Latest Post



ম্যানচেস্টার ইউনাইটেডে 'আমি প্রতারিত বোধ করছি' - রোনালদো

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ‘প্রতারিত’ অনুভব করছেন এবং তাকে ক্লাব থেকে বের করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেনি।

তাই চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে যোগ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে, রোনালদো অগাস্ট মাসে অঙ্গীকার করেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে তিনি তার সেরাটা দেবেন, তিনি এমনটাই আশা করছিলেন।

এবারে এই অভিজ্ঞ ফুটবলার টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে  তার মনে যা আছে খুলে বলেন।

পিয়ার্স মরগান টুইটারে লিখেছেন, ‘রোনালদোর জীবনে দেয়া সবচেয়ে বিস্ফোরক সাক্ষাৎকার এটি।’

রোনালদো ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন এই সাক্ষাৎকারে।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

এই আলোচিত সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় ইউনাইটেডের উচ্চ মহল থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কি না, রোনালদো বলেন, “হ্যাঁ শুধু কোচই নন আরও দু তিন জন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি।”

ক্লাবের সিনিয়র নির্বাহী কেউ তাকে ক্লাব থেকে বের করার চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে ৩৭ বছর বয়সী রোনালদো বলেন, “আমি পরোয়া করি না। মানুষের সত্য জানা প্রয়োজন।”

“হ্যাঁ আমি প্রতারিত অনুভব করেছি এবং কিছু মানুষ আমাকে এখানে চায়নি, শুধু এই বছর না, গত বছরও।”

রোনালদো ৬ই নভেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে অধিনায়কত্ব করেছেন, এরপর অসুস্থতার কারণ দেখিয়ে আর খেলেননি।

গত মাসে টটেন্যাম হটস্পারের বিপক্ষে একটি ম্যাচে বদলি হিসেবে নামতে অপরাগতা জানানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ চেলসির বিপক্ষে একটি ম্যাচে রোনালদোকে স্কোয়াড থেকে বাদ দেন।

রোনালদো সাক্ষাৎকারে পিয়ার্স মরগানকে বলেন, “আমার তার প্রতি কোনও সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই।”

এই বুধবার ও বৃহস্পতিবার সাক্ষাৎকারটি দুই ভাগে প্রচারিত হবে। এপ্রিল মাসে রোনালদোর সদ্যোজাত সন্তানের মৃত্যুর পর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে একটি ম্যাচে তাকে যেভাবে সম্মান জানানো হয়েছিল তা রোনালদোকে ছুঁয়ে গেছে বলছেন তিনি।

গোটা সাক্ষাৎকারটি ৯০ মিনিটের, তবে মরগান সান পত্রিকার জন্য একটি লিখিত প্রতিবেদনে বলেছেন, ২০২১ সালের অগাস্টে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর তিনি ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমন টের পেয়েছেন।

রোনালদো বলেছেন, “আমি মনে করি সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি।”

“স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনও পরিবর্তন আসেনি, কিছুই বদলায়নি।”

“আমি ম্যানচেস্টার ইউনাইটেড ভালোবাসি, আমি সমর্থকদের ভালোবাসি, তারা আমাকে সাপোর্ট দিয়েছে কিন্তু তারা যদি অন্য কিছু চায় তবে ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন।”

রোনালদো বলেছেন, এই ক্লাব নিয়ে তার ভাবনা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে মেলে, যিনি রোনালদোকে ইউনাইটেডে পুনরায় নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন।

“তিনি সবার চেয়ে ভালো জানেন যে ক্লাবটি যে পথে থাকার কথা সেই পথে নেই।”

আরো পড়ুন:


 


আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

পিএসজির ম্যাচ শেষে গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেখানেই অবস্থান করছে আর্জেন্টিনা দল। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি।

আজ সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিকে বহনকারী বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন তিনি। এরপর যোগ দেবেন দলের অনুশীলনে।

২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিমূলক ক্যাম্প করছে আর্জেন্টিনা। আগামী ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলার কথা তাদের। সে লক্ষ্যে প্রথমে বিশ্বকাপ স্কোয়াডের অর্ধেক খেলোয়াড়কে নিয়ে আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এজন্য আগেই দলবল নিয়ে আরব আমিরাতে চলে আসেন তিনি। এবার তাদের সঙ্গে যোগ দিলেন দলের মূল তারকা মেসিও।

আরো পড়ুন:


 


বিএনপি প্রমাণ করেছে, পরিবহন ছাড়াও আন্দোলন সম্ভব

বিএনপি প্রমাণ করেছে, পরিবহন ছাড়াও আন্দোলন সম্ভব করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

বিএনপির এই নেতা বলেন, আগামী দিনেও পরিবহন ছাড়াই বিএনপি আন্দোলন করতে পারবে। আজ যুবলীগের প্রোগ্রামে বিআরটিসির বাস ব্যবহার করা হচ্ছে, রাস্তা বন্ধ করা হচ্ছে, ঢাকা শহরের কোনো বাস মনে হয় খালি পাওয়া যাবে না। 

দেখে মনে হচ্ছে কোনো দল নয়, বড় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান। অথচ বিএনপির সমাবেশের সময় বাস, লঞ্চ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বন্ধ করে বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।

তিনি আরও বলেন, ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে চলে গেছে, বিদ্যুৎ নেই, গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। 

আন্দোলনের মাধ্যমে মীমাংসা হবে। এই সরকারের পতনে যারা অংশ নেবেন, তাঁদের সবাইকে নিয়ে তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন। এ ছাড়া যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিএনপি ক্ষমতায় এলে তাদের বিচার হবে বলেও সতর্ক করেন তিনি। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুখ বলেন, বিএনপির সমাবেশের কারণে সরকার আতঙ্কিত। বাস, লঞ্চ বন্ধ করলেও এখন বিএনপি ঝগড়া করবে না। সময় হলে বিএনপি এর জবাব দেবে। পার্লামেন্টে আইন পাশ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব মজিবুর রহমানসহ অন্যরা। 

আরো পড়ুন:





শেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে  অফিসার ও ফোর্সের সমন্বয়ে শেরপুর জেলার পুলিশ সদস্যদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

১৩নভেম্বর রবিবার সকাল ৮টায় উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মোঃ কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার, শেরপুর। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ে প্যারেড দক্ষতা মুল্যায়ণ, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। 

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, যানবাহন শাখা, সি-স্টোর পরিদর্শন করে করণীয় সংক্রান্ত প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। এসময়। উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:


 


সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্রেটদের হাতে

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এমন আশঙ্কার মাঝে নেভাদায় একটি গুরুত্বপূর্ণ আসন জিতে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটিক পার্টি।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্টকে ডেমোক্রেট সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো পরাজিত করছেন বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

মিজ মাস্টো ছয় বছর আগে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়া প্রথম ল্যাটিন বংশোদ্ভূত কেউ।

নেভাদার ফলাফলের অর্থ হল ডেমোক্রেটদের এখন ৫০টি সিনেট আসন থাকবে, রিপাবলিকানদের বর্তমানে ৪৯টি।

এখনও সিনেট নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে জর্জিয়া।

সেখানে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি তাই সেখানকার নিয়ম অনুযায়ী চার সপ্তাহ পর, ৬ ডিসেম্বর শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোটযুদ্ধ হবে।

নেভাদার বৃহত্তম অঞ্চল ক্লার্ক কাউন্টি, যার মধ্যে লাস ভেগাসও রয়েছে, সেখানে ব্যালটের হিসেব প্রকাশ করার পরে নেভাদায় ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে।

স্থানীয় নেভাদা ইন্ডিপেনডেন্ট নিউজ আউটলেট অনুসারে, ক্লার্ক কাউন্টিতে গণনা করা ২৩ হাজার ব্যালটের সর্বশেষ ব্যাচে বর্তমানে ক্যাথরিন কর্টেজ মাস্টো ৬০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

যেখানে তার প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্ট ৩৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

নেভাদায় জয়ের পর ডেমোক্রেটদের এখন ৫০টি সিনেট আসন থাকবে, রিপাবলিকানদের বর্তমানে ৪৯টি।

রেটিং-এ বর্তমানে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তায় নিম্নগতি থাকা স্বত্বেও এবং যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪০ বছরের মধ্যে সবচেয় বেশি মুদ্রাস্ফীতির পটভূমিতে এটি দলের একটি অসাধারণ কৃতিত্ব বলে মনে করা হচ্ছে। 

প্রেসিডেন্ট বাইডেন কম্বোডিয়ার নম পেন থেকে সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টোকে অভিনন্দন জানিয়ে ফোন করেছেন।

নেভাদায় যার প্রত্যাশিত বিজয় সিনেটের নিয়ন্ত্রণ সুরক্ষিত করলো।

সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “আমি ভাল অনুভব করছি এবং আমি আগামী কয়েক বছরের জন্য অপেক্ষা করছি,"

ওদিকে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি চলে আসছে বলে মনে হচ্ছে।

রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবে এমনটা মনে হলেও দেখা যাচ্ছে সেই সংখ্যাগরিষ্ঠতা হবে খুবই সামান্য।

যদিও প্রেসিডেন্ট বাইডেন এখনো সেখানে সংখ্যাগরিষ্ঠতার আশা ছেড়ে দেননি।

তিনি বলেছেন যে তিনি নিম্নকক্ষে বাকি আসনগুলোর প্রতিযোগিতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ডেমোক্রেটরা এখনও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

তবে তিনি স্বীকার করেছেন যে, “বিষয়টা আসলে অনেক বড় চাওয়া হয়ে যাবে যা হতে হলে সবকিছু আমাদের মতো হতে হবে।”

বাইডেনের দল ন্যূনতম ২১০ টি আসন জিতবে বলে অনুমান করা হচ্ছে। তবে রিপাবলিকানরা ইতিমধ্যে ২১৪ টি আসন নিয়ে এগিয়ে আছে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে তাদের আরও চারটি আসন প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী সংসদ নির্বাচনে সাধারণত বিরোধী দল ভালো কর থাকে। বিরোধীদের জন্য কুড়ি বছরের মধ্যে এই ফল সবচেয়ে সেরা বলে মনে হচ্ছে।

দুই হাজার দুই সালে জর্জ ডব্লিউ বুশের সময় রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল।

আমেরিকায় প্রতিবার প্রেসিডেন্ট নির্বাচনের দু’বছর পর এই নির্বাচন হয়ে থাকে, যার ফলাফলে নির্ধারিত হবে যে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালের বাকি দুটি বছরে ক্ষমতার ভারসাম্য কেমন হবে ।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট বাইডেনের কর্মসূচি বাস্তবায়ন বড় বাধার মুখে পড়বে।

তবে তিনি বলেছেন – তিনি রিপাবলিকানদের সাথে কাজ করতে প্রস্তুত, এবং আগামী সপ্তাহেই তিনি দুদলের মধ্যে একটি ‘বাই-পার্টিজান’ বৈঠকে বসবেন।

আরো পড়ুন:


 


ধামরাইয়ে মানসিক রোগীকে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে নওগাঁও বাজারে এক মানসিক রোগীকে মোটরসাইকেল পরিষ্কার করতে বলা হয়। পরিষ্কার করতে যেয়ে সময় হঠাৎ করে মোটরসাইকেলের ট্যাংকিতে পানি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে শহিদুল ইসলাম (৪৫) নামে ওই মানসিক রোগীকে নওগাঁও বাজারের নৈশ প্রহরী রাহাদ ও বাজার সেক্রেটারী মাসুদ রানার ভাই রাসু মিয়াসহ কয়েকজন বাঁশ ও রড় দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। 

অবস্থার বেগতিক দেখে বাজারের চা দোকানদার বাবুল হোসেন তাদের কথামত হাসপাতালে না রেখে ভ্যান গাড়িতে করে ভাটারখোলা একটি পরিত্যাক্ত ইটভাটায় ফেলে আসে। এতে শহিদুল ইসলাম আরও অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে মারা যায় সে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠায়। 

আয় রবিবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দিয়েছেন নিহতের ভাই স্বপন মিয়া। ধামরাইয়ের নওগাঁও বাজারের পাশে হাই স্কুলের বারান্দায় গত ৫ বছর ধরে পাশের ভগবান পুর গ্রামের আজিম মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন শহিদুল ইসলাম বসবাস করে আসছিলেন। সে মানুষের বাড়িতে খাবার খাইতেন এবং কাজকর্ম করে দিতেন। 

গত ৭ নভেম্বর নওগাও বাজারের রাসু মিয়ার মোটরসাইকেল ধুয়ে দিতে বলে শহিদুল ইসলামকে। এসময় তেলের ট্যাংকিতে পানি যায়। এতে ক্ষিপ্ত হয়ে রাসু, বাজারের গার্ড রাহাদসহ কয়েকজন মিলে তাকে ব্যাপক পিটায়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। 

এসময় বাবুল নামে এক চা দোকানদার তাকে হাসপাতালে না নিয়ে পাশের পরিত্যাক্ত একটি ইটভাটায় ফেলে দেয়। ওই খানে ৪ দিন অর্ধহারে অনাহারে ও বিনা চিকিৎসায় আরও অসুস্থ হয় শহিদুল ইসলাম। খবর পেয়ে পরিবারের লোকজন গত শুক্রবার রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় রাসুর ভাবি রুনু আক্তার জানান, রাসুকেও মারধর করেছে ওই পাগল। তাই রাসুও তাকে পিটিয়েছে বলে শুনেছি। তবে রাসুসহ সকল অভিযুক্তরা পালিয়েছে বলে জানা গেছে।

নিহত শহিদুল ইসলামের ভাই স্বপন জানান, আমার মানসিক ভারসাম্যহীন। ভাইকে যারা অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের আমি কঠোর শাস্তি দাবি করছি।

ধামরাই থানার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন:


 


জয়পুরহাটে দুই মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার ভাসিলা এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। 

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর বস্তা দক্ষিণ পাড়া গ্রামের মন্তেজার রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (৫০), ভাসিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে সুজাউল ফকির (৪৫)।
শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক ও সুজাউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উপজেলার ভাসিলা  এলাকায়  মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল অভিযুক্তরা।তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget