Latest Post

 



চীনা হুমকির মুখে বিতর্কিত তাইওয়ান সফর শুরু করেছেন মার্কিন হাউস স্পিকার


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বৃত্তাকার পথে উড়ে যাওয়ার পর মার্কিন সরকারের বিমাaxনটি তাইপে'র সং শান বিমানবন্দরে নেমে আসে।


তাইওয়ানের পূর্ব উপকূল বরাবর উত্তরে যাওয়ার আগে বিমানটি বোর্নিও এবং ফিলিপিন্স অতিক্রম করে।


চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রচার করেছে যাতে বলা হয়েছে, এই সফর চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তির ওপর গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এবং এটি চীনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখন্ডতার গুরুতর লংঘন।


তাইপে'র বিমানবন্দর থেকে মিসেস পেলোসি সরাসরি তাইপেতে তার হোটেলে যাবেন এবং আগামিকাল সকালে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি সাই ইং-ওয়েনসহ তাইওয়ানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলে মনে করা হচ্ছে।


তাইওয়ানে অবতরণের পর পরই টুইটারে এক পোস্টে ন্যান্সি পেলোসি লিখেছেন, তার প্রতিনিধিদলের সফর "তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রকে সমর্থন করার জন্য আমেরিকার অটুট প্রতিশ্রুতিকে সম্মানিত করেছে।"


তিনি বলেন, "তাইওয়ানের দু'কোটি ৩০ লক্ষ মানুষের সাথে আমেরিকার সংহতি আজ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ" এবং তার সফর "কোনো ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নীতির বিরোধিতা করে না।"


ঐ অঞ্চলে "স্থিতাবস্থা পরিবর্তনের জন্য (চীনের) একতরফা প্রচেষ্টার বিরোধিতা যুক্তরাষ্ট্র করে চলেছে," টুইটে তিনি মন্তব্য করেন।


চীন বারবার করে মিসেস পেলোসির এই সফরের বিরুদ্ধে সতর্ক করে আসছে এবং মঙ্গলবার বলেছে যে এই সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে "মূল্য দিতে হবে।"


ফলে মার্কিন স্পিকারের এই বিতর্কিত সফর ঐ এলাকায় দুর্ঘটনাজনিত সামরিক সংঘর্ষের উদ্বেগ বাড়িয়ে তুলছে।


এই সফরের ঠিক আগে মঙ্গলবার রাতে তাইওয়ান থেকে চীনা মূল ভূখণ্ডকে বিভক্তকারী সীমারেখায় চীন যুদ্ধবিমান পাঠিয়েছে।


আরো পড়ুন:



 



ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু 


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের এক পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাকিব ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (০২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় গড়েয়া মিলনপুর গ্রামের এক পুকুরের পানি থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 


সাকিব ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে। 


বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন। 


অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সাকিব ইসলাম তার বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে আমাদের খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ওই পুকুরের গভীর পানি থেকে সাকিব ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 


আরো পড়ুন:



 



যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ পিচ স্বর্ণের বারসহ পাচারকরী আটক


যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ পিচ স্বর্ণের বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল ১০ টার সময় মোটরসাইকেল সহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত আসামী হাসানুজ্জামান পুটখালী গ্রামের মাহবুবুর রহমান'র ছেলে। 


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন বালুন্ডা হতে জামতলা সড়কে অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামানকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল।


খুলনা-২১ বিজিবি'র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাচালান রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 


এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিজান অব্যাহত থাকবে। আটককৃত স্বর্ণের বার এবং ০১টি মোটরসাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪লক্ষ ৫০ পঞ্চাশ হাজার  টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের  বার এবং মোটর সাইকেল শার্শা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো পড়ুন:



 


বিমানবন্দরে লাগেজ পেতে ৩ ঘণ্টা, সীমাহীন ভোগান্তি



বিদেশ থেকে দেশে ফিরেও প্রবাসীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। শুধু লাগেজ নিয়ে বের হতেই সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা।

লাগেজ বেল্ট থেকে লাগেজ এলোমেলোভাবে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বেল্টের কর্মীদেরও ব্যবহার ভালো নয় বলে অভিযোগ অনেকের।  


বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে এমন চিত্র দেখা যায়।


এদিন দুপুর দুটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে আসেন মো. হুমায়ুন। বিমানবন্দরের টার্মিনালে-১ এ (ক্যানপি-১) তিনি স্বজনদের জন্য অপেক্ষা করছিলেন। যাবেন কুমিল্লা। হুমায়ুন বাংলানিউজকে বলেন, চার মাস আগে গিয়েছিলাম সৌদি আরব। অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছি। প্লেন থেকে নেমেছি দুপুর দুইটায়। কাস্টমস হয়ে বিভিন্ন জায়গা ঘুরে এয়ারপোর্ট থেকে বের হতে আমার সময় লেগেছে দেড় ঘণ্টা। বিমানবন্দরের কর্মকর্তাদের কথা কী বলবো? বাঙালি আসলে খুব খারাপ। এই দেশের কেউ পদ পেলে মানুষকে আর মানুষ মনে করে না।  


এদিকে বাংলাদেশে চলাচলকারী ২৭টি উড়োজাহাজ সংস্থার সংগঠন এয়ারলাইন অপারেটরস কমিটির (এওসি) সূত্র বলছে, শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা ঠিকভাবে সামাল দিতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জনবল কম থাকায় বিমান সময়মতো প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হচ্ছে। অথচ এ ব্যবস্থাপনার জন্য এয়ারলাইনসগুলোকে প্রতি ফ্লাইটে সেবাভেদে ২ হাজার ২০০ থেকে ৫ হাজার ৭০০ মার্কিন ডলার পর্যন্ত বিমানকে দিতে হয়।


এওসির সদস্য ও একটি বিদেশি উড়োজাহাজ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে দেরির কারণে প্রতিদিন আন্তর্জাতিক ফ্লাইটগুলো দেরি হয়। এমনকি বিমানবন্দরের বে–এরিয়াতে উড়োজাহাজ অপেক্ষা করতে হয়। কখনো তা এক থেকে দুই ঘণ্টা ছাড়ায়। অথচ সময়মতো এগুলো করতে বিমান বাংলাদেশকে এয়ারলাইনসগুলো ফি দিয়ে থাকে।’


উদাহরণ দিতে গিয়ে ওই কর্মকর্তা বলেন, প্রায়ই সময় ট্যাক্সিতে উড়োজাহাজ দাঁড়িয়ে থাকতে হয়। সেটি দেড় ঘণ্টাও ছাড়ায়। যেমন ৮ মে রাত ৯টা ৩৮ মিনিটে মধ্যপ্রাচ্য থেকে সৌদি এয়ারলাইনসের বড় পরিসরের (ওয়াইড বডি) একটি ফ্লাইট দেশে আসে। সেটি থেকে ব্যাগেজ নামানোর জন্য দুটি হাইলোডার যন্ত্র দরকার। কিন্তু বিমানের পক্ষ থেকে একটি হাইলোডার দেওয়া হয়। সেটা দেওয়া হয় ৪৪ মিনিট দেরির পর। ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগ বুঝে পেতে দুই ঘণ্টা লেগে যায়।


আরো পড়ুন:



 



রাণীশংকৈলে দিনে দুপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক -১


ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দিনে-দুপুরে এক শিক্ষকের বাড়ীতে ডাকাতি ঘটনা ঘটে। 


সোমবার দুপুরবেলা নামাজের পর উপজেলার ভোলাপাড়া এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে মাস্টার শাহজান আলীর বাড়ীতে দিনে-দুপুরে ২ লক্ষ টাকাসহ দশ ভরি স্বর্ণ ডাকাতি হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেন বাড়ির মালিক শাজাহান আলী।


এ সময় প্রতিবেশীরা ডাকাতের সদস্য আনোয়ার (২০) নামে ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক যুবক হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার  নওশাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান ঘটনার সময় দুইজন ডাকাত দলের সদ্যস জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


হবিবর মাস্টার বলেন, এই বাড়ীতে এর আগেও ২ বার চুরি হয়েছে। সে চুরিরও এখন পর্যন্ত পুলিশ প্রসাশন কোন পদক্ষেপ নেননি।


বাড়ীর মালিক শাজাহান আলী বলেন তার স্ত্রীসহ স্কুলে চাকুরী করেন। বাড়ীতে কেউ ছিলনা।এ সুযোগে তার বাড়ী থেকে আলমারি তালা ভেঙে ১০ ভরি স্বর্ণসহ ২ লক্ষ টাকা  ডাকাতি করে নিয়ে গেছে।


এপ্রসঙ্গে এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা  স্বীকার করে বলেন এখন পর্যন্ত বাড়ীর মালিক কোন অভিযোগ বা মামলা করেননি।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ জুন রাতে জুড়ী উপজেলার আমতৈল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র জিয়াউর রহমানের বাড়িতে ডাকাত দল ডুকে বাড়ির মালিককে বেধেঁ বাড়িতে থাকা নগদ টাকা ও ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন ৭ জুন তিনি জুড়ী থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার গোয়ালবাড়ী গ্রামের লালা 


মিয়ার পুত্র আব্দুল জলিল(৩০)-কে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় একই উপজেলার দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭) জামকান্দি গ্রামের হাজির মিয়ার পুত্র মারুফ আহমদ সানু পশ্চিম ভবানীপুর গ্রামের লকুছ মিয়ার পুত্র রবি মিয়া কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তালা কাটার প্লাস,বড় ৩ টি দা,একটি সাবল সহ সরন্জামাদি উদ্ধার করা হয়।


আরো পড়ুন:





কিশোরীকে নদীতে ফেলে হত্যার চেষ্টার ঘটনায় আসামির রিমান্ড মঞ্জুর ! 


ঠাকুরগাঁওয়ে মাহফুজা আক্তার (১৮) নামে এক কিশোরীকে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে হত্যাচেষ্টা মামলায় গুলজান বেগম (ফিরোজাকে) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ আগস্ট) মামলায় গ্রেফতার আসামি গুলজান বেগমকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা এ নির্দেশ দেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক এসআই পিযুষ চন্দ্র সরকার।


গত ২১ জুলাই ভোরে বস্তাবন্দি করে ওই কিশোরীকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা শহরের টাংগন নদীর পাশ থেকে ওই কিশোরীকে বস্তাবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করে।


উদ্ধার হওয়া কিশোরী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার বিজয়পুর গ্রামের মোস্তফা কামালের মেয়ে।


 স্থানীয়রা জানান, ঘটনার এক মাস আগে মাহফুজা আক্তারকে লেখাপড়ার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের একটি মাদরাসায় ভর্তি করায় পরিবার। ভর্তির পর ঈদের ছুটি কাটিয়ে মাদরাসায় ফিরলে ২০ জুলাই দিবাগত রাতে মাহফুজাকে একদল যুবক কৌশলে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে নির্যাতন করে হত্যার উদ্দেশে হাত-পা বেঁধে বস্তায় ভরে শহরের টাংগন নদীতে ফেলে দেয়। কিন্তু বস্তা গড়িয়ে নদীর ধারে আটকে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


ওই কিশোরীর পরিবারের স্বজনরা জানান, মাহফুজাকে মাদরাসায় ভর্তির আগে গ্রামের বাড়ির ভাড়াটিয়া গুলজান বেগম নামে এক নারী মাহফুজার আপত্তিকর ছবি তুলে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। আর সেই ছবি নিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালায় একদল যুবক।


আরো পড়ুন:



Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget