Latest Post


মরক্কোয় গত কয়েকদিন ধরে পাঁচ বছর বয়সী যে শিশুটি একটি গভীর কুয়ার ভেতরে আটকা পড়ে আছে জরুরি উদ্ধার কর্মীরা তাকে তুলে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বলা হচ্ছে এই উদ্ধার অভিযান অত্যন্ত জটিল, তবে উদ্ধার-কর্মীরা তাদের অভিযানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু একই সঙ্গে ভূমিধ্বসের আশঙ্কায় শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা আরো বেশি বিপদজনক হয়ে উঠেছে।

উত্তর আফ্রিকার এই দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শিশুটির নাম রায়ান। তার পিতা চারদিন আগে যখন কুয়াটি মেরামতের কাজ করছিলেন তখন সে হঠাৎ করে ৩০ মিটার (১০৪ ফুট) গভীরে পড়ে যায়।

মরক্কোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা মরক্কোও প্রতিবেশি আলজেরিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

সমবেত লোকজন হর্ষ-ধ্বনি দিয়ে উদ্ধারকারীদের উৎসাহ যোগাচ্ছেন। এবং মরক্কোর সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়াতে এই খবরটি নিয়েই আলোচনা হচ্ছে। রায়ানকে উদ্ধার করে কূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে- এরকম একটি দৃশ্য দেখতে সারা দেশ যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।

রায়ানকে উদ্ধারের এই চেষ্টা গোটা আরব বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।

যেভাবে চলছে উদ্ধারকাজ

কুয়াটি বেশি প্রশস্ত না হওয়ার কারণে এখন সেখানে বড় আকারের গর্ত তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বুলডোজার দিয়ে এই গর্ত করা হচ্ছে কুয়ার সমান্তরালে। কিন্তু সেখানকার মাটিতে পাথর ও বালি থাকার কারণে জায়গাটি ধসে পড়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

উদ্ধার-কর্মীরা বলছেন, তারা বালকটির প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। গত মঙ্গলবার থেকে বালক রায়ানকে উদ্ধারের চেষ্টা চলছে।

তারা আশা করছেন গর্তটি যখন কুয়ার গভীরতার সমান পর্যায়ে গিয়ে পৌঁছাবে তখন আড়াআড়ি সুড়ঙ্গ তৈরি করে বালকটিকে বের করে আনা সম্ভব হবে।

একজন উদ্ধারকারী আবদেসালাম মাকোদি শুক্রবার দুপুরে বলেন, "আমরা গত তিনদিন ধরে একটানা কাজ করছি। ফলে লোকজন ক্লান্ত হয়ে পড়তে শুরু করেছে। কিন্তু তারপরেও পুরো টিম ধৈর্য ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

শিশুটির কাছে পৌঁছাতে পারছে না কেন

বালক রায়ানকে উদ্ধারের কাজে সহযোগিতা করছেন স্থানীয় একজন বিশেষজ্ঞ মোহামেদ ইয়ানি কোয়াহাবি, তিনি বলেছেন কুয়াটি সরু হওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তিনি জানান স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী ও উদ্ধার-কর্মীরা বার বার কুয়ার নিচে নামার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

"সমস্যা হলো কুয়াটি খুব সরু। এর ব্যাস মাত্র ২৫ সেমি (৯.৮ ইঞ্চি)। কুয়ার ২৮ মিটার গভীরে গিয়ে এটি আরো বেশি সরু হয়ে গেছে। ফলে আমরা তার কাছে পৌঁছাতে পারছি না," বলেন তিনি।

উদ্ধারকারী দলের একজন বলেন, "আমরা যতোই তার কাছে যাচ্ছি, কুয়াটি ততোই সরু হয়ে যাচ্ছে। সেখান দিয়ে আরো নিচে নামা কঠিন। একারণে আমরা একটা গর্ত করে ভেতরে নামার চেষ্টা করছি।"

তবে কর্তৃপক্ষের ভয় হচ্ছে এর ফলে দুর্ঘটনাক্রমে ভূমিধ্বসের মতো ঘটনা ঘটলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে।

কেমন আছে রায়ান

রায়ানের পিতা, দুর্ঘটনার সময় যিনি সেখানে কাজ করছিলেন, বলেন এর পর থেকে তিনি এক পলকও ঘুমাতে পারেন নি এবং রায়ানের মা খুব ভেঙে পড়েছেন।

"ওই মুহূর্তে আমি তার ওপর থেকে চোখ সরিয়ে নিয়েছিলাম, আর তখনই সে কুয়ার ভেতরে পড়ে গেল। এর পর থেকে আমি ঘুমাইনি," স্থানীয় একটি সংবাদ মাধ্যমে একথা বলেছেন রায়ানের পিতা।

মরক্কোর মিডিয়ার সঙ্গে কথা বলার সময় কাঁদছিলেন রায়ানের মা। তিনি বলেন, "পুরো পরিবারটিই তাকে খুঁজতে গিয়েছিল। তখন আমরা বুঝতে পারি যে সে আসলে কুয়ার ভেতরে পড়ে গেছে। তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি এখনও আশা ছাড়িনি।"

বৃহস্পতিবার কুয়ার ভেতরে একটি ক্যামেরা ফেলা হয়েছিল। তার ফুটেজে দেখা যাচ্ছে শিশুটির এখনও জ্ঞান আছে। যদিও তার মাথায় সামান্য আঘাতের কিছু চিহ্ন রয়েছে।

শিশুটির যাতে শ্বাস নিতে কষ্ট না হয় সেজন্য উদ্ধার-কর্মীরা কুয়ার ভেতরে অক্সিজেনের মাস্ক ফেলেছেন। ভেতরে খাবার এবং পানিও দেওয়া হয়েছে।

কুয়াটির কাছে চিকিৎসকদের একটি দলও অবস্থান করছে। যে কোনো সময়ে রায়ানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে তারা প্রস্তুত।

তাকে কুয়ার ভেতর থেকে তুলে আনার পর দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সেখানে একটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে।


নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সাংবিধানিক সংস্থাগুলোর প্রধানদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক হিসেবে থাকছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

শনিবার রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান গঠিত সার্চ কমিটির সভাপতি থাকছেন। তিনি আগের সার্চ কমিটির সদস্য ছিলেন।

সার্চ কমিটিতে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে থাকছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।

মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন এই সার্চ কমিটিতে থাকছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবারই এই সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা মন্ত্রিপরিষদ বিভাগই দেবে।

প্রজ্ঞাপনের পর সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, শিগগিরই বৈঠক করবেন তারা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলবো। শর্টেস্ট পিরিয়ডের মধ্যে আমরা বসব। চেষ্টা করব কালকের মধ্যে বসে কমিটির সবাই কথা বলতে।”

নির্ধারিত সময়ের মধ্যে সার্চ কমিটি কাজ শেষ করবে বলে জানান তিনি।

গঠিত এই সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য কমিশনারদের নাম প্রস্তাব করবে। সেই নাম থেকে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর সেই ইসির পরিচালনায় পরবর্তী সাধারণ নির্বাচন হবে।

সদ্য পাস হওয়া আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন।

কিন্তু কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে। ফলে সেই সময়ের মধ্যে রাষ্ট্রপতি যদি নতুন নির্বাচন কমিশন গঠন করতে চান, তাহলে হাতে সময় ১০ দিনও নেই।

অবশ্য বিগত সময়ে সার্চ কমিটিতে এক সপ্তাহেই কাজ শেষ করতে দেখা গিয়েছিল।

সংবিধানের বিধান অনুযায়ী ইসি গঠনে আইন প্রণয়নের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। আইন না থাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় থেকে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন শুরু হয়, যা অনুসরণ করেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এবার সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের মধ্যেই গত মাসে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি, যা গত ২৭ জানুয়ারি সংসদে পাস হয়। সংসদের ভেতরে ও বাইরে আইনটি নিয়ে চলে অনেক আলোচনা-সমালোচনা।

কী হবে সার্চ কমিটির কাজ

সার্চ কমিটির কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, এ কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে।

আইনে বেধে দেওয়া যোগ্যতা, অযোগ্যতা অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

এ অনুসন্ধান কমিটি সিইসি ও কমিশনারদের প্রতি পদের জন্য দুই জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। কমিটির গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে।

সার্চ কমিটি সিইসি এবং নির্বাচন কমিশনার পদে যোগ্যদের অনুসন্ধানের জন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে।



ইসিতে নিয়োগে যোগ্যতা কী

সিইসি ও নির্বাচন কমিশনার পদে কাউকে সুপারিশের ক্ষেত্রে তিনটি যোগ্যতা থাকতে হবে

>> তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

>> ন্যূনতম ৫০ বছর বয়স হতে হবে।

>> কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় পদে তার অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিইসি ও কমিশনারদের অযোগ্যতা

সিইসি ও কমিশনার পদের জন্য ছয়টি অযোগ্যতার কথা বলা হয়েছে।

>> আদালত অপ্রকৃতিস্থ ঘোষণা করলে।

>> দেউলিয়া হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেলে।

>> কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে।

>> নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হলে।

>> ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট-১৯৭৩ বা বাংলাদেশ কোলাবরেটরস (স্পেশাল ট্রাইব্যুনালস) অর্ডার-১৯৭২ এর অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে।

>> আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করছে না, এমন পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে।

৫:১৪ AM


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা কাটছেই না৷ আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে আগেই জানা গেছে, জায়েদ খান আজ এফডিসিতে উপস্থিত থাকবেন না।

এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে জায়েদ খানের বিপক্ষে বিক্ষোভ মিছিল।

মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা আজ বিকেল ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে আল্পনা এঁকে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করছেন। এসময় ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ দাবিতে স্লোগান দেন তারা।

এ বিষয়ে নৃত্যশিল্পী রতন বলেন, ‘আমাদের সাথে অন্যায় করেছে জায়েদ। ২০ বছর ধরে এফডিসিতে আছি। প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই। ওকে আমি অভিশাপ দিচ্ছি।’

এদিকে মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায় শিল্পী সমিতির কার্যালয় তালা মারা। দুজন পিয়নের কাউকে পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোনও বন্ধ। এ প্রসঙ্গে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমে বলেন, ‘আজ সরস্বতী পূজা। এমনিতেই সমিতি বন্ধ। আজ পিয়নদের ছুটি। তাই হয়তো তাদের পাওয়া যাচ্ছে না।’



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

করোনায় নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। এছাড়া ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

এছাড়া একই সময়ে সারাদেশে ৩৪ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হলো। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছরের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমলেও গত বছরের এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত করোনার ডেল্টা ধরন ব্যাপক আকার ধারণ করে। বছরের শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা শিথিল থাকলেও এ বছরের শুরু থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার বিস্তার আবারও বাড়তে শুরু করে।


মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিং এবং অধিনায়ক ইমরুল কায়েস ও লিটন দাসের ব্যাটিং ঝড়ে বিশাল জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা। দলের হয়ে ফিজ ৫ উইকেট শিকার করেন। আর ইমরুল খেলেন ৮১ রানের ঝলমলে ইনিংস। 

দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চ্যাডউইক ওয়ালটনকে হারায় চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করে সেই ধাক্কা সামলে ওঠেন আফিফ হোসেন ও উইল জ্যাকস। ২৭ রান করে তানভীর ইসলামের বলে বোল্ড হন আফিফ। 

তবে থেকে যান জ্যাকস। শামীম হোসেনকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তিনি। তবে তাকে যথার্থ সঙ্গ দিতে পারেননি শামীম। ২৬ রান করে বিদায় নেন তিনি।

ম্যাচে নিজের প্রথম ওভার ভালো করতে পারেননি মোস্তাফিজ। সেই ওভারে ১৪ রান খরচ করেন তিনি। তবে পরের ওভারেই শামীম ও জ্যাকসকে তুলে নেন কাটার মাস্টার। নিজের তৃতীয় ওভারে নাঈম ইসলাম ও বেনি হাওয়েলকে শিকার করেন ফিজ। 

চট্টগ্রামের হয়ে ইনফর্ম জ্যাকস করেন ৩৭ বলে ৫৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছক্কায়। জ্যাকস সাজঘরে ফেরার পর আর লড়াই করতে পারেনি চট্টগ্রাম। নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজকে প্যাভিলিয়নে পাঠিয়ে বিপিএলে প্রথমবার ৫ উইকেট নেন মোস্তাফিজ। বিপিএলে ১৫তম বোলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয়বার ৫ উইকেট ঝুলিতে ভরার কীর্তি।

বৃষ্টির কারণে খেলা নেমে আসে ১৮ ওভারে। শেষ পর্যন্ত সবকটি ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। বৃষ্টি আইনে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেন কুমিল্লার দুই উদ্বোধনী ব্যাটার ইমরুল ও লিটন। নির্বিঘ্নে রান তোলেন তারা। তাদের জুটিতে আসে ১৩৮ রান। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন লিটন। 

আর ইমরুল অপরাজিত থাকেন ৬২ বলে ৮১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে। তার ইনিংসটি সাজানো ৬ চার ও ৫ ছক্কায়। পরে ব্যাট করতে নামা ফ্যাফ ডু প্লেসি কোনো রান করতে পারেননি।


দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া। 

শুক্রবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সিরিজটির ব্যপারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। এর আগে তারা অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থাকবেন। পাকিস্তানে এসে একদিন হোটেলে থাকার পরই অনুশীলনে নেমে পড়বেন তারা। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা আসবেন ২৪ মার্চ। তারাও অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থেকে এরপর  পাকিস্তানে আসবেন। 

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পাকিস্তানে আসবেন চার্টাড বিমানে চড়ে।

এ সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।  



৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই।  ১২ মার্চ  করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। 

এরপর ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। 

৫ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে দুই দলের লড়াই। 

এদিকে পাকিস্তানে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় আসতে চান না বলে জানা গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের প্রত্যাশা শক্তিশালী দল নিয়েই আসবে অজিরা।


নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজে ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।  

রঙ্গিন পোশাকে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর সিলেটে গিয়ে তারা এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে অতিথিরা এবং ঢাকা থেকে টাইগাররা চলে যাবে চট্টগ্রামে।

২৩ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটির সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।  

২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষে দুই দল ফিরে আসবে ঢাকায়। ২ এবং ৫ মার্চ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। এই সিরিজে ডিআরএস থাকছে। তবে দর্শক রাখা হবে কিনা- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ ২০১৯ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান। সেই যাত্রায় খেলা একমাত্র টেস্টে তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এর আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানরা। 

যুদ্ধবিধ্বস্ত দেশটি স্পিন আক্রমণে সমৃদ্ধ। তাদের অন্যতম সেরা স্পিনার মুজিব উর রহমান বিপিএলে খেলছেন। বাংলাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে লড়াইটা স্পিনারদের মাঝেই হবে বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি- চট্টগ্রাম

দ্বিতীয় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি- চট্টগ্রাম

তৃতীয় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি- চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি- ৩ মার্চ - ঢাকা

দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ মার্চ- ঢাকা


ক্যারিয়ারের শেষ পিএসএল খেলতে নেমেছেন শহিদ আফ্রিদি। স্বাভাবিকবাবেই তিনি এবং তার ভক্তরা চাইবেন দারুণ পারফর্মেন্সের মাধ্যমেই আসর শেষ করা। সেই সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি; তবে গতকাল পিএসএলে বেদম মার খেয়ে লজ্জার রেকর্ড গড়ে ফেললেন ৪১ বছর বয়সী পাকিস্তানের সাবেক অধিনায়ক। পিএসএলের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন তার।

গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আফ্রিদির দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটিতে আফ্রিদিরা হেরেছে ৪৩ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২৯ রান তোলে ইসলামাবাদ। এর মধ্যে আফ্রিদি একাই দিয়েছেন ৪ ওভারে ৬৭ রান! যা পিএসএলের ইতিহাসে এক ইনিংসে এটাই সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। এতদিন এই 'রেকর্ড' ছিল পাকিস্তানের হয়ে ১টি করে টেস্ট ও ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার জাফর গহরের। তিনি দিয়েছিলেন ৬৫ রান।

এখানেই শেষ নয়, আফ্রিদির মন খারাপের আরও কারণ আছে। পুরো ক্যারিয়ারে ছক্কা মারার জন্য খ্যাত আফ্রিদি গতকাল নিজেই ৮টি ছক্কা হজম করেছেন! এর মাঝে ৫টি ছক্কাই মেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান।  বিপুল রান দিলেও আফ্রিদি অবশ্য একটা উইকেটও পেয়েছেন। পরে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি আফ্রিদি। একসময়ের এই হার্ডহিটার  ৮ বলে ৪ রান করে আউট হন।

৫:০০ AM


২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিনের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা।

প্রতারণার সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক থাকতে পারে এই আশংকায় বলিউডের শ্রীলংকান অভিনেত্রী কয়েক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ভারতীয় গোয়েন্দাদের।

অন্তরঙ্গ মুহূর্তে সুকেশ-জ্যাকলিন 

এরপর সুকেশের সঙ্গে জ্যাকলিনের কয়েটি অন্তরঙ্গ ছবি ফাঁস হওয়ার পর আরো সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এছাড়া জেরায় বেরিয়ে আসে সুকেশের কাছ থেকে বহু মূল্যবান উপহার পাওয়ার খবরও।

এতো বিতর্কের পর এই প্রথম জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুকেশ। 


জ্যাকলিন ফার্নান্দেজ

নিজেকে দোষী হিসেবে তুলে ধরে সংবাদমাধ্যমে লেখা এক চিঠিতে সুকেশ বলেন, ‘জ্যাকলিন একেবারেই নির্দোষ। ওসব দামি উপহার ভালবাসার প্রতীক! আমার আর জ্যাকলিনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আমার খুব খারাপ লেগেছে। 

এটা মোটেই উচিত হয়নি। আগেই জানিয়েছিলাম আমি আর জ্যাকলিন সম্পর্কে রয়েছি। তবুও জ্যাকলিনকে নিয়ে নানা কুমন্তব্য করা হচ্ছে। জ্যাকলিন টাকার জন্য আমাকে ভালবাসেনি। আর আমার দেওয়া সব উপহার আমাদের ভালবাসার প্রতীক। তাই জ্যাকলিনকে এসব থেকে দূরে রাখা হোক। জ্যাকলিন একেবারেই নির্দোষ। ’

বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী জ্যাকলিন

অন্যদিকে, সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানুয়ারি মাসের প্রথম দিকে জ্যাকলিন বলেন,  ‘বর্তমানে আমার জীবন সোজা পথে চলছে না। তবে আমি নিশ্চিত আমার বন্ধু এবং অনুরাগীরা আমার পাশে রয়েছেন। সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনও ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাব।

জ্যাকলিন ফার্নান্দেজ

এদিকে নতুন খবর, '৩৬৫' তারকা মিচেল মোরোনের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে জ্যাকলিনকে। ‌'মুড় মুড় কে' শিরোনামের গানটি গেয়েছেন টনি ও নেহা কাক্কর। গানটির টিজার প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি।  

মিচেল মোরোনের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে জ্যাকলিনকে

এছাড়া ‌'থালাইবি' পরিচালক এএল বিজয়ের নাম ঠিক না হওয়া হরর থ্রিলারে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকলিন। মার্চে ছবির শুটিং হবে লন্ডনে। 


শৈত্যপ্রবাহ কেটে যেতে শুরু করলেও মধ্য মাঘে লাগাতার বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ।

বিভাগীয় শহর রাজশাহীতে শুক্রবার ভোর থেকেই চলছে লাগাতার বৃষ্টি। ছুটির দিনেও কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন দুর্ভোগে। 

শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। 

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানান, ভোর সাড়ে চারটায় বৃষ্টি শুরু হয়। তখন ১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল  ৭ টা ২০ মিনিট থেকে আবার শুরু হয়।  সকাল ৯টা পর্যন্ত মোট ১০.৮ মিলিমিটার এবং ১১ টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, ‘সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।  আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও কমবে। তখন শীত বাড়বে।’

উত্তরের জেলা পঞ্চগড়েও বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘শৈত্যপ্রবাহ কেটে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।  জেলা শহরসহ বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি আর হিম শীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে ‘

বৃষ্টির কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। কাজে যোগ দিতে পারেননি খেটে খাওয়া মানুষ। বিশেষ করে কৃষি শ্রমিক আর রিকশা- ভ্যানচালকদের দুর্ভোগ বেশি দেখা গেছে। শহরের সড়ক, মহাসড়কেও মানুষের চলাচল কমে গেছে।


অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, ১ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এবারের বইমেলা আয়োজনের প্রস্তাব করে বাংলা একাডেমি। তারপর ওই দিন বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এই প্রস্তাব গৃহীত হয় বলে জানিয়ে ছিলেন বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।




প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে থাকে। তবে গত বছর করোনার প্রকোপের কারণে প্রায় দেড় মাস পর শুরু হওয়া এই মেলা কঠোর বিধিনিষেধের কারণে তেমন জমেনি। এবার যথাসময়ে বইমেলা শুরু হবে বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে গত প্রায় দুই মাস ধরে করোনার প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান।


ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। মিথ্যা অভিযোগ এনে যে কোনো সময় পুতিন সরকার ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।  

বৃহস্পতিবার এ তথ্য জানায় পেন্টাগন। তেমন হলে প্রতিবেশী রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানোর শক্ত অজুহাত পাবে মস্কো এমনটি দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের। খরব ডেইলি আল সাবাহ।

যুক্তরাষ্ট্রের এক বিবৃতির বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, অভিযোগ প্রতিষ্ঠার জন্য ভুয়া সেনা ও সামরিক সরঞ্জামের মাধ্যমে প্রপাগান্ডামূলক ভিডিও বানানোর পরিকল্পনা করছে রাশিয়া। তবে এ অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে পুতিন প্রশাসন।

গত কয়েক দিন ধরেই পূর্ব-ইউরোপে বাড়ানো হচ্ছে সেনা তৎপরতা। ন্যাটোবহরে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত বছরের ডিসেম্বর থেকেই সীমান্তে এক লাখ সেনাকে সীমান্তে রেখেছে রাশিয়া এমন অভিযোগ ইউক্রেনের।

এ বিষয় পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া আগ্রাসন নিয়ে বরাবরই মিথ্যা ও লুকোচুরি করে, সেটি নতুন কিছু নয়। ইউক্রেন তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে এমন তথ্যকে রং চড়িয়ে উপস্থাপন করছে মস্কো। 

তিনি আরও বলেন, নিজ ভূখণ্ড ও সেনাদের ওপর হামলা হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত, এমনটি দেখাতে ভুয়া ভিডিও বানাতে পারে রুশ সরকার। তাতে ব্যবহার করবে পশ্চিমাদের দেওয়া সামরিক সরঞ্জাম। একই সঙ্গে ছড়াতে পারে প্রপাগান্ডা।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী।

তাদের মধ্যে ১৭ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ৩ জন সিলেটের, ২ জন রাজশাহীর, ২ জন খুলনার ও ১ জন বরিশালের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জনের। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।


আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা। বইমেলা আয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে এই ১৪ দিনের।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।


তিনি জানান, অমর একুশে বইমেলার সময় বাড়ছে না। মেলা উদ্বোধন হবে ১৫ ফেব্রুয়ারি। বরাবরের মতো এবারও ওই দিন সকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে।


সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে।


অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

এরপর গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বৈঠকে অমর একু‌শে বইমেলা ১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ পর্যন্ত আ‌য়োজনের প্রস্তাব গ্রহণ ক‌রা হয়। এই প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে।


তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ইউক্রেন সঙ্কট সমাধানে মধ্যস্থের ভূমিকা পালনে আগ্রহ প্রকাশ করেছেন। 

তিনি বলছেন তুরস্ক, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব তুরস্ক সমর্থন করে।


এর আগে মি. এরদোয়ান একথাও বলেছেন যে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সাথে নেয়া উচিত।


মি. এরদোয়ান আজ বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির যেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন।



তবে এই সফরের সময় ইউক্রেনে তুর্কি ড্রোন তৈরির একটি চুক্তিও স্বাক্ষরিত হবে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানাচ্ছেন।


তুরস্কের সাথে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই ভাল সম্পর্ক রয়েছে। যদিও তুরস্ক গত বছর ইউক্রেনকে ড্রোন বিক্রির সিদ্ধান্ত নেয়ায় রাশিয়া ক্ষুব্ধ হয়েছে।


ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিপুল সৈন্য সমাবেশ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা নিরসনে বিশ্ব নেতাদের উদ্যোগে যোগ হয়েছে মি. এরদোয়ানের আজকের সফর।


আমেরিকা ইউরোপে নেটো জোটের দেশগুলোকে সহযোগিতা করতে তিন হাজার সৈন্য মোতায়েনের যে ঘোষণা বুধবার দিয়েছে, রাশিয়া তার নিন্দা করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা "ধ্বংসাত্মক" পদক্ষেপ। এটা সামরিক উত্তেজনা আরও বাড়াবে এবং রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছনর পথ সংকুচিত করবে।

তুরস্ক কী ভূমিকা পালন করতে চাইছে:

মি. এরদোয়ান নেটো নেতাদের থেকে ভিন্ন কূটনৈতিক পথ নিতে চাইছেন এবং তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন মি এরদোয়ান এই সঙ্কটে কোন এক পক্ষের হয়ে কাজ করবেন না।


কিয়েভের উদ্দেশ্যে রওনা হবার আগে আঙ্কারায় মি. এরদোয়ান বলেছেন, তুরস্ক ওই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করবে এবং তিনি আশা করছেন তিনি একজন মধ্যস্থের ভূমিকা পালন করতে পারবেন।



"ইউক্রেন যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং এলাকায় যে উত্তেজনা তৈরি হয়েছে আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সব প্ল্যাটফর্মেই বলেছি, আমাদের কৌশলগত পার্টনার এবং প্রতিবেশি দেশ ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বকে আমরা সমর্থন করি," মি. এরদোয়ান বলেন।


তিনি দু পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন সংলাপের মাধ্যমে, শান্তিপূর্ণ উপায়ে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই দ্বন্দ্বের নিষ্পত্তি হওয়া উচিত।


"আমি আবার জোর দিয়ে বলছি, এলাকায় শান্তি ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে তুরস্ক তার ভূমিকা পালনে প্রস্তুত," তিনি বলেন।


বিবিসি মনিটরিং জানাচ্ছে মি. এরদোয়ানের এই বক্তব্য বেসরকারি টিভি সংবাদ চ্যানেল এনটিভিসহ তুরস্কের বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারতি হয়েছে।


মি. এরদোয়ান আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন চীন সফর শেষ করে তুরস্কে যাবেন বলে কথা রয়েছে।


"এই দুটি সফর শেষ হবার আগে এবং তাদের সাথে কথাবার্তা হওয়ার আগে (ইউক্রেন এবং রাশিয়ার সাথে) এনিয়ে (আঙ্কারা এ বিষয়ে কী করবে) আঁচ অনুমান করা ঠিক হবে না," মি.এরদোয়ান বলেন।


তুরস্কের জন্য 'কঠিন চ্যালেঞ্জ':

লন্ডনের দ্য গার্ডিয়ান সংবাদপত্র বলছে তুরস্কের রুশ এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে দেশটিকে নেটোর সদস্যপদ নিয়ে প্রায়শই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ফলে একদিকে ইউক্রেনের প্রতি জোরালো কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখা এবং অন্যদিকে রাশিয়ার সাথে জটিল দীর্ঘমেয়াদী সম্পর্ক অক্ষত রাখা এ দুয়ের মধ্যে কঠিন ভারসাম্য বজায় রাখার বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তুরস্ককে।

অন্যদিকে, রাশিয়া এখন মি. এরদোয়ানের প্রস্তাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।


দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্র চাইছে মি. পুতিনের সাথে আলাদাভাবে আলোচনাকারীর সংখ্যা যতটা সম্ভব কম হোক। রুশ নেতাও আপাতদৃষ্টিতে চাইছেন হোয়াইট হাউসের সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কটের সমাধান করতে। তৃতীয় পক্ষের মাধ্যমে এগোনর ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোন আগ্রহ দেখাননি।


তাই মি. এরদোয়ানের মধ্যস্থতার প্রস্তাব কোনদিকে মোড় নেয় সেটা এখনও স্পষ্ট নয়।


কী বলছে তুরস্কের সংবাদমাধ্যম:

বিবিসি মনিটরিং জানাচ্ছে তুরস্কের বিভিন্ন পত্রপত্রিকায় রেজেপ তাইয়িপ এরদোয়ানের ইউক্রেন সফর ব্যাপক গুরুত্ব পেয়েছে।


মি. এরদোয়ানের ইউক্রেন সফরের একদিন আগে এই সঙ্কট নিয়ে আলোচনায় অচলাবস্থার পরিপ্রেক্ষিতে আমেরিকা জানিয়েছে নর্থ ক্যারোলাইনা থেকে দু হাজার আমেরিকান সৈন্য পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া আরও এক হাজার সৈন্য যারা ইতোমধ্যেই জার্মানিতে মোতায়েন রয়েছে, তাদের জার্মানি থেকে রুমানিয়ায় পাঠানো হবে।



রাশিয়া এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছে এটা অবিবেচক ও অযৌক্তিক পদক্ষেপ।


রয়টার্স বার্তা সংস্থা জানাচ্ছে তুরস্কের মধ্যস্থতাকারী হিসাবে আলোচনা চালানোর প্রস্তাবে সাড়া দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেন সঙ্কট নিয়ে শান্তি আলোচনা ইস্তানবুল বা তুরস্কের অন্য কোন শহরে হলে ইউক্রেনের কোন আপত্তি নেই। কিন্তু রাশিয়াকে এ ব্যাপারে রাজি হতে হবে।


সংঘাত এড়ানো নিয়ে এ পর্যন্ত আলোচনা হয়েছে মূলত বেলারুসের রাজধানী মিনস্কে। কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা সাম্প্রতিক কয়েক মাসে বাড়ার পটভূমিতে রাশিয়ার সঙ্গে বেলারুসের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।


সরকারপন্থী হেবারটার্ক এবং সিএনএন টার্ক সংবাদ চ্যানেল রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক বলে জানাচ্ছে।


সরকারপন্থী সংবাদপত্র ইয়েনি সাফাক জানিয়েছে "ডনবাসের ক্রামাটোরস্ক-এর বাসিন্দারা রুশ-ইউক্রেন সঙ্কট সমাধানে তুরস্কের সম্ভাব্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাবে সন্তুষ্ট"।


এই পত্রিকা রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধৃত করে আরও লিখেছে "আমেরিকা রাশিয়াকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে আগ্রহী" এবং "ইউক্রেন শুধুমাত্র এর একটা হাতিয়ার"।

সরকারি আরেকটি পত্রিকা মিলিয়েত শিরোনাম করেছে "আমেরিকা সঙ্কটে চুলকানি দিচ্ছে!"


পত্রিকাটি একজন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হাসান কোনির উদ্ধৃতি দিয়েছে, যিনি বলেছেন "আমেরিকা বোঝাতে চাইছে যে এই সঙ্কট একটা উত্তপ্ত সংঘাতে রূপ নিতে যাচ্ছে এবং সে কারণে নেটোকে আরও সুসংহত করা প্রয়োজন এবং এর মাধ্যমে আমেরিকা ইউরোপ ও ইউরেশিয়া অঞ্চলে তাদের উপস্থিতি শক্ত করতে চাইছে।"


সুত্রঃ বিবিসি নিউজ

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget