Latest Post

ফেনীতে কৃষিজমির মাটি বিক্রির দায়ে জমির মালিককে ৫ লাখ টাকা জরিমানা
Land owner fined Tk 5 lakh for selling agricultural land in Feni


ফেনীর দাগনভূঞায় কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার ৩ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ আদেশ দেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আদালত সূত্র জানায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঞা ঈদগাহ মাঠ সংলগ্ন জমি ১৩ ফুট গভীর করে ইটভাটায় মাটি বিক্রি করছেন মালিক নাছির উদ্দিন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মাটি বিক্রির কথা স্বীকার করায় নাছির উদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান দেন।


জমির মালিক নাছির উদ্দিন জানান, পাশের এনবিএম-৫ নামের একটি ইটভাটার কাছে ১০০ শতক জমির ৮ ফুট মাটি বিক্রি করি। কিন্তু ভাটা মালিক শর্ত ভঙ্গ করে ১৩ ফুট মাটি নিয়ে যাচ্ছেন।


এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন রুহি জানান, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে ওই স্থানে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ তৈরির জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।



আরো পড়ুন:





ফরিদপুরে একটি পোস্টার নিয়ে আলোচনার ঝড় 
A storm of discussion about a poster in Faridpur


ফরিদপুর জেলা আঃলীগের সাধারণ সম্পাদক পদটি পাওয়ার প্রত্যাশায় শহর ভরে পোস্টার লাগিয়েছেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডঃ যশোদা জীবন দেবনাথ । এ পোস্টার ব্যানার লাগানো নিয়ে ফরিদপুরে আলোচনার ঝড় উঠেছে জেলা আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের মধ্যে এবং তারা বলছে যশোদা জীবন দেবনাথ ছাত্র জীবন থেকে শুরু করে কোন দিনও আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল না । তিনি কি করে জেলা আঃলীগের সাধারণ সম্পাদক হবার স্বপ্ন দেখছেন  এ নিয়ে চলছে শহরে আলোচনার ঝড়।  


এ বিষয়ে সরকারী রাজেন্দ্র কলেজের ৯০/৯১, ৯২/৯৩ ভিপি জিএস ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু জানান , আমার জানা মতে ডঃ যশোদা জীবন দেবনাথ আঃলীগের অঙ্গ সংগঠন সহ ছাত্রজীবনে কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সরকারী রাজেন্দ্র কলেজের ৯৬/৯৭ এর ভিপি জিএস ও ২০০২ সালের ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও শহর আঃলীগের যুগ্ন আহবায়ক  মনিরুজ্জামান মনির জানান, যশোদা জীবন দেবনাথ কিছু দিন সরকারী রাজেন্দ্র কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করেছেন কিন্তু ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিল না । রাজেন্দ্র কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্রদলের সাথে  তার সংশ্লিষ্টতা ছিল। আমি শুনেছি এবং দেখেছি  শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার- বিলবোর্ড লাগিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে তিনি জেলা আঃলীগের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক প্রত্যাশী ।  


এ বিষয়ে ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি অ্যাড সুবল চন্দ্র সাহা , সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ও সাবেক জেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় আঃলীগের সদস্য , প্রবীণ আঃলীগ নেতা বাবু বিপুল ঘোষ  জানান, ডঃ যশোদা জীবন দেবনাথ ফরিদপুর জেলা আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের কোন কমিটির পদ পদবীতে নেই তবে ইদানীং শুনেছি তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক কেন্দ্রীয়  উপ কমিটির সদস্য। 


ফরিদপুর জেলা আঃলীগের আসন্ন কমিটির সাধারণ সম্পাদকের আলোচনার নায়ক ডঃ যশোদা জীবন দেবনাথ জানান , আমি আসন্ন ফরিদপুর জেলা আঃলীগের কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী । আমি আঃলীগ করি , আমার পদ পদবী চাওয়া গণতান্ত্রিক অধিকার । ফরিদপুরের জেলা আঃলীগের সভাপতি , সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন বাংলাদেশ আঃলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফরিদপুরের যেসকল নেতাকর্মীরা জোটবদ্ধ হয়েছেন তারা কিছুই করার রাখে না। তিনি আরো জানান, কিছু কিছু ব্যক্তিরা আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মুলকভাবে  মিথ্যাচার চালাচ্ছে ।   



আরো পড়ুন:




ফেনীতে দীর্ঘ সাত বছর পর জেলা ছাত্রলীগ কমিটি গঠন তপু সভাপতি, জাবেদ সম্পাদক
After seven long years in Feni, District Chhatra League Committee was formed with Tapu President, Jabed Secretary

দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেল ফেনী জেলা ছাত্রলীগ। দীর্ঘদিন পর কমিটি হওয়ায় উচ্ছ্বসিত ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মো. নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি গঠন করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সভাপতি তোফায়েল আহমেদ তপু এর আগে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) ছিলেন। তপুর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। 


সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ ফেনী সরকারি কলেজের সদ্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্র সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।


এর আগে গত ২৮ মার্চ মেয়াদোত্তীর্ণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্র। 


বিদায়ী কমিটির সভাপতি ছিলেন এস এম সালাহ উদ্দিন ফিরোজ এবং সাধারণ সম্পাদক ছিলেন জাভেদ হায়দায় জর্জ। ২০১৫ সালে কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।




আরো পড়ুন:






কেশবপুরের বসুন্তিয়া সার্বজনীন বাসন্তী পূজায় চলছে রং-এর কাজ, বৃহস্পতিবার থেকে শুরু পূজা
Rang's work is going on in Basuntia Public Basanti Puja of Keshabpur, Puja starts from Thursday


ঋতু যাই হোক, মহাপুরুষরা বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করেছেন। ‘রামায়ণ’-এ শ্রী রামচন্দ্র শরৎ কালে অশুভ শক্তি নাশ করতে দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার রীতি প্রায় একই। শরৎকালে শারদীয়া দুর্গাপূজা, বসন্ত কালে শ্রী শ্রী বাসন্তী পূজা।


কেশবপুরের উপজেলার  মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে  শ্রী শ্রী বাসন্তী পূজা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। মঙ্গলবার সরেজমিন দেখা যায়, একদিকে চলছে প্রতিমার রংঢং এবং অন্যদিকে প্যাণ্ডেল তৈরীর কাজ। কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের যতিন্দ্র নাথ পালের ছেলে শিল্পী কার্তিক পাল (৫২) জানান, কেশবপুর, ডুমুরিয়া, সাতক্ষীরা, কলারোয়াসহ বিভিন্ন উপজেলায় ৩০ বছর ধরে প্রতিমা তৈরীর কাজ করে আসছি। এখানে দুই সপ্তাহ ধরে প্রতিমা তৈরীর কাজ করেছি। আজ থেকে রং টানা শুরু করলাম। বৃহস্পতিবারে পূজার আগেই সমস্ত শিল্পায়নের কাজ শেষ হয়ে যাবে। সহযোগী হিসাবে ছিলেন একই উপজেলার নারায়ন পাল (৩০)। প্যান্ডেল ও গেট নির্মান কাজে নিয়োজিত আছাদুল ইসলাম ও রেজাউল ইসলাম বলেন, আমরা বুধবারের মধ্যে কাজ সম্পন্ন করে দেব।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার থেকে সোমবার পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হবে। গত দুই বছর অত্যাধিকহারে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে ভক্তদের সমাগম ছিল কম। কিন্তু এবার করোনার প্রাদুর্ভাব না থাকায় পরিবেশ জাকজমকপূর্ণ থাকবে বলে আশা করি। 


পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ জানান, পঞ্জিকায় লেখক, গণক ও গবেষক প্রয়াত তারকেশ্বর ভট্টাচার্যের নামানুসারে বাংলা ১৩৫৫ সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। সে অবধি এখানে চলে আসছে শ্রী শ্রী বাসন্তী পূজাসহ আরও অনেক পূজা। লেখক, গণক ও গবেষক হিসাবে তারকেশ্বর ভট্টাচার্যের নাম পঞ্জিকায় লিপিবদ্ধ ছিল। এখানে এই শ্রী শ্রী বাসন্তী পূজা ৭৩ বছরে পদার্পন করলো।  বহু দূর থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে পূজা দেখতে আসেন। 

তারকেশ্বর পূজা মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু রায় জানান,  প্রয়াত তারকেশ্বর  ভট্টাচার্যের স্মৃতি বিজড়িত মন্দিরটি নতুন করে নির্মান করা হচ্ছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এখনও সম্পন্ন করতে পারিনি। সকলের সহযোগিতা থাকলে অসমাপ্ত কাজটুকু করতে সক্ষম হবো।

কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার বলেন, শ্রী শ্রী বাসন্তী পূজায় সরকারীভাবে কোন  অনুদান নাই তবে, আগামীতে এ পূজার সময় যাতে কিছু অনুদান পাওয়া যায় তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করে যাব।



আরো পড়ুন:




 বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হবার চূড়ান্ত সুপারিশ পাওয়ায় নিয়ামতপুরে আলোচনা সভা
Discussion meeting in Niamatpur after receiving the final recommendation of Bangladesh to become a developing country

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হবার চূড়ান্ত সুপারিশ পাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা  পরিষদ স্থায়ী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য দেন,খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ,সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম,  উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধার  আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলাম প্রমুখ।



আরো পড়ুন:




নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভা
Meeting of Education Development Committee of Asraya NCO project at Niamatpur

নওগাঁ নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৩ মার্চ) সকাল ১১ টায় নিয়ামতপুর আশ্রয় এনসিওর প্রকল্পের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলমের সভাপতিত্বে ও আশ্রয় এডুকেশন অর্গানাইজার অনন্যা রানী দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভায়  আশ্রয় এনসিওর প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দীনের প্রতিনিধিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা আশ্রয় এনসিওর ম্যানেজার মোঃ জিয়াউল রহমান।  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার, আব্দুল হান্নান, মাকসুদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ইডিসির সভাপতি নরুল ইসলাম, হাবিল মারান্ডি, ইউসির সহ-সভাপতি সাদেকুল ইসলাম, আঞ্জুয়ারা বেওয়া,মোহন টপ্পা, শামসুদ্দিন, নইমুদ্দিন, শিক্ষক আবুল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, বিধান কুমার, ডাক্তার শহিদুল ইসলাম, প্রভাষক ইব্রাহিম, আশ্রয় সিনিয়র এডুকেশন অর্গানাইজার সান্তি হাসদা, সন্ধ্যা রায়, ময়না রানী প্রমুখ।



আরো পড়ুন:




কেশবপুরের সড়কের পাশে সজিনার কাণ্ড রোপণ কার্যক্রম চলছে
Saginaw stems are being planted on the side of Keshabpur road


সজিনার ঔষধি গুণাগুণ : ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে, সজিনা গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে। সজিনার কচি পাতা সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধিগুণ আছে।পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে যশোরের কেশবপুর সড়কের পাশে তিন হাজার সজিনার কাণ্ড (কার্টিং) সরকারীভাবে লাগানো হচ্ছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলার চাঁদড়া থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের পাশে এডিপির অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই সজিনার কাণ্ড (কার্টিং) লাগানোর কার্যক্রম চলছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন গত বৃহস্পতিবার (৩১ মার্চ-২২) চিংড়া সড়কের পাশে সজিনার কাণ্ড (কাটিং) রোপণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুর রহমান, নূর ইসলাম, কবির আহমেদ, হাবিবুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে সড়কের পাশে প্রায় তিন হাজার সজিনার কাণ্ড (কার্টিং) রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দিনে শতাধিক কান্ড (কার্টিং) রোপণ করা হয়। সড়কের পাশে যে কৃষকের সীমানায় এ সজিনা গাছ লাগানো হয়েছে; তিনিই সজিনা খাবেন এবং দেখভাল করবেন’।

কৃষি কর্মকর্তা আরও বলেন, সজিনা বিষমুক্ত সবজি এবং খুবই উপকারী। এতে নানা ধরনের ঔষধি গুন রয়েছে। উচ্চ রক্তচাপ কমানোসহ সজিনা শরীরে পুষ্টি ও শক্তি জোগায়। সজিনা গাছ রোপণের মাধ্যমে কিছুটা হলেও পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব।




আরো পড়ুন:



বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত, সুস্থতা কামনা
President of Vidyanandakati Union Krishak League injured in road accident, wishes recovery


কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাবেক ব্যাংক ম্যানেজার গোপাল চন্দ্র চৌধুরী শনিবার আনুমানিক দুপুর ২.৩০ টার সময় মটর সাইকেল দুর্ঘটনায় ভীষণভাবে আহত হয়ে যশোর কুইন্স হাপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান তিন খুব অসুস্থ। তিনি সকলের নিকট আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক বি,এম,ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আজাদ আবেদিন, সামিদ হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, হিজলডাঙ্গা কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক তবিবুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহিতোষ ঘোষ, বিদ্যানন্দকাটি পূজা মন্দির কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, যশোর পবিস-২- এর প্রাক্তন জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সমাজসেবক তপন কুমার ব্রহ্ম, বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রধান কার্যালয়, ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম,  কেশবপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নন্দদুলাল বসু, সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, গ্রামীন কল্যাণ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক,   জাকির হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কর্মী রওশনারা ডটার, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমূখ।



আরো পড়ুন:



Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget