Latest Post

 


কাতার বিশ্বকাপে বিয়ারের দাম সবচেয়ে বেশি, এক গ্লাস পানির দাম ২৮৩ টাকা

বিশ্বকাপের ইতিহাসে কাতারের আসরেই বিয়ারের দাম সবচেয়ে বেশি। আধা লিটারের এক গ্লাস বিয়ারের দাম ৫০ কাতারি রিয়াল বা ১৪ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ টাকা। রাশিয়া বিশ্বকাপে একই পরিমাণ বিয়ারের দাম ছিল প্রায় অর্ধেক।

গত আসরে আধা লিটারের এক গ্লাস বিয়ারের দাম ছিল ৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৯ টাকা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ আরও জানিয়েছে, অতিরিক্ত বিয়ার খেয়ে কেউ যেন বেসামাল হতে না পারেন, সে জন্য নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। ব্যক্তিপ্রতি সর্বোচ্চ চার গ্লাস বিয়ার সরবরাহ করা হবে।

কাতার বিশ্বকাপে অ্যালকোহলিক বিয়ারের তুলনায় নন-অ্যালকোহলিক বিয়ারের দাম কম। আধা লিটারের এক গ্লাস নন-অ্যালকোহলিক বিয়ারের দাম ৩০ কাতারি রিয়াল বা ৮.২৪ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ টাকা। একই ওজনের এক গ্লাস পানির দাম ১০ কাতারি রিয়াল বা ২.৭৫ ডলার। অর্থাৎ কাতার বিশ্বকাপে এক গ্লাস পানি খেতে প্রায় ২৮৩ টাকা খরচ করতে হবে। সংশ্লিষ্ট সূত্র মারফত কাল রাতে এই দাম নিশ্চিত করেছে ‘গ্লোবো’।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতার বিশ্বকাপে বড় স্পনসরগুলোর একটি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাডওয়েজার। বিশ্বকাপে বিয়ার বিক্রির এক্সক্লুসিভ স্বত্বও যুক্তরাষ্ট্রের এই বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের। দোহায় ৪০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন পার্কে বিয়ার বিক্রি করবে বাডওয়েজার। এ ছাড়া স্টেডিয়ামের আশপাশে টিকিট নিয়ে ঢুকতে হয়, এমন এলাকার মধ্যেও বিয়ার বিক্রি করা হবে।

কাতারে অফিশিয়ালি ৬৫.৫ শতাংশ নাগরিক ইসলাম ধর্মের। সেখানে পাবলিক প্লেসে অ্যালকোহল পান নিষিদ্ধ। গ্লোবো জানিয়েছে, অন্য সব বিশ্বকাপের মতো এবার স্টেডিয়ামের ভেতরে বিয়ার পান করা যাবে না। গ্যালারিতে বিয়ার পান করা নিষিদ্ধ। তবে কেবিনে করা যাবে। সাধারণ দর্শকেরা স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের আওতাধীন এলাকার মধ্যেই বিয়ার কিনতে পারবেন।

আরো পড়ুন:


 


শেরপুরের নকলায় আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 

শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১৫নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার সময় নকলা বাজারে অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নকলা নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য বাংলার অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী।  

এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল আলম নাদেল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী  সদস্য মারুফা আক্তার পপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আম্বিয়া খাতুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল আওয়ামী লীগের |  

শেরপুর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্যোগ কৃষিক্ষেত্রে সার সংকট বিদ্যুৎয়ের লোডশেডিং দ্রবমুল্য সহ সবকিছুই নিয়ন্ত্রণে এনেছে। এবং ২০৪১ সালের মধ্যে দেশ থেকে সন্রাস দুর্নীতি মুক্ত করা হবে।   শেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রসংশা করেন এসময় আরও উপস্থিত ছিলেন 

আওয়ামী লীগের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম উক্ত সম্মেলনে শেরপুর জেলা উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ শ্রমিকলীগ সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:


 


চীন-মার্কিন সংঘাত এড়াতে একমত হলেন শি জিনপিং ও জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংএর মধ্যে এক মুখোমুখি বৈঠক সোমবার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতাই ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেছেন।

জিটুয়েন্টি শীর্ষ সম্মেলনের জন্য  বালিতে আগত মি. বাইডেন এবং মি শি-র মধ্যে এই বৈঠক তিন ঘন্টা ধরে চলে। সাক্ষাতের শুরুতে দুই নেতা সাংবাদিকদের সামনে হাসিমুখে করমর্দন করেন।

এ বৈঠকের ফলে দুই পরাশক্তির মধ্যে সম্প্রতি শীতল হয়ে পড়া সম্পর্ক অন্তত কিছুটা উষ্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে মি. বাইডেন এ বৈঠকের সময় মি. শি-কে বলেন, দু দেশের মধ্যে প্রতিযোগিতা চলবে, কিন্তু তা সংঘাতে পরিণত হতে দেয়া উচিত নয়।  

মি. শি এ বৈঠকে জো বাইডেনের সাথে একমত হন যে ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার কখনোই হওয়া উচিত নয়।

মি. বাইডেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন নতুন ঠাণ্ডা যুদ্ধ শুরু হবার সম্ভাবনা উড়িয়ে দেন। সাংবাদিকদের তিনি বলেন, তিনি ও শি জিনপিং পরস্পরকে বোঝেন এবং বেজিং বর্তমান বিশ্বব্যবস্থা পাল্টে দিতে চায় না।

বৈঠকের সময় তিনি চীনের শিনজিয়াং ও তিব্বত অঞ্চলে সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাইওয়ানের ব্যাপারে চীন যে "জবরদস্তিমূলক এবং আক্রমণাত্মক পদক্ষেপ" নিচ্ছে তারও বিরোধিতা করেন মি. বাইডেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, তারদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন যথাযথভাবে রক্ষিত হয় তা সারা বিশ্ব প্রত্যাশা করে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মি. শি সতর্ক করে দিয়েছেন যে তাইওয়ানের অবস্থান চীনের স্বার্থের কেন্দ্রস্থলে - যে দ্বীপটিকে চীন তার নিজের অংশ বলে মনে করে।

আগস্ট মাসে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর বেজিং ক্ষিপ্ত হয় এবং চীন-মার্কিন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
মি. বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হবার পর এটিই দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ।  তবে এর আগে তারা পাঁচবার ফোন ও ভিডিও  কলে কথা বলেছেন এবং মি. বাইডেন যখন  ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও তাদের মধ্যে একাধিকবার সাক্ষাৎ হয়েছে।

সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে শেষবার যখন কথা হয় তখন তারা ইউক্রেন, কোভিড এবং তাইওয়ান ইস্যু নিয়ে কথা বলেছিলেন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি আগস্ট মাসে তাইওয়ান সফর করার পর চীন অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং প্রেসিডেন্ট শি সেসময় ওয়াশিংটনের সমালোচনা করেছিলেন।

এর পর  চীন জলবায়ু এবং কোভিড মহামারী সংক্রান্ত কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বন্ধ করে দেয়।

সোমবারের বৈঠকের পর এগুলোর কয়েকটি আবার শুরু করতে পারলে তাকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখা হবে – সংবাদমাধ্যমকে এমন কথা বলেছেন একজন মার্কিন কর্মকর্তা।

দুই নেতার আলোচনায় বাণিজ্য, উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ, তাইওয়ান নিয়ে উত্তেজনা এবং ইউক্রেনে রাশিয়ার চালানো অভিযানের মত প্রসঙ্গগুলো ছিল ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


‘বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা’ 


আগামী কাতার বিশ্বকাপ নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। কে জিতবে আগামী ফুটবল বিশ্বকাপ— এ নিয়ে মাতামাতির শেষ নেই। একেকজন একেক রকম মত দিচ্ছেন। কেউ বলছেন ব্রাজিল জিতবে। কেউ বাজির ঘোড়া হিসেবে মানছেন আর্জেন্টিনাকে। 

তবে সাবেক অস্ট্রোলিয়ান অধিনায়ক টমি ক্যাহিলে বলছেন ভিন্নকথা। তিনি বলেছেন, আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিল জিতবে, এটিই হবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। 

তার মতে, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে। 

তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তিনি জানান, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে। কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক।’

আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তা হলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব।’


আগের নিউজ গুলো


অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন টমি ক্যাহিল। তিনি জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলেব না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছে।

তার ভবিষ্যদ্বাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে।

তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলেছি, কিন্তু আমি এখন কাতারে থাকছি আর অ্যাস্পায়ার অ্যাকাডেমিতে কাজ করছি। 

আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। 

ক্যাহিল বলেন, ‘আমি বেলজিয়ামের ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটিই খুবিই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলেবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।’


আরো পড়ুন:


 


আ.লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

ভোলার চরফ্যাশন উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের প্রচারণা করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা। 
গতকাল সোমবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রার্থীরা। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথি অনুযায়ী, আহত হয়েছেন ১৩ জন।

সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী নুরে আলম এবং উপজেলা কৃষক লীগের সভাপতি ও স্বতন্ত্রভাবে নির্বাচন করা আনারস মার্কার প্রার্থী আবুল কাশেমের কর্মী-সমর্থকেরা। সংঘর্ষের জন্য তাঁদের পরস্পরকে দোষারোপ করেছেন।


প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট বাজার এলাকায় স্বতন্ত্রপ্রার্থী আবুল কাশেম ও নৌকার প্রার্থী নুরে আলম গণসংযোগ করতে বের হন। বাজারের পশ্চিম দিকে কাঁচাবাজার এলাকায় নুরে আলমের নির্বাচনী কার্যালয় এবং সদর রোডে আবুল কাশেমের নির্বাচনী কার্যালয়। 

আবুল কাশেম তাঁর নির্বাচনী কার্যালয় থেকে ১৪ থেকে ১৫ জন সমর্থক নিয়ে গণসংযোগে বের হন। এ সময় নৌকার প্রার্থী নুরে আলমের ভাই আব্বাস বিদ্রোহী প্রার্থী আবুল কাশেমকে ধাক্কা দেন। এ নিয়েই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে, যা পরবর্তী সময়ে সংঘর্ষে রূপ নেয়। আহত অবস্থায় আবুল কাশেমের ছয়জন এবং নুরে আলমের সাতজন সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সংঘর্ষে দুই পক্ষেরই নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা
সংঘর্ষে দুই পক্ষেরই নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরাছবি: সংগৃহীত
চরফ্যাশন উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৮ নভেম্বর আসলামপুর ইউপির নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনজন। 

তবে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর বিরোধ লেগেই আছে। সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নির্বাচন কমিশন এটির তদন্ত করে ব্যবস্থা নেবে।


কৃষক লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেমের নির্বাচন পরিচালনার সমন্বয় করেন তাঁর ছেলে মো. জাহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘নুরে আলমের ভাই আব্বাস আনারস প্রতীকের প্রার্থী আবুল কাশেমকে ধাক্কা দিয়েই  ক্ষান্ত হয়নি। 

তাঁরা দলবল নিয়ে এসে আমাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তাঁরা আমাদের ১৩ থেকে ১৪ জন কর্মীকে পিটিয়ে জখম করেছেন। এর মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ এ ঘটনায় তাঁরা চরফ্যাশন থানায় ও উপজেলা নির্বাচনী কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

আরো পড়ুন:




ম্যানচেস্টার ইউনাইটেডে 'আমি প্রতারিত বোধ করছি' - রোনালদো

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ‘প্রতারিত’ অনুভব করছেন এবং তাকে ক্লাব থেকে বের করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেনি।

তাই চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে যোগ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে, রোনালদো অগাস্ট মাসে অঙ্গীকার করেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে তিনি তার সেরাটা দেবেন, তিনি এমনটাই আশা করছিলেন।

এবারে এই অভিজ্ঞ ফুটবলার টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে  তার মনে যা আছে খুলে বলেন।

পিয়ার্স মরগান টুইটারে লিখেছেন, ‘রোনালদোর জীবনে দেয়া সবচেয়ে বিস্ফোরক সাক্ষাৎকার এটি।’

রোনালদো ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন এই সাক্ষাৎকারে।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

এই আলোচিত সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় ইউনাইটেডের উচ্চ মহল থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কি না, রোনালদো বলেন, “হ্যাঁ শুধু কোচই নন আরও দু তিন জন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি।”

ক্লাবের সিনিয়র নির্বাহী কেউ তাকে ক্লাব থেকে বের করার চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে ৩৭ বছর বয়সী রোনালদো বলেন, “আমি পরোয়া করি না। মানুষের সত্য জানা প্রয়োজন।”

“হ্যাঁ আমি প্রতারিত অনুভব করেছি এবং কিছু মানুষ আমাকে এখানে চায়নি, শুধু এই বছর না, গত বছরও।”

রোনালদো ৬ই নভেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে অধিনায়কত্ব করেছেন, এরপর অসুস্থতার কারণ দেখিয়ে আর খেলেননি।

গত মাসে টটেন্যাম হটস্পারের বিপক্ষে একটি ম্যাচে বদলি হিসেবে নামতে অপরাগতা জানানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ চেলসির বিপক্ষে একটি ম্যাচে রোনালদোকে স্কোয়াড থেকে বাদ দেন।

রোনালদো সাক্ষাৎকারে পিয়ার্স মরগানকে বলেন, “আমার তার প্রতি কোনও সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই।”

এই বুধবার ও বৃহস্পতিবার সাক্ষাৎকারটি দুই ভাগে প্রচারিত হবে। এপ্রিল মাসে রোনালদোর সদ্যোজাত সন্তানের মৃত্যুর পর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে একটি ম্যাচে তাকে যেভাবে সম্মান জানানো হয়েছিল তা রোনালদোকে ছুঁয়ে গেছে বলছেন তিনি।

গোটা সাক্ষাৎকারটি ৯০ মিনিটের, তবে মরগান সান পত্রিকার জন্য একটি লিখিত প্রতিবেদনে বলেছেন, ২০২১ সালের অগাস্টে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর তিনি ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমন টের পেয়েছেন।

রোনালদো বলেছেন, “আমি মনে করি সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি।”

“স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনও পরিবর্তন আসেনি, কিছুই বদলায়নি।”

“আমি ম্যানচেস্টার ইউনাইটেড ভালোবাসি, আমি সমর্থকদের ভালোবাসি, তারা আমাকে সাপোর্ট দিয়েছে কিন্তু তারা যদি অন্য কিছু চায় তবে ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন।”

রোনালদো বলেছেন, এই ক্লাব নিয়ে তার ভাবনা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে মেলে, যিনি রোনালদোকে ইউনাইটেডে পুনরায় নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন।

“তিনি সবার চেয়ে ভালো জানেন যে ক্লাবটি যে পথে থাকার কথা সেই পথে নেই।”

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget