শ্রীবরদীতে র্যাবের অভিযানে তক্ষকসহ আটক-২
শেরপুরের শ্রীবরদীতে বন্যপ্রানী তক্ষকসহ ২ ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১৪। আটককৃতরা হলো উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর ছেলে মোঃ সুজন (৩৮) ও মাধবপুর গ্রামের তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮) ২১ ডিসেম্বর বুধবার রাতে তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এর সামনে থেকে একটি বন্যপ্রানী তক্ষকসহ ওই চোরা কারবারিদের গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের ভাষ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন