Latest Post

 


চরম প্রতিশোধ, পাল্টা হামলায় ইউক্রেনে দুই শতাধিক হত্যার দাবি রাশিয়ার

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় শতাধিক রুশ সৈন্য হত্যার চরম প্রতিশোধ নিচ্ছে রাশিয়া। এবার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করল রাশিয়া।

রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় ৩০ ইউক্রেনীয় সেনা, ৯০ সার্ভিসম্যান ও ১৩০ বিদেশি ভাড়াটে নিহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 
এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে- ডোনেটস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেলস্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিজাইল হামলা চালায়।

রাশিয়ার সেনারা মঙ্গলবার ডোনেটস্ক এলাকার ক্রামাতর্স্ক শহরেও হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতর্স্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়। দ্রুজকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ১২০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত নয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

ডোনেটস্ক অঞ্চলের মেকিয়েভকা শহরে ইউক্রেনের সেআদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সেনারা পাল্টা হামলা চালাল। সূত্র: তাস, আনাদোলু এজেন্সি, আল মায়াদিন

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


নিজের সন্তান হত্যাকারী পিতা, ১২ বছর পর রেবের হাতে গ্রেপ্তার।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত দুধনই গজারী কুড়া গ্রামের মোঃ মোস্তফা (২৮) নিজের ৫ মাস বয়সী ছেলেকে ঢেকির উপর আছড়িয়ে হত্যা করার মামলায় লোমহর্ষক ঘটনার মামলায় ১২ বছর ধরে আত্মগোপনে ছিল। ২০২০ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিজ্ঞ আদালত। অবশেষে র‍্যাব-১৪, সিপিসি-১
(জামালপুর) ক্যাম্পের আভিযানে ১জানুয়ারি রবিবার বিকাল সাড়ে চারটায় ঢাকা জেলার খিলগাঁও থানার নন্দীপাড়া হাজীবাড়ি এলাকা থেকে মোস্তফা গ্রেপ্তার হয়। তাকে ঝিনাইগাতী থানায় উক্ত মামলার ওয়ারেন্ট মূলে হস্তান্তর করা হয়েছে। 

র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান সাক্ষরিত এক প্রেস রিলিজে জানানো হয়েছে,  চাঞ্চল্যকর পাঁচ মাসের শিশুসন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত  মোস্তফা ১২ বছর ধরে আত্মগোপনে থাকাকালে কুদ্দুস, রজব আলী, ইয়াসিন আলী, সজীব নাম পরিচয়ে ঢাকার বিভিন্ন স্থানে অটোচালক হিসেবে বসবাস করে আসছিল।

মামলা সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, ঝিনাইগাতী থানার গজারী কুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোস্তফা ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিচয় সূত্রে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার টুপকারচরের রোজিনা বেগমের (বাদী) সাথে ২০০৭ সালে বিয়ে হয়। কিছুদিন নিজ গ্রামে সংসার করার পর দুজনেই ঢাকায় গিয়ে আবারও গার্মেন্টসে চাকরি করে। 

বাদী গর্ভবতী হলে তারা বাড়িতে চলে আসে এবং একটি পুত্র সন্তান লাভ করে। জীবিকা নির্বাহের জন্য আসামি দিনমজুরি করতে থাকে এবং বাদীর পিতার বসবাসের জায়গা না থাকায় এসময় একই গ্রামের সোহরাব মেম্বার এর ছেলে গিয়াস উদ্দিন (৪৮) এর বাড়িতে পরিত্যক্ত একটি রান্নাঘরে সপরিবারে বসবাস করতে থাকে। 

বিগত ২০/০৫/২০১১ ইং বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে মোস্তফা রোজিনার উপর নির্মম নির্যাতন চালায়। এতে রোজিনা নিস্তেজ হয়ে পড়ে। তাতেও মোস্তফা না থেমে এক পর্যায়ে নিজের পাঁচ মাস বয়সী শিশু ছেলে মোঃ আসিফকে দুই পা ধরে ঢেকির সাথে আছড়িয়ে হত্যা করে। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পরবর্তীতে জামিন পেয়ে আত্মগোপনে চলে যায় সে। বিজ্ঞ আদালত ২/১২/২০২০ ইং তারিখে মৃত্যুদন্ডের সাজা দেয় আসামি মোস্তফাকে।
 
বার্তাপ্রেরকঃ  
এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:


 


বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার রাত ৭টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মকুন্দপুর রেলস্টেশনের মুকুন্দপুর টু সেজামুড়া রাস্তার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের আরেকজন আহত হয়েছেন।
মুকুন্দপুর রেলস্টেশনের স্থানীয় কয়েকজন জানান, তারা দুই বন্ধু স্থানীয় সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে স্টেশনের অরক্ষিত রেল গেইটে সিলেটগামী একটি ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। পরে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল চালকসহ দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মোটরসাইকেল চালক মাহমুদুল হাসানের মৃত্যু হয়। এঘটনায় আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানান, মুকুন্দপুর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীরা আহত হলে তদন্ত কেন্দ্রের সহযোগিতায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:


 


ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা, ১৮ শত পিছ ইয়াবা ট্যাবলেট ও মদসহ পাঁচজন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়। 

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাইক্রো গাড়ি থেকে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা হলো শামীম মিয়া (২৯), সাইমন মিয়া (২৭)।
পরে ভোররাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে ১৮০০পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল বিয়ার, মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আশেক মিয়া (৩২), মো: শানু মিয়া (৩৫), মো: মনিরুল ইসলাম (৩৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা, ১৮০০শ পিছ ইয়াবা, মদসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:


 


পেলের মৃত্যু এখনও যেন বিশ্বাস হচ্ছে না ভক্তদের!

পেলে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘদিন তিনি কোলন ক্যান্সারে ভুগেছেন। কাতার বিশ্বকাপের সময়টাতেই বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিশ্বকাপ চলকালেই ব্রাজিল দল পেলের জন্য ছিল বেশ চিন্তিত। বিশ্বকাপের সময়টা হাসপাতালেই কেটে যায় পেলের। মাঝখানে তার সুস্থতার খবরও বেরিয়েছিল। তবে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য ওপারে চলে গেলেন ফুটবলের রাজা পেলে।

সারাবিশ্বে পেলে নামে বিখ্যাত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তোর মৃত্যুর খবর এখনও যেন বিশ্বাস হচ্ছে না দেশটির মানুষের। সবার আশা ছিল লড়াই করে ফিরবেন তিনি।

ফুটবল সম্রাটের মৃত্যুর খবর শোনার পর থেকেই অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের সামনে ভিড় করেন। পরে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।  

আগামী মঙ্গলবার পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকাতে। সেখানে অবশ্য শুধু তার পরিবারের সদস্যরাই থাকতে পারবেন। সোমবার ভোরে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এই মাঠেই বহু স্মরণীয় গোল করেছিলেন পেলে। সাও পাওলোর বাসিন্দাদের কাছে ভিলা বেলমিরো স্টেডিয়াম তীর্থস্থান। সেখানেই ব্রাজিলের সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


তেল বিক্রি নিয়ে পুতিনের আদেশ

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করতে আদেশ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 মঙ্গলবার এক প্রেসিডেনশিয়াল আদেশে বলা হয়েছে, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে ১ ফেব্রুয়ারি থেকে অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো।

রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ব্যারেলপ্রতি সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেওয়ার বিষয়ে জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে একমত হয়। এ সিদ্ধান্ত ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
এদিকে যুদ্ধের লাগাম টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্ত হয়েছে, তা এখনকার বাস্তবতা। এটা মেনে নিতেই হবে।

গত নভেম্বরে জি–২০ দেশগুলোর নেতাদের সামনে প্রথম ১০ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেন জেলেনস্কি। এতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, অধিকৃত চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, দনবাস ও জাপোরিঝঝিয়া ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে খাদ্য, জ্বালানি, পারমাণবিক ও যুদ্ধবন্দীদের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন জেলেনস্কি। বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এ সময় জেলেনস্কি তার ১০ দফা শান্তি প্রস্তাবের কথা নতুন করে তুলে ধরেন। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন জেলেনস্কি। উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি–৭–এর নেতাদেরও বিষয়টি জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget