Latest Post

যে কারণে ১০ বছর মিডিয়া থেকে দূরে থাকেন বিজয়
That is why Vijay has been away from the media for 10 years


দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘বিস্ট’। নেলসন পরিচালিত এ সিনেমা আগামী ১৩ এপ্রিল, বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে প্রচারের জন্য নানা পরিকল্পনা সাজিয়েছেন নির্মাতারা। ক্রমান্বয়ে সেসব কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।


দীর্ঘ ১০ বছর মিডিয়াকে কোনো সাক্ষাৎকার দেননি বিজয়। কিন্তু ‘বিস্ট’ সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। তা-ও এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘বিস্ট’ সিনেমার পরিচালক নেলসন। গত ১০ এপ্রিল প্রচার হয় এই পর্বটি। এক দশক মিডিয়ার সঙ্গে কথা না বলার কারণ এই অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন বিজয়।

আরো পড়ুন: পরিচালনায় শাহরুখ-পুত্র, ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করলেন আরিয়ান

ব্যস্ত থাকার কারণে মিডিয়ার সঙ্গে কথা বলেননি বিজয়—বিষয়টি আসলে তা নয়। বরং ইচ্ছাকৃতভাবে মিডিয়াকে এড়িয়ে গিয়েছেন তিনি। বিজয় বলেন, ‘এমন নয় যে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে নিজের সিনেমা নিয়েও সাক্ষাৎকার দিতে পারিনি। আমি চাইলেই সময় বের করে সাক্ষাৎকার দিতে পারতাম। কিন্তু সচেতনভাবেই মিডিয়া থেকে দূরে ছিলাম। অবশ্য এই ঘটনার পেছনে খারাপ একটি কারণ আছে; যা ১০ বছর আগে ঘটেছিল। আর ওই সময়ে মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিই।’  


দশ বছর আগে ঘটে যাওয়া খারাপ ঘটনার বর্ণনা দিয়ে বিজয় বলেন—‘আমি একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। তাতে আমি যা বলিনি তার জন্য আমাকেই দায়ী করে বিতর্ক তৈরি করেছিল। আমার পরিবার, বন্ধু-বান্ধব এই সাক্ষাৎকার পড়ে বিস্মিত হয়েছিল। তারা বলেছিল, বিশ্বাস হচ্ছে না তুমি এসব কথা বলেছো। তাদেরকে বলেছিলাম, এসব আমি বলিনি। পরিবার, বন্ধু-বান্ধবরা আমার কাছাকাছি থাকে, তাই তাদের আমি বিষয়টি ব্যাখ্যা করে বুঝাতে পেরেছি। কিন্তু অন্য সব মানুষের কাছে গিয়ে তো ব্যাখ্যা করা কঠিন। ওই সময়ে সিদ্ধান্ত নিই মিডিয়া থেকে দূরে থাকব।’


এক সময় বিনোদনের নিউজ গুরুত্বসহকারে দেখতেন বিজয়। কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছেন। এখন পাঠক হিসেবে সমসায়মিক ঘটনার খবর পড়ে থাকেন বিজয়।


‘বিস্ট’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব‌্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ‌্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।



আরো পড়ুন:





ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনকে ভারতের অবস্থান জানালেন মোদী
Modi briefed Biden on India's position on the Ukraine war


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়াদিল্লির ‘নিরপেক্ষ অবস্থানও ব্যাখ্যা’ করেছেন তিনি। সোমবার (১১ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে মোদী ভারতের অবস্থান স্পষ্ট করেন।


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানোয় ভারতের ভূমিকার কথা জানিয়ে বাইডেনকে মোদী বলেন, ভারত আশা করে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই শান্তির পথের সন্ধান মিলবে।


ভার্চুয়াল বৈঠকে বাইডেনের সঙ্গে হাজির ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আরো পড়ুন: ইউক্রেন, পাকিস্তান, শ্রীলঙ্কা সঙ্কটের মধ্যে মোদী-বাইডেন এর ভার্চুয়াল বৈঠক আজ

ইউক্রেনে যুদ্ধ নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের ভূমিকা নিয়ে ইতোমধ্যেই আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছে। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা একটিও প্রস্তাব সমর্থন করেনি মোদী সরকার। পাশাপাশি, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভারত সফর এবং রুশ তেল কেনার বিষয়ে নয়াদিল্লির আগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে। যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়ার ওপর একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলি।


এই পরিস্থিতিতে মোদী-বাইডেনের বৈঠককে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। মোদী সোমবার বাইডেনকে মনে করিয়ে দেন, ইতোমধ্যেই আন্তর্জাতিক স্তরে বুচায় গণহত্যার নিন্দা করেছে ভারত। নিরপেক্ষ তদন্তের দাবিও সমর্থন করেছে। মোদী বলেন, ‘আমি ইউক্রেন এবং রাশিয়া দু’দেশের নেতাদের সঙ্গেই একাধিকবার কথা বলেছি এবং তাদের সরাসরি কথা বলার জন্য অনুরোধ করেছি।


এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার এক হাজার দুশ’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে।


আরও আক্রমণের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।


মাত্র একদিন আগেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে এক শিশুসহ ১০ বেসামরিক নিহত হয়। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।



আরো পড়ুন:




পুতিন: ইউক্রেন তার দেয়া কথা রাখেনি
Putin: Ukraine did not keep its word


রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার জনসম্মুখে যুদ্ধ নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, তুরস্কে শান্তি আলোচনায় ইউক্রেন রাশিয়ার যেসব দাবির  বিষয়ে একমত হয়েছিল এবং মেনে নেওয়ার কথা দিয়েছিল সেই কথা এখন তারা ঘুরিয়ে দিয়েছে। পুতিনের দাবি কথা দিয়ে কথা রাখেনি ইউক্রেন। 

আরো পড়ুন: পরিচালনায় শাহরুখ-পুত্র, ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করলেন আরিয়ান

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ও নিরাপত্তার নিশ্চয়তার অজুহাত দেখিয়ে শান্তি আলোচনা থেকে সরে গিয়েছে ইউক্রেন। 


তিনি জানান, ইউক্রেনের মত পরিবর্তনের কারণে তাদের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার  মতো পর্যায়ে আছে।


ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর্যায়ে আছে, পুতিনের এমন কথার অর্থ বেশ বড়ই। তিনি এর মাধ্যমে বুঝিয়েছেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ সহসাই থামছে না। এই যুদ্ধের ব্যপ্তি আরও দীর্ঘ ও লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। 


এদিকে পুতিন তার বক্তব্যে জানান, রাশিয়া ইউক্রেনে মহৎ উদ্দেশ নিয়ে গেছে। তারা দোনবাসের সাধারণ মানুষদের সহায়তা করতে গেছেন। তাদের উদ্দেশ্য মহৎ হওয়ায় এই অভিযানে রাশিয়া সফলতা পাবেই। 


এ ব্যাপারে পুতিন বলেন, আমাদের লক্ষ্য হলো যেসব লক্ষ্য ঠিক করেছি সেগুলো অর্জন করা, ক্ষয়ক্ষতি কমানো। আর আমরা শান্তভাবে অভিযান চালিয়ে যাব, যেভাবে আমাদের জেনারেল স্টাফ পরিকল্পনা সাজিয়েছেন সে পরিকল্পনা অনুযায়ী আগাবো।



আরো পড়ুন:




কেশবপুরের মঙ্গলকোট বিল গরালিয়া খালের ব্রিজ ঝুঁকিপূর্ণ, পূণরায় নির্মানের দাবী
Keshabpur's Mangalkot Beel Garalia Canal Bridge at Risk, Demands Reconstruction


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে বিল গরালিয়া খালের ওপর ব্রিজটি মৃত্যুকূপে পরিনত হয়েছে। জরুরি ভিত্তিতে পূণরায় নির্মানের প্রয়োজন। কন্দর্পপুর নিছার আলীর মোড় হতে বংশীর বাজার সড়কের কন্দর্পপুর সীমান্তের বড়েঙ্গা জব্বার হাজির বাড়ির পাশের ব্রিজটি মৃত্যুকূপে পরিনত হয়েছে। প্রায় দেড় বছর হলো ব্রিজটির উপরের অংশ ভেঙ্গে পড়েছে। সেখানে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে। সাইনবোর্ডটিতে ঝুঁকিপূর্ণ ব্রীজ, ভারী যানবাহন চলা নিষেধ, আদেশক্রমে কতৃপক্ষ কথাগুলো লেখা আছে। ব্রিজটির যেখানে ভেঙ্গে গেছে সেখানকার রড নিম্ন মানের যা আদৌও টেকার কথা নয়। যে কোন সময় ব্রিজে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটি নতুনভাব তৈরী করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

আরো পড়ুন: পরিচালনায় শাহরুখ-পুত্র, ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করলেন আরিয়ান

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু বলেন, ব্রিজটি দিয়ে কেশবপুর, বড়েঙ্গা, কন্দর্পপুর পাঁচারই, ঘাঘা, পাথরা, মাগুরখালী, পাঁজিয়া বাকাবশী, আলতাপোল, বুড়লীসহ বিভিন্ন গ্রামের লোকজন চলাচল করে থাকেন। যশোর-চুকনগর রাস্তার নির্মাণ কাজ চলমান থাকায় এই রাস্তটির গুরুত্ব আরও বেড়ে গেছে। এ কারণে দ্রুত ব্রিজটি নির্মান/সংস্কার প্রয়োজন। বিষয়টি এমপি মহোদয়কে জানান হয়েছে ।


মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, বিল গরালিয়া খালের বড়েঙ্গা ও কন্দর্পপুর সীমান্তে জব্বার হাজির বাড়ির কাছে ব্রিজটি অবস্থিত। প্রায় বছর দেড়েক হলো ব্রিজটির ছাদ খসে পড়েছে। এ সম্পর্কে বর্তমান এমপি শাহীন চাকলাদারকে অবগত করানো হয়েছে। তিনি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।


ব্রীজের এক পাশের এলাকা ইউপি মেম্বর মোতাহার হোসেন জানান, এমপি মহোদয় ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন এবং নতুন নির্মানের জন্য মেপে নিয়ে গেছেন।


ব্রীজের অন্য পাশের এলাকা ইউপি মেম্বর মেহেদী হাসান জানান, ব্রীজটি কেশবপুরের ইঞ্জিনিয়ার এসে দেখে মাফজোক করে নিয়ে গেছেন, কাজটি দ্রুত হবে বলে জানিয়েছেন।

 

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস জানান, এতোদোঞ্চলের কয়েকটি গ্রামের লোকজন বিল গরালিয়া খালের ওপর ব্রীজটি দিয়ে চলাচল করে থাকেন। তাছাড়া যশোর-চুকনগর হাইওয়ে রাস্তাটির বাইপাস সড়ক হিসাব ব্যবহার হয়ে থাকে। ব্রীজটির ছাদের কিয়দাংশ ভেঙ্গে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্রীজটি দ্রুত নির্মানের ব্যাবস্থা নেওয়া হবে। 





আরো পড়ুন:






পরিচালনায় শাহরুখ-পুত্র, ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করলেন আরিয়ান
Directed by Shah Rukh-son, Aryan started shooting for the web series


শাহরুখের মেয়ে সুহানা খান তাঁর প্রথম ছবির শ্যুটিং শুরু করেছেন। ‘আর্চিস কমিক্স’ নিয়ে চিত্রনাট্য লিখেছেন পরিচালক জোয়া আখতার। সেই ছবিতে সুহানার সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূরও। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়ার এই মিউজিক্যাল।

আরো পড়ুন: ইউক্রেন, পাকিস্তান, শ্রীলঙ্কা সঙ্কটের মধ্যে মোদী-বাইডেন এর ভার্চুয়াল বৈঠক আজ

অ্যামাজন প্রাইম ভিডিয়োর ওয়েব সিরিজের দায়িত্ব কাঁধে নিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পরিচালনার কাজ শুরু করলেন তারকা-পুত্র। কেবল পরিচালনা নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। গত শুক্র এবং শনিবার পরীক্ষমূলক শ্যুটিং করেছেন আরিয়ান। সিরিজটি ফ্লোরে ওঠার আগে হাত পাকিয়ে নিতে চাইছেন শাহরুখ-পুত্র। কেবল তা-ই নয়, পরীক্ষামূলক শ্যুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সঙ্গে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদ কাজ করছে তাঁর মধ্যে।


কবে ফ্লোরে যাবে এই সিরিজটি? সে তথ্য এখনও মেলেনি। সূত্রের কথায় জানা গেল, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। প্রাক-শ্যুটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। খুব তাড়াতাড়ি মূল শ্যুটিংয়ের তারিখ প্রকাশ্যে আসবে। সব ঠিকঠাক এগোলে মুক্তিও পাবে এই বছরেই।


অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির পরিচালনা দেবেন।



আরো পড়ুন:






ইউক্রেন, পাকিস্তান, শ্রীলঙ্কা সঙ্কটের মধ্যে মোদী-বাইডেন এর ভার্চুয়াল বৈঠক আজ
Modi-Biden virtual meeting today on Ukraine, Pakistan, Sri Lanka crisis


আজ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের মধ্যে মোদী ও বাইডেনের এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে।

আরো পড়ুন: পরশুরামে ৫শতাধিক পরিবারের মাঝে "ঢাকাস্থ'' পরশুরাম সমিতি"র ইফতার সামগ্রী বিতরণ

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। এ ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ গোটা বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তাঁরা। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিকা অভিযান শুরু করার পর থেকে ভারত ও আমেরিকার সম্পর্কে অবনতি হয়েছে। মস্কো-কিভ দ্বন্দ্বে নয়াদিল্লির অবস্থান নিয়ে বেশ কয়েক বার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের তেল নিয়ে চুক্তিতেও অসন্তুষ্ট হয়েছে পশ্চিমি বিশ্ব। অন্যদিকে রাশিয়া থেকে অস্ত্র কেনায় দেশটি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলেও আলোচনা রয়েছে। এর মাঝেই আজ এ বৈঠক হতে চলেছে।  এ ছাড়াও শনিবার পাকিস্তানে গদিচ্যুত হয়েছেন ইমরান।

 

শ্রীলঙ্কাতেও প্রবল অর্থনৈতিক সঙ্কটের জেরে চাপ বাড়ছে সরকারের উপর। এই প্রেক্ষাপটে আগামী দিনে দুই দেশের অবস্থান কী হবে, আজ মোদী-বাইডেনের বৈঠকে তা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা যায়।



আরো পড়ুন:



 


 


 মেডিক্যালে চান্সপ্রাপ্ত দাগনভূঁঞার সুমির পাশে দাড়ালেন ফেনী সদর উপজেলা চেয়ারাম্যান শুসেন



↘️ মেডিক্যালে চান্সপ্রাপ্ত দাগনভূঁঞার সুমির পাশে দাড়ালেন উপজেলা চেয়ারাম্যান শুসেন

↘️ মেডিক্যালে ভর্তীর সুযোগ পাওয়া সুমির পাশে দাড়ালেন উপজেলা চেয়ারাম্যান শুসেন



মেডিক্যাল কলেজে চান্স পেলেও ভর্তি নিয়ে শঙ্কায় ছিলেন দাগনভূঁঞার সুমি রায়। শনিবার ৯ এপ্রিল বিকেলে ওই শিক্ষার্থীর বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা ও ফুলেল শুভেচ্ছা জানান ফেনী সদর উপজেলা চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল।

সুমি রায় ফেনীর দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের পরিমল রায় ও শিখা রানী রায়ের একমাত্র মেয়ে সুমি রায়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, উপজেলা যুবলীগ নেতা আশীষ দত্ত, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, স্থানীয় ইউপি সদস্য মো: ইউসুফ, জায়লস্কর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, মজুমদার ফাউন্ডেশন নির্বাহী পরিচালক নয়ন মজুমদার প্রমুখ।

আরো পড়ুন: পরশুরামে ৫শতাধিক পরিবারের মাঝে "ঢাকাস্থ'' পরশুরাম সমিতি"র ইফতার সামগ্রী বিতরণ


সদ্য প্রকাশিত মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফলে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সুমি রায়। এ নিয়ে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

সুমি রায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:

আরো পড়ুন:



পরশুরামে ৫শতাধিক পরিবারের মাঝে "ঢাকাস্থ'' পরশুরাম সমিতি''র ইফতার সামগ্রী বিতরণ
Distribution of Iftar items of "Dhaka Parasthuram Samiti" among more than 500 families in Parashuram


ফেনীর পরশুরামে ৫শতাধিক পরিবারের মাঝে "ঢাকাস্থ পরশুরাম সমিতি"র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার ৮ এপ্রিল বিকেলে সমিতির নেতৃবৃন্ধ পরশুরাম পৌরসভা কার্যাালয়, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ, চিথলিয়া ইউনিয়ন পরিষদ ও মির্জানগর ইউনিয়ন পরিষদে এক যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ঢাকাস্থ পরশুরাম সমিতির সভাপতি ও বিআরটিএ'র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে উক্ত ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাণুরাগী জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ঢাকাস্থ পরশুরাম সমিতি নবনির্বাচিত সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী ও আবদুল মোতালেব খন্দকার নাসিম।


ঢাকাস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক জেনারেল ম্যানাজার (জিএম) আশরাফুল হায়দার চৌধুরী পিংকুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, জেলা পরিষদ সদস্য এম. সফিকুল হোসেন মহিম, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুইয়া ও ফেনী জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোমেন মজুমদার বাবুলসহ প্রমুখ।


ঢাকাস্থ্ পরশুরাম সমিতির পক্ষ থেকে উপজেলায় ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।



আরো পড়ুন:




ফরিদপুরের  ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও আধিপত্য নিয়ে ২ যুবককে কুপিয়ে হত্যা এবং আহত ১
Two youths were hacked to death & one was injured in Faridpur Bhanga due to previous hostility and domination


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে পূর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ যুবককে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও একজন। 


 বৃহস্পতিবার  রাত ১০টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের ওই গ্রামের পার্শ্ববর্তী  পোদ্দারবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার জান্দী গ্রামের  মতিউর রহমান শরীফের ছেলে ছলেমান শরীফ (৩৮) ও কালাম মাতবরের ছেলে কামরুল মাতবর (৩২)। একই গ্রামের গুরুতর আহত ব্যক্তি হলেন মমিন উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪০)।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  স্থানীয় আলতাফ মাতবর পক্ষের জামাল শেখের সঙ্গে ইমারত মাতবরের পক্ষের কামরুল মাতুব্বরদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।  সেই ধারাবাকিতায় বৃহ¯পতিবার রাত ১০টার দিকে ওই তিন যুবক পোদ্দারবাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি জান্দির উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাজার পার হতেই পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তাদের গতিরোধ করে। এ সময় জামাল শেখ, আলতাফ মাতবর, সুমন শেখ, শাহীন চৌধুরী, আবুল খায়ের মুন্সি, আজিজুল শরীফ, বাকী শেখসহ তাদের সহযোগীরা ধারাল অস্ত্র দিয়ে ওই তিন যুবককে উপর্যিপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই ছলেমান শরীফ মারা যান। পরে গুরুতর আহত অন্য দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ায় পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গ্রাম্য দলাদলিতে দু,পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে মনে হয়।  সকালে দুই যুবকের মরদেহ ফরিদপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 


খবর পেয়ে শুক্রবার সকালে  ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী  ঘটনাস্থল পরিদর্শন করেন।  


ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের উদ্যেশ্যে বলেন, যারা হত্যাকান্ডের সাথে জড়িত তাদের খুজে বের করে অচিরেই আইনের আওতায় আনা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ এলাকায় অশান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্বেও ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ, ডিবি মোতায়েন করা হয়েছে। এদিকে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়,স্বজনদের আহাজারিতে এলাকায় বাতাস ভারী হয়ে উঠেছে।



আরো পড়ুন:






Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget