Articles by "দেশজুড়ে"

 


জয় দাবি করার মতো মানুষের অভাব হয় না, কিন্তু পরাজয় কেউ মেনে নিতে চায় না। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক সংঘাতের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। দুই পক্ষই নিজেদের সফলতার গল্পগুলো জোরেশোরে প্রকাশ করছে। তবে ক্ষয়ক্ষতি নিয়ে তারা অনেকটাই নিশ্চুপ।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ভারতের একটি টেলিভিশন চ্যানেলের শিরোনাম ছিল, ‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে।’ 

পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক পদক্ষেপ নিয়েছে, তা ‘সন্ত্রাসীদের’ একটি শক্ত বার্তা দিয়েছে।

অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তান বাহিনীর ‘সফলতা’ উদ্‌যাপন করতে রাজপথে নেমে আসেন দেশটির মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে যেভাবে থামিয়ে দিয়েছে, তা ইতিহাস থেকে শিগগিরই মুছে যাবে না।’

দুই দেশের পক্ষ থেকে যত সফলতা দাবি করা হোক না কেন, তাদের কারোরই ক্ষয়ক্ষতির পরিমাণটা একেবারেই কম নয়। 

ইসলামাবাদ এ নিয়ে উল্লাস করছে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। তবে ভারতের কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো একটি যুদ্ধবিমান ধ্বংসের কথাও স্বীকার করা হয়নি।

যদিও এর আগে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তান যখন ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল, তখন ভারতের ভূখণ্ডে দেশটির দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ফরাসি গোয়েন্দাদের একটি সূত্রও সিএনএনকে জানিয়েছে যে তাদের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এরই মধ্যে স্যাটেলাইট থেকে ধারণ করা নতুন কিছু ছবি প্রকাশ করেছে নয়াদিল্লি। তাতে দেখা গেছে, একাধিক রানওয়ে ও রাডারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তাদের দাবি, ক্ষয়ক্ষতির এই চিত্র পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির। সেখানে ব্যাপক হারে বিমান হামলা চালিয়েছিল ভারতের সামরিক বাহিনী।

ভারতের এমন বক্তব্যের পেছনে সম্ভবত তাদের জাতিগত আত্মমর্যাদা একটি কারণ। তারা এমনটি স্বীকার করতে চাইছে না যে যুদ্ধবিরতিটা তাদের ওপর যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে। 

এ ছাড়া কাশ্মীর নিয়ে ভারত–পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব সমাধানেও আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিকল্পনাকে ইসলামাবাদ স্বাগত জানালেও, চুপ রয়েছে নয়াদিল্লি।


 


ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ আর সংঘাতে তুরস্ক খোলাখুলিভাবেই পাকিস্তানকে সমর্থন করেছে, আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে।

তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সুস্থ ও সরাসরি আলোচনা শুরু করা।

কিন্তু পাক-ভারত সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, সেসময় তুরস্ক এবং ইসরায়েল নিজেদের ইচ্ছামতন পক্ষ অবলম্বন করেছে।

অন্যদিকে, পাকিস্তান বলেছে, ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে

চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনীর একটি সি-১৩০ জেট পাকিস্তানে অবতরণ করেছে। তুরস্ক বলেছে, সেটি জ্বালানি তেল নেয়ার জন্য এসেছে।

এর আগে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ করাচি বন্দরে নোঙর করেছে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানিয়েছে।

শুক্রবার ভারতের সেনাবাহিনী বলেছে, বৃহস্পতিবার পাকিস্তান ৩০০ থেকে ৪০০ তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে।

ভারতের সাথে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরো বোঝা যায় এ থেকে যে ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেননি।

সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, তুরস্ক কেন রাখঢাক ছাড়াই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে?

তালমিজ আহমেদ বলেছেন, "পাকিস্তানের সাথে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। তাছাড়া স্নায়ুযুদ্ধের সময় তুরস্ক এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল।''

তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। পাকিস্তানের অনেক জেনারেলের তুরস্কের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে।"

"আমার মনে হয়, এরদোয়ান পাকিস্তানের সাথে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করছেন। আর এরদোয়ান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসেবে গড়ে তুলেছেন এবং ইসলামি ইস্যুগুলোকে গুরুত্ব দেন তিনি।

এরদোয়ান প্রায়ই কাশ্মীর নিয়ে কথা বলেন এবং একে একটি ইসলামি ইস্যু হিসেবে তুলে ধরেন। পাকিস্তানের পক্ষ তুরস্ক নিজের অবস্থান পরিষ্কার করেছে।"

তালমিজ আহমেদ আরো বলেন, "এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধর্মের বিষয়টি গুরুত্ব পায়।

যদিও ১৯৫০ সাল থেকেই দুই দেশের সম্পর্ক, কিন্তু ধর্মের ভিত্তিতে সে সম্পর্ক গভীরতা পায় এরদোয়ানের সময়ই এবং এখন এ সম্পর্ক বেশ দৃঢ়।"

দুই দেশের সম্পর্ক এখনো পর্যন্ত আদর্শিক। তবে, কোন রকম পারস্পরিক সুযোগসুবিধার আদানপ্রদান ছাড়া দুই দেশের এ সম্পর্ক কি দীর্ঘস্থায়ী হতে পারে?

সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে ভারতের রাষ্ট্রদূত নভোদ্বীপ সুরিকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, "তুরস্ক আর পাকিস্তানের মধ্যে কেবল মতাদর্শিক নৈকট্যই নয়, বরং পাকিস্তানের সামরিক অস্ত্রশস্ত্রের পুরো বাজার দখলে নিতে চাইছে তুরস্ক।"

তাছাড়া তুরস্ক দীর্ঘদিন ধরে ইসলামি বিশ্বকে নেতৃত্ব দিতে আগ্রহী, যা সৌদি আরবের বাধার মুখে সম্ভব হয়নি।

ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দুইটি মসজিদ - মসজিদ আল-হারাম বা কাবা শরীফ এবং আন-নাবাওয়ি বা মসজিদে নববির অবস্থান সৌদি আরবে।

অন্যদিকে, অটোমান সাম্রাজ্যের বিপুল ঐতিহ্যবাহী নিদর্শন রয়েছে তুরস্কে।

সৌদি আরব ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসিকে নিয়ন্ত্রণ করে, এর বিপরীতে একটি সংগঠন করতে চেয়েছিলেন এরদোয়ান, যা শেষ বিচারে সফল হয়নি।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়িপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মত এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।


 


লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এস.এইচ. পানাগ 'দ্য প্রিন্ট'-এর এক প্রবন্ধে লিখেছিলেন, পাকিস্তান একটি পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ এবং ভারতীয় সেনাবাহিনীর সীমিত সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট প্রচলিত সামরিক শক্তি রয়েছে।

তিনি উল্লেখ করেছিলেন, "ভারতের কাছে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমানবাহিনীর ক্ষেত্রে যতই সক্ষমতা থাকুক, প্রযুক্তিগতভাবে ভারত এখনো এতটা এগিয়ে নেই যে কোনো পাল্টা ক্ষতি ছাড়াই পাল্টা সার্জিকাল স্ট্রাইক চালাতে পারবে। পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমাদের সে প্রস্তুতি থাকা উচিত।"

ভারতের বিমানবাহিনীর বহরে সবচেয়ে বড় সংযোজন ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধবিমান। ভারত এর আগে ৩৬টি রাফাল বিমান কেনার কথা জানিয়েছিলো।

সবশেষ পহেলগাম হামলার পর নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে যেগুলো ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে সরবরাহ করার কথা।

এই চুক্তি ৬৪ হাজার কোটি রুপির অর্থাৎ প্রায় ৭৫০ কোটি ডলার মূল্যের বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রতি বিমানের জন্য গড়ে ২৮.৮৫ কোটি ডলার খরচ করতে হবে ভারতকে।

২০১৬ সালের চুক্তির ৩৬টি বিমান নিয়েও ভারতে বেশ বিতর্ক হয়েছিল। বিদেশি কোম্পানিগুলোকে সাধারণত ভারতে ব্যবসা করতে ভারতীয় কোম্পানির সাথে অন্তত ৩০% বিনিয়োগ করে পার্টনারশিপে যেতে হয়।

২০১৮ সালে তৎকালীন ফ্রেঞ্চ প্রধানমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদী ফ্রান্সের ডিসল্ট এভিয়েশনকে ভারতের অনিল আমবানির রিলায়েন্স ডিফেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে চাপ দিয়েছেন। ডিসল্ট তৎকালীন প্রায় ৮৭০ কোটি ডলারের ৫০% বিনিয়োগে সম্মত হয়।

সেসময় দুর্নীতির অভিযোগ উঠলেও আদালত তা খারিজ করে দেয়।

সক্ষমতার দিকে দেখলে আকাশে ১৫০ কি.মি. দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে ৩০০ কি.মি দূরত্বের লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম রাফাল। দুই ইঞ্জিনের এই বিমান পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।

রাফাল মূলত একই কোম্পানির তৈরি মিরাজ ২০০০-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে ৫১টি মিরাজ ২০০০ বিমান রয়েছে।

এই বিমানগুলো ৫ থেকে ৬ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। ভারতে যে ড্রপ ট্যাংকের একটি টুকরোর ছবি প্রকাশিত হয়েছে সেটি মিরাজ ২০০০-এরও হতে পারে বলে অনেকে ধারণা করছেন। মিরাজ সিরিজের কিছু বিমান পাকিস্তানেরও আছে বলে জানা যায়, যদিও সেগুলো প্রায় অকেজো।

ভারতের বিমানবাহিনীর অধীনে রয়েছে ৩১টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে ১৭ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমানবাহিনীর রয়েছে ১১টি স্কোয়াড্রন।

গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, ভারতের কাছে মোট ২ হাজার ২২৯টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে ১ হাজার ৩৯৯টি।


 


ভারতের কতজন সেনা নিহত হয়েছে, তা নিয়ে সরকারের মন্ত্রীদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সপ্তাহের শুরুতে দাবি করেন, ৪০ থেকে ৫০ জন সৈন্য নিহত হয়েছে। বুধবার পর্যন্ত প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে তিনি ধারণা করেন।

পাকিস্তান সেনাবাহিনী এখন সাম্প্রতিক দিনগুলিতে নিহত ভারতীয় সৈন্যের সংখ্যা সম্পর্কে সরকারি কর্মকর্তাদের দেওয়া মন্তব্যের বিরোধিতা করছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র এখন বলছেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলি চালানোর ফলে কত ভারতীয় সৈন্য নিহত হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান তাদের কাছে নেই এবং মন্ত্রীরা গণমাধ্যমে প্রকাশিত ‘কথাবার্তা’র উপর ভিত্তি করে তাদের পরিসংখ্যানের ধারণা দিচ্ছেন।

তিনি ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেছেন। এর মধ্য দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি সাক্ষাৎকারের বক্তব্যেরও বিরোধিতা করেছেন তিনি।


 


দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড এবং ভারত-শাসিত কাশ্মীরে তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে। এই অভিযোগ ইসলামাবাদ দ্রুত অস্বীকার করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরস্পরের বিরুদ্ধে আক্রমণগুলো কয়েক দশক ধরে চলা প্রতিদ্বন্দ্বিতায় একটি বিপজ্জনক নতুন পর্যায়কে তুলে ধরে। কারণ, উভয় পক্ষই অস্থিতিশীল সীমান্তজুড়ে কেবল কামান নয়, 'চালকবিহীন অস্ত্র' দিয়ে হামলা করছে।

ওয়াশিংটন এবং অন্যান্য বিশ্বশক্তি যখন সংযমের আহ্বান জানাচ্ছে, তখন এই অঞ্চলটি উত্তেজনার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। নীরব, দূরবর্তী এবং অস্বীকারযোগ্য ড্রোনের মাধ্যমে ভারত-পাকিস্তান সংঘাতের একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

মার্কিন নৌ-যুদ্ধ কলেজের অধ্যাপক জাহারা মাতিসেক বিবিসিকে বলেন, ভারত-পাকিস্তান সংঘাত একটি নতুন ড্রোন যুগে প্রবেশ করছে - যেখানে 'অদৃশ্য চোখ' এবং ড্রোনগুলো 'নির্ভুলতা বৃদ্ধি' বা 'সংযম নির্ধারণ' করতে পারে।

বুধবার সকাল থেকে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় বিমান হামলা এবং সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৩৬ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে ১৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। 

ভারত দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলা ছিল গত মাসে পহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর একটি মারাত্মক সন্ত্রাসী হামলার প্রতিশোধ। তবে এই হামলায় ইসলামাবাদ কোনো ভূমিকা অস্বীকার করেছে। একই সঙ্গে ভারতের হামলাকে 'সার্বভৌমত্বের লঙ্ঘন' ও 'যুদ্ধের কর্মকাণ্ড' উল্লেখ করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন শহরে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ইসরায়েলি-তৈরি 'হারোপ' ড্রোনগুলো - প্রযুক্তিগত এবং অস্ত্র-ভিত্তিক পাল্টা ব্যবস্থা উভয় পদ্ধতি ব্যবহার করে ধ্বংস দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ভারত দাবি করেছে, তারা বেশ কয়েকটি পাকিস্তানি বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমকে নিষ্ক্রিয় করেছে, যার মধ্যে লাহোরে একটিও রয়েছে। তবে ইসলামাবাদ এটি অস্বীকার করেছে।

লেজার-নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং বোমা, ড্রোন এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান (UAV) আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি সামরিক অভিযানের নির্ভুলতা এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এগুলো বিমান হামলার জন্য সমন্বয় সাধন করতে পারে অথবা, যদি সজ্জিত থাকে তাহলে সরাসরি লেজার-নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধে সহায়তা করতে পারে।

ড্রোনগুলোকে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছদ্মবেশ তৈরি বা দমন করার জন্য ব্যবহার করা যেতে পারে, শত্রুর রাডার ধ্বংস করতে বিতর্কিত আকাশসীমায় উড়ে যেতে পারে। অধ্যাপক মাতিসেক বলেন, ইউক্রেন এবং রাশিয়া উভয়ই তাদের যুদ্ধে এটি এভাবেই করে। 

লক্ষ্যবস্তু তৈরি এবং ট্রিগার করা - এই দ্বৈত ভূমিকা - মানববাহী বিমান ঝুঁকি না নিয়ে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অবনমিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ড্রোন বহর মূলত ইসরায়েলি-নির্মিত গোয়েন্দা ড্রোন। যেমন: আইএআই সার্চার এবং হেরন, এর সঙ্গে হার্পি এবং হারোপ যুদ্ধাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়। ড্রোনগুলো ক্ষেপণাস্ত্র হিসাবে কাজ করে, স্বায়ত্তশাসিত গোয়েন্দা এবং নির্ভুল আঘাত করতেও সক্ষম।


 


শেরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত-৩ আহত- ৩

শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। 

গতকাল শুক্রবার রাত আটটার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত তিনজন হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে রাব্বি (১০) এবং ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনী বাজার এলাকার মো. জুবায়ের (২৩)। আহত তিনজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে তাতালপুর এলাকায় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।পরে স্থানীয় লোকজনের সহায়তায় শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল আজ শনিবার সকালে দৈনিক জনতা-কে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তিনজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারর পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ ২০২৩
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 



 


ঝিনাইগাতীতে টাস্কফোর্সের অভিযান;ড্রেজার মেশিন বালু জব্দ 

শেরপুরের  ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে  টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে।  ১১ জানুয়ারি বুধবার বিকালে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই'র তথ্যের ভিত্তিতে  এ অভিযান পরিচালনা হয়। শ্রীবরদী উপজেলা নির্বাহী (ইউএনও) ইফতেখার ইউনুস ও ঝিনাইগাতী উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আশরাফুল কবির যৌথভাবে এ টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করেন।  

এসময় ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২শ ট্রাক অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা হয়। জানা গেছে,  দীর্ঘদিন যাবত শেরপুর জেলার শ্রীবরদীর বালিজুরি ও ঝিনাইগাতীর তাওয়াকুচা সীমান্তের ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ফলে চরম ঝুঁকিতে পড়েছে বালিজুরি সীমান্ত সড়কের ব্রীজসহ স্থানীয় রাস্তাঘাট ও বনভূমি। 

সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই'র তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা টাস্ক ফোর্স। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২টি ড্রেজার মেশিন,  কিছু প্লাস্টিক পাইপসহ প্রায় ২শ ট্রাক বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মেশিন ও বালু নিলামে বিক্রি করা হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম,  তাওয়াকুচা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতাউর রহমান ও রানীশিমুল ইউপি চেয়ারম্যান হামিদ সোহাগ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

 


দেশের ৩৪ টি জেলায় প্রায় ১০ হাজার কম্বল বিতরণ


শেরপুরের ঝিনাইগাতীতে শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ইউনিভার্সাল এমিটি নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। 

১০ জানুয়ারি মঙ্গলবার  বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল তুলে দেন, ইউএনও ফারুক আল মাসুদ। বুয়েট ৮৮ ব্যাচ ক্লাবের আর্থিক সহায়তায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ইউনিভার্সাল এমিটির প্রোগাম সমন্বয়ক মেহেদী হসান দূর্জয়, নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মী সাবিনা ইয়াসমিন মাধবী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ ইউনিভার্সাল এমিটির প্রোগাম সমন্বয়ক মেহেদী হসান দূর্জয় জানান, গত ১ ডিসেম্বর হতে এ পর্যন্ত দেশের ৩৪টি জেলায় প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করেছেন তারা।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


পুলিশের গুলিতে বস্টনে বাংলাদেশি কলেজছাত্র ফয়সল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি কলেজছাত্র সৈয়দ ফয়সল (২০) হত্যাকাণ্ডের বিচার দাবিতে সেমাবার অপরাহ্নে ক্যাম্ব্রিজ সিটি হলের সামনে জড়ো হওয়া শতশত মানুষের সমাবেশে হাজির হয়ে মেয়র সম্বুল সিদ্দিকী বলেছেন, ‘আজ আমি আপনাদের দুঃখবোধ, কষ্ট, হতাশা আর বিভ্রান্তির সাথে সংহতি প্রকাশ করছি। সিটির মেয়র হিসেবে আমাদের অনেক কাজ অসমাপ্ত রয়েছে, যেগুলো সম্পন্ন করতে হবে। এমন পরিস্থিতির আর অবতারণা হবে না-এমন প্রক্রিয়া অবলম্বন করতে হবে।’ 

মেয়রের পাশে এ সময় ছিলেন সিটির পুলিশ কমিশনার ক্রিস্টিন ইলো, মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়েন রায়ান, ক্যাম্ব্রিজ সিটির ম্যানেজার ঈ-য়েন হুয়াং-সহ পদস্থ কর্মকর্তারা। 

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইংল্যান্ড  (বেইন)’র ডাকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মানবাধিকার নিয়ে বস্টন এলাকায় কর্মরত ৫১টি সংগঠনের সাথে হাজির হন আরিফের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেট্‌স’র শিক্ষক-শিক্ষার্থীরাও। ছিলেন ‘ব্ল্যাক লাইভ ম্যাটার্স’ এবং ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার), মুসলিম জাস্টিস লীগ, বস্টন সাউথ এশিয়ান কোয়ালিশন’র কর্মকর্তারাও। অর্থাৎ ফুসে উঠেছে গোটা কম্যুনিটির বিবেক। 

উদ্ভুত পরিস্থিতির আলোকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ফয়সল হত্যার তদন্ত অনুষ্ঠানের পর দায়ী অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া অবলম্বনের আহ্বানে ক্ষুব্ধ জনতার মধ্য থেকে মেয়রের সাথে কথা বলেন ইকবাল ইউসুফ, সালাহউদ্দিন চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, আব্দুল আজিজ, মোহাম্মদ রহমান বাবুল প্রমুখ। 
উল্লেখ্য, নিজ বাসার জানালা দিয়ে লাফিয়ে খালি গায়ে ছুরি হাতে নিজেকে জখমের চেষ্টা করেন ফয়সল-এমন ফোন পেয়ে একদল পুলিশ অকুস্থলে হাজির হয় এবং আরিফকে নিবৃত্ত করার চেষ্টা চালান বলে তদন্ত কর্মকর্তাদের দাবি। 

পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে ফয়সল বেশ কয়েক ব্লক দৌড়ে পালানোর চেষ্টাও করেন বলে পুলিশ বলেছে। পুলিশ আরো উল্লেখ করে যে, এক পর্যায়ে ফয়সল পেছনে ফিরে ছুরি উচিয়ে পুলিশের দিকে ধেয়ে আসছিলেন, সে সময়েই পুলিশ গুলি চালায় এবং ফয়সল গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত ফয়সলকে পুলিশের অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে নেয়ার পরই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের এ দাবির সাথে একমত নন ফয়সলের পরিবার ও তার ঘনিষ্ঠজনেরা। 

কারণ, ফয়সল ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। ৭ বছর আগে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। হাই স্কুল পেরিয়ে ইউম্যাসের বস্টন ক্যাম্পাসে ভর্তি হন দু’বছর আগে। কলেজেন সহপাঠি এবং শিক্ষকেরাও উল্লেখ করেছেন, ফয়সল কখনোই উচ্ছৃঙ্খল ছিলেন না। মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন। অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নেও ছিলেন তৎপর। ক্ষুব্ধ কম্যুনিটির দাবির পরিপ্রেক্ষিতে সিটি মেয়র, পুলিশ কমিশনার উভয়েই জানান, তদন্ত চলছে সর্বোচ্চ নিরক্ষেতায়। তবে এজন্য সময় দিতে হবে। 

ক্যাম্ব্রিজ সিটি প্রশাসনের একটি সূত্রে বলা হয়েছে, এ ধরনের তদন্ত করতে ৬ মাসের অধিক সময় লাগতে পারে। পুলিশ কমিশনার ক্রিস্টিন ইলো জনতাকে স্বস্তি দিয়ে বলেন, জনগণের আস্থা অটুট রাখতে আমরা সাধ্যমত সচেষ্ট রয়েছি। কারণ এমন একটি মর্মান্তিক ঘটনা প্রশাসনের সাথে সর্বসাধারণের সম্পর্কে অবনতি ঘটাতে পারে। এ সময় র‌্যালিতে স্লোগান উঠে ‘জাস্টিস ফর ফয়সল’, ‘ফয়সল নীডেড হেল্্প-নট বুলেটস’। সিটি মেয়র জানান, তদন্ত চলছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে তদন্ত রিপোর্ট পাঠানোর পর তারা সিদ্ধান্ত নেবেন কী ধরনের অভিযোগ গঠিত হবে গুলি বর্ষণকারির বিরুদ্ধে। 

ফয়সলের পারিবারিক নাম ছিল প্রিন্স। এ তথ্য কেয়ারের কর্মকর্তাগণকে জানিয়েছেন ফয়সলের বাবা সৈয়দ মুজিবউল। তিনি বলেছেন, প্রিন্স ছিল ভ্রমণপ্রিয়, ছবি আঁকতেও ভালবাসতো। পারিবারিক মূল্যবোধে ছিল একাকার। মেধাবি ছাত্র হিসেবেও তার খ্যাতি ছিল। সহপাঠিদের সাথে খেলাধূলাকে প্রাধান্য দেয় সব সময়। এমন একটি মানুষ কিভাবে পুলিশের নিশানা হলো সেটি ভাবতে পারছি না। 

কম্যুনিটির দাবি পরিপ্রেক্ষিতে বস্টনের পুটনাম এভিনিউতে অবস্থিত মার্টিন লুথার কিং জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত একটি সভা হবে। সে সময় লোকজনের বক্তব্য/মতামত শ্রবণ করা হবে ফয়সলের হত্যাকাণ্ডের ব্যাপারে। এরপর ১৮ জানুয়ারি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সিটি হলে আরেকটি বিশেষ মিটিং হবে পুলিশী আচরণের আলোকে। উল্লেখ্য, ফয়সলকে গুলিবর্ষণকারি পুলিশ অফিসারের নাম এখনও গোপন রাখা হয়েছে। ৭ বছরের পুরনো এই অফিসারকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে বলে সিটি মেয়র জানান। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রী (২৫) গণধর্ষণরে শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো.সোহেল (২৮)। এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা হলেন- উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে  ইমন (২০)।   

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বিজবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।   

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীর একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তখন পুকুর পাড় এলাকা কিছু লোকের পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের পুলিশ গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার নোয়াখালী  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।   

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget