Latest Post

 


জ্বালানি সংকট বাড়ছে, লোডশেডিং বেড়েছে বাংলাদেশে 

অক্টোবর থেকে লোডশেডিং পুরোপুরি কমবে বলে জানিয়েছিল সরকার। উল্টো এ সময়ে এসে বেড়ে গেছে লোডশেডিং। জ্বালানির অভাবে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। পড়ে থাকছে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। আর ঘরে ও শিল্পে মানুষ ভুগছেন বিদ্যুতের অভাবে।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে সর্বোচ্চ ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। এখন তা বেড়ে হয়েছে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। রাজধানীর বিভিন্ন এলাকায় তিন থেকে চার ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না এখন। আর ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় ৭ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ময়মনসিংহ বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন এলাকায় দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দাম বেড়ে যাওয়ায় তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানি কমানো হয়েছে। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে। বিল বকেয়া বাড়তে থাকায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকেও চাহিদামতো উৎপাদন করা যাচ্ছে না। আগাম শীতে বিদ্যুতের চাহিদা কমার ভরসায় ছিল সরকার। গরম না কমায় সেটিও কাজে আসেনি। তাই অক্টোবরে লোডশেডিং বন্ধ করার পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

ডলার–সংকট জ্বালানি খাতকে কঠিন করে তুলেছে। এক মাস পর হয়তো স্বস্তি পাওয়া যেতে পারে। তবে আগামী গ্রীষ্মে (মার্চ-এপ্রিল) পরিস্থিতি কী হবে, ভাবা যাচ্ছে না।

এর আগে ডলার–সংকটে পড়ে জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৯ জুলাই থেকে শুরু হয় পরিকল্পিত লোডশেডিং। যদিও জুলাইয়ের শুরু থেকেই লোডশেডিং ছিল। দিনে এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও তা মানা হয়নি। রাজধানীতে গড়ে দুই ঘণ্টার বেশি লোডশেডিং হয়েছে। আর ঢাকার বাইরে কোথাও কোথাও লোডশেডিং ছিল আট ঘণ্টা পর্যন্ত। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় কিছুটা কমলেও অক্টোবরে আগের চেয়ে বেড়ে গেছে লোডশেডিং।

ঢাকায় চার থেকে পাঁচবার বিদ্যুৎ যাচ্ছে

গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে এখন। ঢাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দায়িত্বশীল কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন। তাঁরা বলছেন, জুলাই মাসে দিনে একবার লোডশেডিং করার কথা থাকলেও তা দুই থেকে তিনবার করতে হয়েছে। অক্টোবরে চাহিদা কমার বদলে আরও বেড়েছে। আজ মঙ্গলবার চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সচিবালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে চলন্ত সিএনজিতে আগুন। 

শেরপুরের ঝিনাইগাতীতে একটি চলন্ত সিএনজি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে  ১০ অক্টোবর সোমবার দুপুরে ঝিনাইগাতী শেরপুর সড়কের তেতুলতলা এলাকায়। স্থানীয়রা জানান, সিএনজি চালক বায়েজিৎ দুপুর ২ টার দিকে শেরপুর খোয়ার পাড় থেকে যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে রওয়ানা হয়। আড়াই টার দিকে তেতুলতলা বাজারের কাছাকাছি পৌছালে যান্ত্রিক ত্রুটির কারনে ইঞ্জিনে আগুন ধরে যায়। 

ওই সময় সিএনজিতে থাকা চালকসহ যাত্রীরা ছোটাছুটি করে নেমে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ভষ্মীভূত হয় সিএনজিটি। খবর পেয়ে ঝিনাইগাতী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সিএনজির ইঞ্জিন ছাড়া পুরো সিএনজিটি অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি ।

আরো পড়ুন:


 


নাটোরের লালপুরে নিউ মার্কেটে চোর ধরা পড়েছে 


এই মাত্র পাওয়া নাটোরের লালপুরে নিউ মার্কেটে চোর পোশাক চুরি করতে গিয়ে ধরা পড়েছে । চোর জামা-কাপড় এর দাম-দর করতে করতে এক গুচা কাপড় নিয়ে দর । সেই অবস্থায় তাকে তাড়া করে ধরা হয় । পরে তাকে পাবলিক গণ -পিটুনি দেয় । 




এই চোরকে গত(শনিবার) মোটর চুরির অভিযোগ আছে । পাবলিক এর পিটুনি তে সে আদ-মরা মতো অবস্থা হয়েছিল তার। তারপরও আজ (সোমবার ) পোশাক চুরি করতেও দ্বিধা-বোধ করেনি ।

স্থান : প্রভাত ষ্টোর / আশিক স্টোর

আরো পড়ুন :

নাটোরের লালপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ আহত ২০

নাটোরের লালপুরে তীব্র যানজট দেখার কেউ নেই

লালপুরে কেবল রাস্তা নির্মাণ- পড়তে হচ্ছে যানজটের জ্যামে 



 


শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় আটক এক

বগুড়ার শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও এ ঘটনায় অভিযুক্ত আসামী আটক। 

গ্রেফতারকৃত আসামি হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে রাজু ফকির (৩৪)

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এজাহার সূত্রে  জানা যায়, ভিকটিম এক নারী শেরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিসে যাওয়া আসার পথে রাজু ফকির নামের এই ব্যক্তি তার পেছনে ঘোরাঘুরি করেন। একসময় প্রেমের প্রস্তাব দেন এবং প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে রাজু ফকির ওই নারীর সাথে ফোনে ভিডিও কলে কথা বলেন এবং কথা বলার সময় নিজের অশ্লীল শরীর অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে নিজেই রেকর্ড করে রাখেন। রেকর্ড থেকে কিছু স্ক্রিনশট দেখিয়ে একসময় ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। অশ্লীল সম্পর্কে জড়ানোর প্রস্তাব সহ করেন টাকা দাবি। ভুক্তভোগী নারী ওই ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ করলে প্রশাসন ব্যবস্থা নেন।

জাকির আহম্মদ জিম 
বগুড়া প্রতিনিধিঃ

আরো পড়ুন:


 


জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করে না 

জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করে না,তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। 

শনিবার রাতে ফরিদপুরের কৈজুরি জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মোস্তফা আমীর ফয়সাল বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং ছাড়া উপায় নাই যা আমরা আগেই বলেছি। দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো সময় আছে ঐক্যবদ্ধ হোন। 

কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন।বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করেনা। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।

নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারিতে, এখন থেকেই দেশে একটি বিশৃঙ্খলা তৈরী হতে চলেছে, চারিদিকে লাঠিশোঠার মহড়া শুরু হয়ে গেছে। কে কাকে মারবে সেই সেই চিন্তায় রয়েছে।বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদুর সভাপতিত্বে,এই সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল সামী। 

এর আগে মোস্তফা আমীর ফয়সাল জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি বিশাল এক কেক কাটেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। দেশের বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা এতে অংশ নেন।

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি।

আরো পড়ুন:

  1. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  7. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  8. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  9. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


বাসের জানালা দিয়ে চেইন ধরে টান, অল্পতে রক্ষা গৃহবধূর প্রাণ |

আসমানি বাসে সপরিবারে আব্দুল্লাহপুর থেকে খিলক্ষেত যাচ্ছিলেন হাফিজুর রহমান। বাসের ডান পাশেজানালার দিকে বসেছিলেন তার স্ত্রী মিথিলা আক্তার। 

বাম পাশে হাফিজুরের কোলে ছিল ৫ বছরের ছেলে। বাস আজমপুর পৌঁছালে যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় জটে পড়ে। এরই মধ্যে হঠাৎ জানালার বাইরে থেকে কেউ একজন মিথিলার গলার চেইন ধরে টান দেন। তবে চেইন নিতে না পারলেও গলায় তৈরি হয় ক্ষত। কয়েক সেকেন্ডের ব্যবধানে রাস্তা অতিক্রম করে দৌড়ে পালিয়ে যায় ছিনতাই চক্রের ওই সদস্য। 

এদিকে হঠাৎ এমন ঘটনায় স্তব্ধ হয়ে যান মিথিলা। ভয়ে চিৎকার শুরু করেন তিনি ও তার ছেলে। এরপর বাসের যাত্রীদের মধ্যে শুরু হয় হইচই। পরে খিলক্ষেত নেমে একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নেন মিথিলা। গত বুধবার (৫ অক্টোবর) দুপুর পৌনে বারোটায় এ ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি তার। 

মিথিলা বলেন, এতো বছর ধরে ঢাকায় থাকি কখনও এমন পরিস্থিতিতে পড়িনি। জানালা দিয়ে এভাবে ছিনতাই হতে পারে আমার ধারনাও ছিল না। তাই অনেক ভয় পেয়ে যাই। গলার চেইন ধরে টানার কারণে গলা ও ঘাড়ে জখম হয়েছে। 

যেভাবে চেইন টান দিয়েছে তাতে আরও বড় কোনো ঘটনা ঘটে যেতে পারতো, অল্পের উপর দিয়ে বেঁচে গেছি।

শুধু উত্তরা-খিলক্ষেত নয়, গোটা রাজধানীতে বেড়েছে চলন্ত বাসে ছিনতাই। দিনে কিংবা রাতে, পথচারী ও বাসযাত্রীদের আতঙ্ক এই ছিনতাইকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, নেশার টাকা জোগাড় করতেই এ পথ বেছে নিচ্ছে রাস্তার পাশে বেড়ে উঠা কিশোররা। 

গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় মিতুল রায় রনি নামের এক নারী তার স্বামীর সঙ্গে কমলাপুর এলাকা থেকে বাসায় যাওয়ার উদ্দেশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। 

হঠাৎ এক ছিনতাইকারী ওই নারীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় টহলরত র‌্যাবের একজন সাহসী সদস্য এ ঘটনা দেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকে। কিছুদূর যাওয়ার পরই ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চেইন ছিনতাইয়ের কথা স্বীকার করে।

জান গেছে, এসব ছিনতাইকারী যানজটে ধীরে ধীরে এগিয়ে যাওয়া বাসের জানালার পাশে বসে থাকা যাত্রীদের অনুসরণ করে। বাসটি থামতেই মুহূর্তের মাধ্যেই জানালা দিয়ে বাসের যাত্রীর মোবাইল, গলার চেইন ছোঁ মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের নিত্যদিনের চিত্র এটি। সামান্য অসাবধানতাতেই ছিনতাইকারীর খপ্পরে চলে যায় যাত্রীদের মোবাইল, গহনাসহ নানা মূল্যবান সম্পদ।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু ছিনতাই চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে উত্তরা পূর্ব, পশ্চিম ও বিমানবন্দর থানা। গত এক বছরে আমার এরিয়ায় প্রায় ১৫০ ছিনতাইকারী আটক করা হয়েছে, কোর্টে চালান করা হয়েছে। এছাড়া সিভিল টিম কাজ করছে। আমরা সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করি। 

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের বেশির ভাগ টঙ্গী এলাকা থেকে আসে। এরা মাদকসেবী। কেউ ছিনতাইয়ের শিকার হয়ে থানায় অভিযোগ দিলে অবশ্যই সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

খিলক্ষেত থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, গত ২-৩ মাসের মধ্যে আমাদের এরিয়ায় এমন ঘটনার খবর নেই। ফুট পেট্রোল, মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে। 

আরো পড়ুন:


  1. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  7. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  8. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  9. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী




অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টো পথে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ কাঁচপুর সেতু এলাকার অটোরিকশাচালক মো. হানিফ (২৫), যাত্রী মামুন মিয়া (৩০), নুরুউদ্দিন (৪২), জামাল হোসেন (৪২) ও অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশাটি উল্টো পথে কাঁচপুর সেতু পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরুউদ্দিন মিয়া মারা যান। গুরুতর অবস্থায় অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, গুরুতর আহত অটোরিকশাচালক হানিফ এবং অন্য তিন যাত্রী মামুন, জামাল হোসেন ও অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

নিহত মামুন মিয়ার মামাশ্বশুর ওমর ফারুক বলেন, মামুন একটি পোশাক কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন। কারখানা ছুটি থাকায় কাঁচপুরে বাবা জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। অটোরিকশা সেতু পার হওয়ার সড়ক দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে মামুনও আহত হয়ে মারা গেছেন। তার লাশ আনার জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছেন।

আরো পড়ুন:


 



তেল উৎপাদন কমাবে ওপেক, বাড়বে দাম

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য ও দাম ধরে রাখতে ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির পরিবর্তে এখন নির্দিষ্ট মেয়াদের চুক্তির জন্য নতুন উৎস খুঁজছে ভারত। ইতিমধ্যে কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও করেছে তারা। খবর নিউইয়র্ক টাইমস ও রয়টার্সের  

অপরিশোধিত তেল উৎপাদন কমানোর বিষয়ে বেশ কিছুদিন ধরেই বলে আসছিল ওপেক প্লাসের সদস্যরা। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা বারবার উৎপাদন না কমাতে অনুরোধ জানিয়েছে। তাতে মত পাল্টায়নি ওপেক। মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও এই সংস্থার অন্যতম সদস্য এখন রাশিয়া। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

এদিকে তেল উত্তোলন কমানো নিয়ে অনুষ্ঠিত বৈঠকের আগেই বিশ্ববাজারে বেড়ে যায় তেলের দাম। এর দর গত মঙ্গলবার প্রতি ব্যারেলে ৩ শতাংশের বেশি বেড়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩ ডলারের মতো বেড়ে প্রায় ৯২ ডলার হয়েছে। বিশ্ববাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৩ ডলারের মতো বেড়ে সাড়ে ৮৬ ডলার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তেল উৎপাদন কমানোর পদক্ষেপ তেলের বাজারে সরবরাহ কমিয়ে দেবে, যার প্রভাব পড়বে দামে।

তেলের নতুন উৎস খুঁজছে ভারত ?

অপরিশোধিত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির পরিবর্তে এখন নির্দিষ্ট মেয়াদের চুক্তির ওপর বেশি জোর দিচ্ছে ভারত। দেশটির আশঙ্কা, রাশিয়ার তেল কেনার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে সরবরাহ আটকে যেতে পারে। এ জন্য সরবরাহ ঠিক রাখা ও আর্থিক ক্ষতি এড়াতে নির্দিষ্ট মেয়াদি চুক্তি করতে চাচ্ছে ভারত।

ভারতের একটি রাষ্ট্রীয় শোধনাগারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ জন্য আমরা সরবরাহব্যবস্থার নিয়শ্চয়তার জন্য বিকল্প প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের সামনে সব বিকল্প খোলা থাকতে হবে।’

একই ধরনের মন্তব্য করেছেন ভারতের আরেক তেল পরিশোধক কোম্পানির এক কর্মকর্তা। তিনি রয়টার্সকে বলেন, যুদ্ধের কারণে তেলের বাজারে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ সময় সম্ভাব্য সব পথ খোলা রাখতে হবে।

নির্দিষ্ট মেয়াদে তেল চুক্তি করতে ও আমদানির উৎসে বৈচিত্র্য আনতে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে ভারত। ইন্ডিয়ান অয়েল করপোরেশন গত মাসে ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সঙ্গে ১ কোটি ২০ লাখ ব্যারেল ও কলম্বিয়ার বৃহৎ তেল উৎপাদক ইকোপেট্রোলের সঙ্গে ৬০ লাখ ব্যারেল তেল আমদানির চুক্তি করে। প্রথম ধাপে এই চুক্তির মেয়াদ হবে ছয় মাস।

ভারতের আরেক তেল কোম্পানি বিপিএলসিও চলতি মাস থেকে তেল আমদানির জন্য পেট্রোব্রাসের সঙ্গে নির্দিষ্ট মেয়াদের চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল সরবরাহের একটি বার্ষিক চুক্তি আছে আইওসির। এসব উদ্যোগের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও মেয়াদি চুক্তিতে তেল কিনতে চেষ্টা করছে ভারত।

আরো পড়ুন:

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget