Latest Post

 


মাদারীপুরে বিএনপির গণমিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে মাদারীপুরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

শনিবার সকালে দলটির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে দলটির অস্থায়ী কার্যালয় চৌরাস্তা থেকে বের হয়। পরে পুরান বাজার এলাকার মিলন সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ অন্যান্যরা।

আরো পড়ুন:


 


শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে  তক্ষকসহ আটক-২

শেরপুরের শ্রীবরদীতে বন্যপ্রানী তক্ষকসহ ২ ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১৪‌। আটককৃতরা হলো  উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর ছেলে মোঃ সুজন (৩৮) ও মাধবপুর গ্রামের তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮) ২১ ডিসেম্বর বুধবার রাতে তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে ‍এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এর সামনে থেকে একটি বন্যপ্রানী তক্ষকসহ ওই চোরা কারবারিদের গ্রেফতার করা হয়। 

আসামীদ্বয়ের ভাষ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা বলে জানা গেছে।   

আরো পড়ুন:


 


নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশী মদ সহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মো; হাবি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের 
মো; হেলাল মিয়ার ছেলে। 

বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪, জামালপুর এর প্রেস বিফ্রিং সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার উপস্থিতিতে র‍্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ী  উপজেলার সমশ্চুড়া বাজারে বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫১হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী মো. হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।

আরো পড়ুন:


 


ছবি তুলতে গিয়ে আগুন ধরে গেল চুলে, অল্পের জন্য রক্ষা তরুণীর

মোমবাতির পাশে ছবি তুলছিলেন এক তরুণী। মোমবাতির দিকে একটু বেশি ঝুকে যাওয়ায় তার চুলে ধরে যায় আগুন। বন্ধুদের সঙ্গে আনন্দ হঠাৎই বদলে যায় বিষণ্ণতায়। তবে সবার সহযোগিতায় অল্পতে রক্ষা পান তিনি।

ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর নাম ফিয়না ইয়ং। ঘটনাটি ঘটেছে লিভারপুলের একটি বারে। টেবিলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে ওই দুর্ঘটনা। 

ফিয়না নিজেই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ওই বারে তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। সেখানে ছবি তোলার সময় তিনি কিছুটা ঝুঁকে যান। তখন পিছনে থাকা জ্বলন্ত মোমবাতিটি তিনি খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে তিনি কিছু একটা পোড়ার গন্ধ পান। তখনই দেখেন, তার চুলে আগুন ধরে গিয়েছে। অন্যদের সহায়তায় আগুন নেভানো হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে তার চুলের বেশ কিছুটা অংশ কেটে ফেলতে হয়েছে। পরে ফিয়না বলেন, ‘‘বেঁচে গিয়েছি ভাগ্যের জোরে। এক সেকেন্ড আগেও ছবিটা অন্য রকম ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।’’
তবে ফিয়নার ধারণা, তিনি এবং তার বন্ধুরা যদি অতিরিক্ত মদ্যপান করতেন তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলহাজ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর গ্র্যান্ড ফাইনাল  অনুষ্ঠিত হয়েছে। ২০ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩,৩০মিনিটে খেলার উদ্ধোধন করা হয়। 

ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারুক আল মাসুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদের সদস্য আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.কে.এম বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, মোজাম্মেল হক, রুকুনুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ। 

মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহন করে। ১২টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ড পর্বে বা গ্র্যান্ড ফাইনালে শেরপুর একটিভ ক্লাব ও সানসিটি ক্লাব, বকশীগঞ্জ উর্ত্তীর্ণ হয়।আজকের গ্র্যান্ড ফাইনাল খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম সানসিটি ক্লাব বকশীগঞ্জ। উক্ত খেলায়  ভাষ্যকার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, আশরাফুল হোসেন ও সোহেল রানা। 
উক্ত খেলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শতশত ক্রীড়ামোদীগণ এ খেলা উপভোগ করেন। 

উক্ত খেলায়সানসিটি ক্লাব বকশীগঞ্জ ১-০ গোলে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

আরো পড়ুন:


 


ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে রাজমনি হোটেল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩

(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।
দুপুর ১২ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির। উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন'র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ লতিফুর রহমান মনা এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু। সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি।

সম্মেলনে আওয়ামীলীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্য, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ হায়দার আলী রেজা, মোঃ নমশের আলম, মোঃ আব্দুর রহমান চান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম স্বপন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা সিদ্দিকা রুপালি, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা হাবিবুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ তমির উদ্দিন সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তাগন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন উপহার দিয়েছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তির মদদে আবারো দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবনের পথে নেতৃত্ব দিতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই। 

তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
জেলা উপজেলা থেকে আগত  নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও মোঃ লতিফুর রহমান মনাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়। 

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 


 


আনন্দ মিছিলে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো আর্জেন্টিনার সমর্থকের

আর্জেন্টিনার জয়ের পরপরই কুমিল্লার মনোহরগঞ্জে আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১১) নামের দলটির এক ক্ষুদে সমর্থক প্রাণ হারিয়েছে।


রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাতাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির মিলন মিয়ার ছেলে।

হাইওয়ে থানার এস আই ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সকলের সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখছিল দলটির ক্ষুদে সমর্থক শাওন। আর্জেন্টিনার জয়ের পরপরই আনন্দ মিছিল বের করে স্থানীয় সমর্থকরা। ওই মিছিলে শাওনও অংশগ্রহণ করে। রাত সাড়ে ১২টায় তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে ছিল করে খিলা বাজারের দিকে আসছিল। তখন বাতাবাড়িয়া এলাকায় খিলাবাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মুহূর্তেই প্রাণ হারায় শাওন। 

দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামে মোটরসাইকেলর এক আহোরী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। 

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget