Latest Post

পরশুরামে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, যুবক আটক
Schoolgirl abducted in Parashuram rescued from Gazipur, youth arrested


ফেনীর পরশুরাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৬) কে বিশ দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পরশুরাম মডেল থানার পুলিশ।গত রবিবার ৩রা এপ্রিল রাতে র‍্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সহযোগিতায় গাজীপুরের কালিয়াকৈরকে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ সোহাগ আহম্মেদ(২১) নামের এক যুবকেকে আটক করেছে পুলিশ।


সোহাগ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ীর আবু হানিফের এর ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেছেন।


পুলিশ জানায়, পরশুরামের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী মোবাইল ফোনে মোঃ সোহাগ আহম্মেদ নামের যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায়।

 

জানা যায়, সোহাগ ওই স্কুল ছাত্রীকে গত ১৪ মার্চ বিকেলে বিভিন্ন প্রলোভন দেখাইয়া ও ফুসলাইয়া পরশুরাম থেকে অপহরণ করে নিয়ে যায়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা বাদী হয়ে মেয়ের সন্ধান চেয়ে পরশুরাম মডেল থানায় গত ১৫ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন। জিডির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে শেখাব উদ্দিন সেলিম সহ রবিবার (৩ মার্চ) সকালে পুলিশ প্রযুক্তির সহায়তায় মোঃ সোহাগ আহম্মেদ এর অবস্থান নিশ্চিত করে।


এরপর গাজীপুরের র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ পোড়াবাড়ি ক্যাম্পের সহয়তায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোঃ সোহাগ আহম্মেদকে আটক করে।  


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সোহাগ আহম্মেদ পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। 


পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রযুক্তির সহায়তায়  র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ কে সঙ্গে নিয়ে পরশুরাম থানা পুলিশের একটি টিম গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মু সোহাগ আহম্মেদ কে আটক করে।



আরো পড়ুন:





রাণীশংকৈলে স্কাউটস দিবস পালিত
Scout Day is celebrated in Ranishankail


'প্রত্যেকে আমরা পরের তরে' এমন শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কাউট দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়।


র‌্যালি শেষে রাণীশংকৈল উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্মন, বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা যুগ্ন সম্পাদক (লিডার টেইনার) প্রধান শিক্ষক ফইজুল ইসলাম, উপজেলা স্কাউটস লিডার সহকারি শিক্ষক মমতাজ আলী, উপজেলা যুগ্ন সম্পাদক সহকারি শিক্ষক দিলারা বেগম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান, মৌসুমি বসাক ও কুশমত আলী প্রমূখ। 


অনুষ্ঠানে স্কাউটস এর ছাত্র/ছাত্রী সহ সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন ৷


আলোচনা শেষে স্কাউট সদস্য, অতিথি ও দুঃস্থ অসহায় পরিবারের মাঝে মাস্ক বিতরণ বিতরণ করা হয়।



আরো পড়ুন:




 


ফেনীতে ভ্রাম্যমান আদলতের অভিযানে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, ২ ইউপি সদস্য সহ ৬জনের বিরুদ্ধে মামলা
Feni fined 5 lakh taka for mobile court operation, case against 6 people including 2 UP members

ফেনী ও সোনাগাজীতে পরিবেশ অধিদফতরের উদ্যোগে  ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বুধবার বিকালে তিনটি ইটভাটা মালিকের সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় এবং কৃষি জমির মাটি ক্রয় বিক্রয়ের অভিযোগে দুই ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


নিয়মিত মামলার আসামিরা হলো- ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপি সদস্য কফিল উদ্দিন, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউপির সাবেক সদস্য মো. ওমর ফারুক, সিনএজি অটোরিকশা চালক মফিজ উদ্দিন, হুমায়ূন কবির, মিজানুর রহমান ও রবিউল হক রবি।  

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 


ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদফতর সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের অভিযোগের ভিত্তিতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামের রানীর হাট বিরিঞ্চি ব্রিকস্'র মালিক মাহমুদুল হকের আড়াই লাখ, একই গ্রামের সোনাপুর ব্রিকস'র মালিক আবু তাহেরের এক লাখ এবং ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের মঠবাড়িয়া ব্রিকস'র ম্যানেজার শিব শংকর শর্মার দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 


সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে কৃষি জমিতে মাটি কেটে ক্রয় বিক্রয়ের অভিযোগে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য সহ চার জনের নামে নিয়মিত মামলা দায়ের করেন পরিবেশ অধিদফতরের ফেনীর পরিদর্শক ফাইজুল কবির।



আরো পড়ুন:




ফেনীতে কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, থ্রি-পিস ও লেহেঙ্গাসহ চোরাকারবারী আটক 
Indian sari, Thane cloth, three-piece, and lehenga worth crores of rupees seized & the culprit arrested in Feni


ফেনীতে র‍্যাব এর অভিযানে মো. রবিউল আলম (৩৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। এ সময়  বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও থান কাপড় সহ উক্ত মালামাল বহনকারী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। 


আটককৃত মো. রবিউল আলম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়করা গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

জানা যায়, ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৭ এপ্রিল সকালে মো. রবিউল আলম নামে এক চোরাকারবারীকে আটক করে। এসময় ৩ হাজার ৮৬৫ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ২২০ পিস থ্রি-পিস, ১১০ পিস লেহেঙ্গা ও ৬ রুল থান কাপড় উদ্ধার করে এবং ভারতীয় চোরাই মালামাল বহনকারী (চট্ট মেট্রো-ট-১১-৫৮৭৭) নাম্বারের একটি কাভার্ডভ্যান জব্দকৃত করে।


উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য এক কোটি এক লাখ ৭০ হাজার টাকা।


র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক আটকের সত্যতা নিশ্চিত করে  জানান, উদ্ধারকৃত মালামাল সহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আরো পড়ুন:





বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে ইটভাটা, ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা! 
The brick field near the school boundary wall, teachers and students suffering!


সবুজ মাঠ। সীমানাপ্রাচীরে ঘেরা রঙিন দোতলা ভবন। পরিপাটি সব শ্রেণিকক্ষ। কিন্তু বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা। সেখানে কাঠ পুড়িয়ে ইট করা হচ্ছে। ইট ও কাঠ পোড়ানোর উৎকট গন্ধ, কালো ধোঁয়া এবং ধুলাবালুতে চারপাশ ভরে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এ অবস্থা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টি ঘেঁষে এমএম ব্রিকস নামে ভাটাটি স্থাপন করা হয়েছে। ইটভাটার মালিক বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া পারভিন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন–২০১৩ অনুযায়ী, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে।


জেলার সাবেক সিভিল সার্জন ও বক্ষব্যাধি চিকিৎসক আবু মো. খয়রুল কবীর বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিশুরা হাঁপানি, সর্দি-কাশি, নিউমোনিয়া, অ্যাজমা ও অ্যালার্জিতে আক্রান্ত হতে পারে। ইটভাটার আশপাশের স্কুলের শিশুরা সব সময় এসব রোগে আক্রান্তের ঝুঁকিতে থাকবে। কারণ, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কম।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের দুই পাশ ঘিরে চলছে ইট তৈরির কাজ। পূর্ব দিকে বিদ্যালয় ভবনের ১০০ গজ দূরে ইট পোড়ানোর চিমনি। চিমনির চারদিকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কাঠ। শ্রমিকেরা সেই কাঠ চুল্লিতে ফেলছেন। রাস্তা দিয়ে চলাচল করছে মাটি বহনকারী ট্রলি।


শিক্ষার্থীদের অভিযোগ, একটু বাতাস উঠলেই ইটভাটার ধুলাবালু উড়ে এসে চোখে-মুখে পড়ে। চিমনির কালো ধোঁয়া ও কালিতে শরীর কালো হয়ে যায়। পোড়া গন্ধে পেট ফুলে আসে। শ্রেণিকক্ষে কালির স্তর জমে যায়।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা আকবার আলী বলেন, কয়েক দিন আগে মেয়ের চোখ ফুলে পানি পড়তে শুরু করে। সেটার জন্য ঠাকুরগাঁওয়ে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তাঁকে জানান, মেয়ের চোখে ছাই পড়েছিল।


আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে সেখানে ৭৯ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন পাঁচজন।


প্রধান শিক্ষক দেওয়ারা বেগম বলেন, ইটভাটাটি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাতাস শুরু হলে ইটের গুঁড়া ও ধুলা উড়ে এসে চোখে-মুখে পড়ে। এ কারণে অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই বাচ্চারা শরীর খারাপ লাগছে বলে ছুটি নিয়ে বাড়ি চলে যায়। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকেরাও অসুস্থ হয়ে পড়েন। এ কারণে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।


ইটভাটার মালিক আলেয়া পারভিন বলেন, ‘আমার ভাটায় অনেক বছর ধরে ইট পোড়ানো হচ্ছে। এত দিন কেউ অভিযোগ করেননি। আর অভিযোগ না থাকায় ধরে নিতে হচ্ছে, ইটভাটার কারণে স্কুলের বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে না।’


উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ জানান, বিদ্যালয় ঘেঁষে ইটভাটা চলার বিষয়টি নজরে এসেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন।


জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমান বলেন, অবৈধ কোনো ইটভাটাই চলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।



আরো পড়ুন:





অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজের সম্পাদকের ৪৩তম জন্মবার্ষিকী 
The 43rd birth anniversary of the editor of 71 News was released by the online news portal


আজ ৮ এপ্রিল বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল " মুক্তির ৭১ নিউজ ডট কম" এর সম্পাদক মোহাম্মদ শাহিদ আজিজ এর ৪৩ তম জন্মবার্ষিকী। ১৯৭৯ সালের ৮ এপ্রিল ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। 


তার পিতা মরহুম আব্দুল আজিজ ছিলেন একজন মিলিটারি মুক্তিযোদ্ধা। তার মায়ের নাম আয়েশা খাতুন। নয় ভাইবোনের মধ্যে সবার ছোট মোহাম্মদ শাহিদ আজিজ ব্যক্তিগত জীবনে বেশ শান্তিপ্রিয় এবং পরোপকারী হিসেবে এলাকায় সবার কাছে অনেক সমাদৃত। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মোহাম্মদ শাহিদ আজিজের পৈতৃক গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া হয়ে থাকলেও জন্ম ঢাকায় হওয়ায় তার শিক্ষা জীবন এখানেই শুরু হয়। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি তাদের পারিবারিক ব্যবসা ওষুধের সাথে জড়িত আছেন স্কুল জীবন থেকে। 


২০১৯ সালে তিনি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল " মুক্তির ৭১ নিউজ ডট কম " নিয়ে যাত্রা শুরু করেন যা এখন বর্তমানে তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের অপেক্ষায় আছে। স্বল্প সময়ে তার পোর্টালটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।


মুক্তির ৭১ নিউজ পোর্টালের বস্তুনিষ্ঠ সংবাদ ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণীর পাঠক মহলে জায়গা করে নিয়েছে। তার পোর্টালের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি তার পোর্টালের মাধ্যমে দেশবাসীকে ভালো সংবাদ দিতে বদ্ধ পরিকর। 


তিনি ছোটবেলা থেকেই একজন সাহিত্য অনুরাগী এবং ভালো ক্রীড়াবিদ ছিলেন। দুস্থ ও গরীব মানুষের সাহায্যার্থে সব সময় নিবেদিত আছেন। যেহেতু তিনি ওষুধের সাথে জড়িত তাই বিভিন্ন সময় গরীব রোগীদের বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। 


ব্যক্তিগত জীবনে ২ কন্যার জনক মোহাম্মদ শাহিদ আজিজ। তার ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে মানুষের সামনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা যায় তা নিয়ে কাজ করা। তাছাড়া ইংরেজি সাহিত্যের উপর উচ্চতর ডিগ্রি নিতে তিনি আগ্রহী।



আরো পড়ুন:





দাগনভূঞায় প্রেমিককে জানাজায় হাজির করার অনুরোধ জানিয়ে কিশোরীর আত্মহত্যা
In Daganbhuiyan, the teenager committed suicide by requesting her boyfriend to attend the janaza


ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে সাবরিনা আফরিন (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। কিশোরী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেটি নিয়ে তদন্ত করছে পুলিশ। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে, বাবার নাম ইসমাইল খান। সাবরিনার পরিবার দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকেন।


চিরকুটে লেখা আছে- ‘প্রিয় আমার মা ও বাবা, আশা করি ভালো থাকবে; তাও আবার আমি মরে যাওয়ার পরে। ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও।’


দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাছান ইমাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে।



আরো পড়ুন:




সোনাগাজীতে নারীদের উত্ত্যাক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে আহত
The old man was beaten and injured as Sonagazi protested against the harassment of women

ফেনীর সোনাগাজীতে পুকুরে গোসল করার সময় নারীদের উত্ত্যাক্তের প্রতিবাদ করায় মো. মোস্তফা (৬০) নামে এক বৃদ্ধকে মসজিদের ভেতরে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় মতিগঞ্জ ইউনিয়নের পশ্চিম পালগিরি গ্রামের জামেয়া মাচ্ছা পুকুর বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এলাকাবাসী ও আহত বৃদ্ধ জানায়, মাচ্ছা পুকুর বাড়ির পুকুর ঘাটে ওই বাড়ি ও আশপাশের নারীরা প্রতিদিন গোসল করতে গেলে নারীদের উদ্দেশ্য করে অপর পাশের ঘাটলায় বসে অশালীণ অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় কুরুচিপূর্ণ মন্তব্য করলে ওই বাড়ির বাসিন্দা বৃদ্ধ মো. মোস্তফা এর প্রতিবাদ করেন। পবিত্র রমজানে নারীদের উত্ত্যাক্তের প্রতিবাদ করে তিনি মসজিদে ঢুকে জোহরের নামাজ আদায় করেন। এতে ক্ষিপ্ত হয়ে নারী উত্ত্যাক্তকারী মো. বেলাল  হোসেন, আবুল হোসেন, জালাল আহম্মদ এবং আবুল খায়ের মিলে বৃদ্ধ মো. মোস্তফার ওপর অতর্কিত হামলা করে  এবং পিটিয়ে আহত করে। 


স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত বৃদ্ধ  মো. মোস্তফা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।



আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget