রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. নাঈম ইসলাম (২০)।
নিহত তরুণের মামা ইয়াসিন হোসেন বলেন, নাঈমের এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁরা ১০ জন ৫টি মোটরসাইকেলে গতকাল বুধবার রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ভোররাতে পোস্তগোলা ব্রিজে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তাঁরা দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী সাগর (১৯)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সাগর চিকিৎসাধীন।
জানা গেছে, নিহত নাঈম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
রাজধানীর বাংলামোটরে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তিন ভাই ও তিন বোনের মধ্যে নাঈম ছিলেন সবার ছোট।
আরো পড়ুন:
- সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
- জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
- ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
- ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
- বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
- Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
- পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে
- Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
- সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
- নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
- ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী
একটি মন্তব্য পোস্ট করুন