Latest Post

 


নাটোরে ৩ মাদক কারবারি গ্রেফতার

নাটোরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকালে সদর থানার হরিশপুর বাইপাস মহাসড়কে এবং সন্ধ্যায় ডোমরাই এলাকায় এ অভিযান চালানো হয়। 

সিপিসি-২ র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান। 

গ্রেফতাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মো. দুখু মিয়ার ছেলে মোস্তফা কামাল মিন্টু (৪০), একই এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে মো. ছোটন (৩০) ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজার এলাকার মো. দুখু মণ্ডলের ছেলে মো. রবিউল ইসলাম সেন্টু (৩৫) ওরফে সেন্টু মণ্ডল।
পুলিশ সুপার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিশপুর বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি এবং ডোমরাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, ৬ হাজার ৪০০ পঞ্চাশ টাকা জব্দ করা হয়। 

তিনি বলেন, ‘গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বেচাকেনা করে আসছিলেন। এ ঘটনায় নাটোর সদর ও বাগাতিপাড়া থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে।’

আরো পড়ুন:


 


লালপুরে বাস-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে চারটায় লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬২), তাঁর ছেলে সোহাগ ইসলাম (৩৫) ও নাতি মো. ইভান (৫)। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়ক ধরে জিএম পরিবহনের একটি বাস নাটোর থেকে লালপুরে যাচ্ছিল। বিকেল পৌনে চারটার দিকে বাসটি ডেবরপাড়া পশু হাসপাতালের সামনে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। তবে বাসটি পুলিশ জব্দ করেছে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারীর পরিচয় শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন:


 


‘রাশিয়া-ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাধাতে চায় ইউক্রেন’

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রাশিয়াকে দায়ী করে ওয়ারশ ও কিয়েভ যে বিবৃতি দিয়েছে সেটি সরাসরি রাশিয়া-ন্যাটোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটানোর পায়তারা। এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিযুক্ত জাতিসংঘের দূত ভ্যাসিলি নেবেনজিয়া।

বুধবার পোল্যান্ড ও ইউক্রেনের বিবৃতির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যাসিলি নেবেনজিয়া এ কথা বলেন।

তিনি বলেন, যদি জলবায়ু সম্মেলন না হতো, তবে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাধানোর জন্য ইউক্রেন এবং পোল্যান্ডের অপচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডাকা হতো। এ দুদেশের নেতৃত্বের দ্বারা দেওয়া সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন বিবৃতি বলা যায়। 

নেবেনজিয়া বলেন, পোল্যান্ডে বিস্ফোরণের পর পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। এ বিবৃতি এমন একজন ব্যক্তি করেছেন যে, এ তথ্য জানাতে ব্যর্থ হতে পারে না যে এটি একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ছোড়া ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ছিল। 

নেবেনজিয়া বলেন, এর মানে এটি শুধু ইচ্ছাকৃত বিভ্রান্তি নয়; বরং ইউক্রেনে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া ন্যাটোকে আমাদের দেশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ানোর জন্য একটি ঠাণ্ডা মাথার প্রচেষ্টা ছিল।

তিনি আরও বলেন, পোল্যান্ডের সরকার খুব বেশি আলাদা ছিল না। কারণ তারা শুরু থেকেই পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল যে, তারা রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতেই রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং তাকে একটি দৃঢ় প্রতিবাদ জানায়।

রাষ্ট্রদূত বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রথম ছবি, যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছে যে, এটি একটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যা পোল্যান্ডে পড়েছিল।

সূত্র: তাস নিউজ।

আরো পড়ুন:


 


কাতার বিশ্বকাপেই কি 'হেক্সা' অর্জন করতে যাচ্ছে ব্রাজিল ?

‘নেইমার পারেন চেষ্টা করলেই’, গেল দুই বিশ্বকাপ ধরে হৃদয় ভাঙ্গার পর নেইমারকে নিয়ে ব্রাজিলের সমর্থকদের মুখে এই একটা বাক্য অনেকবার শোনা গেছে।

কিন্তু নেইমার পারছেন না আসলে, ২০১৫-১৬ মৌসুমের পরে নেইমারকে ক্লাব ফুটবলেও সেরাদের কাতারে পারফর্ম করতে দেখা যায়নি তেমন।

তিনি ছিলেন 'ব্যালন ডি অর' প্রত্যাশীদের একজন। কিন্তু বারবারই হতাশ হয়েছেন।

ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দলের ১০ নম্বর জার্সি যার গায়ে থাকে তার প্রতি প্রত্যাশার ভারটাও একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক।

কিন্তু গত দুই বিশ্বকাপে নেইমার এই প্রত্যাশার সাথে প্রাপ্তির মিলন ঘটাতে পারেননি।

নানা ধরনের বিতর্কে জড়ানো নেইমারের ক্যারিয়ারের নিয়মিত ঘটনা। তার সাথে যুক্ত হয়েছে মাঠে বড় মঞ্চে পারফর্ম না করতে পারা।

বাছাইপর্বে ১৬টি গোল করেছেন বটে কিন্তু দলটার নাম যখন ব্রাজিল তখন বাছাইপর্বের পারফরম্যান্স খুব কম সমর্থকই মনে রাখবেন, যদি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারেন।

মেসি-রোনালদোর সাথে নেইমারের নাম উচ্চারিত হয়, কিন্তু প্রতিদান তিনি দিয়েছেন কমই।কোচ তিতের অধীনে ব্রাজিল গত ২৯ ম্যাচে হারেনি, শেষ ১৭ ম্যাচের ১৩টিতে কোন গোলও হজম করেনি।একই সাথে এই ২৯ ম্যাচে ব্রাজিল গড়ে আড়াইটি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।

তবুও বিশ্বকাপের আগে দল নিয়ে এবং যথাযথ পজিশনে যথাযথ ফুটবলার খেলানো নিয়ে কিছু দুশ্চিন্তার জায়গা আছে ব্রাজিলের।

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলে জনপ্রিয় হওয়ার আগে ফুটবল সমর্থকরা রোনালদো বলতে একজনকেই চিনতো, তিনি ব্রাজিলের নয় নম্বর জার্সি পড়তেন।

বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারদের একজন রোনালদো নাজারিও, যিনি অলস ভঙ্গিমায় গোল করতে পটু ছিলেন, তারই প্রত্যক্ষ অবদানে ব্রাজিল নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছিল ২০ বছর আগে।

রোনালদো অবসরে গেছেন ১১ বছর হয়ে গেছে।

এরপর আর ব্রাজিল নিখুঁত নাম্বার নাইন আবিষ্কার করতে পারেনি। ২০১৮ বিশ্বকাপে গ্যাব্রিয়েল হেসুস পাঁচ ম্যাচেই মাঠে নেমেছিলেন কিন্তু কোনও গোল করতে পারেননি।

তিনি আর্সেনালের হয়ে এবারে ভালো ফর্মে আছেন।

অন্যদিকে টটেন্যাম হটস্পারের স্ট্রাইকার রিশার্লিসনের দিকেও নজর থাকবে।

২৪ ম্যাচ খেলে ব্রাজিলের হয়ে ১৭ গোল করেছেন তিনি।

তাই তিতেকে ভাবতে হবে, ক্যাসেমিরো, পাকোয়েতা, নেইমারদের বানানো বল কে সবচেয়ে আত্মবিশ্বাসের সাথে জালে ফেলতে পারবেন?

ফিফা বিশ্বকাপে ব্রাজিল এখনও পর্যন্ত সবার ওপরে আছে পাঁচটি বিশ্বকাপ নিয়ে, ২০ বছর আগে শেষ বিশ্বকাপ জিতলেও এখনও প্রতি বিশ্বকাপের আগেই ব্রাজিলকে ধরা হয় ফেভারিট দল।

এটা দলটার ঐতিহ্য ও পরিচিতির কারণে।

বিশ্বব্যাপী যেসব আন্তর্জাতিক ফুটবল দলের প্রচুর সমর্থক আছে, তাদের মধ্যে ব্রাজিল একটি।

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক তাদের বিশ্লেষণে লিখেছে, ব্রাজিলের ছয় নম্বর শিরোপা, যাকে ‘হেক্সা’ বলা হচ্ছে সেটা অর্জনের সামর্থ্য এই স্কোয়াডের আছে।

দ্য অ্যাথলেটিকে বলা হচ্ছে ব্রাজিলের স্কোয়াডের গভীরতা যে কোনও দলের জন্য ঈর্ষণীয়।

ফুটবল লেখক জেমস হর্নক্যাসলের মতে, “ব্রাজিলের এই দলটিতে নেইমারের সামর্থ্যের সবটুকু ব্যবহার করা গেলে এবার ব্রাজিল ছয় নম্বর বিশ্বকাপ জিততেও পারে।”

প্রায় ছয় বছর ধরে ব্রাজিল দলের দায়িত্বে আছেন তিতে। তিনি এই বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকছেন না।

২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের পর তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন

কিন্তু তিনি শেষ পর্যন্ত থেকে গেছেন এবং ব্রাজিলকে টানা দুই কোপা আমেরিকা ফাইনাল খেলিয়েছেন, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার আপ হয়েছে দলটি।

তিতে খুব কঠিন একটা সময়ে দলটির দায়িত্ব নিয়েছিলেন, একে তো ২০১৪ সালের সেই সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল হজম, এরপরে কোপা আমেরিকার গ্রুপ পর্বে বাদ পড়া একটি দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন:


 


লক্ষ্মীপুরে ছাত্রকে ধর্ষণের মামলায় দুই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

 ও সে ঘটনা ধাপাচাপা দেওয়ার অভিযোগে করা মামলায় দুজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে তাঁদের আটকের পর দিবাগত রাত ১২টার দিকে রায়পুর থানায় এই দুজনকে আসামি করে মামলা করেন ওই ছাত্রের বাবা।

গ্রেপ্তার শিক্ষকেরা হলেন—মাদ্রাসার সুপার আবদুল ওয়াজের (৩৫) ও শিক্ষক আবদুর রশিদ (২৬)। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়।


মামলার এজাহারে ওই ছাত্রের বাবা অভিযোগ করেন, ছয়-সাত দিন আগে রাতে মাদ্রাসার সবাই ঘুমিয়ে পড়লে শিক্ষক আবদুর রশিদ ওই ছাত্রকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনাটি মাদ্রাসার সুপারকে জানায় ওই ছাত্র। কিন্তু বিষয়টি ধামাচাপা দিতে সুপার ছাত্রের অভিভাবককে কিছু জানাননি। সুপার ওই ছাত্রকে চিকিৎসকের কাছে পাঠিয়ে ওষুধ কিনে দেন।

তবে পুলিশের হাতে আটক হওয়ার আগে মাদ্রাসার সুপার আবদুল ওয়াজের দৈনিক জনতাকে  বলেন, বিষয়টি জানার পর শিক্ষক রশিদকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। একপর্যায়ে আবদুর রশিদ দোষ স্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে একটি লিখিত নেন মাদ্রাসার সুপার। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেন তিনি।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসাছাত্রের বাবা ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:


 


সয়াবিন তেল লিটারে ১২ ও চিনি কেজিতে বাড়ল ১৩ টাকা

বাজারে সয়াবিন তেল ও চিনির সংকট চলছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির দাম বাড়ল। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। নতুন এই দাম আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল বুধবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। 

একইভাবে গতকালই চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এর আগে দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করে উভয় সংগঠনের নেতারা।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা, তার মানে নতুন করে বাড়ছে ৪৫ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।
অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা। তবে বেশ কিছুদিন আগেই বাজারে চিনির দাম শতক ছাড়িয়ে গেছে। বাজারে চিনির সংকটও দেখা দেয়। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা। এ ক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা।

এর আগে সর্বশেষ গত ৩ অক্টোবর দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয় লিটারে ১৪ টাকা। চলতি মাসের ১ তারিখ আবার লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা। তিনি চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক দরপতনের ফলে সংগঠনভুক্ত সদস্যরা বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা করার প্রস্তাব করেছে।

আরো পড়ুন:


 


যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসায় রাশিয়া

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে রাশিয়া।

পোল্যান্ডে হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে দায়ী করা হয়। তবে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি।

বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পোল্যান্ডসহ অন্য দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা হিস্টিরিয়ায় আক্রান্তদের মতো মন্তব্য করছে।  কোনো অকাট্য প্রমাণ ছাড়াই তারা রাশিয়াকে অভিযুক্ত করেছে।
তবে সংবাদ সম্মেলনে পেসকভ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসা করেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র রাশিয়া ছুড়েছে তেমনটি মনে করেন না তিনি।’

পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি পেসকভ বাইডেনের এমন মন্তব্যের প্রশংসা করে বলেন,‘যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট সংযত এবং বেশ পেশাদার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে সর্বশেষ যে হামলা তারা করেছেন তা দেশের অভ্যন্তরেই হয়েছে এবং পোলিশ সীমান্ত থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরে। সূত্র: বিবিসি

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget