Latest Post


সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামা এবং আসন্ন রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছে। তাদের অতিমুনাফার লোভে দাম বাড়ছে হু-হু করে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে রিফাইনারি কোম্পানিগুলো হঠাৎ করেই তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। ডিলার ও পাইকারিতে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। বোতলজাত তেলের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ৫ লিটার তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে।

সরবরাহ সংকটের কারণে বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে প্রতি লিটার সয়াবিনের দাম গড়ে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। দুপুরের দিকে প্রতি লিটার ১৭৫ থেকে ১৮০ টাকায় পাওয়া যেত। সন্ধ্যায় তা বেড়ে ১৯০ থেকে ২০৫ টাকায় উঠেছে। এছাড়া অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে এগুলো লুকিয়ে রাখা হয়েছে বাড়তি দামে বিক্রির আশায়। খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে কোম্পানিগুলো একদিকে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, অন্যদিকে দামও বাড়িয়ে দিচ্ছে। বাড়তি দামেও তারা সয়াবিন পাচ্ছেন না। ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।


এতে কয়েকদিন ধরে সয়াবিন তেলের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ও পুরান ঢাকার মৌলভীবাজারে ঊর্ধ্বমুখী। অথচ এসব বাজারে তেলের সরবরাহে কোনো কমতি নেই। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার থেকে তারা প্রতি টন ১ হাজার ৭৩০ ডলারে কিনছেন। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে কেনার মূল্যের পার্থক্য হচ্ছে ২৪৮ ডলার।

বুধবার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছেন, তার মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে, মধ্যস্বত্বভোগীরা ভোজ্যতেলের মজুত গড়েছেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এদিকে সরকারের পক্ষ থেকে বাজারে তদারকি বাড়ানো হয়েছে। সরকারি একাধিক সংস্থা তদারকিতে নেমেছে।

এছাড়া গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাজরে খোঁজখরব নিচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বেশি দামে তেল বিক্রির কারণে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদিকে আমদানি কম হওয়ায় ব্যবসায়ীদের এলসি খোলার জন্য তাগাদা দেওয়া হচ্ছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের জোগান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়ারিন তেলের দাম গত কয়েকদিনের ব্যবধানে বেড়েছে প্রায় ১০০ ডলার। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের বাজার ঊর্ধ্বমুখী। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এর সঙ্গে বেড়েছে জাহাজ ভাড়া। বাড়তি দাম ও বেশি জাহাজ ভাড়ার কারণে অনেকেই এখন নতুন এলসি খোলা কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে বাজারে।
আমদানি ও এলসি কমেছে : ভোজ্যতেল আমদানির এলসি খোলা ৫৬ দশমিক ৭৭ শতাংশ এবং আমদানি ৩০ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে পরিশোধিত তেল আমদানির এলসি খোলা ১০৮ দশমিক ৬৬ শতাংশ এবং আমদানি ৫৫ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। তবে অপরিশোধিত তেল আমদানির এলসি খোলা ও আমদানি দুটোই কমেছে। অপরিশোধিত তেল আমদানি করে দেশীয় কোম্পানিগুলো পরিশোধনের মাধ্যমে বাজারজাত করে। চাহিদার বড় অংশই দেশীয় কোম্পানিগুলো থেকে মেটানো হয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। এ কারণে আমদানির হার আরও বেশি হওয়ার কথা। কিন্তু অপরিশোধিত তেলের আমদানির এলসি খোলা কমেছে ১৭ দশমিক ৯৩ শতাংশ এবং আমদানি কমেছে ২০ দশমিক ৮৩ শতাংশ।


আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রিফাইনারি কোম্পানিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে প্রতি লিটারে খোলা সয়াবিনের দাম ৭ টাকা এবং বোতলজাত তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানো হয়। এর পর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে তারা ফেব্রুয়ারির শেষ দিকে প্রতি লিটারে আরও ১২ টাকা বাড়ানের প্রস্তাব করে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।

রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে ও রাতের ব্যবধানে তেলের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে গেছে। সকালে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১৭৫ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা। রাতে তা বেড়ে ২০০ টাকা হয়েছে। এছাড়া বোতলজাত পাঁচ লিটারের সয়াবিন বিক্রি হয়েছে ৮৩০-৮৪০ টাকা। প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হয়েছে ১৫৮ টাকা।


তবে গত ৬ ফেব্রুয়ারি ব্যবসায়ীদের কথা বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে সময় প্রতি লিটার খোলা সয়াবিনের দর নির্ধারণ করা হয় ১৪৩ টাকা, বোতলজাত প্রতি লিটার সয়াবিন ১৬৮ টাকা ও বোতলজাত পাঁচ লিটারের সয়াবিন ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা পাম অয়েলের দর নির্ধারণ করা হয় ১৩৩ টাকা। সেক্ষেত্রে সরকারি দর অনুযায়ী বাজারে বুধবার দুপুরে প্রতি লিটার খোলা সয়াবিন ৩২ টাকা এবং বোতলজাত সয়াবিন সরকারের নির্ধারিত দামের থেকে ১২ টাকা বেশি বিক্রি হচ্ছে। পাম অয়েল বিক্রি হচ্ছে ২৫ টাকা বেশি দরে। সন্ধ্যার এ ব্যবধান আরও বেড়েছে।

রাজধানীর নয়াবাজারের খুচরা মুদি বিক্রেতা মো. তুহিন বলেন, কোম্পানিগুলো তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। এর কারণে দাম বাড়ছে। পাইকারি বাজারে সরবরাহ পর্যাপ্ত আছে। তবে মিল বা পরিবেশক পর্যায় থেকে রোজাকে ঘিরে দাম আরেক দফা বাড়ানোর পাঁয়তারা করছে। তারা বলছে বিশ্ববাজারে দাম বাড়তি যে কারণে আমদানি কম হচ্ছে। তাই সংকট রয়েছে। তাই মিল পর্যায় থেকে চাহিদামতো তেল দিচ্ছে না।


বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার যুগান্তরকে বলেন, বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। মিল বা পরিবেশক থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে তেল আছে। কিন্তু মিল বা পরিবেশক কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিয়েছে। অভিযানে এমন প্রমাণ পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি গুদামজাতের মাধ্য কারসাজি করে তেলের মূল্য বৃদ্ধিতে সক্রিয় এক শ্রেণির ব্যবসায়ী। তাই তাদের সম্পর্কে ভোক্তা অধিদপ্তরে তথ্য দিয়ে বা হটলাইন ১৬১২১ তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি জানান, রোজা উপলক্ষ্যে কারসাজি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।



খাতুনগঞ্জে কৃত্রিম সংকট : চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ভোজ্যতেলের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। সিন্ডিকেট করে অস্থির করা হচ্ছে বাজার। চাক্তাই-খাতুনগঞ্জে পাইকারি দামের সঙ্গে খুচরা পর্যায়ে দামের কোনো মিল নেই। খুচরা পর্যায়ে লিটারপ্রতি ১৮০ টাকার কমে কোথাও পাওয়া যাচ্ছে না। উপজেলা পর্যায়ে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দাবি আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে।




চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। যার বেশির ভাগই আমদানিনির্ভর। মোট চাহিদার ৭০ শতাংশই খোলা তেল। এর মধ্যে পাম তেল ৫০ শতাংশ। বাকিটা খোলা সয়াবিন। রান্না ছাড়াও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরিতে ভোজ্যতেল ব্যবহার হয়। পাম তেলের মতো খোলা সয়াবিন তেলের দামও এক বছরের ব্যবধানে বেড়েছে ২৭ শতাংশ। আর বোতলজাত তেলের দাম বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। কোম্পানিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর বেশ কয়েকবার ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। খাতুনগঞ্জে বুধবার পামঅয়েল বিক্রি হয়েছে প্রতিমণ (৩৭.৩২ কেজি) ৫৮৯০ টাকা। প্রতিমণ সয়াবিন বিক্রি হয়েছে ৬ হাজার ৫শ’ টাকায়। পাইকারিতে প্রতি লিটার পাম অয়েলের দাম ১৫৮ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ১৭৫ টাকা থেকে ১৭৮ টাকা। পাইকারি পর্যায়ে সয়াবিন তেলের দাম পড়ছে কেজিতে ১৭৪ টাকার কিছু বেশি। কিন্তু খুচরা পর্যায়ে দাম রাখা হচ্ছে ১৮০ টাকা থেকে ১৮৫ টাকা ।


কোম্পানি এবং ডিলারের প্রতিনিধিরা উধাও : কুমিল্লা ব্যুরো জানায়, কুমিল্লায় সয়াবিন তেল সরবরাহে সংকট দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে সয়াবিন তেলের ডিলার এবং বাজারজাতকারী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুচরা ব্যবসায়ীরা বলেন, সচরাচর বাজারের অলিগলিতে ঘুরাফেরা করত ডিলার এবং কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। এখন তারাও উধাও হয়ে গেছে। বুধবার নগরীর রাজগঞ্জ, চকবাজার, রানীরবাজার, বাদশা মিয়ার বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে সয়াবিন তেলের তীব্র সংকট লক্ষ্য করা গেছে। এ সময় ব্যবসায়ীরা কোম্পানি এবং ডিলারদের কাছ সয়াবিন তেল না পাওয়ার অভিযোগ করেন। এ ছাড়া সয়াবিন তেলের সংকটে সরিষার তেল ও রাইসবার্ন তেলের সংকটও দেখা দিয়েছে। একইসঙ্গে বেড়েছে দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন প্রতি লিটারে ৩০-৪০ টাকা এবং সরিষার তেলে প্রতি লিটারে ৫০ টাকা পর্যন্ত বেড়ছে। এতে সাধারণ ভোক্তাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

ভোলায় ৩২ ব্যারেল সোয়াবিন তেল জব্দ : ভোলায় গত মঙ্গলবার একটি কভার্ডভ্যান থেকে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় মো. ফরহাদ হোসেন (২৩) নামে ওই কাভার্ড ভ্যানের চালকে আটক করা হয়। পরে জব্দকৃত সয়াবিন ও আটক চালককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ বন্দরের চ্যানেলে আটকে থাকায় নাজুক অবস্থায় পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নাজুক অবস্থার মধ্যে পড়ে গেছি। জাহাজটি বাণিজ্যিক, বন্দরের চ্যানেলে আটকা পড়েছে। জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদেরকে সাহস যুগিয়েছি।

জাহাজটিতে আটকা পড়া নাবিক ও প্রকৌশলীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

ওই জাহাজের এক প্রকৌশলী নিহত হওয়ার পর বৃহস্পতিবার ঢাকায় নিজ কার্যালয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। কিছুদিন পরই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এতে বন্দরেই আটকে যায় জাহাজটি।

তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।ওই জাহাজে থাকা বাকি ২৮ জন ক্রু সদস্য অক্ষত আছেন।




খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তারা যখন আটকে পড়ে, তখনও নিরাপদে ছিল। গতকালের (বুধবার) হামলা মনে হচ্ছে এটা টার্গেট করে হামলা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত জাহাজে আটকে পড়াদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ চলছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।’

জাহাজে আটকা পড়াদের সঙ্গে বাংলাদেশ নৌপরিবহণ কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জাহাজে খাবার মজুদ আছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছু। রাশিয়া ও ইউক্রেন, আইওএম, রেডক্রসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে গতকাল (বুধবার) সন্ধ্যায় একটি রকেট হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। এতে জাহাজের এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তার নাম হাদিসুর রহমান। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 


সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৭.৪ ওভারে ৯৪ (বাংলাদেশ ২০ ওভারে ১৫৫/৮)

রেকর্ড গড়া জয়

৬১ রানের জয় দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। দেশের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। আগেরটি ছিল গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ রানের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়লেও লিটন দাসের ৬০ রানের ইনিংসে বাংলাদেশ করতে পারে ১৫৫ রান। এরপর নাসুম আহমেদের অসাধারণ প্রথম স্পেলেই অনেকটা নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ১০ রানে ৪ উইকেট নেন নাসুম।

সিরিজের শেষ ম্যাচ শনিবার। 


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫১/৮ (মুনিম ১৭, নাঈম ২, লিটন ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ১০, আফিফ ২৫, ইয়াসির ৮, মেহেদি , নাসুম ৩*; ফারুকি ৪-০-২৭-২, মুজিব ৩-০-২৪-০, রশিদ ৪-০-১৫-১, নবি ২-০-১৯-০, কাইস ২-০-২১-১, ওমরজাই ৪-০-৩১-২, করিম ১-০-৫-০)।


আফগানিস্তান: ১৭.৪ ওভারে ৯৪ (জাজাই ৬, গুরবাজ ০, রাসুলি ২, নাজিবউল্লাহ ২৭, করিম ৬, নবি ১৬, ওমরজাই ২০, রশিদ ১, কাইস ৮, মুজিব ৪, ফারুকি ০*; নাসুম ৪-০-১০-৪, মেহেদি ৩-০-১৭-০, মুস্তাফিজ ৩-০-১৯-১, শরিফুল ৩৪.-০-২৯-৩, সাকিব ৪-০-১৮-২)।


শরিফুলের আরও দুটি

এক ওভারে দুই উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস শেষ করে দিলেন শরিফুল ইসলাম। ওভারের প্রথম বলে চার মারেন কাইস আহমেদ, পরের বলেই তার ফিরতি ক্যাচ নেন শরিফুল। পরের

বলে মুজিব উর রহমান মারেন বাউন্ডারি। আবারও পরের বলেই তাকে ফিরিয়ে দেন শরিফুল। আফগানিস্তান অলআউট ৯৪ রানে।

২৯ রানে ৩ উইকেট নিয়ে শেষ করলেন শরিফুল, এই সংস্করণে তার সেরা বোলিং।


মুস্তাফিজের প্রথম

আফগানদের হয়ে একটু লড়াইয়ের চেষ্টা করছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তাকে থামিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের লেংথ বল উড়িয়ে মারেন ওমরজাই। কিন্তু স্লোয়ার বলের গতিতে বিভ্রান্ত হন তিনি। বল উঠে যায় স্রেফ ওপরে। বৃত্তের ভেতরে বলতি মুঠোয় জমান মাহমুদউল্লাহ।

আউট হওয়ার আগে অবশ্য অভিষেক ম্যাচে নিজের সামর্থ্যের ঝলক ওমরজাই। সাকিবকে বাউন্ডারির পর চার-ছক্কা মারেন শরিফুলকে। শেষ পর্যন্ত আউট হন ১৮ বলে ২০ রান করে।

১৬.৩ ওভারে আফগানিস্তান ৮ উইকেটে ৮৫।


শরিফুলের শিকার রশিদ

রশিদ খানের সঙ্গে একরকম মনস্তাত্ত্বিক লড়াই চলছিল শরিফুল ইসলামের। বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার দারুণ এক বাউন্সারে নাড়িয়ে দেন রশিদকে। একটু পর রশিদ চেষ্টা করেন শোধ তোলার। কিন্তু লাভ হয়নি। জিতে যান শরিফুলই।

শরিফুলের অফ স্টাম্পের বাইরের বেরিয়ে যাওয়া বল উড়িয়ে মারেন রশিদ। কাভার-পয়েন্ট সীমানার একটু ভেতরে ক্যাচ নেন ইয়াসির।

রশিদ খান আউট ৭ বলে ১ রান করে। আফগানিস্তান ১৪ ওভারে ৭ উইকেটে ৬৬।


বিদায় নিলেন নাজিবউল্লাহও

মোহাম্মদ নবি আউট হওয়ার পর আরেক থিতু ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরানরাও আউট হলেন সাকিবের বলে। দুই থিতু ব্যাটসম্যানকে হারিয়ে আবারও বিপদে আফগানিস্তান।

বলটি অবশ্য খুব ভালো কিছু ছিল না। লেগ স্টাম্পের ওপর লেংথ বল, একটু ধীরগতির। নাজিবউল্লাহ চেষ্টা করেন গায়ের জোরে উড়িয়ে মারতে। শট খেলার মতোই বল। কিন্তু বেশি জোরে মারার চেষ্টায় হয়তো টাইমিংয়ে গড়বড় করে ফেলেন নাজিবউল্লাহ। আকাশে ওঠা বল স্কয়ার লেগে মুঠোবন্দি করেন মুনিম শাহরিয়ার।

নাজিবউল্লাহ আউট ২৬ বলে ২৭ রানে। আফগানিস্তানের রান ২১.২ ওভারে ৬ উইকেটে ৬১।



জুটি থামালেন সাকিব

পানি পানের বিরতির পরই থেমে গেল আফগানদের প্রতিরোধের জুটি। সাকিব আল হাসানের বলে আউট হলেন মোহাম্মদ নবি।

সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট খেলার চেষ্টা করেন নবি। কিন্তু টাইমিং ঠিকমতো করতে পারেননি, বল রাখতে পারেননি ফাঁকা জায়গায়। বরং সহজ ক্যাচ যায় কাভার সীমানায় আফিফ হোসেনের হাতে।

১৯ বলে ১৬ করে আউট হলেন নবি। ১০.৫ ওভারে আফগানিস্তান ৫ উইকেটে ৫৭।

সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট হয়ে গেল সাকিব আল হাসানের।


জুটির চেষ্টায় নাজিবউল্লাহ-নবি

টপ অর্ডার বিধ্বস্ত হওয়ার পর দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করছেন নাজিবউল্লাহ জাদরান ও আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। দুজনে গড়ে তুলছেন জুটি।

১০ ওভারে আফগানদের রান ৪ উইকেটে ৫৩। এই জুটির রান ৩৩।


নাসুমের সেরা

টানা বোলিংয়ে চার ওভারের স্পেল শেষ করলেন নাসুম আহমেদ। দারুণ বোলিংয়ে স্পর্শ করলেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং। তার বোলিং ফিগার ৪-০-১০-৪।

গত সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই নিউ জিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ১০ রানে ৪ উইকেট।

১৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ৪ উইকেট আছে আরও একটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে গত অগাস্টে ১৯ রানে ৪ উইকেট।


পাওয়ার প্লেতে এগিয়ে বাংলাদেশ

পাওয়ার প্লেতে চেনা ঝড় তুলতে পারেনি আফগানিস্তান। বরং নাসুম আহমেদের সৌজন্যে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত।

৬ ওভারে আফগানদের রান ৪ উইকেটে ২৯।

নাসুমের চার

তিন ওভারেই চার উইকেট হয়ে গেল নাসুম আহমেদের। গুঁড়িয়ে দিলেন তিনি আফগান টপ অর্ডার। তার চতুর্থ শিকার করিম জানাত।

শর্ট অব লেংথ বল হালকা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। করিম চেয়েছিলেন জায়গা বানিয়ে ড্রাইভ করতে। কিন্তু সেই জায়গা তাকে দেননি বোলার। টাইমিংও তাই হয়নি ঠিকমতো। শর্ট কাভারে সহজ ক্যাচ নেন শেখ মেহেদি হাসান।

৮ বলে ৬ রান করে আউট করিম। ৪.৩ ওভারে আফগানিস্তান ৪ উইকেটে ২০।


জীবন পেলেন নাজিবউল্লাহ

মুস্তাফিজুর রহমানের বলে একটি বাউন্ডারির পরই জীবন পেলেন নাজিবউল্লাহ জাদরান। অফ স্টাম্পের বাইরে একটু লাফিয়ে ওঠা বল নাজিবউল্লাহর গ্লাভসে ছোবল দিয়ে উড়ে যায় পেছনে। কিপার লিটন ডাইভ দিয়ে দুই হাতে বল হাতে জমানোর চেষ্টা করেন। কিন্তু বল জমাতে পারেননি গ্লাভসে।

নাজিবউল্লাহ রক্ষা পেলেন ৫ রানে।

নাসুমের আরেকটি

আফগান টপ অর্ডারকে দাঁড়াতেই দিলেন না নাসুম আহমেদ। এবার তার শিকার অভিষিক্ত দারবিশ রাসুলি।

অফ স্টাম্পের ওপর নাসুমের ঝুলিয়ে দেওয়া বল খানিকটা আলসে ভঙ্গিতে সুইপ করার চেষ্টা করেন রাসুলি। ব্যাটে-বলে হয়নি, বল ছোবল দেয় স্টাস্পে। রাসুলির অভিষেক ইনিংস শেষ ৬ বলে ২ রান করে।

আফগানিস্তানের রান ৩ উইকেটে ৮।


জাজাইয়ের বিদায়

দুই দফায় বেঁচে গিয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না হজরতউল্লাহ জাজাই। নাসুম আহমেদ ফুল লেংথ বল হাঁটু গেঁড়ে মিড অফের ওপর দিয়ে স্লগ করার চেষ্টা করেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু একটু আগেভাগেই ব্যাট চালানোয় টাইমিং হয়নি ঠিকমতো। মিড অফে সহজ ক্যাচ নেন মোহাম্মদ নাঈম শেখ।

৭ বলে ৬ রান করে আউট জাজাই। আফগানিস্তানের রান ২ উইকেটে ৮। নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান।


জাজাইয়ের জীবন

দুই ওভারে দ্বিতীয় উইকেট পেতে পারত বাংলাদেশ। কিন্তু হজরতউল্লাহ জাজাইয়ের সহজ ক্যাচ নিতে পারলেন না মুনিম শাহরিয়ার।

শেখ মেহেদি হাসানের বলে জায়গা বানিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন জাজাই। কিন্তু পারেননি টাইমিং করতে। কাভার-পয়েন্টে সহজ ক্যাচ নিতে ব্যর্থ মুনিম। বল তার হাতে লেগে পড়ে যায় মাটিতে। জাজাই বেঁচে গেলেন ৫ রানে।


শুরুতেই সাফল্য

ইনিংসের দ্বিতীয় বলে অল্পের জন্য নিজের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ নিতে পারেননি নাসুম আহমেদ। তবে সাফল্য পেলেন তিনি চতুর্থ বলেই। ফিরিয়ে দিলেন জাজাইয়ের সঙ্গী রহমানউল্লাহ গুরবাজকে।

নাসুমকে জায়গা বানিয়ে খেলার জন্য একটু আগেভাগেই স্টাম্প ছাড়েন গুরবাজ। সেটি থেকেই একটু টেনে বল করেন নাসুম। গুরবাজ তাই জোর পাননি লফটেড কাট শটে। বৃত্তের ভেতরে সহজ ক্যাচ নেন ইয়াসির আলি চৌধুরি।

বিপজ্জনক গুরবাজ বিদায় নিলেন ২ বলে শূন্য করে। আফগানিস্তানের রান ১ উইকেটে ১।

নতুন ব্যাটসম্যান অভিষিক্ত দারবিশ রাসুলি।


দেড়শ ছাড়িয়ে বাংলাদেশ

শুরুর দিকে ধাক্কা সামলে শেষ পর্যন্ত কোনোরকমে দেড়শ ছাড়াতে পারল বাংলাদেশ। ২০ ওভারে রান ৮ উইকেট ১৫৫।

আফগানিস্তানের বিপক্ষে ৭ টি-টোয়েন্টিতে এই প্রথম দেড়শ ছাড়াতে পারল বাংলাদেশ।

ইনিংসের শেষের আগের বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন শেখ মেহেদি হাসান (৭ বলে ৫)। শেষ বলে শরিফুল ইসলামের ব্যাটের কানায় লেগে আসে একটি বাউন্ডারি। দলে ফেরার ম্যাচে তিনে নেমে ৬০ রানের ইনিংস খেলেন লিটন দাস।

আফগানদের সেরা বোলার দ্বিতীয় ম্যাচ খেলতে নামা পেসার ফজলহক ফারুকি (২/২৭)। দুটি উইকেট নেন অভিষিক্ত আজমতউল্লাহ ওমরজাই। রশিদ খান যথারীতি ছিলেন সবচেয়ে মিতব্যয়ী বোলার।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫১/৮ (মুনিম ১৭, নাঈম ২, লিটন ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ১০, আফিফ ২৫, ইয়াসির ৮, মেহেদি ৫, নাসুম ৩*; ফারুকি ৪-০-২৭-২, মুজিব ৩-০-২৪-০, রশিদ ৪-০-১৫-১, নবি ২-০-১৯-০, কাইস ২-০-২১-১, ওমরজাই ৪-০-৩১-২, করিম ১-০-৫-০)।


রান আউট ইয়াসির

দ্রুত রান তোলার তাড়ায় শেষ ওভারে রান আউট ইয়াসির আলি চৌধুরি। টি-টোয়েন্টিতে তার অভিষেক ইনিংস শেষ ৭ বলে ৮ রানে।


পারলেন না আফিফও

থিতু হয়েও শেষ পর্যন্ত টিকতে পারলেন না আফিফ হোসেনও। লিটনের বিদায়ের পরপর তিনি আউট হয়ে গেলেন ২৪ বলে ২৫ রান করে।

আজমতউল্লাহ ওমরজাইয়ের ফুল লেংথ বল বৃত্তের ওপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন আফিফ। কিন্তু শরীরের ভারসাম্য রাখতে পারেননি ঠিকমতা। তাতে জোর হয়নি শটে। কাভারে সহজ ক্যাচ নেন মোহাম্মদ নবি।

নতুন ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান।


থামলেন লিটন

ফিফটির পর ইনিংসটিকে বেশি দূর টানতে পারলেন না লিটন। আউট হয়ে গেলেন দ্বিতীয় স্পেলে ফেরা ফজলহক ফারুকির বলে।

ফারুকির স্লোয়াল শর্ট ডেলিভারিতে বলের নিচে গিয়ে গায়ের শক্তিতে উড়িয়ে মারার চেষ্টা করেন লিটন। কিন্তু মন্থর গতির কারণে টাইমিং হয়নি। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ নেন আজমতউল্লাহ ওমরজাই।

লিটন আউট হলেন ৪৪ বলে ৬০ রান করে। সবশেষ টি-টোয়েন্টি ফিফটিতে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৪৫ বলে ৬০।

১৭ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ১২৬। নতুন ব্যাটসম্যান অভিষিক্ত ইয়াসির আলি চৌধুরি।


লিটনের ফিফটি

টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচ দুর্দান্ত ফিফটিতে রাঙালেন লিটন কুমার দাস। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও পঞ্চাশে পা রাখলেন ৩৪ বলে।

শুরুতে একটু সময় নেন লিটন। প্রথম ৭ বলে রান ছিল ৩। পরে মুজিবের এক ওভারে মারেন দুটি বাউন্ডারি। আরেকপাশে উইকেট হারানোয় আবারও সাবধান হতে হয় তাকে। এক পর্যায়ে

রান দাঁড়ায় ২১ বলে ২৩। এরপর স্লগ সুইপে ছক্কা মারেন কাইসকে। আজমতউল্লাহ ওমরজাইকে কাট করে ছক্কা মারেন পয়েন্টের ওপর দিয়ে।

৪৬ টি-টোয়েন্টিতে লিটনের পঞ্চম ফিফটি এটি। এই সংস্করণে ফিফটি পেলেন ১৬ ইনিংস পর। তিন নম্বরে ৬ ইনিংস ব্যাট করে ফিফটি এই প্রথম।



ব্যর্থ অধিনায়ক

সাম্প্রতিক ব্যর্থতার জাল ছিঁড়ে বের হতে পারলেন না মাহমুদউল্লাহ। একটি ছক্কা মারতে পারলেও বাংলাদেশ অধিনায়ক বিদায় নিলেন ৭ বলে ১০ করেই। টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন আজমতউল্লাহ ওমরজাই।

ফুল টস বল শেষ মুহূর্তে অনেকটা নিচু হয়ে যায়। মাহমুদউল্লাহ হয়তো চমকে যান খানিকটা। চেষ্টা করেন অন সাইডে খেলার। কিন্তু বলের লাইন মিস করে বসেন। আম্পায়ার আঙুল তুলতে সময় নেননি। মাহমুদউল্লাহ নেননি রিভিউ।

১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮১। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।


মাঝপথে ভরসা লিটন

ওয়ানডে সিরিজের ফর্মকেই যেন টি-টোয়েন্টিতে বয়ে আনলেন লিটন দাস। তার ব্যাটেই যা একটু বাড়ছে দলের রান। ১০ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটে ৭১।

লিটন খেলছেন ২৬ বলে ৩৪ রান নিয়ে। উইকেটে যাওয়ার পরপরই কাইস আহমেদের বলে বিশাল এক ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক খেলছেন ৫ বলে ৯ রান করে।


বাংলাদেশের পঞ্চাশ

টি-টোয়েন্টিতে বেশির ভাগ সময় পাওয়ার প্লেতে ফিফটি করতে না পারাকে মনে করা হয় ব্যর্থতা। বাংলাদেশের সেখানে পঞ্চাশ ছুঁতে লাগল ৮.১ ওভার।

এবার গেলেন সাকিব

চার নম্বরে নেমে দলরকে টানতে পারলেন না সাকিব আল হাসান। বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া অলরাউন্ডার বিদায় নিলেন ৬ বলে ৫ রান করে। লেগ স্পিনার কাইস আহমেদ প্রথম ওভারেই পেলেন সাফল্য।

কাইসের ফ্লাইটেড বলে একটু আগেই সুইপ করার পজিশনে গিয়ে ব্যাট চালান সাকিব। একটু বাড়তি লাফিয়ে বল লাগে সাকিবের ব্যাটের ওপরের দিকে। সহজ ক্যাচ উঠে যায় শর্ট ফাইন লেগে। ক্যাচ নিতে একটুও বেগ পেতে হয়নি ফিল্ডার মুজিব উর রহমানকে।

৭.৪ ওভারে বাংলাদেশ ৩ উইকটে ৪৭।

নতুন ব্যাটসম্যান অধিনায়ক মাহমুদউল্লাহ।


পাওয়ার প্লেতে অনুজ্জ্বল বাংলাদেশ

নতুন উদ্বোধনী জুটি, ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও পাওয়ার প্লেতে সেই পুরনো বাংলাদেশ। শুরুতে নেই ঝড়, বৃত্তের ভেতর ৯ ফিল্ডার পেয়েও নেই রানের জোয়ার।

পাওয়ার প্লের শেষ ওভারে ১২ রান তোলার পরও ৬ ওভারে রান ২ উইকেটে ৩৭।

অভিষেকে মুনিম ১৭

আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বলেই দারুণ লফটেড শটে বাউন্ডারি। দারুণ আভাস দিয়ে শুরু করলেন মুনিম শাহরিয়ার। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না অভিষেক রাঙাতে। পারলেন না খুব ঝড়ো ব্যাটিং করতেও।

শুরুর ওই বাউন্ডারির পর মুজিব উর রহমানকে টানা দুটি বাউন্ডারি মারেন মুনিম। কিন্তু পারেননি রশিদ খানের সামনে। ফ্লাইটেড ডেলিভারি একটু আগেভাগেই সু্ইপ করার চেষ্টা

করেন ডানহাতি ব্যাটসম্যান। বল শেষ মুহূর্তে নেমে যায় আচমকা। শাফল করে সুইপ করার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি মুনিম। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

মুনিম রিভিউ নেন। কিন্তু বল লাগত মিডল স্টাম্পে। হারাতে হয় রিভিউ। মুনিমের অভিষেক ইনিংস শেষ ১৮ বলে ১৭ রানে। বাংলাদেশের রান ৫ ওভারে ২ উইকেটে ২৫।

নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।


ভরে উঠছে গ্যালারি

কোভিড মহামারী শুরুর পর এই প্রথম ক্রিকেট মাঠে পুরো গ্যালারিতে দর্শক রাখার অনুমতি দেওয়া হয়েছে এই ম্যাচ দিয়েই। সময়ের সঙ্গে গ্যালারিও ভরে উঠছে। চতুর্থ ওভার যখন চলছে, গ্যালারিতে তখন দর্শক আনুমানিক ১৫ হাজার।


শুরুতেই শেষ নাঈম

সমালোচনার জবাব দেওয়ার সুযোগটি কাজে লাগাতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। তৃতীয় ওভারেই বাঁহাতি ওপেনার বিদায় নিলেন ৫ বলে ২ রান করে। নতুন বলে আবারও বাংলাদেশকে ধাক্কা দিলেন ফজলহক ফারুকি।

বাঁহাতি ফারুকির ফুল লেংথ ইনসুইঙ্গিং ডেলিভারি ঠিকমতো খেলতে ব্যর্থ হন নাঈম। বল লাগে তার পেছনের পায়ে। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হন আফগানরা। বল লাগত মিডল স্টাম্পে।

২.১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০। নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস।

ওপেনিংয়ে নাঈম-মুনিম

বিপিএলে যিনি মিনিস্টার ঢাকার হয়ে ওপেন করার সুযোগ পেয়েছিলেন স্রেফ একটি ম্যাচে, নেই মোহাম্মদ নাঈম শেখ জাতীয় দলের হয়ে করছেন ওপেন। তার সঙ্গী অভিষিক্ত মুনিম শাহরিয়ার। লিটন দাসকে দেখা যাবে ব্যাটিং অর্ডারের অন্য কোথাও।


দুই অভিষিক্ত আফগানিস্তান দলেও

২২ বছর বয়সী আগ্রাসী ব্যাটসম্যান দারবিশ রাসুলি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানের। তার সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি খেলবেন আজমতউল্লাহ ওমরজাই। ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার এর মধ্যেই খেলেছেন চারটি ওয়ানডে।

আফগানরা একাদশ সাজিয়েছে চার স্পিনার নিয়ে। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানের সঙ্গে একাদশে আছেন কাইস আহমেদও। অলরাউন্ডার নবিকে বিবেচনায় নিলেও দলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান মোটে ৫ জন।

আফগান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, দারবিশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজলহক ফারুকি।



মুনিম-ইয়াসিরের অভিষেক

ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে ব্যাটিংয়ের ঝড় তুলে এবার আন্তর্জাতিক ক্রিকেটে

পা রাখলেন মুনিম শাহরিয়ার। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান পেলেন টি-টোয়েন্টি ক্যাপ। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে অভিষেক হলো ইয়াসির আলি চৌধুরির।

বাংলাদেশের ৭৪ ও ৭৫তম টি-টোয়েন্টি ক্রিকেটার এই দুজন।

প্রবল সমালোচনা যার ব্যাটিংয়ের ধরন নিয়ে, সেই মোহাম্মদ নাঈম শেখও আছেন একাদশে। পেসার দুজন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

গত ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে এই ম্যাচের একাদশে পরিবর্তন ৬টি।

বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদউল্লাহ (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।


ব্যাটিংয়ে বাংলাদেশ

উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও টস জিতে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বললেন, টস জিতলে ব্যাটিং করতেন তারাও।

মাহমুদউল্লাহ বললেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে তার কাছে। আগে ব্যাট করে বড় স্কোর গড়তে চান তারা।

টসের সময় নবি বললেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে তার কাছেও।

সবুজাভ উইকেট

ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে তিন ম্যাচেই ছিল ঘাস। একই চেহারা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটেরও। উইকেটে জীবন্ত ঘাসের ছোঁয়া আছে বেশ।


নেই মুশফিক

শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম নেই প্রথম টি-টোয়েন্টিতে। ম্যাচের ঘণ্টা দুয়েক আগে বিনিবি জানায়, আঙুলের চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বুধবার অনুশীলনে বুড়ো আঙুলে চোট পান তিনি। সতর্কতা হিসেবে রাতেই দলে যোগ করা হয় কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

এক্স-রে করে অবশ্য চিড় ধরা পড়েনি মুশফিকের আঙুলে। তবে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, জায়গাটা ফুলে আছে। দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে সিদ্ধান্ত হবে শুক্রবার অনুশীলনের পর।


বিশ্বকাপের পথে

টি-টেয়োন্টি বিশ্বকাপের এখনও সাত মাসের বেশি বাকি আছে। তবে ম্যাচ খুব বেশি নেই বাংলাদেশের। আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী এই সিরিজের পর ম্যাচ আছে আর স্রেফ ছয়টি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে ৩টি করে। সঙ্গে যোগ হতে পারে এশিয়া কাপের কয়েকটি ম্যাচ, এই তো।

প্রতিটি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে। এই সিরিজ থেকেই দৃষ্টি থাকবে বিশ্বকাপের সীমানায়।


ওয়ানডের আক্ষেপ নিয়ে টি-টোয়েন্টির চ্যালেঞ্জে

ওয়ানডে সিরিজ জিততে পারলেও লক্ষ্য পুরোটা পূরণ হয়নি বাংলাদেশের। শেষ ম্যাচ হেরে হাতছাড়া হয়েছে মহামূল্য ১০ পয়েন্ট। এবার চ্যালেঞ্জটা আরও বড়। কুড়ি ওভার ক্রিকেটের লড়াই, যেখানে আফগানিস্তান পরিষ্কার এগিয়ে।

টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে আফগানিস্তান। মুখোমুখি ৬ লড়াইয়ে বাংলাদেশের জয় দুটি, আফগানিস্তানের চারটি।

স্রেফ র‌্যাঙ্কিং-পরিসংখ্যানেই নয়, শক্তি-সামর্থ্যেও এগিয়ে আফগানিস্তান। ব্যাটিং স্কিল ও পেশির জোর, বোলিং বৈচিত্র ও দক্ষতা, সবদিক মিলিয়ে টি-টোয়েন্টিতে বিশেষ যে কোনো দলের জন্যই সমীহ জাগানিয়া শক্তি আফগানরা।


ইউক্রেনে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। কয়েকটি শহর এরইমধ্যে তারা দখলে নিয়েছে।

এর মধ্যে আছে দেশটির অন্যতম বড় শহর খেরসন। রাজধানী কিয়েভ থেকে ৩০০ মাইল দক্ষিণের এই নগরীতে বাস করে প্রায় তিন লাখ নাগরিক।

শহরটি দখল করে প্রশাসনিক দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় সেখানকার মেয়র নাগরিকদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা রুশ সেনাদের নির্দেশ মেনে চলুন।   


মেয়র ইহর কোলিখায়েভ এক ফেসবুক বার্তায় বলেন, “সিটির নাগরিকদের উচিত রাশিয়ার সশস্ত্র বাহিনীর কথা মেনে চলা, যারা ইতোমধ্যে নগরীর প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছে। ”


তিনি জানান, সশস্ত্র ১০ রুশ সেনা সিটি হল ভবনে হামলা চালিয়ে প্রশাসনিক দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে।  


তিনি বেসামরিক নাগরিকদের ওপর গুলি না চালাতে রুশ সেনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।  


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল


ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ থেকে উদ্ধারের আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন নাবিকেরা।


তারা জানিয়েছেন, তারা সবাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জাহাজে পাওয়ার সাপ্লাই নেই। জরুরি পাওয়ার সাপ্লাই দিয়ে তারা চলছেন। সেটা বন্ধ হয়ে গেলে তাদের জাহাজে থাকাই কঠিন হয়ে যাবে।

ভাইরাল হওয়া ভিডিওতে এক নাবিককে বারবার বলতে শোনা যায়, ‘আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।’
 
এর আগে বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।

উদ্ধারের আকুতি জানিয়ে ভিডিও বার্তা দেওয়া এক বাংলাদেশি নাবিক নিজেকে জাহাজের দ্বিতীয় প্রকৌশলী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড।’

২৭ সেকেন্ডের এই ভিডিওতে তিনি বলেন, ‌‘আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন।...আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’



 
ভিডিওটি জাহাজের একটি কক্ষ থেকে করা হয়েছে। সেখানে আরও ১২ নাবিককে দেখা যায়।
আসিফুল ইসলাম নামে জাহাজটির অপর এক নাবিক আরেকটি ভিডিওতে বলেন, ‘আমি আসিফুল ইসলাম আসিফ।...আমরা নাকি পোল্যান্ডে চলে গেছি নিরাপদভাবে। এটা ভুল নিউজ। আমাদের প্লিজ এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন।’

ফেসবুকে পোস্ট করা ৩১ সেকেন্ডের ভিডিওটিতে আসিফুল ইসলাম নিজেকে জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন।
এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত সরকার থেকে যেভাবে আসবে, সেভাবেই অবস্থা বুঝে পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের সুযোগ এলে সেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সর্বশেষ রাত সাড়ে ১২টার দিকে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এখন রাত তাই আর কথা হয়নি। হামলায় জাহাজের নেভিগেশন গেট ক্ষতিগ্রস্ত হয়েছে।




এই মুহূর্তে তাদের জাহাজ থেকে বের করে আনা যাবে কি-না এই প্রশ্নের জবাবে শিপিং কর্পোরেশনের এই কর্মকর্তা বলেন, এ মুহূর্তে বাইরে কোনো নিরাপত্তা নেই। কেউ নিরাপত্তা দিচ্ছে না। এখনো সবাই জাহাজে আছেন। বাইরের চেয়ে জাহাজের ভেতরেই নাবিকরা বেশি নিরাপদ বলে মনে হচ্ছে। জাহাজে তো পাওয়ার, জ্বালানি তেল, খাবার সবকিছুই ঠিক আছে। পরবর্তী সিদ্ধান্ত সরকার থেকে যেভাবে আসবে, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে অবস্থা বুঝে। কোনো ধরনের সুযোগ এলে সেই ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, জাহাজে যে খাবার আছে তা দিয়ে নাবিকরা এক মাস চলতে পারবেন। জরুরি অবস্থায় তা আরও বেশি দিন থাকা যাবে। 

জাহাজে হামলা হলো এরপরও জাহাজ কতটুকু নিরাপদ জানতে চাইলে তিনি বলেন, সাধারণ অবস্থায় নিরাপদ। অন্য কোনো সমস্যা নেই। 



 

হামলার পরে আর কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জাহাজে থাকা নাবিকদের বরাতে জানিয়েছেন তিনি।


 
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়ে যাওয়ায় ২৯ নাবিকসহ সেখানেই আটকা পড়ে জাহাজটি। এখন সেখানে ২৮ নাবিক রয়েছেন। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে তাদের ইতালিতে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে হামলায় নিহত নাবিকের বাড়িতে চলছে শোকের মাতম। তার গ্রামের বাড়ি বরগুনা। বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর।




তিন ভাই এক বোনের মধ্যে বোন সবার বড়। এরপর হাদিসুর রহমান। তার ছোট দুই ভাই লেখাপড়া করেন বরগুনায়। হাদিসুর রহমানই শুধু উপর্জন করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা।
তবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত মরদেহ আনার বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক হাফিজুর রহমান।

একই কথা জানান বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ।


ইউক্রেনের প্রধান শহরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। কথিত বিশেষ অভিযানের সপ্তম দিনে গতকাল বুধবার উত্তর, দক্ষিণ ও পশ্চিমের সীমান্ত শহরগুলোতে ধ্বংসাত্মক হামলা চলে। একের পর এক ক্ষেপণাস্ত্র, বোমা আর গোলার আঘাতে কেঁপে উঠছে রাজধানী কিয়েভের আশপাশ, দ্বিতীয় বড় শহর খারকিভ আর বন্দরনগরী খারসান। হামলা চলছে আরো বিভিন্ন অঞ্চলে।


মস্কো খারসানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করলেও ইউক্রেন তা নাকচ করে দিয়েছে।


অন্যদিকে কিয়েভ অভিমুখে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর গতকাল বিকেলে শহরটির ১৫ কিলোমিটারের মধ্যে চলে আসে। তাই সেখানে দ্বিতীয় দফার বড় ধরনের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।


এর মধ্যেই গতকাল ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনার জন্য বেলারুশের উদ্দেশে রওনা দিয়েছে বলে বাংলাদেশ সময় গভীর রাতে রাশিয়া দাবি করে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তারা আলোচনাস্থলে পৌঁছবে বলে জানানো হয়েছে। রুশ সেনার একটি দল তাদের নিরাপদ করিডর দিচ্ছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানায়।


হামলার নিন্দা করে জাতিসংঘে প্রস্তাব

গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করে এবং সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। সদস্য দেশগুলোর মধ্যে মাত্র পাঁচটি এর বিপক্ষে ভোট দেয়। দেশ পাঁচটি হচ্ছে রাশিয়া নিজে, মিত্র বেলারুশ, ইরিত্রিয়া, সিরিয়া ও উত্তর কোরিয়া। চীন গত সপ্তাহের নিরাপত্তা পরিষদের ভোটের মতোই ভোটদানে বিরত থাকে। ১৯৩ সদস্যের মধ্যে ১৪১টি এতে সমর্থন দেয়। বাকিরা ভোটদানে বিরত থাকে।

মারিওপোলে ব্যাপক প্রাণহানি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে গতকাল বড় ধরনের অভিযান চালানো হয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, মারিওপোলে শত শত মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরা স্থানীয় মেয়রের বরাত দিয়ে জানায়, রুশ বাহিনী শহরটির বেসামরিক লোকজনকে বেরিয়ে যাওয়ার পথ অবরোধ করে রেখেছে।


খারকিভে নেমেছে রুশ সেনা

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, খারকিভ শহরে রাশিয়ার ছত্রীসেনা অবতরণ করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরের মেয়র মঙ্গলবার জানান, শহরটিতে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়। খারকিভে পুলিশ সদর দপ্তর ও একটি বিশ্ববিদ্যালয় ভবন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।


শহরকেন্দ্রের কাছের বাসিন্দা গ্লিব মাজেপাস বলেন, তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ‘ব্যাপক বোমা হামলার’ আগে তিনবার বিমান চক্কর দেয়। মঙ্গলবার খারকিভের ফ্রিডম স্কয়ারে হামলার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘যেন কোনো হুইসেলের শব্দ মাথার ওপর দিয়ে চলে গেল...এরপর আঘাত করল। মনে হচ্ছিল, ডানে-বাঁয়ে জিনিসপত্র যতটা কাঁপছিল, আমার বাড়িও ততটা কাঁপছিল না। এটা এক ভয়ংকর অনুভূতি ছিল। ’

খারকিভের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গতকাল সকালেও রুশ বাহিনী শহরটির কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষেপণাস্ত্র, গোলা ও বোমা বর্ষণ করে। ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়। কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় চারজন নিহত ও ৯ জন আহত হয়। ধসে পড়া অংশ থেকে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রুশ বাহিনীর এই হামলা আরো বাড়বে বলে আশঙ্কা করছে তারা।


খারসানের নিয়ন্ত্রণ

কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দরনগরী খারসান গতকাল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসতোভিস। তিনি বলেন, গতকাল খারসানে ইউক্রেনের বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। পথে পথে লড়াই চলছে। এই শহর রুশ বাহিনী দখলে নিতে পারেনি।


খারসানের স্থানীয় গভর্নরের বরাত দিয়ে রয়টার্স জানায়, রুশ বাহিনী সারা রাত খারসান ঘিরে রাখে। সেনারা দোকানপাটসহ বিভিন্ন স্থানে লুটতরাজও চালিয়েছে।


বিবিসির খবরে বলা হয়েছে, ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওতে রুশ সেনাদের খারসান শহরের রাস্তায় দেখা গেছে। রাশিয়ার ট্যাংক ও সাঁজোয়াযানও দেখা গেছে। বিবিসি বিষয়টি নিশ্চিত হয়েছে।

কিয়েভের আশপাশে ব্যাপক লড়াই

রাজধানীর আশপাশের এলাকায় ব্যাপক লড়াই চলছে। রুশ বাহিনীর হামলায় এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে কিয়েভ একেবারেই শান্ত ছিল। বিবিসি জানায়, গতকাল সকালে শহরের কেন্দ্রে এতটাই নিস্তব্ধতা ছিল যে দুটি ভবনের মধ্যে বাতাস বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল।


কিয়েভসংলগ্ন পশ্চিম দিকের শহর ইরপিনে রুশ হামলায় অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ভোরের দিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এ চিত্র দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনের সেনারা ইরপিনের পথে হাঁটাহাঁটি করছে, আশপাশে রাশিয়ার সেনা সদস্যদের মতো লাশ পড়ে আছে। আরেক ভিডিওতে যুদ্ধে ব্যবহৃত ধ্বংস হওয়া একটি সাঁজোয়াযান জ্বলতে দেখা যায়।


এদিকে কিয়েভে খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। মানুষজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর কিয়েভের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। কিয়েভের উত্তর দিক থেকে শহরের দিকে এগিয়ে আসছে এই বহর। রুশ বাহিনীর সঙ্গে এই বহর যুক্ত হলে কিয়েভে ব্যাপক অভিযান চালাবে রাশিয়া।


প্রাণ বাঁচাতে পালাচ্ছে মানুষ

যুদ্ধ শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছে ইউক্রেনের সাধারণ মানুষ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এ পর্যন্ত আট লাখ ৩৬ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বেশির ভাগই পোল্যান্ড সীমান্ত পাড়ি দিচ্ছে। ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় এ পর্যন্ত দুই হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।


ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ সভায় ভোট প্রস্তাবনা তোলা হয়। এতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি জরুরি অধিবেশন ডাকে। সেখানে আলোচনা শেষে বুধবার (২ মার্চ) রাতে সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বাংলাদেশ, ভারত, চীন  পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল, মালদ্বীপ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে সাধারণ পরিষদের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মস্কোর মিত্র হিসেবে পরিচিত চার দেশ বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।


চীনের সঙ্গে ভোটদানে বিরত ছিল মস্কোর দীর্ঘদিনের মিত্র কিউবা ও নিকারাগুয়া। আর ভেনেজুয়েলা জাতিসংঘের চাঁদার অর্থ না দেওয়ায় ভোট দিতে পারেনি। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো কয়েক দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ। আর ইউক্রেন ইস্যুতে দেশটি সব সময় রাশিয়ার পাশে থাকবে বলেও জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ পরিষদের আজকের প্রস্তাবে একটি সত্যের প্রতিফলন ঘটেছে। যা হলো, বিশ্ব ইউক্রেনের ভয়ংকর মানবিক যন্ত্রণার অবসান চায়। অবিলম্বে শত্রুতা বন্ধ করতে এবং শান্তির জন্য জরুরি আলোচনায় অবদান রাখার জন্য আমি আমার ক্ষমতার সবকিছুই করে যাব।


ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি ২৮ নাবিক এখনো অক্ষত আছেন বলে জানা গেছে। তবে সবাই চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন।

নিহত নাবিক হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে।

হাদিসুরের নিহতের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে সাজিদ বলেন, ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। বাকিরা ভালো আছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ঘটনার শোনার পর আমি বেশ কবার জাহাজের ক্যাপ্টেন নুর-ই আলম সিদ্দিকীকে ফোনে চেষ্টা করেছি। কিন্তু জাহাজের ব্রিজে আগুন লাগায় এখন যোগাযোগ করা যাচ্ছে না। ফলে নিশ্চিতভাবে বলতে পারছি না এখন জাহাজ এবং নাবিকদের অবস্থা কী। আমরা অবস্থা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন। 

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩২ জন। ফলে মোট করোনায় আক্রান্তের হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩০৯ জন।

আজ বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৯৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন। এ সময়ে ২২ হাজার ৭২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ন বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন।


প্রেসিডেন্ট জেলনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচকে উদ্ধৃত করে বলছে রয়টার্স বলেছেন, ‘শহরটির এখনও পতন হয়নি। আমরা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি।’


তবে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে খেরসনের রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে। দক্ষিণের আরো একটি গুরুত্বপূর্ন বন্দর শহর মারিওপোলে রুশ সৈন্যরা ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে।


মারিওপোলের মেয়র বলেছেন রাতভর রুশ গোলাবর্ষণে প্রচুর বেসামরিক লোকের মুত্যু হয়েছে। অবশ্য তিনি কোনো সংখ্যা বলতে পারেননি। ওদিকে রাজধানী কিয়েভ থেকে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন শহরে সকাল থেকে একধরণের ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছে।

কিয়েভের মেয়র বাসিন্দাদের সতর্ক করেছেন রুশ সৈন্যরা শহরের দিকে এগুচ্ছে। তিনি তাদের ঘরে থাকতে এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।


মেয়র ভিতালি ক্লিচকো বলেন ‘শত্রু ক্রমেই কাছে চলে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি কীভাবে কিয়েভকে রক্ষা করবো। আমি কিয়েভের মানুষদের বলছি তারা যেন সাহস না হারান।


সূত্র : বিবিসি


যুদ্ধের মধ্যে ইউক্রেইনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে আগুন ধরে মারা গেছেন একজন প্রকৌশলী।

নিহত প্রকৌশলী হাদিসুর রহমান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার।


বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার মধ্যরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেটা ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন।


“জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।“

জাহাজে খাবারসহ অন্যান্য রসদ পর্যাপ্ত রয়েছে এবং কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, এখন জাহাজের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।


জাহাজে থাকা মেরিন ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ সেতুর বাবা ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওরা সবাই ভালো আছে। সেতুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানান, হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিএসসির কর্মকর্তারা তাদের খোঁজ নিচ্ছেন।

“ছেলে ভালো আছে বলে সবাই আশ্বস্ত করেছে।“


এর আগে বিএসসির মহাব্যবস্থাপক (চার্টার্ড) ক্যাপ্টেন মুজিবুর রহমান বুধবার রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওলভিয়া বন্দরে থাকা আমাদের জাহাজটি আক্রান্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি।

বাংলাদেশ সময় রাত ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন।

হামলা ও প্রকৌশলীর মৃত্যুর বিষয়ে বাংলার সমৃদ্ধিতে অবস্থান করা নাবিক আতিকুর রহমান মুন্না তার ফেইসবুক পোস্টে লিখেছেন, জাহাজে রকেট হামলা হয়েছে। একজন মারা গেছেন।


এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রকেট হামলায় জাহাজের একজন প্রকৌশলীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।

কুর্দস গ্লোবাল নামের একটি ফেইসবুক পেইজে আসা ভিডিওতে একটি জাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে।


ইউক্রেইনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষের বরাতে ওই ফেইসবুক পোস্টে বলা হয়েছে, একটি রকেট আঘাত হানার পর ৩৬৩ নম্বর অ্যাঙ্করেজে থাকা বাংলার সমৃদ্ধিতে আগুন ধরে যায়। পরে বন্দর থেকে দুটি টাগবোট পাঠানো হয় সেখানে। 

বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে ইউক্রেইনের ওলভিয়া বন্দরে গিয়েছিল। ওই জাহাজে ২৯ বাংলাদেশি নাবিক ছিলেন।

যুদ্ধ শুরু হলে সাধারণ পণ্যবাহী (বাল্ক ক্যারিয়ার) জাহাজটি ওই বন্দরে আটকা পড়ে।


গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা শুরু করেছিল বাংলার সমৃদ্ধি। তুরস্কের একটি বন্দরে পণ্য খালাস করে এটি যায় ইউক্রেইনে।


২২ ফেব্রুয়ারি ওলভিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। কয়েকদিন পরেই ‘সিমেন্ট ক্লে’ নিয়ে এটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল। তবে যুদ্ধের কারণে পরিস্থিতি বদলে যায়।


গত ২৭ ফেব্রুয়ারি বিএসসির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, চ্যানেল ক্লিয়ার হলে দুদিনের মধ্যেই সেটি যাত্রা শুরু করতে পারবে।

আর ইউক্রেইনের বন্দর থেকে জাহাজটির পণ্য তোলার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।


ওই দিন পর্যন্ত জাহাজটি সেখানে নিরাপদে নোঙর করে ছিল। সব নাবিক সুস্থ ও নিরাপদ ছিলেন জানিয়ে তিনি বলেছিলেন, জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানি রয়েছে।


যুদ্ধের কারণে বর্তমানে ওলভিয়া বন্দরের দৈনন্দিন কার্যক্রমও বন্ধ রয়েছে বলে বিএসসির কর্মকর্তারা জানিয়েছেন।

সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।


আজ বুধবার হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তা নিয়ে একটি বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সেই বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভুল তথ্য দিয়েছে তারা। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বিবৃতিতে বাংলাদেশি ওপেনার লিটন দাসকে শ্রীলঙ্কান ক্রিকেটার বানিয়ে দেওয়া হয়েছে। আর তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আফগান ক্রিকেটার রশিদ খানের সতীর্থ বলা হয়েছে।


এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন লিটন। র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে উঠে আসেন ৩২ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।

সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচে লিটন একটি সেঞ্চুরি ও ফিফটিসহ ৭৪.৩৩ গড়ে করেন ২২৩ রান। তাই র‍্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হয়।

তবে দুই ধাপ পিছিয়ে মুশফিক আছেন ১৩ নম্বরে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে আছেন ২৩ নম্বরে। সাকিব আল হাসান ২৫ এবং মাহমুদউল্লাহ ৩৮ নম্বরে আছেন।


বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে আছেন মিরাজ। তিনি দুই ধাপ পিছিয়েছেন। তিন ম্যাচে তিনি পেয়েছেন মাত্র ৩ উইকেট। দুই ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন সাকিব। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান।


যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি, তারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ ইউনিটের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ কথা জানান। 


তিনি বলেন, যারা এখনও টিকার প্রথম ডোজ নেননি, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা এনজিও পরিচালিত হাসপাতাল, যেখানে টিকাদান কার্যক্রম চলছে, সেখানে গিয়ে টিকা নিতে পারবেন।

স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়ানোর জন্য বলা হয়েছে বলে জানান ডা. মো. শামসুল হক। 

তিনি বলেন, এছাড়া, দ্বিতীয় ও বুস্টার ডোজ কর্মসূচি যথারীতি চলবে।


প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান ঝিমিয়ে পড়ায় বেড়েছে ইছামতী নদী থেকে বালু উত্তোলন। ফলে হুমকির মুখে পড়েছে উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের বগাবিলি সেতু।


অথচ সেতুর আশপাশের তিন কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন  নিষিদ্ধ থাকলেও তা মানছে না বালু উত্তোলক চক্র। এ অবস্থায় বগাবিলি সেতুর ৩টি পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতু। এমনকি সেতুর ৩টি পিলারের নিচে স্কাউরিং সৃষ্টি হয়েছে। যে কোন সময় সেতুটি ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতির ঘটনা। ইতিমধ্যে উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারী হোতাদের নামের তালিকা তৈরি করেছে বলে জানা যায়।


সরেজমিনে বগাবিলি সেতু  পরিদর্শনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে বালু তোলার ফলে সেতুটির ৩টি পিলারের চারপাশ থেকে মাটি সরে গেছে। এতে সেতুটি ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। এসব কারণে সেতুটির ভারবহণ ক্ষমতাও অনেকাংশে কমে গেছে। সেতুর উপর কোন মালবাহী গাড়ী উঠলেই সেতুটি কেঁপে উঠে এবং গাড়িগুলোকে পার হতে হচ্ছে খুব সাবধানে। এখনো প্রশাসনের পক্ষ থেকে সেতুটি পরিদর্শন বা এসব  পিলারকে বিপজ্জনক মর্মে কোন সতর্কবার্তা জারি করা হয়নি।


স্থানীয়রা জানান, ইছামতি নদী ওপর নির্মিত বগাবিলি সেতুর দুই পাশের আধা কিলোমিটার মধ্যে ৪টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমনকি অনেকে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন ইটভাটা, পুকুর, বসতভিটা ভরাটসহ বালু বিক্রি করছেন। এতে করে হুমকির মুখে পাড়েছে সেতুর পিলার। কোনোভাবেই সরকারি নিষেধাজ্ঞা মানছেন না বালু উত্তোলনকারীরা। সেতুর এত  কাছ থেকে বালু তোলা ঠিক হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও  কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এদিকে ইছামতি নদীর কারণে রাজানগর ইউনিয়নের বগাবিলি গ্রামটি উপজেলা থেকে বিচ্ছিন্ন। ফলে উভয় পাড়ের মানুষকে একত্রিত করার জন্য এবং বগাবিলি গ্রামের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ২০০৯ সালে এক কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ইছামতি নদীর ওপর ১২৬. ২৫ মিটির দীর্ঘ বগাবিলি সেতুর নির্মাণের উদ্যোগ নেয়। চট্টগ্রামের কনসুনেন্ট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান সেতুর নির্মাণকাজ শুরু করে। ২০১৩ সালে বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সেতুটি উদ্ভোধন করেন।


এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, ‘প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলে না গিয়ে কোন মন্তব্য করতে চাইনা, তবে কেউ কেউ বেপরোয়া হয়ে নদী থেকে বালু উত্তোলন করছেন। বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও করেছি। অনেককে আটক, জারিমানা, খননযন্ত্র পোড়ানো হয়েছে। বগাবিলি সেতুর বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা পেলেই কোন ছাড় দেয়া হবেনা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'



মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন দখল করলে পশ্চিমা বিশ্ব কিভাবে পাল্টা আঘাত করবে সে বিষয়ে কোনো ধারণাই নেই ভ্লাদিমির পুতিনের। কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি রুশ নেতার তীব্র সমালোচনা করেন। বাইডেন ‘স্বৈরাচারিতার বিরুদ্ধে স্বাধীনতার বিজয়ের পক্ষে অবিচল থাকার’ প্রত্যয় ঘোষণা করেন। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা প্রেসিডেন্টের এ বক্তব্যকে একযোগে করতালির মাধ্যমে সমর্থন দেন।

যুক্তরাষ্ট্র সময় গতকাল মঙ্গলবার রাতে আইনপ্রণেতাদের সামনে ঘণ্টাখানেকের এ ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বলেন, 'পূর্বপরিকল্পিতভাবে এবং বিনা প্ররোচনায় পুতিন এই যুদ্ধ চালাচ্ছেন। ’ পুতিনকে উদ্দেশ করে বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) ভেবেছিলেন পশ্চিমারা এবং ন্যাটো কোনো প্রতিক্রিয়া দেখাবে না। তিনি আমাদের ঘরেই বিভেদ সৃষ্টি করতে পারবেন বলে ভেবেছিলেন। ’ 


‘পুতিন ভুল ভেবেছিলেন। আমরা ছিলাম প্রস্তুত’, যোগ করেন বাইডেন। 

ইউক্রেনের পক্ষে বাইডেনের বক্তব্যকে সমর্থন জানান সবাই, তাদের হাতে ইউক্রেনের পতাকাও দেখা যায়, ছবি : গেটি ইমেজ


যুক্তরাষ্ট্রের আকাশে রাশিয়ার উড়োজাহাজের উড্ডয়ন নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। কানাডা এবং ইউরোপীয় কর্তৃপক্ষের অনুরূপ সিদ্ধান্তের পর একই ধরনের ঘোষণা দিলেন তিনি।  

রাশিয়ার অর্থনীতি ও অর্থব্যবস্থা এবং খোদ পুতিনের ঘনিষ্ঠ চক্রের কয়েকজনের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলো।

ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভাকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়, ছবি : বিবিসির ভিডিও ফুটেজ থেকে নেওয়া

 


বাইডেন তার আগে লেখা নির্ধারিত বক্তব্যের বাইরেও পুতিনকে হুমকি দেন এবং অর্থনৈতিক বদলা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘সামনে কী ঘটতে চলেছে পুতিনের সে সম্পর্কে কোনো ধারণাই নেই’।  


এ সময় মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনের ভিআইপি বক্সে বসে ছিলেন রুশ হামলার শিকার ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা। তাঁকে স্বাগত জানান বাইডেন। ইউক্রেনের রাষ্ট্রদূতকে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান সবাই।

কংগ্রেসে ভাষণের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন জো বাইডেন। রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কী কী সহায়তা দিতে পারে সে বিষয়ে কথোপকথন হয় তাঁদের মধ্যে। প্রতিনিধি পরিষদের চেম্বারে দাঁড়িয়ে আইনপ্রণেতাদের প্রতি বাইডেনের উদাত্ত আহ্বান ছিল, ‘আসুন, আমরা সবাই ইউক্রেন এবং গোটা বিশ্বের কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠাই। ’ 


বাইডেনের বক্তব্যের মধ্যে সাধারণত দুই মেরুতে থাকা যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের সদস্যরা ইউক্রেনের পক্ষে একযোগে  দাঁড়ান। হাততালি ও আনন্দধ্বনির মাধ্যমে তারা ইউক্রেনের প্রতি সমর্থন জানান। কংগ্রেস সদস্যদের অনেকেরই হাতে ছিল ইউক্রেনের পতাকা।  


‘স্টেট অব দ্য ইউনিয়ন’ মার্কিন প্রেসিডেন্টের একটি বার্ষিক ভাষণ। এটি ছিল বাইডেনের প্রথম আনুষ্ঠানিক ভাষণ। গত বছর ক্ষমতায় আসার পর এই ভাষণের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাননি তিনি। এ ভাষণে দেশের চলমান অবস্থা এবং প্রেসিডেন্টের কর্মসূচি ও লক্ষ্য উপস্থাপন করা হয়।


রিয়েলক্লিয়ারপলিটিকস বলছে, বাইডেনের প্রতি দেশের মানুষের সমর্থনের হার এখন ভালো নয়। মাত্র ৪০ দশমিক ৬০ শতাংশ নাগরিক প্রেসিডেন্টের কার্যক্রমে সন্তুষ্ট। ইউক্রেনে রাশিয়ার আক্রমণকেই বাইডেন দেশের এখন সবচেয়ে বড় কূটনৈতিক সংকট হিসেবে তুলে ধরেছেন। নানামুখী অভ্যন্তরীণ সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে তাকে।   


সূত্র: বিবিসি 

ইউক্রেনের অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আকাশপথে রুশ হামলা শুরু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। রাশিয়ার ছত্রীসেনারা (প্যারাট্রুপার) খারকিভে অবতরণ করেছে। অবরুদ্ধ খারকিভ দখলের চেষ্টায় সেখানে রুশ ছত্রীসেনাদের অবতরণের আগের খবর ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার সকালে নিশ্চিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর মতে, খারকিভ এবং আশপাশের অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করার পর রুশ বিমান সেনাদের হামলা শুরু হয়।

তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার সেনারা একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে আক্রমণ করেছে এবং সেখানে লড়াই চলছে।

মূলত রুশভাষী শহর খারকিভে এখন সকাল পৌনে সাতটা (বাংলাদেশের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। ) গত কয়েক দিনের বেশির ভাগ সহিংসতার কেন্দ্রস্থল খারকিভ। মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের এ শহরের স্থানীয় সরকার সদর দপ্তরে আঘাত হানে। এতে অন্তত ১০ জন নিহত হয়। সেদিন শহরের অন্যত্র আরো কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি খারকিভের বেসামরিক এলাকায় রাশিয়ার হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।  


সূত্র : বিবিসি।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget