Articles by "বাংলাদেশ"

 


নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতীর আক্রমণে যুবকের মৃত্যু। 

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। ৬জানুয়ারি শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফ মিয়া (২৫)। তিনি দাওধারা-কাটাবাড়ি ২নং ওয়ার্ডের আ; করিম মেম্বারের ছেলে। 

স্থানীয়সূত্রে জনাগেছে কিছুদিন যাবত বন্য হাতির দল সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে। খাবারের সন্ধানে প্রায় হাতিগুলো লোকালয়ে হানা দেয়। গত কয়েক মাস ধরে বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে তাণ্ডব চালিয়ে আসছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফ। 

এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:


 


ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা, ১৮ শত পিছ ইয়াবা ট্যাবলেট ও মদসহ পাঁচজন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়। 

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাইক্রো গাড়ি থেকে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা হলো শামীম মিয়া (২৯), সাইমন মিয়া (২৭)।
পরে ভোররাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে ১৮০০পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল বিয়ার, মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আশেক মিয়া (৩২), মো: শানু মিয়া (৩৫), মো: মনিরুল ইসলাম (৩৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা, ১৮০০শ পিছ ইয়াবা, মদসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:


 


ট্রেনের সাথে বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে বাবুল (৪০) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২৫ জন আহত হন। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকার শহীদ এম. মনসুর আলী স্টেশনের কাছে রেলক্রসিংয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেন ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস, জিআরপি ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত বাবুল ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বাসিন্দা। 

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদ মৃধা জানান, ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কড্ডার মোড় রেলক্রসিং পার হবার সময় একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ২৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বাসের সুপার বাবুল মারা যায়।  

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর দিকে চলে যাবার পর এ রুটটি আবারও সচল হয়। 

অন্যদিকে প্রত্যক্ষদর্শী আব্দুল মালেকসহ কয়েকজন জানান, একদিকে ঘন কুয়াশা ছিল অন্যদিকে রেলক্রসিংয়ের গেইটম্যান গেট নামিয়েছিল না। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ মামলার আসামি হাবিল শেখকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি দল ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফকিরহাট থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান, গত ১৩ ডিসেম্বর রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামে হাবিল শেখ বেড়া ভেঙে ঘরে ঢুকে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে  ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে আসে। ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর মা‘কে লোহার রড দিয়ে হাতে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত হাবিল। আঘাতে ওই মাদ্রাসাছাত্রীর মা’র হাত ভেঙে যায়, গুরুতর আহত হন তিনি।

ভুক্তভোগী এবং তার মা’কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মেডিকেল টেস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়। কিছুটা সুস্থ হয়ে ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে গত ১৭ ডিসেম্বর হাবিল শেখকে আসামি করে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
সোমবার রাতে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি দল ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে পলাতক হাবিলকে গ্রেফতার করে। হাবিল শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের ছেলে। মঙ্গলবার সকালে তাকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা মাঝি (নেতা)  নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১১ টার দিকে বালুখালী ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬-তে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬ এর বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

নিহতের পরিবারের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
কারা এই ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


মাদারীপুরে বিএনপির গণমিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে মাদারীপুরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

শনিবার সকালে দলটির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে দলটির অস্থায়ী কার্যালয় চৌরাস্তা থেকে বের হয়। পরে পুরান বাজার এলাকার মিলন সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ অন্যান্যরা।

আরো পড়ুন:


 


নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশী মদ সহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মো; হাবি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের 
মো; হেলাল মিয়ার ছেলে। 

বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪, জামালপুর এর প্রেস বিফ্রিং সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার উপস্থিতিতে র‍্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ী  উপজেলার সমশ্চুড়া বাজারে বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫১হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী মো. হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget