Latest Post


জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে গতকাল সোমবার হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। 

আজ মঙ্গলবার সকালে এ আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে।’

এর আগে গতকাল দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে।


বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা জুথি।

আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘নিপুণ আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডকে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যকারিতা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। 

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো প্রকার বাঁধা না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।’

এরপর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‌‘হাইকোর্টের আ‌দে‌শ আমার পক্ষে এসেছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।’

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন জায়েদ খান। গতকাল সোমবার তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন জায়েদ খান। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।

গত শনিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করেন এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর আপিল বোর্ডের সিদ্ধান্তে গতকাল রোববার ইলিয়াস কাঞ্চন ও নিপুণসহ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।

সমিতির সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে। এদিন নাদির খান ছাড়া জায়েদ প্যানেলের আর অন্যরা কেউই উপস্থিত ছিলেন না সেখানে।


এক মাসের মধ্যেই আবারও নিরাপত্তাত্রুটির দেখা মিলেছে ক্রোম ব্রাউজারে। এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। এক ব্লগ বার্তায় এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্কও করেছে গুগল।

গুগল জানিয়েছে, নতুন করে ব্রাউজারটিতে ২৭টি নিরাপত্তা-দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ৮টি ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন।



এ নিরাপত্তাত্রুটি এতই ভয়ংকর যে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এরই মধ্যে দেশটির নাগরিকদের ক্রোম ব্রাউজার ব্যবহারে সতর্ক করেছে।


সমস্যা সমাধানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৮’ উন্মুক্ত করেছে গুগল। বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সংস্করণটি ডাউনলোড না করলে অনেক ব্যবহারকারী নিরাপত্তার শঙ্কায় থাকবেন। আর তাই দ্রুত সংস্করণটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে গুগল। সূত্র: ফোর্বস



মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে তীব্র উত্তেজনা চলছে। 

এরইমধ্যে সেখানে গেরুয়া ওড়না পরা উগ্রবাদী হিন্দু ছাত্রদের হিজাব বিরোধিতার প্রতিবাদ করতে গিয়ে বেশ সাহস দেখানো বোরকা পরিহিতা এক মুসলিম ছাত্রীর একটি ভিডিওক্লিপ সামনে এসেছে।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় গেরুয়া বাহিনীর কাছে উপহাসের শিকার হন ওই মুসলিম ছাত্রী। উগ্র হিন্দুত্ববাদী নানা স্লোগানে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন তারা, কিন্তু ছাত্রী ভড়কে না গিয়ে উল্টো সাহসী এক প্রতিবাদ করেছেন। `আল্লাহু আকবার' বলতে বলতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন ওই ছাত্রী।

ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাতকারে ওই ছাত্রী বলেন, আমি কলেজে যাচ্ছিলাম, তখন কিছু লোক আমাকে ধমক দিয়ে বলছিলেন, বোরকা খুলে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে, এ অবস্থায় তোমাকে প্রবেশ করতে দেয়া হবে না।


জিও নিউজ জানায়, প্রতিবাদের পর ওই ছাত্রীকে কলেজে প্রবেশের অনুমতি দেয়া হয় ঠিকই, কিন্তু বসতে দেয়া হয় আলাদা কক্ষে।

গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সেই সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।

পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবি তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

ছাত্র-ছাত্রীদের এরূপ পাল্টাপাল্টি অবস্থানের কারণে কলেজ দুটি সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে এই ভিডিওটি সামনে এলো।


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়সহ নথিপত্র ‘ডেথ রেফারেন্স’ হিসেবে পাঠানো হয়েছে হাই কোর্টে।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য্য জানান।


তিনি বলেন, “এখন যাচাই বাছাই হবে, অন্যান্য আরো কাজ আছে, সেগুলো করতে হবে। এরপর বলা যাবে শুনানি কবে হবে।”


নিম্ন আদালতের বিচারে কারো ফাঁসির রায় হলে দণ্ডিতরা আপিল না করলেও সেটা সরাসরি কার্যকর করা যায় না। সেজন্য হাই কোর্টের অনুমতি লাগে। এই অনুমতির জন্যই বিচারিক আদালত থেকে উচ্চ আদালতে পাঠানো হয় ডেথ রেফারেন্স।


সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের কারণেই হাই কোর্টে রায়টি এসেছে ডেথ রেফারেন্স হিসাবে।


এর দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হলে ক্রমানুসারে তা শুনানির জন্য প্রস্তুত করা হয়। মৃত্যুদণ্ড বা অন্যান্য দণ্ডে দণ্ডিতরা বা অন্য যে কোনো পক্ষ আপিল করলে সেই শুনানিও একসঙ্গে হয়।

এই শুনানির পর হাই কোর্ট রায় দিলে যে কোনো পক্ষ চাইলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারে। সেখানে চূড়ান্ত নিষ্পত্তির পরও যদি কারো মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে সেটা কার্যকরের আগে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন। এরপর আসবে মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গ।


২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহাকে। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন তিনি।


টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে ওসি প্রদীপের বন্দুকযুদ্ধে ছদ্মাবরণে হত্যা এবং চাঁদাবাজির ঘটনা জেনে যাওয়ায় সিনহাকে পরিকল্পিতভাবে প্রদীপ হত্যা করেন বলে আদালতের রায়ে উঠে এসেছে।


গত ৩১ জানুয়ারি ওই রায়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল প্রদীপ ও লিয়াকতকে মৃত্যদণ্ড দেওয়ার পাশাপাশি তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।


মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়েছে রায়ে।


বিচারিক আদালতে দ্রুততার সাথে নিষ্পত্তি হওয়া মামলাটি উচ্চ আদালতেও শুনানির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে কি-না, এমন প্রশ্নে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বলেন, “এটা এখনই বলা যাচ্ছে না।”


প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৬০ জনের মতো বিশিষ্ট ব্যক্তির মতামত নেবে অনুসন্ধান (সার্চ) কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামীকালের মধ্যে চিঠি দিয়ে তাদের পছন্দের ব্যক্তির নাম চাওয়া হবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনে যেসব রাজনৈতিক দল নিবন্ধিত আছে তাদের কাছে আগামীকাল দুপুরের মধ্যে চিঠি দেওয়া হবে এবং প্রত্যেক দলকে অনুরোধ করা হবে আগামী শুক্রবার বিকেল ৫টার মধ্যে অনলাইনে অথবা ফিজিক্যালি কেবিনেট ডিভিশনে অনধিক দশ জনের নমিনেশন ওনারা ইচ্ছা করলে দিতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার কেবিটেন ডিভিশনের অফিস খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। সেই সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের কাছেও চাওয়া হবে। তাদেরও যদি কোন পরামর্শ থাকে তারা দিতে পারবে।

বিশিষ্টজনদের সঙ্গে তিনটি মিটিং হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী শনিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টার পর্যন্ত এবং পৌনে একটা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটো মিটিং হবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। তারপরের দিন বিকেল ৪টায় আরেকটা মিটিং হবে, ১৩ তারিখে। তিনটা মিটিং হচ্ছে। ওনাদেরও কাল দুপুরের মধ্যে আমরা চিঠি দিয়ে দিবো।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিশিষ্ট নাগরিকদের তালিকা চূড়ান্ত হইছে। এটা আনুমানিক ৬০ জনের মতো। প্লাস, মাইনাস ৬০ জনের মতো। তারপরও কেউ বাদ পড়লে কমিটি মনে করলে ওনাদের আমন্ত্রণ জানানো হবে।

অপর প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব বলেন, সার্চ কমিটি অ্যাবসুলেটলি নিরপেক্ষ থাকবে।

বিকেল সাড়ে ৪টা থেকে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা। সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির অন্য সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হল।

অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী, এর আগেই নতুন ইসি গঠন করা হবে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের সদস্যদের মনোনীত করার পর রাষ্ট্রপতি তা চূড়ান্ত করেন। তবে এবার নতুন আইনানুযায়ী সার্চ কমিটি গঠন করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গেল ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাসের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। ৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আইনানুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।


ম্যাচ শুরুর পরপরই প্রেসবক্সে আলোড়ন। অনুশীলন মাঠ থেকে উইল জ্যাকসের শটে বল উড়ে এসে ভেঙে দিয়েছে প্রেসবক্সের পেছনের অংশের কাঁচ! 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যান যখন পাওয়ার হিটিংয়ে মাতাচ্ছেন নেট সেশন, মূল মাঠে তখন হাতের জোর দেখাচ্ছেন মুনিম শাহরিয়ার। তরুণ ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে পরে যোগ হলো সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স। দুজনের নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শীর্ষে উঠে গেল ফরচুন বরিশাল।

বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে বরিশালের জয় ৩২ রানে।

৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বরিশাল এখন সবার ওপরে। এক ম্যাচ কম খেলে কুমিল্লার পয়েন্ট ৯।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার ১৫৫ রানের পুঁজি নিয়ে বরিশাল ১২৩ রানে আটকে দেয় কুমিল্লাকে।

বিপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৪ চার ও ৩ ছক্কায় মুনিম খেলেন ২৫ বলে ৪৫ রানের ইনিংস। ৪৫ ম্যাচের খরা কাটিয়ে আগের ম্যাচে ফিফটি করা সাকিবের ব্যাট থেকে আসে আরেকটি পঞ্চাশ। সঙ্গে বল হাতে ২ উইকেটে আবার তিনি ম্যাচের সেরা।

এই নিয়ে টানা তিন ম্যাচে ম্যান অব দা ম্যাচের পুরস্কার উঠল বরিশাল অধিনায়কের হাতে।

ম্যাচের আগে কৌতূহলের কেন্দ্রে ছিল উইকেট। গত মাসে বাংলাদেশ ক্রিকেট লিগের একদিনের ম্যাচের টুর্নামেন্টে ভীষণ মন্থর ও অসম বাউন্সের উইকেট ছিল এখানে। বিপিএলে উইকেটের মান নিয়েও তাই শঙ্কা ছিল। ম্যাচ শুরুর পর সেই শঙ্কা একটু একটু করে দূর হতে থাকে। ব্যাটিং স্বর্গ না হলেও ঘাসের ছোঁয়া থাকা উইকেটে বল ব্যাটে এলো ভালোভাবেই।

সেই উইকেটে নিজের সাহস আর শটের পরিধি মেলে ধরেন মুনিম। গত ঢাকা লিগ টি-টোয়েন্টিতে দারুণ খেলেও এবার বিপিএলের ড্রাফটে দল পাননি তিনি বিস্ময়করভাবে। পরে তাকে দলে নেয় বরিশাল। একাদশে সুযোগ পেতেও করতে হয় অপেক্ষা। কয়েকটি ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর অবশেষে সুযোগ মেলে তার। কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থ হন তিনিও। তাতে আবার একাদশের বাইরে। অবশেষে দ্বিতীয় সুযোগে জ্বলে উঠতে পারলেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।

আঁটসাঁট বোলিংয়ে টুর্নামেন্টে এবার ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা নাহিদুল ইসলামের ওপরই বেশি চড়াও হন মুনিম। ম্যাচের প্রথম ওভারে এই অফ স্পিনারকে বাউন্ডারি দিয়ে শুরুর পর তৃতীয় ওভারে মারেন দুটি ছক্কা।

ক্রিস গেইল (৮ বলে ১০) ভাঙতে পারেননি ব্যর্থতার বৃত্ত। বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে কাট করে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ধরা পড়েন পয়েন্টে। সহজ ক্যাচ ৫-৬ দফার চেষ্টায় হাতে জমান সুমন খান।

এই সুমনকেই বোলিংয়ে এক ছক্কা ও দুই চারে স্বাগত জানান মুনিম।

তিনে নামা নাজমুল হোসেন শান্ত ফেরেন ১ রানেই। তবু মুনিমের সৌজন্যে পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে বরিশাল।

হাতের জোর, দারুণ টাইমিং আর উদ্ভাবনী কিছু শট মিলিয়ে মুনিম মেলে ধরেন নিজের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সামর্থ্য।

আলগা শটে বিদায় নিয়ে অবশ্য ইনিংসটাকে পূর্ণতা দিতে পারেননি তিনি। মইন আলির বলে ফ্লিক করে ধরা পড়েন তিনি মিড উইকেটে। ওই ওভারেই দারুণ এক ইনসাইড আউট শটে ছক্কায় সাকিব জানিয়ে দেন, দলকে এগিয়ে নিতে তিনি তৈরি।

মাথা খাটিয়ে দারুণ হিসেবি ব্যাটিংয়ে এ দিন নিজের ইনিংস গড়েন তিনি। সুনিল নারাইন, মইনের মতো স্পিনারদের সামলে নেন দারুণ দক্ষতায়। মুস্তাফিজুর রহমানের দুটি স্লোয়ারে টানা দুটি বাউন্ডারিতে পৌঁছে যান তিনি ফিফটির কাছে। পঞ্চাশে পা রাখেন ৩৬ বলে। তবে আগের ম্যাচের মতোই আউট হয়ে যান ৫০ ছুঁয়েই।

সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। তবে প্রথম বলে বাউন্ডারির পর তরুণ এই ব্যাটসম্যান পারেননি ইনিংসকে প্রত্যাশিত গতি দিতে। এমনকি শেষ দিকেও পারেননি দ্রুত রান তুলতে।



শেষ ৬ ওভারে বরিশাল তুলতে পারে স্রেফ ৩৮ রান। হৃদয় ৩১ রানে অপরাজিত থাকেন ৩৭ বল খেলে!

বরিশালের বোলিং আক্রমণ অবশ্য ওই স্কোরকেই অনায়াস জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ছাড়ে। এখানেও সামনে থেকে নেতৃত্বে সাকিব। কুমিল্লার দুই ওপেনারই তার শিকার।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসকে ফেরান সাকিব। আরেক প্রান্তে লিটন দাস শুরুটা করেন দারুণ। বিশেষ করে মুজিব উর রহমানের বলে চোখধাঁধানো কয়েকটি শট তিনি খেলেন। কিন্তু সাকিবকে আক্রমণের চেষ্টায় তার ইনিংস থামে ১৯ রানে স্টাম্পড হয়ে।

দাঁড়াতে পারেননি কুমিল্লার পরের দিকের ব্যাটসম্যানরাও। ফাফ দু প্লেসি এ দিন একাদশে ছিলেন না। আগের ম্যাচগুলোয় ওপেনিংয়ে দারুণ খেলার পর মাহমুদুল হাসান জয় এ দিন চারে নেমে ৫ রানেই আউট হয়ে যান ডোয়াইন ব্রাভোর বাউন্সারে। মইন, নাহিদুল, নারাইনরাও ব্যর্থ।

তিনে নেমে একপ্রান্ত অনেকক্ষণ আগলে রেখে মুমিনুল হক ফেরেন ৩০ বলে ৩০ করে।

শেষের বেশ আগেই শেষ হয়ে যায় ম্যাচের উত্তেজনা। পরে করিম জানাত (১৩ বলে ১৭) ও তানভির ইসলামের ব্যাটে (১৪ বলে ২১) খানিকটা কমে ব্যবধান।

দুই দলের প্রথম লড়াইয়ে বরিশালকে গুঁড়িয়ে দিয়ে জিতেছিল কুমিল্লা। এবার বরিশালের জবাবটা মন্দ হলো না!

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৫৫/৫ (মুনিম ৪৫, গেইল ১০, শান্ত ১, সাকিব ৫০, হৃদয় ৩১*, ব্রাভো ১০, সোহান ৩*; নাহিদুল ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৩০-১, তানভির ৩-০-২২-২, সুমন ১-০-১৬-০, নারাইন ৪-০-২৫-০, মইন ৩-০-২১-১, করিম ২-০-৬-২)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১২৩/৯ (লিটন ১৭, ইমরুল ১, মুমিনুল ৩০, মাহমুদুল ৫, মইন ৬, নাহিদুল ১, নারাইন ৩, করিম ১৭, সুমন ৮, তানভির ২১*, মুস্তাফিজ ৭*; মুজিব ৪-০-২৭-০, সাকিব ৪-০-২০-২, ব্রাভো ৪-০-২৯-২, নাঈম ৪-০-২৯-৩, শান্ত ২-০-৫-১, গেইল ২-০-১০-০)

ফল: ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান


একাদশের অফিসিয়াল তালিকায় মোসাদ্দেক হোসেনের নামের পাশেই লেখা ‘অধিনায়ক।’ কিন্তু সিলেট সানরাইজার্সের হয়ে টস করতে নামলেন রবি বোপারা! 


পরে ম্যাচ শুরুর মিনিট ১৫ আগে আনুষ্ঠানিকভাবে জানানো হলো, পরিবর্তন এসেছে সিলেটের নেতৃত্বে।

টুর্নামেন্ট শুরুর আগে জার্সি উন্মোচন অনুষ্ঠানে বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনে মোসাদ্দেককে অধিনায়ক ঘোষণা করে সিলেট। তার নেতৃত্বে ৬ ম্যাচ খেলার পর বদলে গেল নেতৃত্ব। সহ-অধিনায়ক এনামুল হকও নয়, ৪ ম্যাচে ব্যর্থতার পর একাদশে জায়গা হারানো বোপারা ফিরলেন অধিনায়ক হয়ে।

৬ ম্যাচের স্রেফ একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শুরু করে সিলেট।

সিলেটের ম্যানেজার কাজী মাসুক আল বারি জানান, মোসাদ্দেকের চাওয়াতেই নেতৃত্বে এই পরিবর্তন।


“মোসাদ্দেক আরও ২-১ ম্যাচ আগে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চাইছিল। নিজের খেলায় আরও বেশি মনোযোগ দিতে চায় সে। তার জায়গায় দায়িত্ব নিতে সহ-অধিনায়ক বিজয়কেও (এনামুল) প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে যেহেতু সে শুরু থেকে দলীয় পরিকল্পনায় খুব বেশি সম্পৃক্ত ছিল না, সেও নেতৃত্ব নিতে অপরাগতা জানায়। শেষ পর্যন্ত বোপারাকে বেছে নেওয়া হয়।”

“দেশের ক্রিকেটারদের মধ্যে কাউকে না পেয়ে বোপারাকে প্রস্তাব দেওয়া হয়। এই ম্যাচের আগে বোপারার সঙ্গে কথা বলে তাকে রাজি করান কোচ (মার্ভিন ডিলন)।”

টুর্নামেন্টে আগের ৪ ম্যাচ মিলিয়ে বোপারার রান মোট ৪৭, উইকেট কেবল একটি। তবে বিপিএলে তিনি দারুণ অভিজ্ঞ। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই, এটি তার ৬৬তম ম্যাচ।

৬ ম্যাচের ৪টিতে ব্যাট করে মোসাদ্দেকের রান ৫০, উইকেট নিয়েছেন ৪টি।

৮:৫৩ AM


অতিমারির তৃতীয় ঢেউয়ের পর গতবছর ডিসেম্বরে মুক্তি পায় দেবের ছবি 'টনিক'। সেই ছবির হাত ধরে বেশ কয়েকমাস পরে হলমুখী হল দর্শক। 

ফের ২০২২-র জানুয়ারিতে বাড়তে থাকে সংক্রমণ ফলে অতিমারির কারণে পিছিয়ে যায় বেশ কয়েকটি ছবির রিলিজ। এরপর ফেব্রুয়ারির শুরুতেই মুক্তি পায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ছবি 'বাবা বেবি ও' এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। 

ফেব্রুয়ারিতে সিনেমাহলে দর্শক সংখ্যা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখেন প্রযোজক ও সিনেমা হল মালিকরা। শনিবার সবস্বতী পুজোর দিনে নন্দনে ও নবীনায় হাউসফুল ছিল বাবা বেবি ও ছবির শো। 

সিনেমাহলে দর্শকদের ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, অরিত্র মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। সিনেমা হলে এসে বাংলা সিনেমা দেখার অনুরোধ করেন যিশু। অন্যদিকে ছবির প্রচারের সময় থেকেই পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে অনুরোধ করেছেন, হলে এসে এই ছবি দেখার জন্য। 

তিন দিনে দুই ছবির বক্স অফিস রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছে, তাঁদের এই অনুরোধ রেখেছেন দর্শকেরা।



গোপনে ফেসবুক মেসেঞ্জারের বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট নিয়ে যারা অন্যদের কাছে ফাঁস করতেন, তারা আর স্ক্রিনশট নিতে পারবেন না বলে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।  

জাকারবার্গ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান, মেসেঞ্জারের নতুন ফিচারটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে চালু হয়েছে।

বিস্তারিতঃ- মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে জানবে অন্যপক্ষসত্যি না গুজব?


আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ ও ক্রমান্বয়ে বিশ্বব্যাপী ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ফিচারটি উপভোগ করতে পারবেন। নতুন এ আপডেটগুলো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।  
 
জাকারবার্গ আরও জানান, মেসেঞ্জারের অ্যান্ড টু অ্যান্ড চ্যাটিংয়ে নতুন আপডেট আসছে। কেউ যদি ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন।  

পোস্টে জাকারবার্গ তার ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের একটি কনভারসেশনের স্ক্রিনশটও যুক্ত করেন।


বিতর্ক যেন পিছু ধরেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। গত বছর শেষে পানামা কেলেঙ্কারিতে জেরার মুখোমুখি হয়েছিলেন। আর চলতি বছরের শুরুতে আবারও বিতর্ক চলছে ঐশ্বর্যকে নিয়ে। তবে ইস্যুটি বেশ পুরনো।

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নাকি ঐশ্বর্যকে ১০ কোটি রুপি দিয়েছিলেন। আর সেটা তার ব্যক্তিগত একটি অনুষ্ঠানে নাচার জন্য! ঘটনাটা ২০০৮ সালের। এমন দাবি করেছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ।

ওই ‘ঘটনা’র সময় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শো করতেন মাসুদ। জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন, পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে একরাতে নৃত্য পরিবেশন করেন ঐশ্বরিয়া। সে জন্যই নাকি তাকে ১০ কোটি টাকা দেন জারদারি! তবে বিষয়টি নিয়ে কোনও প্রমাণ উপস্থাপন করেননি এই উপস্থাপক-বিশ্লেষক।


১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয় করার পর অভিনয় জগতে প্রবেশ করেন এই সুন্দরী। নিজের প্রতিভার মাধ্যমে জনপ্রিয় হওয়ার পাশাপাশি বেশ কিছু বিতর্কেও জড়িয়েছেন তিনি। 

অন্যদিকে, গত বছর পানামা পেপার্স লিক মামলায় নাম জড়িয়েছিল ঐশ্বর্যর‌। দিল্লির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির দফতরে টানা ছয় ঘণ্টা জেরা হয় তার।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সোমবার মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ইউক্রেন উত্তেজনা নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতি পাওয়ার বিপজ্জনক কূটনৈতিক মিশন নিয়ে তিনি প্যারিস ছেড়েছেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আশঙ্কা, ক্রেমলিন ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গত সপ্তাহে পশ্চিমা মিত্র, পুতিন ও ইউক্রেনের নেতার সঙ্গে ধারাবাহিক ফোনালাপ করেছেন ম্যাক্রোঁ। সোমবার পুতিনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার তিনি ইউক্রেন সফর করবেন। তার এই কূটনৈতিক মিশন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি যদি খালি হাতে ফিরেন তাহলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।

যাত্রা শুরুর আগে ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ এড়াতে একটি সমঝোতা প্রস্তুত বলে মনে করেন এবং রাশিয়া যে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তা বৈধ।

ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে নতুন ভারসাম্যের ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে তিনি পুনরায় বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে কোনও আলোচনা হতে পারে না।

ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আলোচনায় বসতে বাধ্য করেছে রাশিয়া। শনিবার মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে। একদিন পর রবিবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান বলেছেন, রাশিয়া যে কোনও দিন ইউক্রেনে আক্রমণ করতে পারে। এই সংঘাতে অসংখ্য মানুষের প্রাণহানি হতে পারে।


করোনা ভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  

শহরটির মেয়র জিম ওয়াটসন এই জরুরি অবস্থা ঘোষণা করেন এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আশঙ্কা থাকার প্রেক্ষাপটেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাকচালকেরা অটোয়ার রাস্তাঘাট অচল করে দিয়েছেন। তারা ট্রাক দিয়ে তাবু খাটিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।  

‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ শুরু হয়েছিল ট্রাকচালকদের জন্য কোভিডের টিকা বাধ্যতামূলক করা ও দেশটির সরকারের নেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে।


জিম ওয়াটসন বলেন, দিনের পর দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি ‘পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে। তাই চলমান বিক্ষোভ শহরের বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কানাডার রেডিও স্টেশন সিএফআরএ-তে জিম ওয়াটসন বলেন, বিক্ষোভকারীরা শহরের মধ্যে হর্ন ও সাইরেন বাজিয়ে, বিভিন্ন জায়গায় আতশবাজি পুড়িয়ে রীতিমত উৎসবে পরিণত করে ক্রমাগত ‘অসহিষ্ণু আচরণ’ করছেন।

তিনি বলেন, এটা পরিষ্কার যে আমরা সংখ্যায় কমে গেছি, আমরা হেরে যাচ্ছি। কিন্তু এ অবস্থা বদলাতে হবে, আমাদের শহর ফিরে পেতে হবে আমাদের।

যদিও সেজন্য পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত বলেননি মেয়র।



রোববার পুলিশ বলেছে, তারা কঠোর হবে। এর মধ্যে বিক্ষোভকারীদের যারা সাহায্য করতে আসবে তাদের গ্রেপ্তার করার মতো পদক্ষেপও নিতে পারে পুলিশ।

প্রসঙ্গত, কানাডা সীমান্তের এপারে-ওপারে চলাচল করেন প্রায় ১ লাখ ২০ হাজার ট্রাকচালক। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। কানাডার প্রাপ্তবয়স্কদের মধ্যেও টিকা নেওয়ার হার এরকমই।

তবে কানাডা সরকারের একটি সিদ্ধান্ত ট্রাকচালকদের ক্ষুব্ধ করে। ট্রাকচালকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র থেকে স্থল সীমান্ত পেরিয়ে কানাডায় ঢুকছে, তাদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়। ট্রাকচালকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।  

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, বিদেশি ট্রাকচালকরা তাদের দেশে ঢুকতে হলে করোনা ভাইরাসের টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

৭:৫২ AM


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়।

কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।  

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে শনিবার (৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে।  



মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী, এর আগেই নতুন ইসি গঠন করা হবে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের সদস্যদের মনোনীত করার পর রাষ্ট্রপতি তা চূড়ান্ত করেন। তবে, এবার নতুন আইনানুযায়ী সার্চ কমিটি গঠন করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গেল ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাসের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। ৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।  

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

আইনানুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।


দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে একদিনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা ২০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গতবছরের ১৯ সেপ্টেম্বর, সেদিন ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে নয় হাজার ৩৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন নয় হাজার ৫০৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ২১৭ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা আক্রান্তরা এই হিসাবেই আসেনি।

গত বছরের অগাস্টের পর গত সোমবার প্রথমবারের মত দেশে সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখ ছাড়ায়। ১৫ জানুয়ারি এই সংখ্যা ছিল ৩১ হাজারের ঘরে।

ওমিক্রনের বিস্তারের মধ্যে এবার মৃত্যুর সংখ্যা গতবছরের ডেল্টার প্রাদুর্ভাবের সময়ের তুলনায় কম হলেও নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার ৩৩ দশমিক ৩৭ শতাংশের নতুন রেকর্ডে পৌঁছায় গত ২৮ জানুয়ারি।

সোমবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নেমে এসেছে ২১ দশমিক ০৭ শতাংশে। মহামারীর মধ্যে সার্বিক শ‌নাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ছয় হাজার ৭২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৪ শতাংশের বেশি।

যে ৩৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ১০ জন নারী। তাদের মধ্যে ১৬ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন দুইজন।

তাদের ২৫ জনের বয়স ৬০ বছরের বেশি, চারজনের বয়স ৫১ থেকে ৬০ বছর, চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছর, একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং একজনের বয়স ছিল ১০ বছরের কম।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এ বছর ১ ফেব্রুয়ারি তা ১৮ লাখ পেরিয়ে যায়। তার আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৫৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ।



একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া অন্যদিকে আধুনিকতা, সব মিলিয়ে বৈদ্যুতিক যানের চাহিদা বেড়েই চলছে। তার বাস্তব চিত্র ধরা দিল এবারের পরিসংখ্যানে। বেশ কয়েক বছর থেকেই ইলেকট্রিক যানের প্রতি ঝুঁকছে পুরো বিশ্ব।

ইভি ভলিউমের এক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বজুড়ে বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি হয়েছে ৬.৫ মিলিয়নেরও বেশি, যা কেবল ডিসেম্বরেই এজাতীয় গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৯ লাখ ৭ হাজার ইউনিট।

২০২১ সালের জুনে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রিক গাড়ির বাজার দখল করে নেওয়ার আর খুব বেশি দিন বাকি নেই, তাহলে আপনার মনে হতে পারে, এটা একটু বেশি সাহসী ভবিষ্যদ্বাণী হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটা বোধহয় তা নয়।

আমরা আসলে মোটরিংয়ের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের চোখের সামনে ঘটতে দেখছি, যা ১৯১৩ সালে হেনরি ফোর্ডের প্রথম গাড়ি তৈরির প্রোডাকশন লাইন শুরুর পর আর ঘটেনি। যারা বিশ্বব্যাপী মোটরগাড়ি শিল্পের গতিবিধির ওপর নজর রাখেন তারাই বলছেন, সেই সময় প্রায় এসে গেছে, যখন ইলেকট্রিক গাড়ির বিক্রি দ্রুতগতিতে পেট্রল আর ডিজেলচালিত গাড়ির বিক্রি ছাড়িয়ে যাবে। অন্তত মোটরগাড়ি নির্মাতারা তাই মনে করছেন।

২০২১ সাল যেতে না যেতেই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। টেসলার মডেল ৩ গাড়িটিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। টেসলার এই বৈদ্যুতিক গাড়িটি যে বাজিমাত করবে তা আগেই বলেছিলেন প্রযুক্তি গবেষকরা।

ইভি ভলিউমের সেই বিপোর্টে বলা হয়, ২০২১ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এজাতীয় গাড়ির বিক্রি বেড়েছে। ২০২১ সালের নভেম্বরে ৭ লাখ ২০ হাজারের বেশি ইলেকট্রিক যানবাহন বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। অন্যদিকে ডিসেম্বরে বিক্রির শতকরা হার ছিল ২০২০ সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রির ৫৯ শতাংশ বেশি। ২০২০ সালে বিশ্বে ৫ লাখ ৭১ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ২০২১ সালে বিশ্বে প্রায় ৬.৫ মিলিয়ন নতুন প্যাসেঞ্জার প্লাগ-ইন ইলেকট্রিক গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১০৮ শতাংশ বেশি। ২০২০ সালে নিবন্ধিত হয়েছিল ৩.১ মিলিয়ন গাড়ি।

এমনকি ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৪.৬ মিলিয়ন ব্যাটারি ইলেকট্রিক যান বিক্রি হওয়ার ৬৯ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আবার প্লাগ-ইন হাইব্রিড গাড়ির (১.৯ মিলিয়ন) ক্ষেত্রে এই বৃদ্ধির শতকরা হার ৩১ ভাগ।

ডেলভিত্তিক বিক্রির ক্ষেত্রে ২০২১-এ বিশ্বে শীর্ষস্থানে রয়েছে টেসলা মডেল ৩, পরবর্তী দুটি জনপ্রিয় গাড়ি হলো উলিং এর হং গুয়ান মিনি ইভি এবং টেসলা মডেল ওয়াই। চীনের বাজারেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক গাড়ি। এর পরের অবস্থানে রয়েছে নরওয়ে ও ইউরোপের অন্যান্য দেশ।

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধির নেপথ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। প্রথমত আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন দেশের সরকার কঠোর নির্গমন বিধি চালু করেছে। আইসিই ইঞ্জিনচালিত গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষভাবে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


ইউক্রেনে পুরোমাত্রায় আগ্রাসনের জন্য সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে  রবিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এই কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ৫০ হাজারের বেশি বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলার কিছুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। এতে দেশ ছেড়ে পালাবে লাখো মানুষ। শরণার্থী সংকট হবে ইউরোপে। 

কর্মকর্তারা জানান, হামলায় পাঁচ থেকে ২৫ হাজার ইউক্রেন সেনা  এবং তিন থেকে ১০ হাজার রুশ সেনা মারা পড়বে। ১০ থেকে ৫০ লাখ লোক শরণার্থী হিসেবে মূলত পোল্যান্ডের দিকে ছুটবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে স্থলভাগ শক্ত হবে এতে রাশিয়া আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে।

তবে এসব কথার প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি। 

কর্মকর্তারা আরও বলেন, এসব তথ্য গোয়েন্দা পর্যালোচনার ভিত্তিতে তারা পেয়েছেন, তবে স্পর্শকাতর হওয়ায় এর বিস্তারিত তারা বলতে পারছেন না।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget