Latest Post



কেশবপুরের মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্দিকে পানি। প্রবেশপথে হাঁটুপানি, আর মাঠে কোমর সমান। দীর্ঘ ছয় মাস ধরে চলছে এ অবস্থা। শীতের মধ্যেও পানি বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। ডিঙিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এমন ভোগান্তি যশোরের কেশবপুরের মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিত্য দিনের সঙ্গী।


এদিকে বিদ্যালয়ের মাঠ কোমর সমান পানিতে থই থই করায় খেলাধুলাও রয়েছে বন্ধ। অভিযোগ উঠেছে, এলাকার মাছের ঘের মালিকেরা ঘেরের পানি সেচ দিয়ে খালের মধ্যে ফেলার কারণে পানি উপচে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সরেজমিনে মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শীতের মধ্যে পানি ডিঙিয়ে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে। এ সময় সপ্তম শ্রেণির ছাত্র সুকান্ত সরকার জানায়, স্কুলে ঢোকার পথে পানি থাকায় জুতা হাতে ও প্যান্ট উঁচু করে যেতে হয়। তা ছাড়া ছয় মাস বিদ্যালয়ের খেলার মাঠে পানি থই থই করায় সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।

দশম শ্রেণির ছাত্রী শতাব্দী হালদার জানায়, দীর্ঘ দিন জলে বিদ্যালয়ের মাঠ ও প্রবেশ পথ তলিয়ে থাকায় যাতায়াতে তাদের পড়তে হয়েছে বিপাকে।

একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের নতুন ভবনে এখনো শৌচাগারে যাওয়ার অনুপযোগী। তা ছাড়া বিদ্যালয়ের পুরোনো শৌচাগার তলিয়ে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফা বলেন, নতুন ভবন এখনো হস্তান্তর করা হয়নি। তা ছাড়া ভবনের শৌচাগার ঠিক না হওয়ায় শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে।'

বিদ্যালয়ের শিক্ষক কার্তিক চন্দ্র বলেন, ‘২৪০ জন শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে স্কুলে আসতে হয়েছে। কিন্তু বিদ্যালয়ে প্রবেশ পথে পানি থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। এলাকার মাছের ঘের মালিকেরা পানি সেচ দিয়ে বাগডাঙ্গা-মনোহরনগর খালে ফেলছে। ওই পানি নিষ্কাশন হতে না পেরে উপচে বিদ্যালয়ের মাঠে ঢুকে হয়েছে কোমর সমান পানি।

তিনি আরো বলেন, “বিদ্যালয়ের প্রবেশ পথে ইট দিয়ে উঁচু করে যাতায়াতের ব্যবস্থা করা হলেও প্রতিদিন পানি বেড়ে চলায় ওই ইটও তলিয়ে যাচ্ছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।'


বিয়ের মণ্ডপ তৈরি। সব প্রস্তুতিও শেষ। অতিথিরাও আসতে শুরু করেছেন। তৈরি বর-কনেও। দু’জনেই বিয়ের পিঁড়িতে বসতে যাবেন, এমন সময়েই ঘটলো অঘটন! দুই শিশুকে সঙ্গে নিয়ে মণ্ডপে হাজির এক নারী। জানালেন, বরের সাজে ওই ব্যক্তি তার স্বামী। এরপর পুলিশে অভিযোগ দায়েরের কথা বলতেই মণ্ডপ ছেড়ে পালান বর।


শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমানের আসানসোলে। সেখানকার স্থানীয় হাটন রোডে একটি হোটেলে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল। আসানসোল বুধা এলাকার এক তরুণীর সঙ্গে স্থানীয় বাসিন্দা পঙ্কজ পাসোয়ানের বিয়ে হওয়ার কথা ছিল।


আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের মন্ত্রপাঠ শুরু হবে এমন সময় দুই শিশুকে সঙ্গে এনে মণ্ডপের সামনে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন এক নারী। নিজেকে ওই ব্যক্তির স্ত্রী পরিচয় দেন তিনি। জানান, তিনি বিহারের জামুইয়ের বাসিন্দা। সাত বছর আগেই তার সঙ্গে পঙ্কজের বিয়ে হয়েছে। সঙ্গে থাকা দুই শিশুও তাদেরই সন্তান।


এমন ঘটনায় অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। ওই নারী আরও জানান, মাস চারেক আগে পঙ্কজ তাকে তার বাবার বাড়িতে রেখে এসেছিলেন। স্বামী নতুন বিয়ে করতে চলেছে, কিছু দিন আগে তা জানতে পেরে সন্তানদের নিয়ে আসানসোলে ছুটে চলে আসেন তিনি। এমনকি সারা রাত কিছু না খেয়েই আসানসোল স্টেশনে কাটিয়েছেন তিনি।


অতিথিদের একজন আনন্দবাজারকে জানান, ওই নারী থানায় অভিযোগ দায়ের করার হুমকি দিতেই তৎক্ষণাৎ মণ্ডপ ছেড়ে পালান পঙ্কজ। যদিও এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।


করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে ট্রাক চালকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে কানাডার ওন্টারিও রাজ্য। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি রয়েছে জরুরি অবস্থা। তারপরও আন্দোলন অব্যাহত থাকায় এবার ট্রাক চালকদের ঘরে ফিরতে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।


স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাস্টিন ট্রুডো বলেন, আপনাদের কথা শোনা হয়েছে, এখন বাড়ি ফিরতে হবে। ট্রাক চালকদের সতর্ক করে তিনি আরও বলেন, আন্দোলন বন্ধ না করলে, লাইসেন্স বাতিল করা হবে। সেটি করা হলে চাকরি, দৈনন্দিন জীবনযাপন, এমনকি আন্তর্জাতিক ভ্রমণে, বিশেষ করে আমেরিকায় যেতেও বাধার সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


ট্রাক চালকদের করোনা টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু হয় দেশটিতে। ফলে রাজধানী অটোয়াসহ পুরো দেশের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।


ওন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ অফিস আদালত বন্ধ করে বিক্ষোভ করা সম্পূর্ণ অবৈধ। এমন আদেশের পরও ট্রাক চালকরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে জরিমানা এবং এক বছরের সাজা ভোগ করতে হতে পারে। তিনি আন্দোলনকারী ট্রাক চালকদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং, বিমানবন্দর, প্রধান মহাসড়ক, জনগণ এবং যেকোনও পরিষেবা চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের জন্য এ আদেশ প্রযোজ্য হবে।


সূত্র: আল-জাজিরা

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২৪ অথবা ৪৮ ঘণ্টার মধ্যেই আমেরিকানদের ইউক্রেন ত্যাগ করা উচিত। রুশ বাহিনী ইউক্রেনের চারপাশ ঘিরে ফেলছে, এমন পরিস্থিতিতে এই নির্দেশনা এলো।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে দেখা গেছে ইউক্রেনে অভিযানের জন্য সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি সব ব্যবস্থা নিয়ে ফেলেছে মস্কো।

আর, শীতকালীন বেইজিং অলিম্পিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে বোমা হামলা শুরু করতে পারে কিয়েভ। আমেরিকানদের দেশ ত্যাগ করতে যেকোনও প্রয়োজনে কিয়েভের মার্কিন দূতবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সালিভান জোর দিয়ে আরও বলেন, ঝুঁকি এখন খুব বেশি। সুতরাং এখনই ইউক্রেন থেকে চলে যাওয়ার সময়।


পশ্চিমা গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইউক্রেনের আশপাশে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে মস্কো।


সূত্র: আল জাজিরা।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে।

একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জনে।   


শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আগের দিন (শুক্রবার) ২৭ জনের মৃত্যু এবং ৫ হাজার ২৬৮ নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 


দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 


ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 


এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।


২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 


ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 


আইপিএল ২০২২ আসর শুরুর আগে চলছে মেগা নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজির সবগুলো তাদের দল গোছাচ্ছে। এবারের নিলামে টাকার ছড়াছড়ি হচ্ছে বেশ।

নতুন, পুরাতন ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল ভারী করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 


তবে অবাক করার বিষয় হলো আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবিকে নিতে আগ্রহী দেখায়নি কোনো দল। ফলে তারা দুইজন অবিক্রীত থেকে যান। 


কিন্তু টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে আছেন মোহাম্মদ নবি ও সাকিব আল হাসান। 


অথচ বিশ্বসেরা দুই অলরাউন্ডারই মেগা নিলামে পেলেন না কোনো দল। 

ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকেডা জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না। কারণ এই সময়টায় বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। 


যেহেতু সাকিব লম্বা সময় থাকতে পারবেন না। তাই তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি বলে মনে করছেন সকলে। 


কারণ নয়ত গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সাকিবকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হবে। কিন্তু এর কিছুই হলো না।


ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে  উত্তেজনার মধ্যে কিয়েভ থেকে জরুরি নয় এমন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে শনিবারই কিয়েভ থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। 

শনিবার রাশিয়া জানায়, কিয়েভ কিংবা তার মিত্রদের ‘উসকানি’র ভয়ে ইউক্রেন থেকে তারা কয়েকজন কূটনৈতিক কর্মীকে সরিয়ে নিচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ব্যাপারে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কিয়েভ বা অন্য দেশের সম্ভাব্য উসকানির ভয়ে আমরা ইউক্রেনে অবস্থিত রাশিয়ান দূতাবাসে কর্মী কমিয়ে আনছি।

এদিকে ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার ফোনে কথা বলতে চেয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবারই এই ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

এ সময় তিনি বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ওয়াশিংটন এবং তার মিত্ররা দ্রুত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। 

এর আগে শুক্রবার শীতকালীন অলিম্পিক চলাকালীন সময়েই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও  হুঁশিয়ারি দিয়েছিলেন ব্লিংকেন।


কেশবপুরে প্রধান শিক্ষকের ২৩ টি পদ শূণ্য, দ্রুত নিয়োগের দাবি অভিবাবকদের 

পরেশ দেবনাথ , কেশবপুর ( যশোর)

যশোরের কেশবপুরে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়গুলোতে পাঠদানসহ সার্বিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা জানিয়েছেন। প্রতিষ্ঠানগুলোতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি তাদের।

কেশবপুর উপজেলায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ১৪ জন প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ৭২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত দিয়ে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানন্দকাঠী রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ে, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাকিলাখালী বালিকা বিদ্যালয়, মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুড়লী স্কুল, আওয়ালগাতি মাধ্যমিক বিদ্যালয় এবং এমএম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও পাঠদানে ব্যাহত হচ্ছে বলে জানান একাধিক অভিভাবক।

নাম প্রকাশ না করার শর্তে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্য়ক্রম চলছে। প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্যে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষক নিয়োগ না হলে এ সমস্যার সমাধান হবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। 


আগামীকাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে আইপিএলের নিলাম। যা চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সাকিবকে কলকাতা ও মুস্তাফিজকে রাজস্থান ছেড়ে দেওয়ায় নিলামের তালিকায় রয়েছে এই দুই টাইগারের নাম। এছাড়াও এই নিলামে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তালিকা রয়েছেন আরও ৯ জন।

এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এই ক্যাটাগরিতে রাখা হয়েছে মোট ৪৯ জন ক্রিকেটারকে।

এদিকে, বর্তমানে বিপিএলের চলমান আসরে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন সাকিব আল হাসান। তিনি ফর্মে থাকায় আইপিএলের এবারের আসরে তাকে কিনে নিতে আগ্রহ দেখাতে পারে বেশ কয়েকটি দল।

কলকাতা নাইট রাইডার্স:

অনেকেই বলে থাকেন, আইপিএলে সাকিবের ‘ঘর’ কলকাতা নাইট রাইডার্স। কলকাতার মানুষ যেমন সাকিবকে পছন্দ করেন, তেমনি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গেও নিবিড় সম্পর্ক আছে বাংলাদেশ তারকার। দুবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে শিরোপার (২০১২ ও ২০১৪) দেখা পেয়েছেন সাকিব। সম্প্রতি বিপিএল দিয়ে ফর্মে ফেরায় তাকে দলে ফেরাতে পারে কলকাতা। বিপিএলে টানা চার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

গত নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগপর্যন্ত বেঙ্গালুরুতে আলো ছড়িয়েছিলেন ডি ভিলিয়ার্স। মিডল অর্ডারে ডি ভিলিয়ার্সের শূন্যতা এবার পূরণ করতে চাইবে বেঙ্গালুরু। এত দিন তো তার ওপরই সওয়ার ছিল দলটির মিডল অর্ডার। এখন শূন্যতা পূরণে বেঙ্গালুরু এমন খেলোয়াড় চাইবে, যিনি একই সঙ্গে অভিজ্ঞ এবং চাপ নিতে পারেন। খেলাতে পারেন ব্যাটিংয়ে নামা অন্য প্রান্তের সতীর্থদের। বেঙ্গালুরুর এই সমস্যার সমাধান হতে পারেন সাকিব। টপ অর্ডার ব্যর্থ হলে বেঙ্গালুরুর মিডল অর্ডার একাই টেনে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদ:

২০১৮ সালে সাকিবকে কিনেছিল সানরাইজার্স। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তেমন ভালো করতে পারেননি তিনি। এমনিতেই মিডল অর্ডার নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা আছে সানরাইজার্সের। নিলামে তাই সবার আগে দলের মিডল অর্ডার ঠিক করার কথা ভাববে দলটি। সে ক্ষেত্রে তাদের এ সমস্যার সমাধান হতে পারেন সাকিব।


ঢাকা, ১১ ফেব্রুয়ারি – সম্প্রতি বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। তাই শূন্য পদে জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।


সপ্তাহখানেক আগে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন সিডন্স। গত বুধবার অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করার একদিন পর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে।

টাইগারদের সঙ্গে সিডন্সের পরিচয়টা পুরনো। এই অজি তারকা কোচ ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন।

এ বিষয়ে বৃহস্পতিবার মিরপুরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, জেমিকে ব্যাটিং কোচ হিসেবে পাওয়া দারুণ হবে। তামিমদের সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে তার। আশা করি সবার সঙ্গে তার বোঝাপড়া ভালো হবে।


গ্রামের সহজ সরল সুন্দরী মেয়ে রুক্সি। তার স্বপ্ন সিনেমার নায়িকা হবে। এ নিয়ে সারাদিন তার জল্পনা-কল্পনার শেষ নেই। কিন্তু তার এই স্বপ্ন সফল হবে কীভাবে তা সে জানে না। এমনই এক সময় আশার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় তারই প্রতিবেশী রবিন।


রবিন ঢাকা শহরে থাকে, মাঝেমধ্যে গ্রামে আসে। রুক্সির মনের স্বপ্নপূরণের চেরাগ জ্বালিয়ে দেয় রবিন! তার সাথে মিডিয়ার অনেক নামকরা পরিচালকদের সঙ্গে সম্পর্ক আছে, এই বলে রুক্সিকে পটিয়ে ফেলে! নায়িকা বানানোর প্রতিশ্রুতিও দেয় সে। এভাবেই মিথ্যা আশ্বাসের জালে আটকে ফেলে রুক্সিকে নিয়ে ঢাকায় আসে রবিন।


অন্যদিকে রুক্সির পরিবার হন্যে হয়ে খুঁজছে মেয়েকে। রবিন অপূর্ব সুন্দরী রুক্সিকে একটি যৌনপল্লীতে বিক্রি করে দিয়ে কেটে পড়ে। নিষ্পাপ রুক্সির স্বপ্ন চুরমার করে তার মাথায় নির্যাতনের আকাশ ভেঙে পড়ে। এভাবেই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে গেছে ‘মুখোশের আড়ালে’ নাটকের গল্প।

বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের গল্প ভাবনা ইমরান হোসেন মিশুর। এর চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান টিংকু।


নাটকটির নির্বাহী প্রযোজক মৌসুমি হামিদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, প্রভা, আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতা-সহ আরো অনেকে।


নির্মাতাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে নাটকটি খুব শিগগির একটি টিভি চ্যানেলে প্রচার হবে, তারপর দেখা যাবে ডিজিটাল মাধ্যমে।


শুধু বলিউড নয়, হলিউডেও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি তিনি বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। এর মধ্যে তার একটি খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০১৫ সালে একবার এক ভক্তকে চড় মেরেছিলাম। ভক্ত ছবি তোলার জন্য আমার হাত ধরেছিল।  আমি গায়ে স্পর্শ করে কথা বলা পছন্দ করি না।  তাই তখন এই কাজ করি।  পরে আমি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসি।’


তিনি নিজেও থাপ্পড় খেয়েছেন দাবি করে বলেন, ‘আমিও অনেক থাপ্পড় খেয়েছি। একবার এক ভক্ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি জানি না তিনি একজন ভক্ত ছিলেন কি না।’


তবে বিশ্ব তারকা হওয়া সত্ত্বেও ভক্তদের সঙ্গে কখনো অহংকারপূর্ণ আচরণ করেননি বলে জানান প্রিয়াংকা। ভক্তরা প্রায়ই দাবি করেন যে, তিনি ‘ডাউন টু আর্থ’ তারকাদের একজন।


সম্প্রতি প্রিয়াংকা ও নিকের পরিবারে নতুন সদস্য এসেছে। তারা সারোগেসির মাধ্যমে একটি কন্যাশিশুকে স্বাগত জানিয়েছেন। ২২ জানুয়ারি মধ্যরাতে তাদের নিজ নিজ ইনস্টাগ্রামে খুশির সংবাদটি ভাগ করে নেন তারা। 


এ বিষয় নিক-প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি তা নিশ্চিত করতে পেরে আনন্দিত।’


রাজধানীর ধানমণ্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ইভ্যালির নামে নিবন্ধন থাকা সাতটি গাড়ি গতকাল নিলামের মাধ্যমে বিক্রি করা হয়

গ্রাহকদের পাওনা পরিশোধের লক্ষ্যে নিলামে তোলা ইভ্যালির সাতটি গাড়ি বিক্রি হয়েছে দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায়। এই দামে গাড়িগুলো বিক্রি করতে পেরে খুশি আদালতের তৈরি করা প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ।  


গতকাল দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালির কার্যালয়ের পাশে অনুষ্ঠিত নিলামে ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ‘রেঞ্জ রোভার’ গাড়িটি বিক্রি হয়েছে এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়। কিনেছেন হাবিবুর রহমান নামের একজন প্রকৌশলী।

আদালত কর্তৃক তৈরি করা ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ডের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক নিলাম শেষে বলেন, ‘নিলামের মাধ্যমে গাড়ির প্রত্যাশিত মূল্য আমরা পেয়েছি। নিলাম প্রক্রিয়া বানচাল করার জন্য কিছু সন্ত্রাসী গণ্ডগোল সৃষ্টি করবে বলে আশঙ্কা ছিল। তবে পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তায় সেটি হয়নি। খুব সুন্দর ও প্রতিযোগিতামূলকভাবে নিলাম সম্পন্ন হয়েছে। যা মূল্য পেয়েছি তাতে আমরা খুশি। ’


নিলাম সূত্রে জানা গেছে, রেঞ্জ রোভার গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি ৬০ লাখ টাকা।   নিলামে এর জন্য ১৫ জন দর হাঁকান। টয়োটা প্রিয়াস গাড়িটি ১৭ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়। এই গাড়ির ভিত্তিমূল্য নির্ধারণ করা ছিল ১৩ লাখ ৫০ হাজার টাকা। টয়োটা সিএইচআর হাইব্রিড বিক্রি হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকায়। ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। টয়োটা এক্সিও ব্র্যান্ডের গাড়িটি বিক্রি হয় ১৫ লাখ ৩৫ হাজার টাকায়। ভিত্তিমূল্য ছিল ৯ লাখ ১৮ হাজার টাকা। আরেকটি টয়োটা এক্সিও গাড়ি ১৫ লাখ টাকায় বিক্রি হয়। এটির ভিত্তিমূল্য ছিল ৯ লাখ ১৮ হাজার টাকা। হোন্ডা ব্র্যান্ডের গাড়িটি ১৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। ভিত্তিমূল্য ছিল ১৬ লাখ টাকা। টয়োটা ব্র্যান্ডের মাইক্রোবাস ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। ভিত্তিমূল্য নির্ধারণ করা ছিল ১২ লাখ টাকা।

নিলামে যাঁরা গাড়ি কিনেছেন তাঁদের গাড়ির মূল্যের ২০ শতাংশ টাকা বায়না হিসেবে নগদ দিতে হয়েছে, যা অফেরতযোগ্য। অবশিষ্ট মূল্য আগামী সাত দিনের মধ্যে নগদ বা ব্যাংক ড্রাফট পরিশোধ সাপেক্ষে গাড়ি হস্তান্তর করা হবে।


সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আরো বলেন, ‘ইভ্যালির গাড়ি বিক্রির টাকা পাওনাদারদের ফেরত দেওয়া হবে। আমরা শুরু থেকেই চেষ্টা করছি ইভ্যালির পুঁজি বাড়াতে। এই অর্থ ইভ্যালির অ্যাকাউন্টে যাবে। ভবিষ্যতেও যেগুলো বিক্রি করা হবে তার একটাই উদ্দেশ্য পুঁজি বাড়ানো। ’ তিনি বলেন, ‘ইভ্যালির পাওনাদারদের সংখ্যা অনেক বেশি। তবে অডিট করার আগ পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা বলতে পারছি না। ’

সাবেক বিচারপতি বলেন, ‘গাড়িগুলো ইভ্যালির উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের কাজে ব্যবহার করতেন। কিছু লোক ইভ্যালির আরো কিছু গাড়ি আটকে রেখেছেন, যা আইনের ভাষায় চুরি। আমরা আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে গাড়িগুলো ফেরত না দিলে পুলিশি অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হবে। ওই গাড়িগুলোও উদ্ধার করে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করা হবে। ’ তিনি বলেন, ‘চারটি গাড়ির এখন পর্যন্ত আমরা সন্ধান পেয়েছি। তবে এর বাইরে আরো কয়েকটি গাড়ি রয়েছে। বাইরে যে গাড়িগুলো রয়েছে সেগুলো ইভ্যালির সাবেক এমডি রাসেল দিয়েছিলেন। আমরা তাঁদের ঠিকানা পেয়েছি। তাঁরা গাড়ি লুকিয়ে রেখে বাঁচতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’


ইভ্যালির সার্ভারের বিষয়ে তিনি বলেন, অ্যামাজনের সঙ্গে সমঝোতা করে সার্ভারটি খুলতে হবে। কিংবা অন্য যেকোনো প্রক্রিয়ায় এটি আমরা খুলব।


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য মতামত দেবেন দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিক। এরই মধ্যে প্রস্তুত হয়েছে তাঁদের নামের তালিকা। অনুসন্ধান (সার্চ) কমিটির সভায় অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে আমন্ত্রণ। আগামী শনিবার তাদের মতামত নিতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে এসব তথ্য জানা গেছে।


সার্চ কমিটি যাঁদের আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

আরো আমন্ত্রণ জানানো হয়েছে- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর প্রমুখ।


নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর পরদিন প্রথমবারের মতো বৈঠকে বসেন তারা। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী কমিটি গঠনের দিন থেকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই ধারাবাহিকতায় ৬০ জন বিশিষ্ট নাগরিকের সাথে মতবিনিময় করবেন সার্চ কমিটির সদস্যরা।

 

উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।


ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেন সংকট 'সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হেডকোয়ার্টার পরিদর্শনকালে বরিস এই মন্তব্য করেছেন। 


বরিস বলেন, 'এটি সম্ভবত সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। আমি বলবো আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি। আমাদের এটা ঠিক করতে হবে।'

এছাড়া ব্রিটিশ এই প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বাধলে তা হবে চরম বিপর্যয়কর।

এদিকে বরিসের সুরে কথা বলেছেন সংস্থাটির প্রধান জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, এটি ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি বিপজ্জনক মুহূর্ত। রুশ বাহিনীর সংখ্যা বাড়ছে।

জনসন আরও বলেন, ইউক্রেনে হামলা হলে যুক্তরাজ্য ও ন্যাটো সামরিক হস্তক্ষেপ করবে না। তবে মস্কোকে বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। যুদ্ধ হলে দুই দেশের জন্যই দূর্যোগ হবে। 


সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন সীমান্তের কাছের এক লাখ ৩৫ হাজারের বেশি মস্কো সেনা মোতায়েন করেছে। এছাড়া ধারণা করা হচ্ছে, যুদ্ধের জন্য প্রায় সকল ধরনের সরঞ্জাম প্রস্তুত করেছে রাশিয়া। 


তথ্যসূত্র: গার্ডিয়ান, বিবিসি


রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে।


একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯টিতে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।


গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জনের, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনা ও রংপুরে ৩ জন করে এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে। 


হিজাব নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ফের স্কুল-কলেজ খোলার কথা জানালেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। করোনার কারণে দীর্ঘ দিন কর্নাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এরপর হিজাব বিতর্কে সহিংসতার শঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। এখন ওই উত্তেজক পরিস্থিতির মধ্যেই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাইছে ভারতের কর্নাটক রাজ্যের সরকার। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।


বৃহস্পতিবার সন্ধ্যায় এনিয়ে কর্নাটকের শিক্ষা মন্ত্রণালয় ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করার কথা জানিয়ে দেন তিনি। এ পরিস্থিতিতে ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই তার রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে শান্তি বজায় রাখার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক নেতাদের উত্তেজনা সৃষ্টিকারী কোনো বিবৃতি না-দিতে অনুরোধ করেন।

 

সম্প্রতি কর্নাটকের এক কলেজে হিজাব পরার কারণে ২৫ জন ছাত্রীকে কলেজে ঢুকতে দেয়া হয়নি। এরপরই দক্ষিণ ভারতের এ রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। দেখা যায়, বিভিন্ন কলেজের ছাত্রীরা হিজাব পরে কলেজে আসতে চাইছেন। তাদের পাশে আবার দাড়িয়েছে, দলিত সংগঠন ভীম সেনা অনুমোদিত ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বাম-কংগ্রেস ছাত্র সংগঠন। পাল্টা কর্মসূচিতে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা গেরুয়া শাল গায়ে কলেজে আসা শুরু করে দেন।


এছাড়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কর্নাটকে গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম' শ্লোগানে এক কলেজ ছাত্রীর দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে।

 

ওই ছাত্রীও তখন ভিড়ের দিকে ফিরে দু'হাত তুলে ‘আল্লাহু আকবার' বলে চিৎকার করতে থাকেন। ওই ঘটনা আর ভিডিওটি পুরো ভারতেই আলোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিওটি হিজাব বিতর্কের আগুনে আরো ঘৃতাহুতি দিয়েছে।

এরমধ্যেই ৮ ফেব্রুয়ারি কর্নাটকের মুখ্যমন্ত্রী, সমস্ত স্কুল-কলেজ তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি ওই সময় জানিয়েছিলেন, কর্নাটক রাজ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতেই সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বোম্মাই জানান, ছাত্র-ছাত্রীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক, তা তিনি চান না। পাশাপাশি, এ ঘটনার জেরে উত্তেজনা বাড়াটাও ঠিক না। ওই কারণে, রাজ্য সরকার এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশ অনুসরণ করবে বলেও জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী।

 

এ পরিস্থিতিতে ভারতীয় আদালত বলেছে, এ (হিজাবের) বিষয়ে রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে শান্তি বজায় রাখতে হবে। এছাড়া বেঙ্গালুরুরের পুলিশ কমিশনার কমল পন্থ বুধবার জারি করা এক নির্দেশনামায় বলেছেন, দু’সপ্তাহের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দু’শ’ মিটারের মধ্যে বিক্ষোভ বন্ধ রাখতে হবে।


সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস 


ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব ও বোরকা পরার কারণে হেনস্তার শিকার ও শ্রেণিকক্ষে ঢুকতে না দেওয়ার ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে। এই পরিস্থিতি শিক্ষার্থীদের হিজাব ধর্মীয় পোশাক আপাতত পরতে নিষেধ করলেন কর্ণাটকের হাইকোর্ট।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, বিষয়টি আদালতে আলোচনাধীন। এ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এমন পোশাক না পরার কথা বললেন আদালত। আগামী সোমবার এই ইস্যুতে আবারও শুনানি হবে।

এর আগে গত বুধবার এ নিয়ে আদালতের শুনানি হয়। পরে এটিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পূর্ণাঙ্গ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রিতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত ও বিচারপতি জে এম খাজি। গতকাল বৃহস্পতিবার হিজাব ইস্যুতে এই বেঞ্চে শুনানি হয়েছে।


হিজাব ইস্যুতে কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শ্রেণিকক্ষে তাঁরা বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের এই মামলা লড়ছেন আইনজীবী সঞ্জয় হেগরে। তিনি গতকাল আদালতে বলেন, কর্ণাটকের শিক্ষা আইনের কোথাও স্কুলের পোশাক নিয়ে কিছু বলা হয়নি। লাইভ ল-এর খবরে বলা হয়েছে, ওই আইনজীবী বলেন, শিক্ষার্থীদের পোশাক কী হবে, সেটা স্কুলের বিষয়।
তবে কর্ণাটক সরকারে পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, রাজ্য সরকার চায় আইন হোক। কিন্তু স্কুল বা কলেজে একদল মাথা ঢেকে আসবে, আরেক দল গেরুয়া উত্তরীয় পরে আসবে—এটা হতে পারে না।

এই সংকটের শুরু হয়েছিল কর্ণাটকের উদুপি জেলায়। গত ডিসেম্বরের ঘটনা এটি। হিজাব পরার জন্য শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেন উদুপি জেলায় সরকারি গার্লস পিইউ কলেজের ছয় শিক্ষার্থী। এরপর মুসলিম ছাত্রীরা এর প্রতিবাদ শুরু করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই রাজ্যটিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। এই প্রতিবাদ এখন বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে। এ ছাড়া বেঙ্গালুরু শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে সব ধরনের বিক্ষোভ ও সমাবেশ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 


পরিস্থিতি সামাল দিতে কর্ণাটকের সব স্কুল-কলেজ তিন দিন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া রাজনীতিকেরাও এ নিয়ে কথা বলতে শুরু করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট বার্তায় মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, তাঁরা কী পোশাক পরবেন, তা তাঁদের নিজেদের পছন্দের বিষয়। এই অধিকার সংবিধানের মাধ্যমে সুরক্ষিত।

হিজাব-বিতর্ক নিয়ে বেশ কিছু আবেদন পড়েছে উদুপিতে। মুসলিম নারী শিক্ষার্থীরা এসব আবেদন করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট এতে যুক্ত হয়েছেন। তবে সর্বোচ্চ আদালত আপাতত বিষয়টি কর্ণাটক হাইকোর্টের ওপর ছেড়ে দিয়েছেন। আদালত বলেছেন, আগে কর্ণাটকের হাইকোর্ট কী সিদ্ধান্ত নেন, সেটা দেখা যাক।


নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নিজেদের পছন্দের ১০ জনের একটি তালিকা দেবে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে তালিকাটি জমা দেওয়া হবে। গত মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত হয়। 


সভায় উপস্থিত সদস্যদের প্রত্যেকের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন, এমন যোগ্যতাসম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চান দলীয় সভানেত্রী শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের কথামতো প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ১০ জনের নাম লিখিতভাবে জমা দেন। সভায় উপস্থিত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ নেতাই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছয় জনের নাম প্রস্তাব করেছেন। তারা হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই জন সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিকী, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সাবেক আইনসচিব কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে সব প্রেসিডিয়াম সদস্য জমা দেওয়া নামগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত করতে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। সেই অনুযায়ী আজ সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ তাদের পছন্দের ১০টি নাম পাঠাবে।

জমা দেওয়া তালিকায় উল্লিখিত ছয়টি নাম কমন রয়েছে বলে জানান অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য। এর মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বর্তমানে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তার চাকরির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ কিছুদিন আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু বকর সিদ্দিকী গত বছরের ২৯ জুলাই অবসরে যান। 

মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বলেন, পৃথিবীর কয়টি দেশে এমন আইন রয়েছে, সে সম্পর্কেও জনগণকে জানাতে হবে। প্রসঙ্গত, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিইসি পদে নিয়োগ পেয়েছিলেন সাবেক সচিব ড. এ টি এম শামসুল হুদা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন তার নেতৃত্বেই অনুষ্ঠিত হয়। এর পরের দুই জন সিইসিও ছিলেন সাবেক আমলা। তারা হচ্ছেন সাবেক দুই সচিব কাজী রকিবউদ্দীন এবং কে এম নূরুল হুদা। বিচারপতিদের মধ্যে সর্বশেষ সিইসি পদে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি এম এ আজিজ। ওয়ান-ইলেভেনের আগে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে তাকে বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে অবশ্য রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় বিএনপির লবিস্ট নিয়োগ, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার নিয়ে আলোচনা করা হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে নিরবচ্ছিন্নভাবে সংগঠন শক্তিশালী করতে কাজ করতে বলেন তিনি। সভায় আট বিভাগে কেন্দ্রীয় যে আটটি টিম রয়েছে, আওয়ামী লীগের ঐ টিমগুলোকে সফর শুরু করতে নির্দেশ দেন দলীয় প্রধান। যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি, সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। সাংগঠনিক সফরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কথা জনগণকে জানানোর জন্য নেতাদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না—এটা তুলে ধরতে হবে। এ সময় জনগণকে স্মরণ করিয়ে দিয়ে বলতে হবে, ২০০১ সালে বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করেছে।


আর বিএনপি ১৯৯৬ সালে ও ২০০৬ সালেও ক্ষমতা ছাড়তে চায়নি। ক্ষমতা আঁকড়ে থাকার সব চেষ্টা করেছে। ওই দলের মুখে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে এত বড় বড় সবক মানায় না। বৈঠকে উপস্থিত নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, সংগঠন ঐক্যবদ্ধ থাকলে, সরকারের উন্নয়নের প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবে আওয়ামী লীগ। এ সময় বিদ্রোহী বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী আগের মতোই কঠোর অবস্থান তুলে ধরে বলেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়ে নির্বাচন করেছে, তারা ভবিষ্যতে কোনো নির্বাচনে নৌকা প্রতীক পাবে না। দলের গুরুত্বপূর্ণ পদেও তাদের রাখা হবে না। দলের তো একটা শৃঙ্খলা থাকতে হবে। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। 


বৈঠক সূত্র জানায়, তৃণমূলের সম্মেলনগুলোতে নেতা নির্বাচন করার ক্ষেত্রে দলের ত্যাগী, পরীক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্যদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দলের মধ্যে যেন ‘আগাছা-পরগাছা’ ভর না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেসব ‘আগাছা-পরগাছা’ দলে ঢুকে গেছে, এগুলো উপড়ে ফেলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থী কারা হতে পারে—এ বিষয়টিও উঠে আসে প্রেসিডিয়াম বৈঠকের আলোচনায়। আওয়ামী লীগের সভানেত্রী বলেন, শুধু দলের কাছে জনপ্রিয়তাই নয়, জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।


সূত্রঃ ইত্তেফাক 


গত দুই দিনে মাঘের বৃষ্টির কারণে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছোট বড় হাট বাজারে বেড়েছে সবধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। বুধবার(০৯ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

বিভিন্ন হাট বাজারে গত সপ্তাহে যে বেগুন কেজি প্রতি বিক্রি হয়েছে ২০- ২৫ টাকায়, এখন ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫- ৪০ টাকায়। এছাড়াও শসা ৩০-৪৫ টাকায়, গাজর ২০-৩০ টাকায়, ফুলকপি ২৫-৩৫ টাকায়, টমেটো ৩০- ৪০ টাকায়, কাঁচা মরিচ ৪০-৫৫ টাকায়, সিম ২০-৩০ টাকায়, করলা দেশি জাতের ৮০-১০০ টাকায়, লাউ ২০-২৫ টাকায়, বাঁধাকপি ২০- ২৫ টাকায়, মটরশুঁটি ২৫-৪০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। বাজারে সবচেয়ে কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে আলু। দেশি আলু প্রকারভেদে ১২-১৬ টাকায়, ডায়মন্ড জাতের আলু ৮-১২ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বাড়ায় সাধারণ ক্রেতা পড়েছেন বেকায়দায়।


সবজি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ক্ষেতে সব ধরনের সবজি পঁচে নষ্ট হয়েছে। মোকামে সরবরাহ কম থাকায় সবজির দাম বেশি। তাই আমাদের বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে। এ জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


ক্রেতারা জানান, সপ্তাহ খানেক আগে হাট বাজারে সবজির দাম অনেকটা কম ছিলো। বৃষ্টি হওয়ার পর থেকে হাট বাজারগুলোতে হঠাৎ সব ধরনের সবজির দাম বেড়েছে।

এদিকে কাঁচামাল ব্যবসায়ীরা জানান, টানা দুই দিনের বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে শীতকালীন সবজি নষ্ট হয়েছে। ফলে বাজারে সব সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আর কিছু দিন গেলে দাম আবারও কমবে বলেও জানান ব্যবসায়ীরা।

 মোঃইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ 

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget