Latest Post

 


রাজধানীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে উত্তরায় ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। উত্তরায় ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতারকৃতরা হলেন মো. মোবারক হোসেন, মো. তানভীর হোসেন ও মো. তুষার আলী। 

শনিবার রাত সাড়ে ৮টায় উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাদের উত্তরায় ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার করা হয়। 

গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু গণমাধ্যমে জানান, কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অবস্থান করছে খবরের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোবারক, তানভীর ও তুষারকে ১০ হাজার পিস ইয়াবাসহ উত্তরায় ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার করা হয়। 
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে এসেছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


গণসমাবেশ থেকে সংসদ বিলুপ্তিসহ ১০ দাবি বিএনপির

রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি। 

শনিবার এসব দাবি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমবেশের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির ১০ দফা দাবি হলো-
১. বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে।

২. ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮-খ, গ ও ঘ’-এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন।

৩. নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্ববধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা।

৪. খালেদা জিয়াসহসব বিরোধীদলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দিদের অনতিবিলম্বে মুক্তি, দেশে সভা, সমাবেশ ও মত প্রকাশে কোনো বাধা সৃষ্টি না করা, সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা, স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার না করা।

৫. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা-কানুন বাতিল করা।

৬. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল।

৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করা।

৮. গত ১৫ বছর ধরে বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন/দুর্নীতি চিহ্নিত করে অতি দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

৯. গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা।

১০. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।

আরো পড়ুন:





 


৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আটক ৬

প্রতারণা করে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের এনজিও’র মূলহোতা ও ম্যানেজার মো. আব্দুল্লাহ আল নোমান, একই গ্রামের মাঠকর্মী মো. জিয়াউল হক, চকপুস্তম গ্রামের মো. তৌহিদুর রহমান, নাচোল উপজেলার ফতেপুর গ্রামের মাঠকর্মী মো. জাহাঙ্গীর আলম, বাউল গ্রামের মাঠকর্মী মো. গোলাম আযম ও মীড়কাডাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেন। 

বুধবার (০৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলার নাচোল উপজেলার  ফতেপুর ইউনিয়নের খোলসী বাজারে আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে একটি ভূয়া এনজিও থেকে তাদের আটক করা হয়। এসময় ভুয়া এক হাজার পাশবই, ১৪টি ঋণ রেজিষ্ট্রার চেক ও ১৫টি ভুয়া সীল জব্দ করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

শেরপুরের ঝিনাইগাতীতে  মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা  প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে  অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারুক আল মাসুদ।

এতে বক্তব্য রাখেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ হুমায়ুন দিলদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, প্রকল্প কর্মকর্তা  মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ।  

উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, , এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।  সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে দিনব্যপি বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। 

আরো পড়ুন:


 


শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত 

শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৫ডিসেম্বর সোমবার  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান, এমপি শেরপুর জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। পরে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। 

পরবর্তীতে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজনের সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’  শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।
  
জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান, এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক, এমপি। 

উক্ত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন |

আরো পড়ুন:


 


বীরগঞ্জে কলেজছাত্রী নিহতের ঘটনায় আটক ৬

জমি নিয়ে সংষর্ষে প্রতিপক্ষের হামলায় দিনাজপুরের বীরগঞ্জে রত্না আকতার নামে কলেজছাত্রী নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে বীরগঞ্জে অভিযান চালিয়ে ওই ঘটনায় ৬ জনকে আটক করা হয়। 

এর আগে গত রবিবার বিকেলে জমি নিয়ে সংষর্ষে প্রতিপক্ষের হামলায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির দিস্তাপাড়া গ্রামে বীরগঞ্জ মহিলা কলেজের ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী রত্না আকতার (২০) নিহত হয়। পরে সংঘর্ষে নিহতের ঘটনায় রবিবার রাতেই নিহতের বাবা মো. আকতারুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রাতে ৬ জনকে আটক করে।

মামলা ও আটকের বিষয় নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনকে আসামী করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, নিহত রত্না আকতারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশি রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সাথে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সেই জমিতে রবিবার দুপুরে প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন জোড়পূর্বক ঘর তুলে। এ সময় তারা বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে রত্না আকতারসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না আকতারকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:


 


পড়ে গিয়ে মলত্যাগ করে ফেলেছে পুতিন: নিউইয়র্ক পোস্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে তাঁর সরকারি বাসভবনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। এরপর তিনি সেখানেই মলত্যাগ করেছেন। পুতিনের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের খবরে এমন তথ্য জানানো হয়েছে।

ওই খবরে বলা হয়, ৭০ বছর বয়সী পুতিন সিঁড়ি থেকে পাঁচ ধাপ নিচে পড়ে গিয়ে মেরুদণ্ডের নিচের অংশে আঘাত পান। টেলিগ্রাম চ্যানেল সূত্র বলছে, পুতিনের পাকস্থলী ও অন্ত্র ক্যানসারে আক্রান্ত হওয়ায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার পরে তিনি মলত্যাগ করে ফেলেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের খবর বলছে, গত মাসে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের সঙ্গে বৈঠক চলাকালে পুতিনের হাত কাঁপছিল ও ফ্যাকাশে দেখাচ্ছিল। যুক্তরাজ্যভিত্তিক ওই সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, রাশিয়ার নেতাকে ওই বৈঠক চলাকালে অস্বস্তিকরভাবে পা নাড়াতে দেখা গেছে।

নিউইয়র্ক পোস্টের খবর বলছে, পুতিনের পড়ে যাওয়ার ঘটনায় তাঁর অসুস্থতা নিয়ে যে গুজব রটেছে, তার সত্যতা আবার প্রমাণিত হলো। সাবেক এক ব্রিটিশ গুপ্তচর বলেছেন, ৭০ বছর বয়সী রাশিয়ার প্রেসিডেন্ট ‘গুরুতর অসুস্থ।’ ইউক্রেনে যা ঘটছে, তাতে পুতিনের অসুস্থতা প্রভাব ফেলছে।

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে ‘পুতিন ব্লাড ক্যানসারে আক্রান্ত ও খুব অসুস্থ।’

পুতিনের অসুস্থতা নিয়ে প্রথমবারের মতো খবর প্রকাশ হচ্ছে, তা নয়। মার্কিন গণমাধ্যমগুলো প্রায়ই পুতিন ক্যানসারে আক্রান্ত বলে খবর প্রকাশ করে। ২০১৪ সালে পুতিনের মুখপাত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের উপহাস করেন। তিনি বলেন, ‘সংবাদকর্মীদের এই ফাঁদ থেকে বেরিয়ে আসা উচিত।’

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ৯ মাস পার হয়েছে। পুতিন বলেছেন,  ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করায় তাঁর কোনো অনুতাপ নেই।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget