Latest Post

 


চট্টগ্রাম মেডিকেলে সেনা গোয়েন্দা সেজে পড়েছে ধরা ভুয়া সদস্য পরিচয়দানকারী সীতাকুণ্ডের যুবক  


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ভুয়া সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম রাসেল মো. ইফাত।

 আটক করা হয়।

আটক রাসেল মো. ইফাত (২১) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহাদেবপুর মৌলভিপাড়ার মো. ইসমাইলের ছেলে।

জানা গেছে, সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ‘মনিটরিং অফিসার’ পরিচয়ে ওই যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তার দেওয়া তথ্য ক্রস চেক করে দেখা যায় তিনি ডিজিএফআইয়ের কেউ নন।


এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে অভিযান চালিয়ে রাসেল নামে এক ভুয়া সেনাসদস্যকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ডিজিএফআইয়ের মনিটরিং অফিসার হিসেবে পরিচয় দেয়। তার গায়ে বাংলাদেশ সেনাবাহিনীর টি-শার্ট ছিল। পরে তার দেহে তল্লাশি চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।


চট্টগ্রাম প্রতিনিধি 

আরো পড়ুন:



 



ঋণের দায়ে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা


বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঋণের দায়ে চিরকুট লিখে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন আব্দুল্লাহ (৩৩) নামে এক যুবক।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। আব্দুল্লাহ ওই গ্রামের মৃত আব্দুল হাসেম পেয়াদার ছেলে ও নলবুনিয়া বাজারের একজন ফাস্টফুড ব্যবসায়ী।


সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন তালুকদার জানান, শোনা যাচ্ছে আব্দুল্লাহ ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন।


তিনি জানান, চালে দেওয়া কীটনাশক ট্যাবলয়েট সেবন করেন আব্দুল্লাহ। এ সময় স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে আব্দুল্লাহকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

আত্মহত্যার আগে রোববার রাত ১টার দিকে একটি চিরকুট লিখেন।

চিরকুটে ওই যুবক লিখেছেন— আমি মো. আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন। আমার জমি বিক্রি করে সবার দেনা শোধ করে দেবেন। আমার সম্পত্তি আমার ভাইবোনকে দেবেন না। এর পর যে জমি থাকবে, তাতে আমার স্ত্রী ও মেয়ের থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটি আমার দাবি। সবাই স্বার্থপর শুধু আমি নই।

এর পর স্ত্রীকে— আমি চলে যাচ্ছি, মেয়েকে দেখে রাখিস। ইতি মো. আব্দুল্লাহ।  


শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে।


আরো পড়ুন:



 



পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা প্রায় বেড়েই চলছে


স্মরণকালের ভয়াবহ বন্যায় নাকাল পাকিস্তান। টানা বৃষ্টি আর এতে সৃষ্ট বন্যায় দেশটির কমপক্ষে ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অন্তত ৯৮০ জন।


শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশেষত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানসহ সারা দেশে অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১১৫ জন।

এ প্রসঙ্গে পাকিস্তানের জলবায়ুমন্ত্রী শেরি রেহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে সরকার।’

জুন থেকে অব্যাহত মৌসুমি বৃষ্টি ও বন্যায় ইতোমধ্যে বৈরী আবহাওয়ার রেকর্ড ভেঙেছে দক্ষিণ এশিয়ার দেশটি।

জলবায়ুমন্ত্রী শেরি বলেন, ‘পাকিস্তান এখন তার অষ্টম মৌসুমি চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও দেশে সাধারণত তিন থেকে চার চক্রে বৃষ্টি হয়।’


এ পরিস্থিতিতে সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে ইসলামাবাদ।জাতিসংঘের দুর্যোগ ত্রাণ সংস্থা- ওসিএইচএ বলছে, চলতি গ্রীষ্মে একাধিক বর্ষাচক্র পাকিস্তানে আঘাত হেনেছে। এতে বড় বন্যার কবলে পড়েন বাসিন্দারা। পাকিস্তানজুড়ে চার লাখের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

তবে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল বলছেন, কমপক্ষে তিন কোটি মানুষ, যারা দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ আক্রান্ত হয়েছেন বন্যায়।


অতিরিক্ত বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু প্রদেশ। দক্ষিণের প্রদেশটিতে চলতি বছর আগস্টের গড় বৃষ্টিপাতের প্রায় আট গুণ হয়েছে।


আরো পড়ুন:


 


কাজে ফিরেছেন সিলেটের চা শ্রমিকরা 


দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করায় খুশি চা শ্রমিকরা। টানা ২০ দিন চলা আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন তারা। তবে কয়েকটি বাগানে সাপ্তাহিক বন্ধ থাকায় সোমবার থেকে সেসব বাগানের শ্রমিকরা কাজে ফিরবেন। 


রোববার সকালে সিলেট মালনীছড়া, লাক্কাতুরা চাবাগান এলাকায় দেখা যায় চা শ্রমিকরা কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ কাজে ফিরেছেন। এ সময় চা শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ১২০ টাকা থেকে ১৭০ টাকা মজুরিতে খুশি চা শ্রমিকরা। তিনি আমাদের ন্যায্য দাবি পূরণ করেছেন। তাই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। 


চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা নয়া দিগন্তকে বলেন, সকাল থেকে কিছু বাগানে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আজ কিছু বাগানে সাপ্তাহিক বন্ধ আছে। কিছু শ্রমিক আনন্দ র‌্যালি করে কাজে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। চাবাগানে অচলাবস্থার অবসান ঘটেছে।


গত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। 


তবে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাসে গত সোমবার দুপুরে শ্রমিকদের একাংশ আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। আরেক অংশ আন্দোলন অব্যাহত রেখেছিলেন। চা শ্রমিকদের টানা ধর্মঘটে সারাদেশের বাগান থেকে চা-পাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ থাকে। এতে স্থবির হয়ে পড়ে দেশের চা-শিল্প।শনিবার চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

পাশাপাশি আনুপাতিক হারে তাদের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। সবমিলিয়ে দৈনিক মজুরি হবে ৪০০ থেকে ৫০০ টাকা।  

 

শনিবার বিকেলে গণভবনে চা শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চাবাগান মালিকপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের রোববার থেকে কাজে ফেরার আহ্বান জানান।


শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, সব আলোচনার পর যেটি হয়েছে- সেটি হলো শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা।

চাবাগান মালিকপক্ষের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহ আলম। 


আরো পড়ুন:

  1. সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
  2. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  3. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  4. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  11. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 



লিবিয়ার ত্রিপোলিতে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৩


লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিপক্ষ দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ত্রিপোলির জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, ত্রিপোলি নগরীর কেন্দ্রীয় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে বেশ কিছু সরকারি ও আন্তর্জাতিক সংস্থার দপ্তর রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনও রয়েছে সেখানে। গতকাল শুক্রবার সেখানকার আইন জারা ও আসবাস এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


লিবিয়ায় প্রায় এক দশকের গৃহযুদ্ধের পর কিছু সময় ধরে শান্তি বিরাজ করছিল। কিন্তু সম্প্রতি পরিস্থিতির অবনতি ঘটার সর্বশেষ উদাহরণ এই সংঘর্ষ। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে। এই বিভাজনের ফলে সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

ত্রিপোলি অ্যাম্বুলেন্স অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেসের মুখপাত্র ওসামা আলী বলেছেন, সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ২৭ জন আহত হয়েছেন। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।


সংঘর্ষে জড়িত দুই প্রধান পক্ষের একটি হলো প্রেসিডেন্সি কাউন্সিল। তিন সদস্যের এই পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর পক্ষটি হলো রাডা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় গতকাল সকালে ত্রিপোলির মধ্যাঞ্চল ঘিরে ত্রিপোলির সবচেয়ে ক্ষমতাশীল রাডা বাহিনীর সদস্যদের চলাফেরা করতে দেখা যায়। অন্যদিকে প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান ভবনটি এ সময় ফাঁকা ছিল।

সংঘর্ষের পর প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেবেইবাহ স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রীকে বরখাস্ত করে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে তাঁর দপ্তর। আবদুল হামিদ ত্রিপোলিভিত্তিক ‘জাতীয় ঐক্যের সরকারের’ প্রধান।


গত রাতে প্রথমে এই সংঘর্ষ শুরু হয় আইন জারা অঞ্চলে। সেখানে সংঘর্ষে জড়িয়েছিল প্রেসিডেনশিয়াল কাউন্সিলের নিরাপত্তাবাহিনী ও রাডা বাহিনীর যোদ্ধারা।


গতকাল দুপুরে ত্রিপোলির মধ্যাঞ্চলের বেশির ভাগ এলাকার পরিস্থিতি ছিল শান্ত। সেখানে কিছু যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিছু যানবাহনে বুলেটবিদ্ধ হওয়ার গর্ত দেখা যায়।

প্রেসিডেনশিয়াল কাউন্সিল থেকে দেওয়া এক বিবৃতিতে লড়াই বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সরকারি ও সামরিক বাহিনীর কৌঁসুলিরা এ ঘটনার তদন্ত করবেন।

ত্রিপোলির প্রধান বিমানবন্দর মিতিগায় কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ বন্ধ ছিল। কিন্তু কর্তৃপক্ষ পরে ঘোষণা দিয়ে জানায়, সেখানে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

কেন এই সংঘর্ষ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই সংঘর্ষ মিলিশিয়া সমর্থিত দেশটির প্রতিপক্ষ প্রশাসনের সঙ্গে প্রেসিডেনশিয়াল কাউন্সিলের ক্ষমতা ভাগাভাগি নিয়ে চলমান অস্থিরতা ও দ্বন্দ্বের অংশ বলেই ধারণা করা হচ্ছে।


আরো পড়ুন:

  1. সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
  2. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  3. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  4. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  11. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 



এমএলএম কোম্পানি খুলে প্রতারণা, সেই ৩ মাদ্রাসার শিক্ষকসহ গ্রেফতার ৮


সানরাইজ বিজনেস সার্ভিস লিমিটেড (এসবিএসএল) নামে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষকসহ আট প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। শনিবার বেলা ১১টায় র‍্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইলিয়াস খান সংবাদ সম্মেলন করে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-এসবিএসএল কোম্পানির চেয়ারম্যান ঝিনাইদহের শৈলকূপা থানার চর আউশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ঝিনাইদহের মহেশপুর পদ্মপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মহসিন আলী |

 কোম্পানির ফিন্যান্স ডিরেক্টর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন , কোম্পানির কর্মী কুমারখালী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের জলিল বিশ্বাসের ছেলে মো. হাসান আলী , মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. আব্দুল হান্নান , ওয়াশি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. মোস্তফা রাশেদ পান্না , বাঁশ গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে মো. আইয়ুব আলী ও বহল বাড়িয়া এলাকার আলতাফ শেখের ছেলে মো. হাফিজুর রহমান ।


র‍্যাব জানায়, প্রতারক চক্রটি কুষ্টিয়ায় এসবিএসএল নামে একটি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের অধিক মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। কোম্পানিটির প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৩০০ পরিবার সর্বশান্ত হয়েছে। কুষ্টিয়া ছাড়াও ওই কোম্পানি ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা পর্যন্ত প্রতারণার জাল ফেলে।

 প্রতারণার কৌশল হিসেবে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে গ্রাহকদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে গ্রাহকদের ১২০০ টাকা দিয়ে কোম্পানির আইডি খুলতে বলা হতো। 


প্রতি আইডি থেকে প্রতিদিন ১০ টাকা ও আইডি বাবদ প্রদানকৃত ১২০০ টাকার সমমূল্যের পণ্য দেওয়ার আশ্বাস দেওয়া হতো। শুরুর দিকে কিছু গ্রাহক টাকা ও পণ্য পাওয়ার কারণে অনেকেই আইডি খুলতে উৎসাহিত হয়েছিল। এক সময় গ্রাহকদের লভ্যাংশের টাকা না দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যায় প্রতারক চক্রটি।

চক্রটির প্রতারণার বিষয়ে একজন ভুক্তভোগী ২৬ আগস্ট কোম্পানির চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প র‍্যাব ১২-এর একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় শুক্রবার রাত সাড়ে ১১টার সময় কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে ওই কোম্পানির পাঁচজন জন সদস্য এবং পরে তাদের দেওয়া তথ্যমতে আরও তিনজনকে ঝিনাইদহ জেলা ও ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।


র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এসবিএসএল কোম্পানির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর ও কুমারখালী থানায় দুটি মামলা রয়েছে। এছাড়া কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে দুটি চেক জালিয়াতির মামলা, ম্যানেজিং 

ডিরেক্টর মহসিন আলীর বিরুদ্ধে একটি চেক জালিয়াতি ও পাঁচটি স্ট্যাম্প জালিয়াতির মামলা এবং ফিন্যান্স ডিরেক্টর ইমরান হোসেনের বিরুদ্ধে দুটি চেক জালিয়াতির মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য, গত বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তিন মাদ্রাসা শিক্ষকসহ পাঁচজনকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সন্ধান না পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগী দুটি পরিবার কুমারখালী থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেন। গ্রেফতার আটজনের মধ্যে নিখোঁজ হওয়া ওই পাঁচ ব্যক্তিও রয়েছেন।


আরো পড়ুন:



 



সিলেটে ৩ প্রবাসীর মৃত্যু জেনারেটরের ধোঁয়ায় দম বন্ধ হয়ে 


সিলেটে যুক্তরাজ্য-প্রবাসী তিনজনের মৃত্যু বিষক্রিয়ায় হয়নি, বরং তারা আবদ্ধ ঘরে জেনারেটরের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

তারা বলছেন, নিহত ওই তিনজনের ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন, কেমিক্যাল এনালাইসিস রিপোর্ট ও প্যাথলজিক্যাল রিপোর্ট সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা পর্যালোচনা করে যে রিপোর্ট দিয়েছেন সেটা তাদের হাতে এসেছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক তদন্তে তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে ঘটনাটি একটি দুর্ঘটনা। প্রবাসী পরিবারটি সেখানে ভাড়া থাকত ও তারা ব্যক্তিগত জেনারেটর ব্যবহার করতো।


সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাধারণত সবাই জেনারেটর বাইরে রাখে। কিন্তু ওই পরিবারটি যে ফ্ল্যাটে ছিল, জেনারেটরটি সেখানেই ছিল। এর ধোঁয়া তারা যে কক্ষে অবস্থান করছিল সেখানে প্রবেশ করাতেই দম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।’


সিলেটের ওসমানীনগর উপজেলার ধিরারাই গ্রামের রফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যের কার্ডিফ থেকে গত ১২ জুলাই বাংলাদেশে এসেছিলেন।

এর এক সপ্তাহ পর পরিবারের পাঁচজন সদস্য নিয়ে ওসমানীনগর উপজেলার তাজপুর স্কুল রোডে একটি চারতলা বাড়ির দোতলায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি।

২৫ জুলাই রাতের খাবারের পর রফিকুল ইসলাম তার স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে মোট পাঁচজন একটি কক্ষে আর ফ্ল্যাটের অন্য দুটি কক্ষে তার শ্বশুর-শাশুড়িসহ অন্য স্বজনরা ঘুমিয়েছিলেন।

কিন্তু সকালে প্রবাসী পাঁচজন ঘুম থেকে না ওঠায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়


হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম ও তার ছোট ছেলেকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু এর কয়েকদিন পর রফিকুল ইসলামের মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


পুলিশ বলছে, ওই পরিবারটির সাথে কারো কোনো বিরোধ বা অর্থনৈতিক লেনদেনের কোনো তথ্য তারা পায়নি। আবার লাশে রাসায়নিক বা বিষক্রিয়ার কোনো আলামতও পাওয়া যায়নি।


‘এ ঘটনায় জেনারেটরের ধোঁয়া ছাড়া আর কোনো ক্লু পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ জেনারেটর চালু থাকায় ধোঁয়ায় কক্ষটির মধ্যে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়। ফলে নিঃশ্বাস নিতে না পেরেই রফিকুল ইসলাম ও ছোটে ছেলের মৃত্যু হয়েছিল,’ স্থানীয় সাংবাদিকদের বলেছেন পুলিশ সুপার।

কর্মকর্তারা বলেছেন, এই ঘটনা তদন্তের অংশ হিসেবে পুলিশ সদস্যদের ওই কক্ষে রেখে জেনারেটর ছেড়েও দেখা হয়েছিল এবং ধোঁয়ায় তারাও বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি।

পরিবারটির পরিচয়

রফিকুল ইসলাম ছিলেন একজন ট্যাক্সি ড্রাইভার। তার জন্ম বাংলাদেশের সিলেটে।বাবার ব্রিটিশ নাগরিকত্বের সূত্র ধরে ১৯৮০’র দশকের মাঝামাঝি সময়ে তিনি যুক্তরাজ্যে চলে আসেন

এই পরিবারটি ওয়েলসের রাজধানী কার্ডিফের রিভারসাইড এলাকায় বসবাস করে। রফিকুল ইসলামের দুই ভাই, এক বোন এবং মা-ও থাকেন কার্ডিফ শহরে। পরিবারটির এই অবস্থার পর তাদের সবাই সিলেটে ছুটে গেছেন।

কার্ডিফে রফিকুল ইসলামের আত্মীয়রা জানিয়েছেন, ১২ জুলাই এই পরিবারটি দুই মাসের জন্য বাংলাদেশে যায়।

তার আগে পরিবারটিকে বিদায় জানাতে তারা সবাই কার্ডিফে একত্রিত হয়েছিলেন।

নিহত রফিকুল ইসলামের বোনের স্বামী আব্দুল মুমিন খান কার্ডিফ থেকে বিবিসি বাংলাকে জানান, মূলত পরিবারের বড় ছেলের চিকিৎসার জন্যই তারা বাংলাদেশে গিয়েছিলেন।

‘বড় ছেলের নানা ধরনের শারীরিক সমস্যা আছে। ইংল্যান্ডে বহু বছর ধরে চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। লন্ডনের প্রাইভেট হাসপাতালেও তার চিকিৎসা করানো হয়েছে। তাই পরিবারটি তাদের ছেলেকে ঢাকায় নিয়ে ডাক্তার দেখানোর জন্য বাংলাদেশে যান,’ বলেন তিনি।

আব্দুল মুমিন খান জানান, পরিবারটি সপ্তাহখানেক ঢাকার একটি হোটেলে অবস্থান করে। এসময় বড় ছেলেকে হাসপাতালেও ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তারা চলে যান সিলেটে।


posted by bbc 


আরো পড়ুন:

  1. সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
  2. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  3. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  4. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  11. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget