Latest Post

 


ট্রলারে করে শেরপুর থেকে ময়মনসিংহের পথে বিএনপির নেতা-কর্মীরা

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে শেরপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ আছে। এতে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে ট্রলারে করে ময়মনসিংহে যাচ্ছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার কাছাকাছি সময়ে শেরপুর শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতা–কর্মীরা অটোরিকশায় করে উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাটে যাচ্ছেন। সেখান থেকে নেতা–কর্মীরা ট্রলারে ময়মনসিংহের দিকে যাচ্ছেন। সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান।

মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা জানান। তবে যেকোনো উপায়ে বিএনপির নেতা–কর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।

এদিকে জেলা বাস কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে আজ সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সকালে শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা বাস কাউন্টারটি বন্ধ রয়েছে। এই পরিবহনের বাসগুলো টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে থেমে আছে। বাস বন্ধের বিষয়টি বেশির ভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

আরো পড়ুন:


 


আত্মহত্যার হুমকি দেওয়ায় ১৩ তুর্কি শ্রমিককে ফেরত পাঠাচ্ছে কুয়েত

কুয়েতের সালমিয়ার একটি বিল্ডিংয়ের ২৫ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার হুমকি দেওয়া ১৩ তুর্কি কর্মীকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। কয়েক মাস ধরে তাদের বেতন না দেওয়ার কারণে তারা আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

স্থানীয় আরব টাইমসের প্রতিবেদনে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই শ্রমিকরা পর্যটন ভিসায় তুরস্ক থেকে কুয়েত প্রবেশ করেছিল এবং এখানে কাজ শুরু করে, যা তাদের প্রবেশের উদ্দেশ্য নয়। যে কোম্পানি তাদের নিয়োগ করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, শ্রমিকরা ২৫ তলায় একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেয়, তারপর নিরাপত্তা কর্মকর্তা ও দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক শ্রমিকদের আত্মহত্যা থেকে বিরত রাখেন। একই সঙ্গে অবিলম্বে তাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেন।

তুর্কি নাগরিকরা পর্যটক ভিসা নিয়ে সব সীমান্ত দিয়ে কুয়েত প্রবেশ করতে পারে, তবে শ্রম আইন অনুসারে তারা এখানে কাজ করার জন্য অনুমোদিত নয়।

আরো পড়ুন:


 


রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর কৃষকের লাশ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কুন্ডুপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই কৃষকের নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের মৃত আহের আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রাতে জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল আহমেদকে (২৫) আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সাইফুল ইসলামকে কে বা কারা বাড়ি ডেকে নিয়ে যান। এর পর থেকে সাইফুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাইফুল নিখোঁজের বিষয়ে গতকাল বিকেলে তাঁর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি হওয়ার পর গতকাল রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিলকে আটক করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক  জিজ্ঞাসাবাদে শাকিল হত্যার দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, ঘুড়কা কুন্ডুপাড়া এলাকার খাল থেকে আজ সকালে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন:


 


ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে আটক

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ও ভোয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, ক্যামেরা, পাঁচটি মোবাইলফোন বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হলেন- রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মাদরাসার অধ্যক্ষের কাছে আটকরা জানান, তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিটের জন্য এসেছেন। 

এসময় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত চাওয়া হয়। অডিটের বিল বাবদ নগদ তিন হাজার টাকাও নেন। এসময় আরও ৪০ হাজার টাকা দাবি করে তা দুইদিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

একই কায়দায় পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসায় গিয়ে অধ্যক্ষ হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করেন আটকরা। মাদরাসা কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানান। \

তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে দেখা যায়, তারা টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় গিয়ে বিভিন্ন মাদরাসায় প্রতারণা করছেন। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা খবর দিলে রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:


 


রাশিয়ার সঙ্গে যৌথভাবে সৈন্য সমাবেশ করতে শুরু করেছে বেলারুশ |

ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শিল্পোন্নত জি-সেভেন দেশগুলো বলেছে, যতদিন দরকার, ততদিন তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।

জরুরি একটি ভার্চুয়াল বৈঠকে তারা বলেছে, ইউক্রেনের জন্য তারা সামরিক, কূটনৈতিক আর মানবিক সহায়তা দিয়ে যাবে।

নেটোও জানিয়েছে, যতদিন প্রয়োজন, তারা ইউক্রেনের পাশে থাকবে।

রাজধানী কিয়েভ ও পুরো ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। মঙ্গলবারও হামলা চলেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রাইমিয়ার সেতুতে হামলার পাল্টা জবাব হিসাবে এসব ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

ওই বৈঠকে বিমান প্রতিরক্ষা সিস্টেমের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। সেই সঙ্গে বেলারুশ সীমান্তে "আন্তর্জাতিক পর্যবেক্ষক" মোতায়েন দাবি করেছেন তিনি।

তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বা বেলারুশ সীমান্তে পর্যবেক্ষক মোতায়েনের জন্য মি. জেলেনস্কির দাবির জবাবে তাৎক্ষনিকভাবে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি জি-সেভেন নেতারা দেননি বলে জানা গেছে।

রাশিয়ার সঙ্গে মিলে সৈন্য সমাবেশ করছে বেলারুশ

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যৌথভাবে বেলারুশের বাহিনী মোতায়েন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভকে উদ্ধৃত করে বেলারুশের রাষ্ট্রীয় বেলতা সংবাদ মাধ্যম জানিয়েছে, পোল্যান্ডসহ অন্যসব দেশের সামরিক হুমকি মোকাবেলা করার জন্যই এই আঞ্চলিক বাহিনীকে সক্রিয় করে তোলা হচ্ছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, ইউক্রেনের বাহিনীর অগ্রাভিযান এবং ক্রাইমিয়ার সেতুতে হামলার কারণে ইউক্রেন সীমান্তে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়ার ঘনিষ্ঠ এই দেশটি।

যৌথ বাহিনীতে অন্তত একলক্ষ সেনা থাকবে, যাদের বেশিরভাগ বেলারুশের হবে বলে জানিয়েছেন মি. লুকাশেঙ্কো।

আরো পড়ুন:

 


২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড

২০০৮ সালে করাচিতে টি-টোয়েন্টিতে প্রথম ‘২০০’ দেখেছিল বাংলাদেশ। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ২০৩ রান করেছিল স্বাগতিক পাকিস্তান। পাঁচ বছর পর ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশকে দ্বিতীয় ‘২০০’ উপহার দেয় নিউজিল্যান্ড। সেই কিউইরা আজ ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ২০০ করার নতুন রেকর্ড গড়ল।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে আজ ৫ উইকেটে ২০৮ রান তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির এটি তৃতীয় ২০০ ছাড়ানো ইনিংস। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্য কোনো দল দুবারের বেশি ২০০ করতে পারেনি।

২০১৩ সালের পর কিউইরা বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বার ২০০ ছুঁয়েছিল ২০২১ সালে হ্যামিল্টনে। সেদিন ৩ উইকেটে ২১০ রান করে দলটি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সেটিই সর্বোচ্চ দলীয় ইনিংস।

  • ২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড
  • ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন
  • ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনছবি: এএফপি
  • সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আজকের ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার ম্যাচে সর্বোচ্চ ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

আজ শেষ তিন ওভারে ৪২ রান তোলা নিউজিল্যান্ডের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন কিউই ওপেনার। তবে নিউজিল্যান্ডের রান ২০০ ছাড়িয়ে মূলত গ্লেন ফিলিপসের ঝড়ে। ২৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেছেন চারে নামা এই ব্যাটসম্যান।

বাংলাদেশের সব বোলারই বেশ খরুচে ছিলেন। একমাত্র মোহাম্মদ সাইফউদ্দিনের ইকোনমিই দুই অঙ্ক ছোঁয়নি—৯.২৫। ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। এ ছাড়া ৪০ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন।

আরো পড়ুন:

 


ঝিনাইগাতীতে বজ্রপাতে এক আদিবাসী কৃষকের মৃত্যু।  

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে। নিহত সুভাষ ঘাগড়া  উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান 


মেঘলা আকাশ আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সময় সুভাষ ঘাগড়া গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে মাঠে যান। এসময় বজ্রপাতে সে মারাক্তক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যেুবরণ করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়া ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিল। তার মৃত্যুতে আদিবাসী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।\

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget