রাণীশংকৈলে দিনে দুপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক -১

 



রাণীশংকৈলে দিনে দুপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক -১


ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দিনে-দুপুরে এক শিক্ষকের বাড়ীতে ডাকাতি ঘটনা ঘটে। 


সোমবার দুপুরবেলা নামাজের পর উপজেলার ভোলাপাড়া এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে মাস্টার শাহজান আলীর বাড়ীতে দিনে-দুপুরে ২ লক্ষ টাকাসহ দশ ভরি স্বর্ণ ডাকাতি হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেন বাড়ির মালিক শাজাহান আলী।


এ সময় প্রতিবেশীরা ডাকাতের সদস্য আনোয়ার (২০) নামে ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক যুবক হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার  নওশাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান ঘটনার সময় দুইজন ডাকাত দলের সদ্যস জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


হবিবর মাস্টার বলেন, এই বাড়ীতে এর আগেও ২ বার চুরি হয়েছে। সে চুরিরও এখন পর্যন্ত পুলিশ প্রসাশন কোন পদক্ষেপ নেননি।


বাড়ীর মালিক শাজাহান আলী বলেন তার স্ত্রীসহ স্কুলে চাকুরী করেন। বাড়ীতে কেউ ছিলনা।এ সুযোগে তার বাড়ী থেকে আলমারি তালা ভেঙে ১০ ভরি স্বর্ণসহ ২ লক্ষ টাকা  ডাকাতি করে নিয়ে গেছে।


এপ্রসঙ্গে এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা  স্বীকার করে বলেন এখন পর্যন্ত বাড়ীর মালিক কোন অভিযোগ বা মামলা করেননি।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ জুন রাতে জুড়ী উপজেলার আমতৈল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র জিয়াউর রহমানের বাড়িতে ডাকাত দল ডুকে বাড়ির মালিককে বেধেঁ বাড়িতে থাকা নগদ টাকা ও ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন ৭ জুন তিনি জুড়ী থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার গোয়ালবাড়ী গ্রামের লালা 


মিয়ার পুত্র আব্দুল জলিল(৩০)-কে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় একই উপজেলার দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭) জামকান্দি গ্রামের হাজির মিয়ার পুত্র মারুফ আহমদ সানু পশ্চিম ভবানীপুর গ্রামের লকুছ মিয়ার পুত্র রবি মিয়া কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তালা কাটার প্লাস,বড় ৩ টি দা,একটি সাবল সহ সরন্জামাদি উদ্ধার করা হয়।


আরো পড়ুন:



একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget