Latest Post

 


উত্তরায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু


রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরে ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মারা গেছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মীর নাম রুবি বেগম (১৮)।

 রুবিকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আনিস চৌধুরী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কাউকে না জানিয়ে ছয়তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন রুবি।

তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করার পর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনার সদর উপজেলায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া।

Prothom alo


আরো পড়ুন:



 


ফরিদপুরে বিশ্ব নদী দিবস পালন র‍্যালী ও আলোচনা সভা


"নদী একটি জীবন্ত সত্ত-প্রকৃতিকে বাঁচতে,নদী বাঁচান" এই  স্লোগান কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব নদী দিবস ২০২২  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে,জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস এর সভাপত্বিতে এই সময় প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বর্তমান বিভিন্ন নদীগুলো এক শ্রেনী মানুষের ধারায় অবৈধ ভাবে দখল হতে চলছে যার ফলশ্রুতিতে চন্দনা নদীর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না  |

 

কুমার নদীর অবস্থা তেমন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, নদীর দুই পাশে অবৈধ দখলের চিত্র দেখা যাচ্ছে।অচিরে আমরা এই অবৈধ দখলারদের বিরুদ্বে ব্যাবস্থা নিবো। পাশাপাশি পরিবেশ ও নদী দূষণমুক্ত রোধে আমরা নিজ নিজ জায়গা থেকে সর্তকতা অবলম্বন করবো।

এই সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবলচন্দ্র সাহা | 

সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান, নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা বাকাইত, জেলা আনসার কমান্ডার নাদিরা বেগম,, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ


মোঃমাহফুজুর রহমান, ফরিদপুর প্রতিনিধি

আরো পড়ুন:


 


ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের 


নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলজংশনে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

হাসানুজ্জামান ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তাঁর বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, তাঁরা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। 

পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

আরিফুল বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তাঁরা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তাঁরা কারও সঙ্গে কোনো কথা বলছেন না।

আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।


Post By Prothom alo


আরো পড়ুন:


 


শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 


শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিপিএম, নবাগত পুলিশ সুপার, কামরুজ্জামানের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

নবাগত পুলিশ সুপার, বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু'র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 


তিনি বলেন 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সব ধর্মের মানুষ সমান ভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।

' দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। মতবিনিময়কালে আসন্ন পূজা উদযাপন নির্বিঘ্নে করতে এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো উপলক্ষ্যে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন  উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন।

 এবং পূজা উদযাপন কমিটির প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আহ্বান করেন। পরিশেষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  আফরোজা নাজনীন, শেরপুরের সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি 


আরো পড়ুন:


 


রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 


রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. নাঈম ইসলাম (২০)।

নিহত তরুণের মামা ইয়াসিন হোসেন বলেন, নাঈমের এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁরা ১০ জন ৫টি মোটরসাইকেলে গতকাল বুধবার রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ভোররাতে পোস্তগোলা ব্রিজে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তাঁরা দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী সাগর (১৯)।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সাগর চিকিৎসাধীন।

জানা গেছে, নিহত নাঈম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. হোসেনের ছেলে।

রাজধানীর বাংলামোটরে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তিন ভাই ও তিন বোনের মধ্যে নাঈম ছিলেন সবার ছোট।


আরো পড়ুন:


 


কুমারখালীতে এক স্কুল ভোটের নিরাপত্তায় ৪০ পুলিশ সদস্য


কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর গড়াই মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন - ২০২২ এর ভোট গ্রহণ চলছে। বিদ্যালয়ের চতুর্থতলা ভবনের দ্বিতীয় তলার এক কক্ষে সকাল ১০ টার ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকেলে ৪ টা পর্যন্ত। 

এবার বিদ্যালয়ে ভোটার রয়েছেন ১৫২ জন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দুইটি প্যানেল থেকে মোট ১০ জন অভিভাবক সদস্য পদে নির্বাচন করছেন। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার লক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। শিক্ষক প্রতিনিধির ভোটার সংখ্যা ১২ জন।

এদিকে সুষ্ঠ ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রে থানার পরিদর্শক ( তদন্ত) আকিবুল ইসলামসহ অন্তত ৪০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়াও একজন প্রিজাইডিং কর্মকর্তা, একজন সহাকারী প্রিজাইডিং কর্মকর্তা, দুইজন পোলিং অফিসার ও ১৩ জন পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে নির্বাচনে।

আজ বুধবার বেলা একটায় এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার ও গড়াই মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি বলেন, ' কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ১৩৯ টি ভোট পোল হয়েছে। অন্তত ৪০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়াও একজন প্রিজাইডিং কর্মকর্তা, একজন সহাকারী প্রিজাইডিং কর্মকর্তা, দুইজন পোলিং অফিসার ও ১৩ জন পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে নির্বাচনে।'

সকালে সাড়ে ১০ টায় সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের চারপাশে পুলিশের অবস্থান রয়েছে। বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রায় অর্ধশতাধিক ভোটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। আরো দেখা গেছে, ভোটকেন্দ্রের আশপাশে উভয়পক্ষের শতশত নেতাকর্মী ও সমর্থকদের আনাগোনা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, গড়াই মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পদের একজন পরিছন্নতাকর্মী, একজন আয়া ও একজন অফিস সহায়ক নামের তিনটি পদ খালী রয়েছে। অবৈধভাবে তিনটি পদে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হতে পারে। 

সেই নিয়োগ বাণিজ্য লুফে নিতে ভোটে ব্যাপক উত্তাপ - উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয়পক্ষই মোটরসাইকেল শো ডাউন, মিটিং, মিছিল করছেন। প্রতিটি ভোট গোপনে ও সতর্কতার সাথে প্রায় তিন  থেকে দশ হাজার টাকায় বেঁচাকেনা হয়েছে। 

আরো জানা গেছে, ভোটে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তার। উভয় আওয়ামী লীগ নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, ' স্কুলে পদ খালি থাকায় নিয়োগ বাণিজ্যের সুযোগ রয়েছে। প্রতিটি নিয়োগে প্রায় সাত থেকে দশ লক্ষ টাকা লেনদেন হয়। তাই ভোট জমে উঠেছে। কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার টাকার প্রস্তাব দিচ্ছে। কিন্তু ভোট বিক্রি করব না।'

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ' সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।'


আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


বরিশালে বাস চাপায় বিএম কলেজ ছাত্রসহ নিহত ২ 


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের নাজমুল মল্লিক (২০) ও রাব্বি গাজী (২১)। তাঁদের মধ্যে নাজমুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এবং রাব্বি বেঙ্গল বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে সাগর পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে নাজমুল ও রাব্বি বরিশাল নগরের দিকে আসছিলেন। 

এ সময় চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল ও রাব্বি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ বাসটিকে জব্দ করেছে।


আরো পড়ুন:


 


নওগাঁয় দলীয় সমাবেশে বিএনপি নেতা শাহীন শওকত


বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত বলেছেন, শেখ হাসিনার পতন ঘটাতে রাজপথে জনতার ঢল নেমে গেছে। হেলমেট লীগ নামিয়ে জনতার এই ঢল ঠেকানো যাবে না। শেখ হাসিনার পতন না হলে রাজপথ ছাড়বে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় শুরু হওয়া এই সমাবেশ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। 

ঢাকার বনানী ও নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলার সমালোচনা করে শাহীন শওকত বলেন, ‘রাজপথে জনতার ঢল নেমে গেছে। গুলি চালিয়ে, হামলা করে জনতার এই ঢল ঠেকানো যাবে না। বিএনপির নেতাকর্মীদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। স্বৈরাচার সরকারকে হঠাতে হলে আরও রক্ত দিতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত আছি। রাজপথে নেমেছি আর ঘরে ফিরতে চাই না।’

তিনি বলেন, আওয়ামী লীগের ১৪ বছরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যত হামলা, মামলা, গুলি করে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটির হুকুমের আসামি করা হবে শেখ হাসিনাকে। প্রতিটি গুলি, প্রতিটি রক্ত বিন্দুর জবাব নেওয়া হবে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি কখনোই নির্বাচনে যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। খালেদা জিয়া মুক্ত করা না হলে, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি কখনোই আগামী নির্বাচনে অংশ নেবে না।

নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইছাহাক আলী সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না 62। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বাংলাদশে কোনো নির্বাচন অফিস থাকবে না।’

বর্তমান সরকারকে নিশি রাতের সরকার উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিশি রাতের সরকারকে হঠাতে মানুষ জেগে উঠেছে। সবার একটাই কথা শেখ হাসিনার পতন চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছে। তারা এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’


আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget