Latest Post

 


শেরপুরে নানা আয়োজনে খ্রীস্ট সম্প্রদায়ের বড়দিন উদযাপিত

শেরপুরের বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  খ্রীস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর রবিবার  জেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর গির্জায় সুর্যাদয়ের সাথে সাথে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে আনুষ্ঠানিকভাবে  দুই দফায় মিশা (প্রার্থনা) উৎসর্গ করেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। 

ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিট দাস পালপুরোহিত সিএসসি মিশা উৎসর্গ ও  প্রার্থনা পরিচালনা করেন।  ষীশু খ্রীস্টের জন্মদিন হিসেবে খ্রীস্ট সম্প্রদায়ের লোকেরা প্রতিবছর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ দিনটি পালন করে থাকে। সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন  করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।  

ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিটদাস সিএসসি পাল পুরোহিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম আল আমীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদ সদস্য আবু তাহের, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম,নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী অসীম ম্রংসহ  খ্রীষ্ট সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।  

এবছর জেলার ৫টি উপজেলার বিভিন্ন স্থানে মোট ৭৬টি গির্জায় অনুষ্ঠিত হয় বড় দিনের নানা আয়োজন। বড় দিন পালন উপলক্ষে গির্জা গুলোতে সরকারী সহায়তার পাশাপাশি নেয়া হয় করা পুলিশি  নিরাপত্তা ব্যবস্থা  |

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 


আরো পড়ুন:


 


শুটিং স্পটের ওয়াশরুম থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর এনডিটিভির।

মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘যারা নিজের তীব্র আকাঙ্ক্ষা দিয়ে চালিত তারা কখনো থেমে যায় না।’ 

তবে ভালিভ থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাশ বারভে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন তুনিশা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। 
 
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশু শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। সেখানে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনেত্রী ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ শোতে প্রধান চরিত্র শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তিনি বেশ কয়েকটি শোতে অভিনয় করেন। 
চলচ্চিত্রেও অভিনয় করেছেন তুনিশা। তাকে সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ‘ফিতুর’, ‘বারবার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি।

আরো পড়ুন:


 


মাদারীপুরে বিএনপির গণমিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে মাদারীপুরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

শনিবার সকালে দলটির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে দলটির অস্থায়ী কার্যালয় চৌরাস্তা থেকে বের হয়। পরে পুরান বাজার এলাকার মিলন সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ অন্যান্যরা।

আরো পড়ুন:


 


শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে  তক্ষকসহ আটক-২

শেরপুরের শ্রীবরদীতে বন্যপ্রানী তক্ষকসহ ২ ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১৪‌। আটককৃতরা হলো  উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর ছেলে মোঃ সুজন (৩৮) ও মাধবপুর গ্রামের তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮) ২১ ডিসেম্বর বুধবার রাতে তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে ‍এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এর সামনে থেকে একটি বন্যপ্রানী তক্ষকসহ ওই চোরা কারবারিদের গ্রেফতার করা হয়। 

আসামীদ্বয়ের ভাষ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা বলে জানা গেছে।   

আরো পড়ুন:


 


নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশী মদ সহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মো; হাবি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের 
মো; হেলাল মিয়ার ছেলে। 

বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪, জামালপুর এর প্রেস বিফ্রিং সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার উপস্থিতিতে র‍্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ী  উপজেলার সমশ্চুড়া বাজারে বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫১হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী মো. হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।

আরো পড়ুন:


 


ছবি তুলতে গিয়ে আগুন ধরে গেল চুলে, অল্পের জন্য রক্ষা তরুণীর

মোমবাতির পাশে ছবি তুলছিলেন এক তরুণী। মোমবাতির দিকে একটু বেশি ঝুকে যাওয়ায় তার চুলে ধরে যায় আগুন। বন্ধুদের সঙ্গে আনন্দ হঠাৎই বদলে যায় বিষণ্ণতায়। তবে সবার সহযোগিতায় অল্পতে রক্ষা পান তিনি।

ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর নাম ফিয়না ইয়ং। ঘটনাটি ঘটেছে লিভারপুলের একটি বারে। টেবিলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে ওই দুর্ঘটনা। 

ফিয়না নিজেই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ওই বারে তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। সেখানে ছবি তোলার সময় তিনি কিছুটা ঝুঁকে যান। তখন পিছনে থাকা জ্বলন্ত মোমবাতিটি তিনি খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে তিনি কিছু একটা পোড়ার গন্ধ পান। তখনই দেখেন, তার চুলে আগুন ধরে গিয়েছে। অন্যদের সহায়তায় আগুন নেভানো হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে তার চুলের বেশ কিছুটা অংশ কেটে ফেলতে হয়েছে। পরে ফিয়না বলেন, ‘‘বেঁচে গিয়েছি ভাগ্যের জোরে। এক সেকেন্ড আগেও ছবিটা অন্য রকম ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।’’
তবে ফিয়নার ধারণা, তিনি এবং তার বন্ধুরা যদি অতিরিক্ত মদ্যপান করতেন তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget