Latest Post

 স্কুলে শিশুকে ‘যৌন নিপীড়ন’, দপ্তরির নামে মামলা ! 
'Sexual harassment' of a child in school, case filed in the office!


‘যৌন নিপীড়নের’ শিকার ওই ছাত্রীর বাবা রোববার বলেন, ‘১৬ মার্চ বিদ্যালয়ে যায় আমার মেয়ে। সেদিন টিফিনের সময় ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে বিদ্যালয়ের দোতলায় নিয়ে যৌন নির্যাতন করে দপ্তরি রানা চৌধুরী। আমি এর বিচার চাই।’

 

ঠাকুরগাঁওয়ের সদরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই বিদ্যালয়ের এক দপ্তরির নামে মামলা হয়েছে। এদিকে অভিযোগ ওঠার পর তাকে অপসারণ করেছে স্কুল কর্তৃপক্ষ।


ভুক্তভোগী ছাত্রীর বাবা শুক্রবার রুহিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, অভিযোগটি পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


অভিযুক্ত ৩০ বছর বয়সী রানা চৌধুরীর বাড়ি মহেষপুর কালীবাড়ি এলাকায়।

‘যৌন নিপীড়নের’ শিকার ওই ছাত্রীর বাবা রোববার বলেন, ‘১৬ মার্চ বিদ্যালয়ে যায় আমার মেয়ে। সেদিন টিফিনের সময় ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে বিদ্যালয়ের দোতলায় নিয়ে যৌন নির্যাতন করে দপ্তরি রানা চৌধুরী। আমি এর বিচার চাই।’


অভিযোগের বিষয়ে জানতে রানার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা ধরেননি।

এদিকে এ ঘটনার পর সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

 অভিভাবক আব্দুল মালেক বলেন, ‘এটাই এই দাপ্তরিকের প্রথম ঘটনা নয়। এর আগেও তার বিরুদ্ধে নানা রকম কথা শোনা গেছে। স্কুলে বসে সে মাদক সেবন করে, এমন অভিযোগও পাওয়া গেছে একাধিকবার। সেই সঙ্গে কোমলমতি শিশুদের ওপর কুনজর তো আছেই। তাই এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও তার বিচার চাই।’

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আরেক অভিভাবক জাহানারা আক্তার বলেন, ‘ঘটনাটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমার মেয়েও বিদ্যালয়ে যায়। কিন্তু এমন ঘটনার পর থেকে কিছুতেই আর মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে মন চায় না, ভয় লাগে। এমন ঘৃণ্য কাজের জন্য তার শাস্তি চাই।’


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ঘটনার দিন আমি স্কুলের কাজে সদর উপজেলার একটি মিটিংয়ে ছিলাম। বিষয়টি জানার পর ম্যানেজিং কমিটিকে জানিয়েছি। কমিটি তাকে অপসারণ করেছে।’ এ ঘটনায় অভিযুক্তের বিচার চান তিনিও।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, ‘যেহেতু সে (রানা) সরকারি কর্মচারী না এবং চুক্তিভিত্তিক কাজ করে তাই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না। তবে স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাকে অপসারণ করেছে।’


অভিযোগের তদন্ত চলছে জানিয়ে রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আরো পড়ুন:



আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে লালমোহন বদরপুর ইউনিয়নের ভোট গ্রহণ সম্পূর্ণ, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী
Lalmohan Badarpur Union polls complete, Awami League rebel candidate wins chairman post



মামলার আতঙ্ক, গুজব ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসব পরিবেশের মধ্য দিয়ে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।

নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদ মেলকার আনারস প্রতীক নিয়ে বেসরকারি ভাবে ৭১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৯১২ ভোট। 

সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়া একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রচন্ড রোদের মধ্যে লাইনে দাড়িয়ে ভোটারদেরকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। শুরুতে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়ে।  

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনের মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে র্যা ব, পুলিশ ও আনসার বাহিনীসহ ছিল ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ, স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম। 

গত ১০ ফেব্রুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ৪ সপ্তাহের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন । সেখানে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন করায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ থেকে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য পদে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ২৮৪ জন।


আরো পড়ুন:




 ইউ'কে গ্রেটার সিলেটের নর্থ রিজনের  উদ্যোগে ইফতার মামগ্রী বিতরণ
Distribution of Iftar items at the initiative of North Region of Greater Sylhet, UK


গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন নর্থ রিজন ইউ'কের উদ্যোগে মৌলভী বাজার জেলার কমলগন্জ উপজেলার পতন ঊষার  ইউনিয়নের শ্রী সৃর্য্য গ্রামে একশত গরীব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ( আজ ২১ মার্চ) সোমবার দুপুরে।


এ উপলক্ষে একটি অনুষ্ঠান গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ'কের 

নর্থ রিজনের সাবেক চেয়ারম্যান  মাসুক মিয়ার  সভাপতিত্বে এবং গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ'কের নর্থ রিজনের সদস্য আজাদ হোসেনের সঞ্চালনায়, 


এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, যুক্তরাজ্য কিতলী টাউন কাউন্সিলের তিন বারের  কাউন্সিরার এবং গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ'কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার নেছার আলী,


আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,পতন ঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তৌফিক আহমদ বাবু,


এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন নর্থ রিজন ইউ'কের সদস্য এজাজুল উদ্দিন,


গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ'কের ওমেন সেক্রেটারি শাহানা বেগম,


 বিশ্বনাথ প্রেসক্লাবের

 সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,কলমগন্জ উপজেলা যুবলীগের সদস্য লায়েক খাঁন, পতন ঊষার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জমসেদ আহমদ, সমাজসেবক মুচ্ছাব্বির আলী, মর্তুজ আলী, ইলিয়াস আলী, মুরব্বী রশিদ আলী,রাইহান আহমদ রাজু ও মাসুম আহমদ প্রমুখ।


কাউন্সিলার নেছার আলী বিকেলে

শ্রী সৃর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্হানীয় রংধনু স্পোটিং ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত একটি ফুটবল টুর্ণামেন্টে সম্মানীত অতিথি হিসাবে বক্তব্যও রেখেছেন।


আরো পড়ুন:





 বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের বাবাকে হত্যা চেষ্টার অভিযোগ
Allegation of attempted murder of journalist's father in Baliadangi


ঠাকুুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইজিবাইক ও সিএনজি চালকের মধ্যে তুচ্ছ ঘটনার মিমাংসা করতে গিয়ে ২ সিএনজি চালকের মারধরের শিকার হয়েছে বালিয়াডাঙ্গীর স্থানীয় সাংবাদিক আল মামুন জীবনের বাবা আব্দুল জব্বার। বর্তমানে তিনি মাথায় গুরুতর জখম নিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।


শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী বাজারের থানা রোডের অটোষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সিএনজি দুই চালক বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে।


এ ঘটনায় ওইদিন রাতেই সিএনজি চালক শাহাজাহান ও তার ভাই মতিয়র  রহমানকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করেছেন সাংবাদিক আল মামুন জীবন। সাংবাদিক আল মামুন জীবন আজকের পত্রিকায় বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সাংবাদিক আল মামুন জীবন জানান, বাবা দুই যুগের বেশি সময় ধরে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। তিনি বর্তমানে লাহিড়ী রোডের অটোবাইকের চেইন মাস্টারের দায়িত্বে আছেন। শনিবার রাতে বাড়ী ফেরার সময় সিএনজি চালক ওই দুই ভাই ও অটোবাইক চালক মালেকের মধ্যে গাড়ী রাস্তায় রাখাকে কেন্দ্র কের গোলযোগ সৃষ্টি হয়। দুপক্ষের গোলযোগ মিটাতে গেলে সিএনজি চালত শাহাজাহান ও তার ভাই মতিয়র রহমান সিএনজির রেঞ্জ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে মাথা ও নাক ফেটে যায়। তাদের এমন আচণে বোঝা যায় আমার বাবাকে তারা মেরে ফেলতে চাইছিল।


উপস্থিত অটোবাইক চালকেরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসক ঠাকুরগাঁও আধুনিত সদর হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসকের পরামর্শে বাবার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ন্যায় বিচার চেয়ে থানায় এজাহার করেছি। আশা করছি পুৃলিশ আইনী ব্যবস্থা নিবে।


মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সিএনজি চালক ও অটোবাইক চালকদের মধ্য এক ধরনের দ্বন্দ রয়েছে। চেইনমাস্টার হিসেবে আমাদের সদস্য সেটা সমঝোতা করে দিচ্ছিলেন। উচ্ছৃংখল দুই ভাই মারধরে করে অন্যায় করেছে। আমরা সাংগঠনিক ভাবে এর বিচার দাবি করছি। তা না হলে শ্রমিকরা আন্দোলনে নামবে।


বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো পড়ুন:




 রাণীশংকৈলে বীরাঙ্গনা হুনুফা'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 
Birangana Hunufa was buried in Ranishankail with state honors



ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার বীরাঙ্গনা হুনুফা বেগম (৭৫) রবিবার (২০ মার্চ) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে সকালে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী।


আজ দুপুরে নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, থানা পুলিশ, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধারাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।


আরো পড়ুন:



 বাবা মায়ের উপর অভিমানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
Madrasa student commits suicide out of pride over her parents



নওগাঁর নিয়ামতপুরে শ্রাবনী আক্তার চাঁদনী (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী বাবা-মায়ের উপর অভিমান আত্মহত্যা করেছে। সোমবার( ২১ মার্চ) সকালে নিজ বাড়িতে সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শ্রাবনী আক্তার চাঁদনী উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে নিয়ামতপুর আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণির শিক্ষার্থী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ বিষয়ে থানায় বাবা হাবিবুর রহমান রহমান একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরী করেন। 

হাবিবুর রহমান জানান, ঘটনার দিন সকাল ৮টায় আমার মেয়ে শ্রাবনী আক্তার চাঁদনী আমাকে খাবার খেতে বলে, আমি পরে খাবো বলে মাঠে কাজ করতে চলে যাই। সকাল সাড়ে নয়টায় মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে শ্রাবনী আক্তার চাঁদনী নিজ শয়ন কক্ষে সেলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।


এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget