Latest Post

 

রাণীশংকৈলে আলুখেত থেকে যুবকের লাশ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালবেলা
উপজেলার ভরনিয়া বামনদিঘির পাশে এক আলুখেত হাতে ও শরীরে আঘাতযুক্ত লাশটি উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া লাশটি উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া সম্পদবাড়ী দক্ষিনপাড়ার নুরুল ইসলাম ও হোসনেআরা দম্পতির পুত্র হোসেন আলী (২৮)। সে একই এলাকার ভরনিয়াহাট আদর্শ কোচিং সেন্টারের শিক্ষকতা করতেন।

ধর্মগড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঘটনাস্থল পরির্দশন করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এসএম জাহিদ ইকবালসহ সিআইডি ও ডিবি'র একটি দল। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বামনদিঘি এলাকার ধানের ফসলি মাঠের এক আলুখেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের মা হোসনেআরা তার ছেলেকে হত্যাকরে এখানে ফেলে রাখা হয়েছে দাবী করে পুলিশের কাছে এর সঠিক তদন্তসহ বিচার চান।

মা হোসনে আরা ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান, আমার ছেলে কাল রাতে ভরনিয়া স্কুল মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে গিয়ে রাতে আর ফিরে আসেনি। তাকে অনেক খোজাখুজি করেছি। কোথাও পায়নি। আজ সকালে আলু খেতে একটি লাশ দেখতে পেয়ে স্হানীয় মহিলারা চিৎকার দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয় তাদের সাথে আমিও হাজির হয়।  লাশের মুখ থেকে শনাক্ত করি এটা হোসেন আলীর মরদেহ।

আলেফা পারভীন দাবী করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। তাকে কে হত্যা করেছে এবং কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের খুজে বের করার জন্য উপস্থিত পুলিশদের তিনি অনুরোধ করেন। 

থানা পরির্দশক এস এম জাহিদ ইকবাল (ওসি) বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে। এটি খুন কি-না সেটিরও তদন্ত চলছে। 




আরো পড়ুন:











 


টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রিকেটের বিখ্যাত স্টেডিয়াম সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, বাংলাদেশ সময় সকাল নয়টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

দুদলের জন্যই ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ, একদল চাইবে সেমিফাইনালে থাকার আশা টিকিয়ে রাখতে, আরেক দল চাইবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে।

নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ জিতে নেট রান রেটের কারণে বাংলাদেশ আছে সুপার টুয়েলভ পর্বের গ্রুপ- ২ এর পয়েন্ট টেবিলের এক নম্বরে।

ওদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, যে কারণে একটি জয় এখন দক্ষিণ আফ্রিকার জন্য খুবই প্রয়োজন সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বুধবার বলেছেন, দক্ষিণ আফ্রিকার ওপর থাকবে সব চাপ।

দক্ষিণ আফ্রিকা চাপে ভঙ্গুর দল এটা সাকিব আল হাসান তো জানেনই এবং এটা ক্রিকেটেরই একটা প্রবাদের মতোন হয়ে গেছে।

সাকিব বুধবারের সংবাদ সম্মেলনে বলেন, "সুপার টুয়েলভ পর্বের ম্যাচ। দুই দলের জন্যই গুরুত্ব থাকবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচেই ফুল পয়েন্টের আশা নিয়ে খেলেও বৃষ্টির কারণে পারেনি, তাদের জন্য এটা ডু-অর-ডাই ম্যাচ।"

বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসেইন সামি বলেছেন, "এটা নিশ্চিতভাবেই মাইন্ড গেম।"মি. হুসেইনের মতে, 'সাকিব এবার অন্যরকম একটা টোনে আছে'।

পরিস্থিতি যাই হোক বাংলাদেশ এবার আগের চেয়ে ভালো করবে এই বিশ্বাসটা সাকিবের আছে বলে মনে করেন এই বিশ্লেষক।

"প্রেস কনফারেন্সে বাঁকা প্রশ্নের যেভাবে আউটপুট দিয়েছেন। প্রথম দিন একটা কথা বলেছিলেন এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলবে।"গত ম্যাচেই বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ।

মজার তথ্য হলো, ২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ কোনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইভেন্টের ম্যাচে সাকিব আল হাসানের বাইরে কোনও ম্যান অফ দ্য ম্যাচ পেল।

সাকিবও আজ তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ।

তাসকিন আহমেদকে এই ফাস্ট বোলিং আক্রমণের নেতা বলছেন তিনি।কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে মাঠে খেলা এই মাঠ ফাস্ট বোলারদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

সৈয়দ আবিদ হুসেইন সামির বিশ্লেষণে উঠে এসেছে - "সিডনির মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে ১৪৫ বা তার বেশি গতির বলে ইকোনমি রেট ছিল ১৭, ১৩০ থেকে ১৪৫ গতির বলে ইকোনমি রেট ছিল ১০ কিন্তু ১২০ এর নিচের বলে ইকোনমি রেট ছিল পাঁচ এর মতো।"এক্ষেত্রে তিনি মুস্তাফিজুর রহমানের ভালো করার সম্ভাবনা দেখছেন এই ধরনের উইকেটে।

"মুস্তাফিজ এই উইকেটে ভালো করতে পারেন তিনি সম্প্রতি তার অ্যাকশনে পরিবর্তন এনেছেন যেটা ছিল নজরে আসার মতো। মাঠে হয়তো এখনও ফল পাওয়া যায়নি তবে দ্রুতই সেটা আশা করছি।"

আরো পড়ুন:


 


বাইডেনকে লেখা সেই চিঠি প্রত্যাহার করলেন ৩০ মার্কিন আইনপ্রণেতা

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো’ কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠি প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। কড়া সমালোচনা এবং মস্কোকে তুষ্ট করতে এ চিঠি লেখা হয়েছে—এমন অভিযোগের মুখে কংগ্রেসের বাম ভাবধারার আইনপ্রণেতারা তাঁদের চিঠিটি প্রত্যাহার করেন নেন। খবর আল-জাজিরার

কংগ্রেসের প্রগ্রেসিভ ককাসের চেয়ারপারসন ও ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রমীলা জয়পাল গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, কয়েক মাস আগে এ চিঠির খসড়া তৈরি করা হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে ‘ভালোভাবে যাচাই করা ছাড়াই’ দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা সেটি প্রকাশ করেন।

জয়পাল বলেন, ‘কূটনীতির মধ্য দিয়ে সব যুদ্ধেরই অবসান হয়। ইউক্রেনের বিজয়ের পর এ ক্ষেত্রেও সেটিই হবে।’

প্রমীলা জয়পাল বলেন, ‘সোমবার পাঠানো চিঠিটি ইউক্রেনীয়দের নিজেদের জাতীয় সার্বভৌমত্বের ন্যায়সংগত প্রতিরক্ষার প্রতি সমর্থনে রিপাবলিকানদের যে বিরোধিতা, তার সঙ্গে মিলে যায়। ফলে এই সময়ে এটি বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা চিঠিটি প্রত্যাহার করে নিচ্ছি।’

গত সোমবার পাঠানো ওই চিঠির নেতৃত্বে ছিলেন কংগ্রেসের এই ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা। এতে সই করেন প্রগতিশীল ৩০ আইনপ্রণেতা। চিঠিতে ‘ক্ষয়ক্ষতি কমাতে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনাসহ সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ এবং শান্তিপূর্ণ সমাধান অর্জনে ইউক্রেনের প্রতি সমর্থন দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়’।

কিন্তু তাৎক্ষণিক ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি—দুই দলের পক্ষ থেকেই চিঠির সমালোচনা শুরু হয়। সমালোচকদের যুক্তি, এতে কিয়েভকে সমর্থনে ওয়াশিংটনে যে ঐকমত্য আছে, তা দুর্বল হয়েছে। একই সঙ্গে আলোচনার বিষয়টি ইউক্রেনীয়দের নিজেদের ওপর ছেড়ে দেওয়ার হোয়াইট হাউসের যে অবস্থান, তা থেকে বিচ্যুতি ঘটেছে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদের সুপরিচিত প্রগতিশীল আইনপ্রণেতা আয়না প্রেসলে, ইলহান ওমর, রাশিদা তালিব, আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, রো খান্না ও বারবারা লি।

তবে এ চিঠির তিরস্কার করেছেন অনেক পররাষ্ট্রনীতি বিশ্লেষক, ডেমোক্রেটিক পার্টি-সংশ্লিষ্ট অনেক অ্যাকটিভিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব। পাশাপাশি কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট সহকর্মীও তাঁদের সমালোচনা করেছেন।

চিঠির প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রুবেন গ্যালেগো টুইটে লেখেন, ‘যুদ্ধ শেষ করার উপায় কী? দ্রুত জয়ী হওয়া। কীভাবে দ্রুত জেতা যাবে? রাশিয়াকে হারাতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে।’

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সেথ মাল্টনও চিঠির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কিয়েভের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হলে তা কেবলই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্তিশালী করবে।

সার্বভৌম দেশ হিসেবে যুদ্ধ বন্ধে আলোচনার শর্ত কেবল ইউক্রেনই ঠিক করবে, এ মন্তব্য করেন ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা ইলেইন লুরিয়া। তিনি বলেন, ‘রাশিয়ার সর্বশেষ আগ্রাসী সেনাটিকে বিতাড়নে লড়ছে ইউক্রেন। দেশটির জনগণের প্রতি আমাদের অঙ্গীকার ও সহযোগিতার প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনের জন্য শত শত কোটি ডলার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। এসব বিল পাসে আইনপ্রণেতাদের বিপুল সমর্থন ছিল।

আরো পড়ুন:


 


শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচছা।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলা পুলিশ। ২৫অক্টোবর মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস শেরপুর জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউজে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার বিপিএম জনাব মোঃ কামরুজ্জামান 
এসময় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে বিভাগীয় কমিশনার মহোদয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার
 এর সভাপতিত্বে মোবাইল কোর্ট ও শুদ্ধাচার বিষয়ে এক মতবিনিময় সভায় আলোচনা করা হয়। উক্ত সভায় পুলিশ সুপার বিপিএম মোঃ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:


 


টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক দক্ষিণ আফ্রিকা

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে নজর কেড়েছে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ালেও শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। 
টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেন, আমাদের এখন সব ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে (সিডনি) যাব। আশা করি, বৃষ্টি দূরেই থাকবে। যাতে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি এবং নিজেদের স্কিলের প্রদর্শনী করতে পারি।

মার্ক বাউচার বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে।

আরো পড়ুন:


 


ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব আর বাংলাদেশে নেই

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আর বাংলাদেশে নেই। এটির শক্তি শেষ হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মন্ডল জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার। বর্তমানে উত্তর বঙ্গপোসাগর এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। 

তিনি আরও বলেন, সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ৬ ফুট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে সর্বোচ্চ ৩২৪ মিলি মিটার।

তিনি বলেন, আগামী ৫-৬ দিনের মধ্যে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে। আমাদের শীতের মৌসুম ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি। সামায়িক বৃষ্টির পর এখন একটু ঠান্ডা অনুভুত হবে। সূর্যের আলো পেলে তাপমাত্রা বাড়বে।

আরো পড়ুন:


 

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের স্কুলে আবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি হাইস্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

গতকাল স্থানীয় সময় সকাল ৯টার পরে এক বন্দুকধারী সেন্ট লুইস শহরের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে ঢুকে পড়েন। এরপরই সেখানে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার সময় প্রায় ৪০০ জন শিক্ষার্থী ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল। হামলার পেছনে উদ্দেশ্য ঠিক কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্কুল ভবনে ঢোকার দরজা তালাবদ্ধ ছিল। বন্দুকধারী সেখানে কীভাবে প্রবেশ করলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলা শুরুর পরে একপর্যায়ে বন্দুকধারীর অস্ত্র থেকে গুলি বের না হওয়ায় (জ্যাম) অনেকের প্রাণ রক্ষা পায়।

সেন্ট লুইস স্কুল কর্তৃপক্ষ বলছে, পুলিশ এসে ওই বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’। সন্দেহভাজন ওই হামলাকারীকে ১৯ বছর বয়সী। তিনি এ স্কুলের সাবেক শিক্ষার্থী বলে পুলিশ শনাক্ত করেছে। পুলিশের সঙ্গে গোলাগুলির সময়ে মারা যান ওই বন্দুকধারী।

পুলিশ বলছে, হামলাকারী ছাড়া নিহতদের অন্য দুজন হচ্ছেন একজন কিশোরী এবং একজন নারী। হামলার পরপরই ওই কিশোরীকে স্কুলের ভেতরেই মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া হামলায় আহত হওয়ার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এখন পর্যন্ত এ বছরে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।








ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে গতকাল সোমবার প্রবল বৃষ্টি হয়েছে। বয়ে গেছে ঝোড়ো হাওয়া। সন্ধ্যার দিকে প্রথমে অগ্রভাগ পরে সিত্রাংয়ের মূল অংশ আঘাত করে বাংলাদেশের উপকূলে। পূর্বাভাসের তুলনায় কম শক্তি নিয়ে আঘাত করে সিত্রাং।

দুর্বলও হয়ে পড়ে কম সময়ের ব্যবধানে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, সিত্রাংয়ের প্রবল বৃষ্টিপাতের পর এখন দেশে বৃষ্টি কমে আসবে। সেই সঙ্গে বৃষ্টির ফলে যে ঠান্ডা আবহাওয়া ছিল, তা–ও কমে যাবে। বাড়বে তাপমাত্রা, যদিও তা বেশি পরিমাণ হবে না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকা এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এলাকায় থাকা ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। 

এটি এখন নেত্রোকোনা এবং এর কাছাকাছি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। দুপুর ১২টার পর এটি উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।

তবে এ এই তাপমাত্রা বৃদ্ধি খুব বেশি হবে না বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে যে ঠান্ডা পড়েছিল, সেখান থেকে তাপমাত্রা বাড়বে। তবে এতে অসহনীয় অবস্থা আর হবে না। বরং দেশের উত্তর জনপদে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমে আসবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বরিশালে, ৩২৪ মিলিমিটার।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget