Latest Post

  


ঝিনাইগাতীতে পাগলা নদীর উপর সেতুর  অভাবে জনদুর্ভোগ চরমে 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর -মোহনগঞ্জ বাজার  রাস্তার পাগলা নদীর  দাড়িয়ারপারে একটি সেতুর অভাবে পথচারীদের  চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।   

জানা গেছে, ২০২১ সালে ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর থেকে ধানশাইল ইউনিয়নের মোহনগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় এলজিইডি। বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে। 

গত বর্ষার পূর্বে রাস্তা নির্মাণ কাজ শুরু হলে পাগলা নদীটি ভরাট করে রাস্তা নির্মান করা হয় ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন  রাস্তাটির নির্মাণ কাজ  শেষ হতে না হতেই পাগলা নদীর  ওই স্থানে নির্মাণাধীন রাস্তাটি ভেঙ্গে পুনরায় একটি নদীর সৃষ্টি হয়। 

এতে দুপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে।  কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি । তিনি বলেন গ্রামবাসীরা ওই নদীর উপর একটি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে তাতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। 

এ পথে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর ভাঙ্গা অংশে কোন সেতু নির্মাণ করা হয়নি। ফলে শতশত পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জরুরী ভিত্তিতে এ নদীর উপর একটি সেতু  নির্মাণের দাবি জানান। 

এলজিইডি'র শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এখানে একটি সেতু নির্মানের জন্য প্রকল্প প্রনয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |


 


লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে গ্রেফতার ৫

নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে কনটেন্ট বিক্রি করার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হল উপজেলার নাগশোষা গ্রামের রাধেশ শ্যামের ছেলে রাজ কুমার (২৬), মোহরকয়া বাঙ্গাপাড়া গ্রামের ইলাহী বক্সের ছেলে আয়নাল হক (২৪), নওপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম বাবু (২৬), চাঁদ আলী সরকারের ছেলে হোসাইন (২৬) ও হাসান (৩২)। 

র‌্যাব জানায়, র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের যৌথ নের্তৃত্বে লালপুর উপজেলার বিলমাড়িয়া ও নওপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। 

এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও শিক্ষার্থীদের কাছে বিক্রয়ের দায়ে ওই ৫ জনকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়। 

  


ফুলপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে এক শিশু কন্যাকে (৬) ধর্ষণের অভিযোগে সদর আলী (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ১ম খন্ডে গত ১৯ নভেম্বর সকালে এই ঘটনা ঘটে। আজ রবিবার ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

জানা যায়, গ্রেফতার সদর আলী কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় কেঁদে শিশুটি বাড়িতে গেলে তার মা বিষয়টি অবগত হন এবং তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপর তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শিশু কন্যার মা বাদি হয়ে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ সদর আলীকে গ্রেফতার করে। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত সদর আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরো পড়ুন:


 



টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ লেঙ্গুরবিলস্থ ফাইভস্টার মার্কেট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ জোনের সদস্যরা অভিযান চালায়। এসময় ১০ হাজার ইয়াবাসহ সাবেকুন্নাহার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এক নারী বিশেষ কায়দায় ইয়াবা পাচারের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের একটি টিম লেঙ্গুরবিলস্থ ফাইভস্টার মার্কেটের সামনে থেকে কে কে পাড়া এলাকার মোহাম্মদ আদিনের স্ত্রী সাবেকুন্নাহারকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে।  
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মো. আমজাদ হোসেন বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |


 



পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মা-বাবা ও মেয়ে , দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

মেয়ের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সে জন্য তাকে কেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন মা-বাবা। সে যাত্রা থেমে গেছে এক দুর্ঘটনায়। পথে বাসচাপায় তিনজনই নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সদর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান (৫৫), তাঁর স্ত্রী হামিদা বেগম (৪৫) ও তাঁদের মেয়ে মেহের নিগার (১৪)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুদুর-হামিদা দম্পতির মেয়ে মেহের নিগার সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। আজ তার সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সে জন্য সকাল ৯টার দিকে মাসুদুর রহমান একটি মোটরসাইকেলে তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেন। এ সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাসপাড়া এলাকায় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হামিদা বেগমের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মাসুদুর রহমান ও মেহের নিগারকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |


  


মাদারীপুরে নিখোঁজের দুদিন পর গৃহবধূর লাশ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মৌসুমি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী এলাকার মানিক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামীও একই এলাকার বাসিন্দা সৌদিপ্রবাসী ইলিয়াস মিয়া। কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে মৌসুমির পরিবার। তাঁর পাঁচ ও চার বছর বয়সী দুটি সন্তান আছে।

 পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার বিকেলে মৌসুমি তাঁর বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে দাদির বাড়ির উদ্দেশে বের হন। দাদির সঙ্গে দেখা করে আর বাড়িতে ফেরেননি তিনি। পরে তাঁর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ করে পরিবার। কোথাও মৌসুমির সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। গতকাল সন্ধ্যায় উত্তর দুধখালী এলাকার একটি বাগানে এক নারীর লাশ দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে জানালে রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মৌসুমির খালাতো বোন তানজিলা আক্তার বলেন, ‘আমার বোনকে শ্বাস রোধ করে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কারা এ কাজ করেছে, তা আমরা বুঝছি না। আমার বোনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবু তাঁকে নৃশংসভাবে হত্যা করা হলো। যারা তাঁকে হত্যা করেছে, তাদের ধরতে আমরা পুলিশের সহযোগিতা চাই। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশটির গলায় রশি প্যাঁচানো অবস্থায় গাছের ভাঙা ডালের সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি খুবই রহস্যজনক। পুলিশ তদন্ত করছে ও অপরাধীদের ধরতে কাজ করছে। নিহত মৌসুমির লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 






Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget