Latest Post


নির্বাচন কমিশন (ইসি) গঠনসংক্রান্ত অনুসন্ধান কমিটির পঞ্চম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব সামসুল আরেফিন এ কথা জানান।


গত বুধবার সার্চ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।

কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত শনি, রবি ও মঙ্গলবার তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি।


নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম গত সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নামগুলো মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ইসির মেয়াদ গত সোমবার ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।


স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে- ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যেকোনো দিন আক্রমণ চালাতে পারে।


মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাইডেন এ কথা বলেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুসারে, কিয়েভ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে রাশিয়া। যদিও ইউক্রেনে হামলার ব্যাপারে পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য সে দেশের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ সেনারা বর্তমানে ইউক্রেনকে ঘিরে রেখেছে। ওয়াশিংটন বিশ্বাস করে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করবে। আমি নিশ্চিত পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ ৬৯ হাজার থেকে এক লাখ ৯০ হাজার সৈন্য মোতায়েন রেখেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্কের রুশ সমর্থিত সৈন্যদের অন্তর্ভুক্ত করে এই পরিসংখ্যান দিচ্ছে ওয়াশিংটন।


জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, আগামী দিন কিংবা আগামী সপ্তাহে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। এ বিশ্বাসের যৌক্তিক কারণও আছে।  


পুতিনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেছেন, কোনো ভুল করবেন না। যদি সত্যি তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেন, তাহলে একটি বিপর্যয়মূলক এবং অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে রাশিয়া। মার্কিন মিত্র ও ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত আমরা।


তবে বাইডেন মনে করেন, আলোচনার মাধ্যমে এখনো সংকট মিটিয়ে নেওয়া সম্ভব।

সূত্র: বিবিসি।



ফাইনালের আগের দিন মাঠে ছিলেন না সাকিব আল হাসান। এমনকি হোটেলেও ছিলেন না এই অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টকে ‘না জানিয়ে’ করেন বিজ্ঞাপনের শুটিং। সাকিবের এমন কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর তার করোনা টেস্ট করানো হয়েছে। সুখবর হলো, নেগেটিভ হয়েছেন তিনি। ফলে ফাইনালে মাঠে নামতে আরও কোনও বাধা নেই সাকিবের।


এই অলরাউন্ডারের দল ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলা ট্রিবিউন। সুরক্ষা বলয় ভেঙে বাইরে গেলেও করোনা পরীক্ষায় যেহেতু নেগেটিভ এসেছেন, তাই ফাইনালে সাকিবকে নিয়েই নামতে যাচ্ছে ফরচুন বরিশাল।

২০২২ বিপিএলের ফাইনাল আজ (বৃহস্পতিবার)। এই ম্যাচ সামনে রেখে আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার বিকালে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কদের ফটোসেশন করার কথা থাকলেও সাকিব ছিলেন অনুপস্থিত। ফাইনালের আগে দেশে বানানো সোনালি রঙের ট্রফি উন্মোচন করেছেন নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস। বরিশালের অধিনায়ক সাকিব একটি টেলিভিশন কমার্শিয়ালের শুটিংয়ে অংশ নেওয়ার কারণেই তার জায়গায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন সোহান।

এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয়েছে এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অনুযায়ী কেউ টিম হোটেলের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে। সাকিব নেগেটিভ হওয়ায় ফাইনাল খেলতে আর কোনও সমস্যা নেই।

শুক্রবার সাড়ে ৫টায় কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। ম্যাচের আগের দিন নানা ঘটনায় টালমাটাল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও সাকিব বরাবরই মাঠের আলোচনা থামিয়ে পারফরম্যান্স দিয়ে নিজেকে আলোতে টেনে নেন।


বিপিএলে সাকিব ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে নেতৃত্ব দিয়েও বরিশালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলমান বিপিএলে টানা ৫ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়ে ইতিমধ্যে বিশ্বরেকর্ডও গড়েছেন। সেরাদের দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনি। ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন। বল হাতেও তার শিকার ১৫ উইকেট। তার কাছাকাছি নেই আর কোনও ক্রিকেটার। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব বরাবরই দুর্দান্ত পারফর্মার। আজ কুমিল্লার বিপক্ষে সেটাই দেখার অপেক্ষায় সাকিব ভক্তরা।

বৃহস্পতিবার সাকিবের মাঠে না আসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল বরিশালের টিম ম্যানেজমেন্ট। ফটোসেশনের আগে দলটির ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, পেটের পীড়ার কারণে সাকিব আসতে পারেননি। এরপর সোহান জানান ভিন্ন তথ্য। বিকালে বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন আবার জানান ‘ইচ্ছা করেই’ নাকি অনুশীলনে আসেননি সাকিব!


যদিও অফিসিয়াল ফটোসেশন এড়িয়ে যাওয়ার সাকিবের জন্য নতুন কোনও ঘটনা নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে এবার যেভাবে এড়িয়ে গেলেন, সেটি সাকিবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে!

 

‘মানসী’ ছবির জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুনরূপে নিয়ে আসছেন অভিনেত্রী রোজিনা ৷ গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কন্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই গানকে সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান।

মিউজিক ভিডিওতে এডলফের ডিজাইন করা শাড়ি পরে হাজির হবেন রোজিনা ৷ এডলফ খান বলেন, ‘৩ মাস আগে সুদূর আমেরিকা থেকে রোজিনার ফোন পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে পড়ি । এরপর থেকেই মিউজিক ভিডিওটি নির্মাণের পরিকল্পনা করি।



কোরিওগ্রাফি থেকে নির্মাণে এসেছেন এডলফ ৷ তিনি আরো বলেন, ‘রোজিনা আপুর অভিনয়, অভিব্যক্তি, উৎসাহ আর সহযোগিতায় ভিন্ন মাত্রা পেয়েছে মিউজিক ভিডিওটি । আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে । খুব শিগগিরই মিউজিক ভিডিওটি মুক্তি দেব। ‘



আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকাই ছবির কিংবদন্তি নায়ক মান্না ওরফে এসএম আসলাম তালুকদারেরর ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন এ চিত্রতারকা। মৃত্যুর আগ পর্যন্ত অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন মান্না। 

চিত্রনায়ক মান্নার মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান।

মান্নার সঙ্গে তোলা সাদাকালো একটি ছবি পোস্ট করে ঢাকাই সিনেমার কিং খান লিখেছেন, ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনও হাল ছাড়েননি মান্না ভাই। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।’


শাকিব আরও লেখেন, ‘আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে। ১৪তম মৃত্যুবার্ষিকীতে আপনার (মান্না) রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’

মান্না তার ২৪ বছরের ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। প্রথম ছবি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

তার অভিনীত ‘আম্মাজান’ চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। 

কাজী হায়াত পরিচালিত মান্নার ছবি ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সুপারহিট হয়। মান্নাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।  তার জনপ্রিয় অন্যান্য ছবিগুলো মধ্যে ‘অন্ধ প্রেম’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’,  ‘দেশদ্রোহী’, ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’ অন্যতম।


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুতে সুরের দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ছেলে বাপ্পা লাহিড়ী মুম্বাইয়ে ফেরার পরই অন্তিম যাত্রার পথে রওনা হন এই কিংবদন্তি।

বাপ্পি লাহিড়ী ‘গোল্ড লাভার’ ছিলেন। তার সংগ্রহে ছিল উল্লেখযোগ্য পরিমাণ সোনা। বরাবরই তার শরীরে গয়না দেখে কেউ মুগ্ধ হয়েছেন, কেউ মেতেছেন রসিকতায়। অন্তিম যাত্রায় তার গায়ে সোনা ওঠেনি বটে, কিন্তু কালো চশমায় চোখ ঢাকা হয়েছে এই কিংবদন্তির। জীবনের শেষ বেলা পর্যন্ত সেই কালো চশমা তার সঙ্গী ছিল।

বাপ্পি লাহিড়ীর অন্তিম যাত্রার বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাপ্পাসহ আরও কয়েকজন প্রয়াত কিংবদন্তিকে লাশবাহী গাড়িতে তুলছেন। দেহ সাজানো হয়েছে ফুলের মালায়। রাজকীয় শেষ যাত্রায় তার চোখে পরানো হয়েছে কালো চশমা। লাশবাহী গাড়িকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। গাড়ির মাথায় রয়েছে বাপ্পির হাসিমুখের এক ছবি।



বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী বাড়ি ফেরার আগেই শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাপ্পা ফেরার পর বাবার অন্তিম দর্শন সারেন। তারপরই বাপ্পি লাহিড়ীর দেহ বাড়ি থেকে বের করে শেষকৃত্যের উদ্দেশে ভিলে পার্লের পবনহংস শ্মশানের পথে রওনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী। মরদেহের পিছনে চিৎকার করে ছুটতে দেখা যায় শোক বিহ্বল কন্যাকে। অন্তিমযাত্রায় পা মিলিয়েছেন বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীরা।


দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।



১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন। প্রচুর সোনার গয়না পরতে ভালোবাসতেন। ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিতি দিয়েছিল।


১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান।


সূত্র- জি নিউজ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী (রতনদিঘী) গ্রামের  ইসরাইলের ছেলে আব্দুল লতিফ ওরফে রাকিব (২২)  ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামের এক ব্যক্তির হোটেলে কাজ করতে যান। রাকিবের কর্মস্হল  সেই হোটেলে আরও এক যুবক কাজ করতেন যার বাসা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামে।


একইসাথে কাজ করার সুবাদে ওই ভারতীয় যুবকের বোন খুসনুমা (১৮)'র সাথে এক পর্যায়ে রাকিবের পরিচয় হয়। একসময় রাকিব ও খুসনুমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।


পরে রাকিব কিছুদিন আগে বাংলাদেশে তার নিজ বাসায় চলে আসেন। রাকিবের খোঁজে  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালের দিকে প্রেমিকা ভারতীয় তরুণী খুসনুমা প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে পার্শবর্তী জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ার ঈদগাহ বস্তী এলাকায় এসে পৌছান।

খবর পেয়ে তরুণীকে বাংলাাদেশী পুলিশ আটক করেন। এমন খবর পেয়ে প্রেমিক রাকিব তেঁতুলিয়া থানায় গিয়ে হাজির হন। সেখানে প্রেমিকা খুসনুমাকে কাছে পেতে কান্নাকাটি করেন এবং বলেন আমি খুসনুমাকে ভালোবাসি চার মাস আগে আমাদের বিয়েও হয়েছে।


কিন্তু রাকিবের কাছে বিয়ের কোন বৈধ কাগজপত্র না থাকায় তরুণী খুসনুমাকে ভারতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


ভারতীয় খুসনুমাও কান্নাভরা কন্ঠে জানান- আমি রাকিবকে ছাড়া বাঁচব না। সে আমার স্বামী । আমি তাকে ছাড়া যাব না"


রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র দেয়াসহ দুর্নীতির বিভিন্ন ঘটনা তদন্ত করে আলোচনায় এসেছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের যে কর্মকর্তা, তাকে চাকরি থেকে অপসারণের প্রতিবাদ জানিয়ে তার সহকর্মীরা বুধবার ঢাকায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।


এই প্রথম দুদক কর্মকর্তারা কোনো ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করলেন।

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীরা এটাকে নজিরবিহীন বলে বর্ননা করেন।

চাকরিচ্যুত হওয়া দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন দুদক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন।


তিনি বলেছেন, বড় কয়েকটি দুর্নীতির মামলার তদন্ত করে তিনি অনেক আমলা ও প্রভাবশালীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। সেজন্য তিনি প্রভাবশালী মহলের রোষানলের শিকার হয়েছেন।


তবে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে দুদকের পক্ষ থেকে।


এদিকে দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক বিবৃতিতে চাকরিচ্যুত কর্মকর্তার অভিযোগের তদন্ত চেয়েছে।

দুদকের কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের এই ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় দুদক কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি-এই পরিস্থিতিকে উদ্বেগজনক এবং অভূতপূর্ব বলে বর্ণনা করেছে টিআইবি।

কেন প্রতিবাদ

দুদকের কর্মকর্তারা তাদের এক সহকর্মী শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন। এরপর তারা ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।


তারা অভিযোগ করেন, দুর্নীতির তদন্ত করতে গিয়ে তারা নানা হয়রানির শিকার হন। কিন্তু দুদক তাদের সুরক্ষা নিশ্চিত না করে একজন কর্মকর্তাকে অপসারণ করে উদাহরণ সৃষ্টি করল।


চাকরিচ্যুত দুদক কর্মকর্তা যা বললেন

যাকে অপসারণ করা হয়েছে, দুদকের ওই উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দিন অভিযোগ করেন, প্রভাবশালী চক্র তাকে প্রাণনাশের এবং চাকরি খাওয়ার হুমকি দিয়েছিল। এর দু'সপ্তাহ পরই তিনি চাকরি হারালেন।


শরীফ উদ্দিন অভিযোগ করেন : 'কক্সবাজারে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার যে অধিগ্রহণ প্রকল্প, সেই প্রকল্পে অধিগ্রহণের দুর্নীতি নিয়ে আমি সরকারের স্থানীয় প্রশাসন লেভেলের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা-এমন ১৫৫ ব্যক্তির বিরুদ্ধে চার্জশিটে সুপারিশ করেছি। এ কারণে একটি প্রভাবশালী চক্রের রোষানলে আমি পড়েছি।'

'দ্বিতীয়ত, রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট দেয়া নিয়ে আমি ২০টা মামলার সুপারিশ করেছি। যেখানে দুই থেকে তিন লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে বিভিন্ন কাগজপত্র তৈরি করেছে। এগুলো নিয়ে আমি মামলার সুপারিশ করেছিলাম,' বলেন শরীফ উদ্দিন।


তিনি আরো অভিযোগ করেন, 'কর্ণফুলীতে পেট্রোবাংলার বেশ কিছু অনিয়মের আমি তদন্ত করেছিলাম। এবং মামলাও করেছিলাম।'


'কিন্তু দুদক এর কোনটার মূল্যায়ন না করে আমাকে চাকরি থেকে অপসারণ করলো। এরআগে আমাকে পদোন্নতি থেকেও বঞ্চিত করেছে,' অভিযোগ করেন শরীফ উদ্দিন।


তিনি তাকে হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন গত ৩০ জানুয়ারি।

তিনি তার সাত বছরের চাকরি জীবনের সাড়ে তিন বছর চট্টগ্রামে কাজ করেছেন।


তিনি অভিযোগ করেছেন, কক্সবাজারে জমি অধিগ্রহণ প্রকল্পের দুর্নীতির মামলা এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র দেয়ার ঘটনা তদন্ত করে প্রভাবশালীদের অভিযুক্ত করার কারণে তাকে পাটুয়াখালীতে বদলি করা হয়েছিল।


দুদক কী বলছে

তবে এসব অভিযোগ মানতে রাজি নন দুদকের একজন কমিশনার ড: মোজাম্মেল হক খান।

তিনি বলেছেন, শরীফ উদ্দিনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ থাকায় তাকে কর্তৃপক্ষ অপসারণে বাধ্য হয়েছে।


'তার (শরীফ উদ্দিন) বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আছে দুর্নীতি দমন কমিশনে। দীর্ঘদিন সেই অভিযোগ পর্যালোচনা করা হয়েছে,' বলেন দুদকের কমিশনার ড: খান।


দুদক কমিশনার ড: মোজাম্মেল হক খান আরো বলেন, 'তার (শরীফ উদ্দিন) বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে, সেটা আইনসিদ্ধ। দুদক তার আইনের বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।'


'কাজেই কেউ যদি বলে যে তাকে হুমকি দেয়া হয়েছে, সেকারণে অপসারণ করা হয়েছে- এসব অভিযোগের সাথে দুদকের সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই,' বলেন ড: মোজাম্মেল হক খান।


দুদকের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন, শরীফ উদ্দিনের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা ছিল। সেসব মামলায় দুদক বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে।


কিন্তু চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ কী ছিল, সে ব্যাপারে দুদকের পক্ষ কিছু বলা হয়নি।

তদন্ত প্রয়োজন

দুর্নীতি বিরোধী আন্দোলনের একজন সংগঠক সুলতানা কামাল বলেছেন, চাকরিচ্যুত কর্মকর্তা যে অভিযোগ তুলেছেন, সে ব্যাপারে তদন্ত করা উচিত।


তিনি বলেন, 'যে অভিযোগ উঠেছে, তৃতীয় পক্ষ দিয়ে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।'


তিনি আরো বলেন, যারা ভালো কাজ করে, তারা যদি শাস্তির মুখোমুখি হয়, তাহলে সেটা প্রকারান্তরে দুর্নীতিতে জড়িতদের উৎসাহিত করবে।


তবে কর্মকর্তাকে অপসারণের ক্ষেত্রে প্রভাবশালী চক্রের হাত থাকাসহ যে সব অভিযোগ উঠেছে, তা তদন্ত করার প্রশ্নে দুদক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব মেলেনি।


সূত্র : বিবিসি


ইউক্রেন সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি আসলে মস্কোরই ‘তৈরি করা’, বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।

ফের রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধের চোখরাঙানি।

দু’দিন ধরে রাশিয়া দাবি করছিল, ইউক্রেন সীমান্ত থেকে তাদের বাহিনী কিছুটা সরিয়ে নিচ্ছে তারা। কিন্তু আজ উপগ্রহচিত্র থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, এই দাবি ঠিক নয়। উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো তো দূরের কথা, এখনও ক্রমাগত সেনা পাঠিয়ে যাচ্ছে মস্কো। রুশ সেনা ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। অন্তত ১৪টি বাহিনী সীমান্তের কাছে ঘাঁটি গেড়ে রয়েছে। 

গত ৭২ ঘণ্টায় সেখানে রাতারাতি তৈরি করে ফেলা হয়েছে একটি অস্থায়ী সেতু। তা ছাড়া, রুশ সীমান্ত-শহর ভালিউকিতে বেশ কিছু সাঁজোয়া গাড়ি ও সেনা কপ্টার মজুত রাখা হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাশিয়ার এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। আজই আবার ক্রাইমিয়ার বন্দরে পৌঁছেছে তিনটি রুশ যুদ্ধজাহাজ। 



২০১৪ থেকে রাশিয়া ইউক্রেনের এই অংশটি নিজেদের দখলে রেখে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার মোট সেনাবাহিনীর প্রায় অর্ধেক এখন ইউক্রেন সীমান্তে। যে পরিসংখ্যান জেনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আজ বলেছেন, ‘‘রাশিয়া আদপেই ইউক্রেন সীমান্ত থেকে তাদের বাহিনী সরায়নি। উল্টে আরও অনেক সেনা নিয়ে এসেছে। 

যা দেখে আমাদের আশঙ্কা, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এবং আমার ধারণা, তা হতে চলেছে কয়েক দিনের মধ্যেই।’’ হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে বাইডেনকে প্রশ্ন করা হয়— ‘আপনি কি পুতিনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার কথা ভাবছেন?’ উত্তরে বাইডেন স্পষ্ট জানিয়ে দেন— ‘‘না, আমার এখন সে রকম কোনও পরিকল্পনাই নেই।’’ যুদ্ধের আশঙ্কায় ইউক্রেনের পশ্চিমপ্রান্তে যুদ্ধবিমান পাঠাতে শুরু করেছে নেটোবাহিনী।



আজই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ইউক্রেন-পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিদেশসচিবেরা। আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল না। কিন্তু শেষ মুহূর্তে বৈঠকে যোগ দেন তিনি। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে নাটকীয় ভাবে তিনি বলেন— ‘‘যুদ্ধ বাঁধাতে নয়, যুদ্ধ থামাতে আমি এখানে এসেছি।’’ ব্লিঙ্কেনের আশঙ্কা, রাশিয়া সরাসরি ইউক্রেনের রাজধানী কিভে আক্রমণ করতে পারে। তাঁর কথায়, ‘‘মনে রাখবেন, সেখানে ২৮ লক্ষ মানুষের বসবাস।’’



ইউক্রেন সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি আসলে মস্কোরই ‘তৈরি করা’, বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। তা ছাড়া, বাইডেন প্রশাসনের তরফ থেকে আরও উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ইউক্রেন আক্রমণের ‘বৈধতা’ সর্বসমক্ষে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করবে। ইতিমধ্যেই মস্কো দাবি করেছে, দেশের পূর্বাঞ্চলে আকছার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে চলছে ভোলোদিমির জ়েলেনস্কির সরকার। 



ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মানবাধিকার লঙ্ঘনের জিগির তুলেই ইউক্রেনের পূর্ব সীমান্তে (অর্থাৎ রাশিয়ার পশ্চিম সীমান্তে) সেনা পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্ব প্রান্তে ডোনেৎস্ক ও লুহান্‌স্ক প্রদেশ ইউক্রেন-বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি বলে পরিচিত। মস্কোর প্রচ্ছন্ন মদতেই তারা ‘জঙ্গি কার্যকলাপ’ চালায় বলে পাল্টা দাবি প্রেসিডেন্ট জ়েলেনস্কির।



এরই মধ্যে আবার ইউক্রেন সেনাবাহিনী ও রাশিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা আজ দিনভর পরস্পরকে লক্ষ্য করে শেলিং চালিয়েছে। শেলিংয়ে ডনবাস এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলে তিন জন জখম হয়েছেন। ঘটনার জন্য প্রেসিডেন্ট জ়েলেনস্কি রাশিয়ার দিকেই আঙুল তুলে বলেছেন, ‘‘বিচ্ছিন্নতাবাদীদের ক্রমাগত উস্কানি দিয়ে এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।’’ আজ একই অভিযোগের সুর ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গলায়। তিনি বলেন, ‘‘ডনবাসে সংঘর্ষ বাঁধিয়ে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার অজুহাত খুজছে।’’


'আগামী কয়েক দিনের মধ্যেই' ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া! আবারো বিস্ফোরক দাবি করল আমেরিকা। আর এবার এই দাবি করলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! বৃহস্পতিবার তিনি বলেন, মস্কো মুখে বলছে যে তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে। কিন্তু, বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই। বস্তুত, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও ইউক্রেন সীমান্তে সামরিক জমায়েত দেখা গেছে। বাইডেনের কথায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কা 'অত্যন্ত বেশি'। হয়তো, আগামী কয়েক দিনের মধ্যেই হামলা চালানো হবে!


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন জানান, তারা যে রাশিয়ার কথা বিশ্বাস করছেন না, তার পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে, তা থেকেই স্পষ্ট যে রাশিয়া আদতে ইউক্রেনের ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছে। ওরা সেনাসদস্যদের অপসারণ করেনি। বরং ইউক্রেন সীমান্তে আরও বেশি সংখ্য়ায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। যে 'ফ্ল্যাগ অপারেশন'-এর কথা বলা হচ্ছে, তা আদতে ভুয়া। আসলে, সেনাবাহিনীকে ইউক্রেনের দিকে পাঠাতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্যই 'ফ্ল্যাগ অপারেশন'কে শিখণ্ডী করা হচ্ছে। প্রত্যেকটি ঘটনাই হামলার আশঙ্কার দিকে ইঙ্গিত দিচ্ছে। হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে ঢুকে পড়বে রুশ সেনাবাহিনী!"

সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দাদের তরফে আসা তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ফের একবার এমন দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে, অন্য একটি সূত্র মারফত জানা গেছে, রুশ সামরিকবাহিনীর প্রায় অর্ধেকই এখন ইউক্রেনের সীমান্তে মোতায়েন রয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে খুব বেশি হলে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে অবস্থান করছে তারা! বৃহস্পতিবার পশ্চিমের দেশগুলোর গোয়েন্দা রিপোর্টে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। যা সত্যি হলে চিন্তার যথেষ্ট অবকাশ রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।


গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলোর দাবি, চলতি সপ্তাহের প্রথমেই অন্তত ১৪টি ব্য়াটেলিয়নকে সীমান্ত পেরোনোর জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। তারা সেই অনুসারে কাজও করেছে। এছাড়াও, নতুন করে ক্রিমিয়ায় বিভিন্ন সামরিক যান আনা হচ্ছে।

এই প্রেক্ষাপটে মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের সাথে একের পর এক বৈঠক করে চলেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, এই বৈঠকগুলোকে অজুহাত করেও ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া! বৃহস্পতিবার সকালে জাতিসঙ্ঘে আমেরিকার প্রতিনিধি তাদের এই আশঙ্কার কথা জানিয়েছেন। এরই মধ্যে রাশিয়ার একটি পদক্ষেপ ওয়াশিংটনের রক্তচাপ আরো বাড়িয়েছে। মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা কূটনীতিককে কোনো কারণ ছাড়াই বহিষ্কার করেছে রাশিয়া। এর পেছনেও ইউক্রেন হামলার পরিকল্পনা দেখতে পাচ্ছে ওয়াশিংটন।

সূত্র : এই সময়


আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।এ দিন থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।


তবে প্রাথমিক বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


ডা. দীপু মনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। করোনা টিকার ২ ডোজ নিলেই শ্রেণিকক্ষে করা যাবে ক্লাস।


শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে প্রাথমিকের ক্লাস চলবে অনলাইনে। ১০ থেকে ১৪ দিন পর শ্রেণিকক্ষে প্রাথমিকের পাঠদান শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। নতুন করে স্বাস্থ্যবিধি নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হবে না।


এর আগে করোনা বেড়ে যাওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।


উল্লেখ্য, দেশে প্রথমবার করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একইভাবে বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও চালু হয়।


লক্ষ্যটা বিশাল নয়। তবে আগের ম্যাচে ভুল স্রোতে হাঁটার শিক্ষা থেকে এদিন  শুরু থেকেই ঝড়ের পরিকল্পনা এঁটেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই চিন্তা থেকেই সুনিল নারাইনকে পাঠানো হয় ওপেনিংয়ে। এই সিদ্ধান্তের ফল রান তাড়ায় চার-ছক্কার বৃষ্টিতে দেন নাইরাইন। তার রেকর্ডময় ফিফটিতে লণ্ডভণ্ড হয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অনায়াসে ফাইনালে পৌঁছে যায় কুমিল্লা। 


মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার নারাইনের বিস্ফোরক হওয়ার দিনে  উইকেটে চট্টগ্রামকে ৭ হারিয়ে বিপিএলের ৮ম আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা। আগে ব্যাট করে ১৪৮ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম। ওই রান ৪৩ বল আগেই পেরিয়ে যায় দুই বারের বিপিএল চ্যাম্পিয়নরা। ১৮ ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। 

দলের জয়ে মাত্র ১৬ বলে ৫৭ করে নায়ক নারাইন। যার মধ্যে আছে ৬ ছক্কা আর ৫ চার। অর্থাৎ ১১ বলই তিনি পাঠান বাউন্ডারিতে। দৌড়ে নিয়েছেন কেবল ১ রান। ১৩ বলে ফিফটি স্পর্শ করে স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম ফিফটিতে যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির পরেই স্থান হয়েছে তার। বিপিএলে নিশ্চিতভাবেই হয়েছে রেকর্ড। আহমেদ শেহজাদের ১৬ বলে ফিফটি ছাপিয়ে গেছেন এই ক্যারিবিয়ান।

রান তাড়ায় শরিফুল ইসলামের প্রথম বলেই ফিরে গিয়েছিলেন লিটন দাস। তার বাড়তি বাউন্সের বল গ্লাভসে লাগিয়ে ক্যাচ উঠান লিটন। কিপার আকবর আলি অনেকখানি ছুটে লুফেন দারুণ ক্যাচ।


এরপরের সময়টা নারাইনের। ইমরুল কায়েসকে একপাশে রেখে পাওয়ার প্লের মধ্যে করতে থাকেন বিস্ফোরক ব্যাটিং। পাওয়ার প্লের মধ্যেই কুমিল্লা এনে ফেলে ৮৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুলের সঙ্গে ৩৩ বলে নারাইন আনেন ৭৯ রান। যাতে ৫৭ রানই তার। ১৭ বলে তখন কেবল ১৬ ইমরুলের।

রেকর্ড ফিফটি করেই মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ক্যাচ উঠিয়ে ফেরেন নারাইন। ততক্ষণে অবশ্য ম্যাচের সমস্ত উত্তাপই হাওয়া। ইমরুল ফিরে গেলেও বাকি পথে কাজ সারতে কোন সমস্যা হয়নি ফাফ দু প্লেসির। দলকে জিতিয়ে ২৩ বলে ৩০ করে অপরাজিত থাকেন ফাফ। মাত্র ১৩ বলে ৩০ করে কাজ দ্রুত সারেন মঈন আলি। 

এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছিল চট্টগ্রাম। টুর্নামেন্টে তাদের সেরা ব্যাটার উইল জ্যাকস একাদশে ফিরে দিয়েছিলেন ঝড়ের আভাস। কিন্তু তার ডানা এদিন খুব একটা মেলতে দেননি শহিদুল ইসলাম। ৯ বলে ১৬ করে থামেন জ্যাকস। আগের ম্যাচের হিরো চ্যাডউইক ওয়ালটনও এদিন ব্যর্থ। মাত্র ২ রান করেই তিনি শিকার তানভীর ইসলামের।

জাকির হাসান সময় নিয়ে থিতু হয়েছিল, বাজে শটে ১৯ বলে ২০ করে থামেন তিনিও। সবচেয়ে হতাশ করেন অধিনায়ক আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি। শামীম প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টাম্পিং হয়ে বিদায় নেন। আফিফ ১০ বলে ১০ করে দেন সহজ ক্যাচ।

মেহেদী হাসান মিরাজ আর আকবর আলি মিলে লড়াইয়ে ফেরান চট্টগ্রামকে। ৬ষ্ঠ উইকেটে তাদের জুটিতে আসে ৪০ বলে ৬১ রান। আকবর ২০ বলেই করেন ৩৩। মিরাজ ছিলেন কিছুটা মন্থর। দ্রুত রান আনার চেষ্টায় আকবরের বিদায়ের পর পথ হারায় চট্টগ্রাম। ভুল সময় বেনি হাওয়াল রান আউট হলে শেষে আসেনি পর্যাপ্ত রান। মিরাজ ফেরেন ৩৮ বলে ৪৪ করে। ৯ নম্বরে নেমে ৯ বলে ২ ছক্কায় মৃত্যুঞ্জয় ১৫ করলে দেড়শোর কিনারে যেতে পেরেছিল চট্টগ্রাম। তবে এই পুঁজি কুমিল্লার কাছে হয়েছে মামুলি।


সংক্ষিপ্ত স্কোর: 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভার ১৪৮  (জ্যাকস ১৬, জাকির ২০, ওয়ালটন ২, আফিফ ১০, শামীম ০, মিরাজ ৪৪, আকবর ৩৩, হাওয়েল ৩, মৃত্যুঞ্জয় ১৫, শরিফুল ০*, নাসুম ০ ; হায়দার ১/২১, মোস্তাফিজ ১/১৩, নারাইন ০/২৪, শহিদুল ৩/৩৩, তানভীর ১/৩৩, মঈন ৩/২০)


কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১২.৫ ওভারে ১৪৯/৩ (লিটন ০, নারাইন ৫৭, ইমরুল ২২, ফাফ ৩০*, মঈন ৩০* ; শরিফুল ১/৩১, মিরাজ ০/২৩, আফিফ ০/১৬, নাসুম ০/৩০, মৃত্যুঞ্জয় ১/৩২, হাওয়েল ১/১১)


ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী। 


ম্যান অব দ্য ম্যাচ: সুনিল নারাইন। 


যশোরের কেশবপুৱে ২৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫৯টি প্রতিষ্ঠানে রয়েছে শহীদ মিনার। বাকি ২৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করতে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষককে জোর তাগিদ দিয়েও কাজ হয়নি।

এ কারণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো থেকে বঞ্চিত হবে। তবে কোথাও কোথাও অস্থায়ী বেদি তৈরি করে শ্রদ্ধা জানানো হয়ে থাকে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলায় ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ১৫৮, মাধ্যমিক বিদ্যালয় ৭২, মাদ্রাসা ৫২ ও কলেজ রয়েছে ১২টি।

প্রাথমিক বিদ্যালয়ে ১৪, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮ ও কলেজে সাতটি শহীদ মিনার রয়েছে। উপজেলার

কোনো মাদ্রাসায় এখনো শহীদ মিনার তৈরি করা হয়নি। যে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার আছে তার মধ্যে অনেকগুলোই নতুন করে সংস্কার করা হয়েছে।

সরকারিভাবে দিবসটি পালনের নির্দেশনা থাকায় স্থায়ী শহীদ মিনারের অভাবে একুশে ফেব্রুয়ারি উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাহলে ভালো হয়।' শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা থেকে বঞ্চিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, 'করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যালয়ে শহীদ মিনার তৈরির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শহীদ মিনার নির্মাণ করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে ফের জোর তাগিদ দেওয়া হবে।'

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরিতে সরকারি বরাদ্দ না থাকায় প্রতিষ্ঠানের উদ্যোগে এগুলো তৈরি করা হয়ে থাকে।

শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “মাতৃভাষা দিবসটি পালন করতে মুখ্য ভূমিকা পালন করে থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। সে ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ে সরকারিভাবে বরাদ্দ দিয়ে যদি শহীদ মিনার নির্মাণ করা যায়

১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। পরের বছর অর্থাৎ ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে এই দিবসটি।



কেশবপুরের প্রেমিক রহিমার ভালোবাসার টানে কেশবপুরে আমেরিকান ইঞ্জিনিয়ার হোগল’র বসবাস। রহিমা বলেন, ' প্রজন্মে কাছে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যেতে চাই আমরা।' হোগল বলেন, 'আমি বহু দেশ ঘুরেছি। 

সত্যি বলতে, বাংলার প্রকৃতিকেে ভালোবেসে ফেলেছি। স্থানীয়দের উন্নয়নে কাজ করার ইচ্ছা আমার। ভালোবাসা দিবসে আম গোলাপ বিনিময় করব, কেক কাটবো কপোতাক্ষের তীর ঘেঁষে দুজন হাঁটবো এভাবেই চোখে চোখ রেখে আমৃত ‘ভালোবেসে, সখী নিভৃত যতনে আমার নামটি লিখো- তোমার মনের মন্দিরে’-কবিগুরু রবীন্দ্রনাথের এই গান যেন জীবন্ত হয়ে উঠেছে কেশবপুরের নিভৃত পল­ী মেহেরপুরে বাঙালি নারী রহিমা ও মার্কিন প্রকৌশলী ক্রিস্টফার মার্ক হোগলের জীবনে। বিশ্ব ভালোবাসা দিবসে তাঁরা একে-অপরকে গোলাপ ফুল বিনিময় করাসহ কেক কাটেন।

রহিমা খাতুন কেশবপুরের মেহেরপুর গ্রামের মেয়ে। তাঁর প্রেমে পড়ে আমেরিকার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ক্রিস্টফার মার্ক হোগল এখন কেশবপুরের অজপাড়াগাঁ মেহেরপুর গ্রামে এসে বসবাস করছেন। রহিমাকে বিয়ে করে আর ফিরে যাননি তিনি আমেরিকায়। ক্রিস্টফার মার্ক হোগল এখন আয়ুব হোসেন নামে পরিচিত। তাঁরা একে-অপরকে ভালোবাসার বন্ধনে বাকি জীবন মধুকবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ তীরের প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা মেহেরপুর গ্রামেই থাকার জন্য একটি দৃষ্টিনন্দন বাড়ি গড়ে তুলেছেন। ক্রিস্টফার মার্ক হোগলের সুন্দর ব্যবহারে এলাকার মানুষও মুগ্ধ। রহিমা ও হোগলের মধ্যে অটুট ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছে। 



সরেজমিন মেহেরপুর গ্রামে রহিমা ও ক্রিস্টফার মার্ক হোগলের বাড়িতে গিয়ে দেখা যায় বিদেশী শেতাঙ্গ হোগলের শরীরে ট্যাটু আঁকা। একটু এগিয়ে এসে ক্রিস্টফার মার্ক হোগল ওরফে আয়ুব হোসেন আমাদের আধো উচ্চারণে সালাম দিলেন। ওই সময় রহিমা বাড়িতে ছিলেন না। কিছু সময় পর রহিমার পুত্রবধূ এসে হাজির। তাকে রহিমা কোথায় গেছে জানতে চাইলে বলেন ধান ছাটাই করতে। কথা চলাকালেই রহিমা ভ্যান ভর্তি চাল নিয়ে হাজির। হোগল এগিয়ে গিয়ে ভ্যানটি ঠেলে এগিয়ে নিয়ে আসে এবং ভ্যানের উপর থেকে চালের বস্তা নিজেই কাঁধে করে নিয়ে ঘরে উঠালেন। এই কায়িক শ্রমে মার্কিন ইঞ্জিনিয়ারকে ক্লান্ত মনে হলো না। কাজের ফাঁকে ফাঁকে তাকে প্রশ্ন করা হলে তিনি জানায়, তার বাড়ি যুক্তরাষ্ট্রের মিশিগানে, পেশায় তিনি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। রহিমা খাতুনের সঙ্গে ভারতের আসানসোলে তাঁদের প্রথম পরিচয় হয়। পরিচয়েই তাঁরা একে-অপরকে ভালোবেসে ফেলেন। ভালোবাসার একপর্যায়ে ছয় মাস পর তারা ২০১০ সালের ১০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্রিস্টফার মার্ক হোগল নিজেকে বাঙালি সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন পুরোপুরি।



রহিমা জানান, শৈশবেই তাঁর বাবা আবুল খাঁ ও মা নেছারুন নেছা অভাবের তাড়নায় ভারতে পাড়ি দেন। তাঁদের সঙ্গী হন তিনিও। পশ্চিমবঙ্গের বারাসাতে তাঁর মা অন্যের বাড়িতে কাজ করতেন। বাবা ছিলেন শ্রমিক। অভাবের কারণে ১৩ ১৪ বছর বয়সেই কিশোরী রহিমাকে তাঁর বাবা বিয়ে দেন। সেখানে রহিমার তিন সন্তানের জন্ম হয়। দরিদ্র রহিমাকে একসময় ছেড়ে যান তাঁর স্বামী। বাধ্য হয়ে জীবিকার তাগিদে রহিমাও চলে যান মুম্বাইতে। কাজের সন্ধানে আশ্রয় নেন বস্তির খুপরিতে। তখন তিনি জীবিকার সন্ধানে মুম্বাই শহরে গেলে ক্রিস্টফার মার্ক হোগলের সঙ্গে পরিচয় ও বিয়ে হয়। বিয়ের পর তাকে নিয়ে হোগল চীনে যান। সেখানে ৫ বছর থাকার পরে হোগলকে নিয়ে নিজের জন্মভূমিতে প্রায় ৪ বছর ফিরে এসে বসবাস করছেন। রহিমা খাতুন স্বামী হোগলের সঙ্গে থাকতে থাকতে ইংরেজি, হিন্দি ও চায়না ভাষা রপ্ত করেছেন। রহিমা মেহেরপুর গ্রামের মৃত আব্দুল খাঁ ও নিছারুন বেগমের মেয়ে। 



হোগলের আমেরিকায় এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আমেরিকার স্ত্রী সঙ্গে তার অনেক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। আমেরিকার ছেলে-মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। রহিমার বড় ছেলের স্ত্রী তামান্না খাতুন বলেন, শ্বশুর ক্রিস্টফার মার্ক হোগল (আয়ুব হোসেন) তাদেরকে খুবই ভালোবাসেন। তার ব্যবহার অত্যন্ত ভালো। এলাকার মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে মন জয় করেছেন। তিনি কৃষি কাজসহ গরু-ছাগল পালন করছেন। বাড়িতে ৭টি গরু ও ৯টি ছাগল নিজ হাতে দেখাশোনা করেন। তিনি এবার ১৫ কাটা জমিতে বোরো আবাদ করেছেন। রহিমা খাতুন আরও বলেন, তাঁরা মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই এক-অপরকে ভালোবেসে থাকতে চান। 


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন টেক জায়ান্ট গুগল। মনের সব প্রশ্নের উত্তর এক নিমিষেই দিয়ে দেয়। সেই গুগলেরই কি না ভুল ধরা পড়লো। আবার তার জন্য কোটি টাকার পুরস্কারও জিতে নেওয়া। হ্যাঁ, এমনটাই ঘটেছে আমান পাণ্ডের সঙ্গে।


ভারতীয় সাইবার-সিকিউরিটি রিসার্চার আমান। গুগলের বেশ বড়োসড়ো ভুল ধরিয়ে দিলেন তিনি। সেই ভুলটি ছিল সার্চ ইঞ্জিন জায়ান্টের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে। প্রথমে অ্যান্ড্রয়েডের সেই ভুল (Vulnerabilities In Android) শনাক্ত করেন আমান। এরপর সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেন তিনি।

এর মাধ্যমে অপারেটিং সিস্টেমটিকে বিশ্ববাসীর জন্য আরও নিরাপদ করে তুললেন বলে জানিয়েছে স্বয়ং গুগল। এজন্য আমান মোটা অঙ্কের পুরস্কারও জিতে নিয়েছেন গুগলের কাছ থেকে।


টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে একটি ব্লগপোস্টে বলা হয়েছে, বাগসমিররের আমান পাণ্ডে গুগলের একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন। কেবল ২০২১ সালেই আমান গুগলের ২৩২টি ভুল শনাক্ত করেন।


তবে এবারই প্রথম নয়, ২০১৯ সালে প্রথম গুগলের নানা ত্রুটি শনাক্ত করে রিপোর্ট জমা দিয়েছিলেন আমান। এখন পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ডস প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন আমান, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকখানিই এগিয়ে দিয়েছে।

এমন ভালনারেবিলিটিজ যে শুধু গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য হয় এমনটা নয়। একই সঙ্গে গুগল ক্রোম, সার্চ, প্লে এবং অন্যান্য প্রডাক্টের ক্ষেত্রেও এটি হয়। এমন সমস্যা বহুদিন ধরেই হয়ে আসছে।


এই ধরনের প্রোগ্রামকে প্রযুক্তির ভাষায় বলা হয় বাগস বাউন্টি। শুধু গুগল নয়। অ্যাপল বা মাইক্রোসফটের মতো সংস্থাও এই ধরনের প্রোগ্রাম কর। কারণ প্রতিটি প্ল্যাটফর্মেই নিরাপত্তাজনিত কিছু ভুলত্রুটি থাকেই।


যারা সব থেকে গুরুত্বপূর্ণ কিছু ভুল ধরতে পারেন, তাদের ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে দিয়ে থাকে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। মধ্যপ্রদেশের আমান পাণ্ডেও এই ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা।


অ্যান্ড্রয়েডে ভুল ধরার জন্য সবথেকে বেশি টাকা পুরস্কার হিসেবে দেয় গুগল। এমনকি পুরস্কারের পরিমাণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আরও ৩ মিলিয়ন মার্কিন ডলার বাড়িয়েছে তারা। এখন পর্যন্ত গুগল ভিআরপি ইতিহাসে সবথেকে বেশি পুরস্কারমূল্য দিয়েছে ১ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। সেটি অ্যান্ড্রয়েডে এক্সপ্লয়েট চেন আবিষ্কারের জন্য দেওয়া হয়েছিল।

২০২১ সালে ১১৫ জন ক্রোম ভিআরপি রিসার্চারকে ৩৩৩ ইউনিক ক্রোম সিকিওরিটি বাগ রিপোর্ট করার জন্য মোট ২.২ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। আবার ক্রোমের ব্রাউজার সিকিওরিটি বাগ রিপোর্ট করার জন্য ৩.১ মিলিয়ন মার্কিন ডলার এবং ক্রোম অপারেটিং সিস্টেম বাগের জন্য ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছিল ২০২১ সালেই।


এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আমান বাগসমিররের সিইও হিসেবে যোগ দেন। বাগসমিরর ইনদওরের একটি সংস্থা। ২০২১ সালেই তিনি এই বাগসমিরর নামক সংস্থাটির প্রতিষ্ঠা করেন।


সূত্র: লাইভমিন্ট



নতুন কারিকুলাম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে।

আর নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগে ছুটি ছিল শুধু শুক্রবার, এখন শনিবারও ছুটি থাকবে।  


বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।  

শিক্ষা মন্ত্রণালয়ে জানায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার কথা। আর ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে।


সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

মহামারির ছুটির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটিগুলো এখনো আছে। সাপ্তাহিক ছুটিও দুই দিন। এ বিষয়ে দুষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটা দিন..., একটু যদি ব্রেক না হয়। এখন তো কম সময়ে ক্লাস করছিল তারপরও একটু ব্রেকটার দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।

তিনি বলেন, আমাদের যেগুলো জাতীয় দিবস, সেই দিনে খুলে রাখার কথা ভাবিনি। জাতীয় দিবসে অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। কিন্তু শ্রেণিকক্ষে পাঠদান হয় না। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

শিক্ষামন্ত্রী বলেন, রিকভারি প্ল্যানের মধ্যে যদি দেখি যেকোনো জায়গায় দিন কমালে আরও বেশি সুবিধা হবে, সেটা ভেবে দেখব। কিন্তু ঢালাওভাবে ভাবতে পারছি না। কারণ যারা কাজটি করেন তাদেরও তো সঠিকভাবে ডেলিভারি দিতে হবে। অনলাইনের চাপটাও আছে। শিক্ষকেরা ক্লাসেও পড়িয়েছেন আবার অনলাইনেও ক্লাস নিয়েছেন।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget