরস্কার থাকতে পারে খেলোয়াড়দের জন্য? আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত পরিমাণ নিয়ে কেউ কিছু বলছেন না। তবে এক খেলোয়াড় জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ডিরেক্টর ইনচার্জ ২৫ লাখ টাকা পুরো দলকে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা হবে রোববার সন্ধ্যার মধ্যে।’


বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাশরাফি বিন মর্তুজা। দেশসেরা পেসার এবং ওয়ানডেতে দেশের সফলতম অধিনায়কও তিনি।

এখন আবার জাতীয় সংসদের সদস্যও। কিন্তু এত বড় মানুষ হয়েও নিজের অতীত ভোলেননি তিনি। তাইতো শৈশব-কৈশোরের বন্ধু-বান্ধব তারা যে শ্রেণি-পেশার হোন না কেন, সবার সঙ্গে আজও আগের মতোই আড্ডায় মাতেন 'নড়াইল এক্সপ্রেস'।  

নিজ জেলা নড়াইলে গেলেই যেন দুরন্ত কিশোরে পরিণত হন মাশরাফি। এখন সংসদ সদস্য হিসেবে কাজ আরও বেড়ে গেলেও সময়-সুযোগ পেলেই ছুটে যান শৈশবের বন্ধুদের কাছে। মাশরাফি আর দশজনের চেয়ে এখানেই আলাদা। সবার সঙ্গেই পানির মতো মিশে যেতে পারেন। জাত-পাতকে কখনও ভিন্নভাবে ভাবেননি।  

মাশরাফির বন্ধুদের মধ্যে একজন রবি। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই-কালি করা। এক কথায় চর্মকার বা মুচি। নড়াইল শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে নাম বললে, একনামে সকলেই তাকে চিনবে। একটি মেহগনী গাছের নিচে বসে সকাল থেকে রাত পর্যন্ত জুতা-স্যান্ডেল সেলাই বা পালিশ করেই যার নিজের এবং পরিবারের অন্যদের পেট চলে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

মাশরাফির আরেকজন বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে এলে বা ঢাকায় থাকলেও সবার সঙ্গে যোগাযোগ রাখেন। সময় পেলেই চলে আসেন নড়াইলে।

২:৫৩ AM


বিয়ের পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন। আগামী জানুয়ারিতে তিনি কাজে ফিরবেন বলে জানা গেছে।

‘টাইগার-থ্রি’র শুটিংয়ে যোগ দেবেন তিনি। এ সিনেমায় ক্যাটরিনার নায়ক সাবেক প্রেমিক সালমান খান।

গত ৯ ডিসেম্বর রাজস্থানের এক প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাট ও ভিকি। বিয়ের পর দুজনেই ফিরেছেন মুম্বাইয়ে। ভিকি ইতোমধ্যে কাজে ফিরেছেন। 


ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন আগামী জানুয়ারিতে। আগের প্রেমিক সালমান খানের সঙ্গে ‘টাইগার-থ্রি’-এর শুটিং শুরু করবেন। 

২০১২ সালে মুক্তি পাওয়া সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ওই সিনেমার সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। 

এরই ধারাবাহিকতায় তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’ তৈরির সিদ্ধান্ত হয়। গেল আগস্টে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।


দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। আজ রবিবার আরও কমে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে, এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত বড় কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং ৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে তা মাঝারি আকারের এবং তারও নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়। সে হিসাবে উত্তরের প্রবেশদ্বার তেঁতুলিয়ায় এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল শনিবার পঞ্চগড়ের ওই উপজেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রবিবার রাতে তাপমাত্রা অনেক কমে যাবে। মঙ্গলবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি নিম্নচাপ, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। এ ছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বরের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশায় পড়তে পারে। দেশে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ১৬ দশমিক ১, ময়মনসিংহে ১২ দশমিক ৬, চট্টগ্রামে ১৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৬, খুলনায় ১৩ দশমিক ৪ ও বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের উৎসব সামনে রেখেই কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। 

রোববার (১৯ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপ্রয়োজনীয় দোকান, জিম, বার, রেস্তোরাঁ ও অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে। এটি এখন পর্যন্ত ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে ঘোষিত সবচেয়ে কঠোর বিধিনিষেধ। যা রোববার থেকে কার্যকর হচ্ছে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এই বিধিনিষেধ ‘অনিবার্য’ ছিলো।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন আমি বিষন্ন অবস্থায় আছি। আরও অনেক মানুষের হয়তো একই অবস্থা। এক বাক‌্যে বলতে গেলে, আগামীকাল থেকে নেদারল্যান্ডস আবার লকডাউনে ফিরছে।’

ওমিক্রন রোধে জনগণকে যতটা সম্ভব ঘরে থাকার জন‌্য অনুরোধ করা হয়েছে। স্কুলগুলো আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। আর অন‌্যান‌্য প্রতিষ্ঠানগুলো ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধের আওতায় থাকবে। 

উল্লেখ‌্য, গত নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওমিক্রনের বিস্তার রোধে ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ‌্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন। 

আজ রবিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ চুক্তি সই হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক সই করতে ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বিমানবন্দরে মন্ত্রী ইমরানকে স্বাগত জানান। শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগের ও কমিউনিটি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যায়। দেশটিতে ১০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে। করোনাভাইরাস মহামারির সময় মালয়েশিয়াপ্রবাসী যেসব বাংলাদেশি শ্রমিক দেশে এসেছিলেন পরে তাদের জন্যও দেশটিতে প্রবেশ বন্ধ হয়ে যায়।


পূর্ব ইউরোপ এবং ইউক্রেন সীমান্তে উত্তেজনা কমাতে চারটি দাবি জানিয়েছে রাশিয়া। এগুলো ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে। এর প্রেক্ষিতে বক্তব্য দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার (১৭ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার জেক সুলিভান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দাবি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। এসময় নিজেদের উদ্বেগও উপস্থাপন করবে ওয়াশিংটন।

এর আগে, একটি রাশিয়া-মার্কিন নিরাপত্তা চুক্তি এবং মস্কো ও ন্যাটোর মধ্যে একটি নিরাপত্তা চুক্তির খসড়া প্রকাশ করেছেন রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী। এতে কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছে রাশিয়া।

দাবিগুলো হচ্ছে, ক) পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে। জর্জিয়া ও ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি বাতিল করতে হবে। খ) ইউক্রেন, জর্জিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত দেশ যারা ন্যাটোর সদস্য নয় তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। গ) পরস্পরের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় এমন এলাকায় যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠাবে না যুক্তরাষ্ট্র-রাশিয়া। ঘ) অন্য পক্ষের অঞ্চলে আঘাত করতে পারে এমন জায়গায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বসানো যাবে না।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর কাছে নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু দাবি জানিয়েছে রাশিয়া। এ নিয়ে সংলাপের আহ্বানও জানিয়েছে দেশটি। তবে রাশিয়ার এসব দাবি ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো মেনে নিবে, এমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে না।

শুক্রবার ‘সম্পর্ক পুনরুদ্ধারের' জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে একাধিক দাবির একটি তালিকা উত্থাপন করেছে রাশিয়া। খবর ডয়েচে ভেলের

ইউক্রেনে সামরিক আগ্রাসনের আশঙ্কা এবং বেলারুশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তে হাইব্রিড যুদ্ধের আশঙ্কায় পশ্চিমা রাষ্ট্রগুলো ও রাশিয়ার মধ্যে বিদ্যমান তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ তালিকা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন, ককেশাস এবং মধ্য এশিয়াসহ পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক কার্যকলাপের অবসান চায় রাশিয়া। এছাড়া ন্যাটোর সদস্য সংখ্যা আর না বাড়ানো, বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে এটা যেন না হয়, সেই দাবিও জানিয়েছে দেশটি।

সীমান্তের অপর প্রান্তে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন কোনো মধ্য বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র কাছাকাছি মোতায়েন যেন না করা হয় সেদিক থেকেও দাবি জানিয়েছে মস্কো। পরস্পরের নির্ধারিত সীমান্ত অঞ্চলে একাধিক সামরিক ব্রিগেডকে সম্পৃক্ত করে সামরিক মহড়া চালানো যাবে বলেও ন্যাটোকে শর্ত দিয়েছে দেশটি।

এছাড়া রাশিয়ার দাবি তালিকায় রয়েছে, একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে না এবং শান্তিপূর্ণভাবে বিরোধের সমাধান করবে, এমন একটি চুক্তি করতে হবে। রাশিয়া বা যুক্তরাষ্ট্র তাদের জাতীয় সীমানার বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করতে পারবে না।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ও পশ্চিমাদের সম্পর্ক পুনর্গঠনে নতুন করে কাজ শুরু করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে যে পদ্ধতিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো নিরাপত্তা পরিস্থিতিকে ‘আক্রমণাত্মক’ করে তুলেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক।

তিনি বলেন, ওয়াশিংটন এবং তার ন্যাটো মিত্রদের অবিলম্বে আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অনির্ধারিত মহড়া, সামরিক জাহাজ ও প্লেন চলাচল এবং ইউক্রেনের ভূখণ্ডে সামরিকায়ন বন্ধ করতে হবে।

এ ব্যাপারে রাশিয়া শিগগিরই আলোচনা শুরু করতে ইচ্ছুক এবং আলোচনার স্থান হিসেবে জেনেভার নাম প্রস্তাব করা হয়েছে বলেও জানান সের্গেই রিয়াবকভ।



প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে টাইফুন রাইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। রোববার দেশটির সরকারি কর্মকর্তাদের সূত্রে এই খবর জানা যায়।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানে টাইফুন রাই। টাইফুন থেকে বাঁচতে তিন লাখের বেশি লোক উপকূলে তাদের বাড়িঘর ও পর্যটন রিসোর্ট ছেড়ে যায়। রাইয়ের আঘাতে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

টাইফুনে বিভিন্ন স্থানের যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, সংশ্লিষ্ট এলাকার খবর জানা কঠিন হয়ে পড়েছে।

ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্য বহল প্রদেশের গভর্নর আর্থার ইয়াপ এক ফেসবুক বার্তায় জানিয়েছেন, টাইফুনে তার প্রদেশে ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ১০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং ১৩ ব্যক্তি আহত হয়েছেন।

তিনি বলেন, ‘যোগাযোগব্যবস্থা এখনো প্রায় বিচ্ছিন্ন রয়েছে। ৪৮ শহরের মধ্যে মাত্র ২১টির মেয়র আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।’

তিনি আশঙ্কা করেন, ঝড়ে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।


এদিকে দুর্গত অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তার জন্য ইতোমধ্যেই হাজার হাজার সামরিক বাহিনী সদস্য, পুলিশ, কোস্ট গার্ড ও দমকলকর্মীদের নিযুক্ত করা হয়েছে।

ফিলিপাইনের পরিবহনমন্ত্রী আর্থার টুগাদে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ইতোমধ্যেই দুর্গতদের সরাসরি প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘নিশ্চিত থাকুন, আমরা সাহায্য নিয়ে আসবো।’

সারাবছরই সামুদ্রিক ঝড় টাইফুনের কবলে পড়ে ফিলিপাইন। প্রতি বছরই গড়ে ২০টি টাইফুন আঘাত হানে দেশটিতে। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে বর্ষার সময়ই বেশিরভাগ টাইফুন আঘাত হানে।

সাম্প্রতিকতম সময়ে ২০১৩ সালের নভেম্বরে এক টাইফুনে বিপুল প্রাণহানীর ঘটনা ঘটে ফিলিপাইনে। টাইফুন হাইইয়ান নামে পরিচিত এই ঝড়ে সাত হাজার তিন শ’র বেশি লোক প্রাণ হারায় বা নিখোঁজ হয়।

সূত্র : আলজাজিরা


কোভিড-১৯ থেকে সুরক্ষায় করোনার বুস্টার ডোজ টিকার কার্যক্রম শুরু হলো দেশে।  দেশে প্রথম বুস্টার ডোজ নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।  গত ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবে। এ জন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।

আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) মিলনায়তনে অডিটরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’-এর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। আগে যেভাবে নিবন্ধন করে টিকা নেওয়া হয়েছে, বুস্টার ডোজের ক্ষেত্রে সেভাবে না-ও লাগতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যারা দুই ডোজ টিকা নিয়েছে, সুরক্ষা অ্যাপে সেই তথ্য রয়েছে। টিকাগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর রয়েছে সরকারের কাছে। এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবে, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে কভিড টিকা বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক কালের কণ্ঠকে বলেন, ‘কাল তো (আজ) উদ্বোধন হচ্ছে। এরপর সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিভাবে এ টিকা দেওয়ার ব্যবস্থা করা যায়, তা নিয়ে আইসিটি বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।’

এর আগে ফাইজার ছাড়াও মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্মসহ কয়েক ধরনের টিকা দেওয়া হয়েছে। যারা ফাইজার ছাড়া অন্য টিকা নিয়েছে, তারা ফাইজারের বুস্টার ডোজ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ফাইজারের বুস্টার ডোজ নিলে কোনো সমস্যা হবে না। বরং অন্য টিকা যারা নিয়েছে, ফাইজারের বুস্টার তাদের জন্য আরো ভালো কাজে দেবে।’

গতকাল মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ প্রথমে পাবে সম্মুখসারির ব্যক্তিরা। যাদের টিকা নেওয়ার সময় ছয় মাস বা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই বুস্টার ডোজ পাবে।

মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। সামনের মাসে আরো দুই কোটি টিকা আসবে। দেশের প্রায় সাত কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০ শতাংশ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ বছরের মার্চেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবার সীমিত ওভারের ম্যাচ খেলতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের। তবে এবারের সফরের আগে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করে কোয়ারেন্টিনের সময় করা হয়েছিল সাত দিন। কিন্তু বাংলাদেশ ক্যাম্পে করোনাভাইরাস হানা দেওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোনা যাচ্ছিল বাতিল হতে পারে এই সিরিজ। এ নিয়ে আজ (শনিবার) জরুরি বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২১ ডিসেম্বর নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হওয়া কথা ১ জানুয়ারি। কোয়ারেন্টিনের নিয়ম মেনে এতদিনে অনুশীলনে নেমে পড়ার কথা মুমিনুল হকদের। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনায় আক্রান্ত হওয়া এবং কয়েকজন ক্রিকেটার আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় তাদের রাখা হয়েছে আইসোলেশনে। বাকিদের দুই দফা করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরও নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদফতর ক্রিকেটারদের অনুশীলন ‘সাময়িক স্থগিত’ করেছে। এই অবস্থায় ক্রিকেটাররা নাকি দেশে ফিরে আসতে চেয়েছিলেন। বিসিবি তাই আজ জরুরি বৈঠকে বসেছিল।

এই বৈঠকে ছিলেন বিসিবি প্রধান পাপন। বৈঠক শেষে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিরিজ বাতিল হবে কিনা জানা যাবে ২১ ডিসেম্বর। পাপন বলেছেন, ‘বাংলাদেশ নিউজিল্যান্ডে দুই টেস্ট খেলবে কিনা সেটা চূড়ান্ত হবে ২১ ডিসেম্বর। সেদিন বাংলাদেশ দলের কোভিড টেস্ট হবে। কোভিড টেস্টে সবাই নেগেটিভ হলে বাংলাদেশ সিরিজ চালিয়ে যাবে। যদি বাংলাদেশের কারও পজিটিভ আসে তাহলে নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন বাড়বে। তখন সিরিজ খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। অথচ অনুশীলন তো দূরে থাক, ক্রিকেটাররা এখনও একসঙ্গেই হতে পারেননি। এই অবস্থায় মানসিকভাবেও বিপর্যস্ত মুমিনুলরা। তাছাড়া প্রস্তুতির ঘাটতি তো থেকেই যাচ্ছে। তাই সিরিজ বাতিলের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এখনই সিরিজ বাতিল করার অবস্থা আসেনি বলে জানালেন পাপন, ‘আমাদের সঙ্গে খেলার পর ওদের (নিউজিল্যান্ড) অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। তবে এখনই সিরিজ বাতিলের কোনও সুযোগ নেই।’

৭:০৭ AM


গেল অক্টোবরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘শ্রাবণ জোৎস্নায়’এর শুটিং শুরু করেছিলেন ‘ঝিনুক মালা’ খ্যাত পরিচালক আব্দুস সামাদ খোকন। তার নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধেন কলকাতার ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের রানি রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করা বাংলাদেশেরই গাজী আবদুন নূর এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

সেই ছবির ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে নির্মাতা। তিনি জানান, অক্টোবরের মাঝামাঝিতে নূর-দীঘিকে নিয়ে ‘শ্রাবণ জোৎস্নায়’ এর শুটিং শুরু করেছিলেন। টানা শুটিংয়ে তখন ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

নির্মাতা জানান, সামনের মাসে আবারও শুটিং ফিরবেন তিনি। তবে ‘শ্রাবণ জোৎস্নায়’ এর সম্পূর্ণ কাজ শেষ হবে আসছে ফেব্রুয়ারিতে।

সরকারি অর্থায়নে ইভেন্ট প্লাস নিবেদিত এবং তামান্না সুলতানা প্রযোজিত জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

ছবিতে নূর-দীঘি ছাড়াও অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার সহ আরো অনেকে।

৬:৫৮ AM


টিভি নাটকে হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  ২০১৭ সালে নির্মিত বড় ছেলে টেলিফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন জুটি দাগ কেটেছে সবার হৃদয়ে।

সেই নাটকের পর থেকে গত কয়েক বছর ধরেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন মেহজাবীন।  এই জনপ্রিয়তার মধ্যেই কাজ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।  এরইমধ্যে গুঞ্জন ওঠে কোনো আদনান আল রাজীব নামে এক তরুণ নির্মাতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মেহজাবীন।

মেহজাবীনের প্রেমিক কে? এ নিয়ে নানা গুঞ্জন চলার মধ্যেই বিষয়টি প্রকাশ্যে আনলেন প্রেমিক নিজেই।  মেহজাবীনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করলেন তিনি।

শনিবার দুপুরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রতীরের কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন।  এটি একটি সেলফি, অর্থাৎ দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে।  ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।

মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের।  কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি দুজনের কেউ। 

২০১৯ সালেও রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল তুমুলভাবে।  সে সময় ঢাকার একটি বিপণিবিতানে মেহ্জাবীন ও রাজীবের হাত ধরে হাঁটার একটি ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়।

ঘটনাটি নিয়ে এক গণমাধ্যমে রাজীবকে নিজের বন্ধু বলে জানান মেহজাবীন।  সম্পর্কের কথা অস্বীকার করে বলেছিলেন, আমি যখন অন্য বন্ধুদের সঙ্গে হাঁটি, তখনো সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চেষ্টা করি। পেছনে যাতে না পড়ে যাই, তাই অনেক সময় হাত ধরে হাঁটি। রাজীবের হাত ধরে হাঁটার বিষয়টিকে তেমন মনে করলেই হয়। এটা কোনো ব্যাপার না। আমি একজন মানুষের হাত ধরেছি। একজন নির্মাতা কিংবা অন্য কোনো কিছু না। আশপাশে অনেক মানুষ, তাই হাত ধরেছি। অনেক দ্রুতগতিতে হেঁটে যেতে চেয়েছি।

এবার ইনস্টাগ্রামে ছবি আপলোড করে গুঞ্জনকে সত্য বলেই স্বীকার করে নিলেন তারা।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখা মেহজাবীন নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণ করে থাকেন তিনি। মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।


দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদেশিক সহায়তা ছাড়াই খসড়া বাজেট প্রয়ণয় করেছে আফগানিস্তানের তালেবানের অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়। তালেবানের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর থেকেই চরম অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে তালেবান। দেশটিতে সৃষ্টি হয়েছে চরম মানবিক বিপর্যয়। এর মধ্যেই এই বাজেট প্রণয়নের খবর সামনে এলো। 

তালেবানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল খড়সা বাজেটের বিস্তারিত জানাননি। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ওই বাজেট কার্যকর হবে বলে জানা গেছে। তবে প্রকাশ করার আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে বলে এএফপি জানিয়েছে। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালি বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ রাজস্ব থেকে বাজেটে অর্থায়ন করার চেষ্টা করছি, আমাদের বিশ্বাস আমরা সামাল দিতে পারব।

চলতি বছরের আগস্ট মাসে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যায়। এছাড়া পশ্চিমা দেশগুলোও আফগানিস্তানের বাইরে থাকা বিলিয়ন ডলারের আফগান সম্পদ আটকে রেখেছে। 

এদিকে, সরকারি চাকরিজীবীদের আটকে থাকা কয়েকমাসের বেতনের ব্যাপারে হাকমল বলেছেন, চলতি বছরের শেষের মধ্যেই সব বকেয়া বেতন শোধ করে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 

তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল করা হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।


পাকিস্তানের আয়োজনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দেশটিতে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার দুপুরে সচিব পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যাবেন শনিবার।

শুক্রবার রাতে এ সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শনিবার সেখানে সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। আর রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এই সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের সূচি নেই। তবে অনির্ধারিত কোনো আলোচনা হলেও হতে পারে।  

মূলত আফগানিস্তান ইস্যুতে সেখানে প্রতিনিধি দল যাচ্ছে বলে সূত্রের ভাষ্য।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফর করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপেদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস দেশটিতে সফর করেছিলেন।


আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির ১৭তম বিশেষ সম্মেলন আগামীকাল রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক সঙ্কট এড়াতে ওআইসি সংস্থাটির সদস্য দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলন আহবান করে।

বৈঠকে মুসলিম দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিরাও। ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রায় ৯০ জন আমন্ত্রিত প্রতিনিধি বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন। আজ আরো পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। গত মাসে সৌদি আরব ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলন আহ্বানের কথা জানায়। পরে পাকিস্তান সম্মেলনকে স্বাগত জানায় এবং ইসলামাবাদে সম্মেলনটি আয়োজনের ব্যবস্থা নেয়ার অনুরোধ করে।

সম্মেলন প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ হুসাইন কোরেশি বলেন, সম্মেলনের আয়োজনের উদ্দেশ্য হলো মানবিক সঙ্কটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। বৈঠকের মাধ্যমে বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করা হবে এই সঙ্কট আফগানিস্তানের একার পক্ষে মোকাবেলা করার সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দিতে হবে। আমরা আন্তর্জাতিক সংস্থানগুলোকে একত্রিত করার চেষ্টা করবো কারণ সঙ্কট এড়াতে আমাদের তাদের প্রয়োজন।

জাতিসঙ্ঘের তথ্য বলছে, দীর্ঘদিনের যুদ্ধ, কঠিন খরা এবং প্রচণ্ড দারিদ্র্যের কারণে আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তীব্র খাদ্যসঙ্কটে রয়েছে। চলতি বছরের শীত মৌসুমে দেশটিতে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। এমন পরিস্থিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জাতিসঙ্ঘের।
শাহ মাহমুদ হুসাইন কোরেশি আরো বলেন, আফগানিস্তানে মানবিক সঙ্কট দেখা দিলে পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নকে আরো একটি শরণার্থীদের ঢল মোকাবেলা করতে হবে। তিনি ওআইসি সদস্য দেশগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা আশা করেন।

কোরেশি ঘোষণা করেন, আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে পাকিস্তান, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে একটি সম্মেলনও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পাকিস্তান এই অঞ্চলের ছয়টি দেশের সমন্বয়ে একটি প্ল্যাটফর্মও গঠন করেছে। এর প্রথম ভার্চুয়াল সম্মেলন ইসলামাবাদে, দ্বিতীয়টি ইরানে এবং তৃতীয়টি বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

বৈঠকে যোগ দিতে গতকাল সকালে সৌদি আরবে পৌঁছেন দেশটির আফগানিস্তান বিষয়ক প্রধান প্রিন্স আব্দুল্লাহ বিন খালেদ বিন সৌদ সৌদ আল কবীর এবং যুবরাজ জিলুই বিন তুর্কি। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের জানান, বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে ৯০ জন প্রতিনিধি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। শনিবার আরো প্রতিনিধি আসবেন।

বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (আইডিবি) প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ বিন সুলাইমান আল জাসের আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য ওআইসি দেশগুলোকে এক প্লাটফর্মে নিয়ে আসার প্রশংসা করেন। তিনি বলেন, আসন্ন সম্মেলনে ওআইসি মন্ত্রীদের অংশগ্রহণ আফগানিস্তানে শান্তির জন্য তাদের সঙ্কল্পের একটি অভিব্যক্তি।

ওআইসি মহাসচিব হিসেন ইব্রাহিম তহা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে ইসলামাবাদ পৌঁছেন। আফগানিস্তান একটি মানবিক সঙ্কটের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, মুসলিম দেশগুলোকে এই সঙ্কটময় সময়ে তাদের আফগান ভাইদের সাহায্য করার উপায় বিবেচনা করার উপযুক্ত সময় এসেছে। ওআইসির এই অধিবেশন মুসলিম দেশগুলোকে আফগান জনগণকে সাহায্য করার উপায় নিয়ে আলোচনা করার সুযোগ করে দেবে।

উল্লেখ্য গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি তালেবান। জাতিসঙ্ঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। অবশ্য পাকিস্তান ও চীন আফগানিস্তানের তালেবানকে সহযোগিতা করে আসছে।


শিক্ষাপঞ্জি অনুসারে কাল রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড়দিন ও শীতকালীন ছুটি ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। ইতিমধ্যে এ ব্যাপারে নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ছুটি শুরু হওয়ার ঠিক আগের দিন এ ধরনের নির্দেশনা আসায় বিপাকে পড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা জানান, মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত ছুটির তালিকার পর নতুন কোনো নির্দেশনা না আসায় আমরা মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছি। শিক্ষার্থীদের অনেকেই দূর-দূরান্তে বেড়াতে গেছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। এ অবস্থায় স্কুল খোলা রাখলেও এর তেমন কোনো সুফল পাওয়া যাবে না।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখা থেকে জারি করা সার্কুলারে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে উল্লেখিত ১৯-২৯ ডিসেম্বর ২০২১ তারিখের পরিবর্তে ২৪-২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


জানা যায়, শনিবার সকালে প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকরা প্রধান শিক্ষকদের ২২ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চালিয়ে নিতে নির্দেশ দেন। হঠাৎ করেই এ ধরনের সিদ্ধান্ত আসায় ব্যাপারটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর বিকেলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে। আমরা শিক্ষার্থীদের ছুটির বিষয়টি আগে থেকেই জানিয়েছি। আজ স্কুল খোলার শেষদিন হওয়ায় অনেক শিক্ষার্থীই স্কুলে আসেনি। কেউ কেউ আত্নীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন। এ অবস্থায় কাল থেকে স্কুল খোলা রাখলে শিক্ষার্থীদের বাড়ি থেকে ডেকে আনতে হবে। তারপরও পাওয়া যাবে না। তাই ছুটি পুর্নবিবেচনার দাবি জানাচ্ছি।’


নড়াইল সদর হাসপাতালে ফের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঝটিকা পরিদর্শন। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় মাশরাফির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না হাসপাতালের অধিকাংশ চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারী। রোগীদের খাবারের নানা অনিময় শুনে মাশরাফি ক্ষোভ প্রকাশ করেন।

বিভিন্ন ওয়ার্ডে গেলে রোগীরা অভিযোগ করেন, গত রাতে হাসপাতালের মাত্র তিনজনকে খাবার দেওয়া হয়েছে। বিষয়টি মানতে নারাজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী। মাশরাফি বিষয়টি চ্যালেঞ্জ করলে হেরে যান তত্ত্বাবধায়ক।

হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিকেলের মধ্যে জানানোর নির্দেশ দেন সংসদ সদস্য মাশরাফি।

দীর্ঘদিন বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইল আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। শনিবার সকাল ৮টায় আধুনিক সদর হাসপাতালে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্টদের দেখতে পাননি। হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ হয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তত্ত্বাবধায়ককে।

জানা যায়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাল পরিদর্শন এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে হাজির না হওয়া, চিকিৎসক-কর্মচারীদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান তিনি। এ সময় রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন এমপি মাশরাফি বিন মর্তুজাকে।


তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সীর অনুমতি না নিয়ে বা কারো দরখাস্ততে তত্ত্বাবধায়কের স্বাক্ষর নেই অথচ তিনি ছুটিতে রয়েছেন। ছুটি নামঞ্জুর করলেও ছুটি ভোগ করছেন কিভাবে? মাশরাফির এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তত্ত্বাবধায়ক।

এ বিষয়ে এমপি মাশরাফি বিন মর্তুজা বলেন, 'হাসপাতালগুলোতে বিভিন্ন স্থান থেকে গরিব মানুষ আসে দূর-দূরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয় না, অফিস করেন না ঠিকমতো চিকিৎসকরা। আমার রোগীদের খাবার-ওষুধ পায় না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এমপি মাশরাফি সদর হাসপাতাল পরিদর্শন করে নানা অনিয়ম এবং চিকিৎসকদের অনুপস্থিত পান। সে সময় কয়েকজন চিকিৎসককে বদলি করে স্বাস্থ্য বিভাগ, এতে চিকিৎসক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) মারা গেছেন।

শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান। এনিয়ে গুলির ঘটনায় নিহতের সংখ্যা দুজনে দাঁড়ালো।

নিহত এরশাদুল হক নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন বাদল সরকার (২৩) নামে এক যুবক। নিহত বাদল একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে প্রায় সময় অসুস্থ থাকেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেমের স্থলে তার ছেলে এরশাদুল হক এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

শুক্রবার রাতে ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাজার এলাকায় ওয়াজ মাহফিলে চলছিল। সেই ওয়াজ মাহফিলে এরশাদ ও বাদলসহ কয়েকজন মোটরসাইকেলে যান। ওয়াজ মাহফিলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সবার নিকট দোয়া কামনা করেন এরশাদুল। সেখান থেকে তারা ফেরার পথে মোটরসাইকেলে চালাচ্ছিলেন বাদল এবং তার পেছনে বসা ছিলেন এরশাদ। পথিমধ্যে দুর্বৃত্তরা গুলি ছুড়লে সামনে চালকের আসনে বসা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় এরশাদকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় পৌঁছার আগেই রাস্তায় এরশাদুল মারা যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, নবীনগরে বাদলের পর এরশাদও ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আটক করতে চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget