Latest Post


নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সোমবার নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী- ২২ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর (রোববার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ২৭ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে রাষ্ট্রপ্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবার বিকাল ৪টার পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এবং প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথমবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়, চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট ৩১টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয়।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে। 

এর আগে রাষ্ট্রপতি ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন।  এই সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সিইসির জন্য দুইজন, চারজন নির্বাচন কমিশনারের জন্য ৮ জনের নাম প্রস্তাব করবে। পরে সার্চ কমিটির প্রস্তাবিত মোট ১০ জনের নামের তালিকা থেকে একজন সিইসি ও ৪ জন নির্বাচন কমিশনার চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান।


দীর্ঘ ৩১ বছর পর স্বাধীনতা কাপ এবং তিন বছর পর ঘরোয়া ফুটবলের ট্রফি জেতা আবাহনী শিবিরে এখন আনন্দ উল্লাস। দেশের অন্যতম জনপ্রিয় ও সফল ক্লাবটির ঘরে ২০১৮ সালের পর প্রথমবারের মতো গেলো শিরোপা। তাও ফাইনালে গত দুই আসরের রাজা বসুন্ধরা কিংসকে হারিয়ে। আনন্দ তো আবাহনীরই মানায়।

কেবল আনন্দ-উৎসব করে থামছেন না আবাহনীর কর্মকর্তারা। চ্যাম্পিয়ন ফুটবলারদের দেওয়া হচ্ছে মোটা অংকের অর্থ পুরস্কার। আবাহনী ফুটবল দলের এক সদস্য জানিয়েছেন, ‘শনিবার চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ খেলোয়াড়দের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।’

খবরের সত্যতা নিশ্চিত করে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু রোববার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি ডিরেক্টর ইনচার্জের অফিসে যাচ্ছি। তার সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের পুরস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো।’

কেমন অর্থ পুরস্কার থাকতে পারে খেলোয়াড়দের জন্য? আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত পরিমাণ নিয়ে কেউ কিছু বলছেন না। তবে এক খেলোয়াড় জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ডিরেক্টর ইনচার্জ ২৫ লাখ টাকা পুরো দলকে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা হবে রোববার সন্ধ্যার মধ্যে।’


বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাশরাফি বিন মর্তুজা। দেশসেরা পেসার এবং ওয়ানডেতে দেশের সফলতম অধিনায়কও তিনি।

এখন আবার জাতীয় সংসদের সদস্যও। কিন্তু এত বড় মানুষ হয়েও নিজের অতীত ভোলেননি তিনি। তাইতো শৈশব-কৈশোরের বন্ধু-বান্ধব তারা যে শ্রেণি-পেশার হোন না কেন, সবার সঙ্গে আজও আগের মতোই আড্ডায় মাতেন 'নড়াইল এক্সপ্রেস'।  

নিজ জেলা নড়াইলে গেলেই যেন দুরন্ত কিশোরে পরিণত হন মাশরাফি। এখন সংসদ সদস্য হিসেবে কাজ আরও বেড়ে গেলেও সময়-সুযোগ পেলেই ছুটে যান শৈশবের বন্ধুদের কাছে। মাশরাফি আর দশজনের চেয়ে এখানেই আলাদা। সবার সঙ্গেই পানির মতো মিশে যেতে পারেন। জাত-পাতকে কখনও ভিন্নভাবে ভাবেননি।  

মাশরাফির বন্ধুদের মধ্যে একজন রবি। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই-কালি করা। এক কথায় চর্মকার বা মুচি। নড়াইল শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে নাম বললে, একনামে সকলেই তাকে চিনবে। একটি মেহগনী গাছের নিচে বসে সকাল থেকে রাত পর্যন্ত জুতা-স্যান্ডেল সেলাই বা পালিশ করেই যার নিজের এবং পরিবারের অন্যদের পেট চলে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

মাশরাফির আরেকজন বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে এলে বা ঢাকায় থাকলেও সবার সঙ্গে যোগাযোগ রাখেন। সময় পেলেই চলে আসেন নড়াইলে।

২:৫৩ AM


বিয়ের পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন। আগামী জানুয়ারিতে তিনি কাজে ফিরবেন বলে জানা গেছে।

‘টাইগার-থ্রি’র শুটিংয়ে যোগ দেবেন তিনি। এ সিনেমায় ক্যাটরিনার নায়ক সাবেক প্রেমিক সালমান খান।

গত ৯ ডিসেম্বর রাজস্থানের এক প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাট ও ভিকি। বিয়ের পর দুজনেই ফিরেছেন মুম্বাইয়ে। ভিকি ইতোমধ্যে কাজে ফিরেছেন। 


ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন আগামী জানুয়ারিতে। আগের প্রেমিক সালমান খানের সঙ্গে ‘টাইগার-থ্রি’-এর শুটিং শুরু করবেন। 

২০১২ সালে মুক্তি পাওয়া সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ওই সিনেমার সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। 

এরই ধারাবাহিকতায় তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’ তৈরির সিদ্ধান্ত হয়। গেল আগস্টে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।


দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। আজ রবিবার আরও কমে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে, এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত বড় কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং ৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে তা মাঝারি আকারের এবং তারও নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়। সে হিসাবে উত্তরের প্রবেশদ্বার তেঁতুলিয়ায় এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল শনিবার পঞ্চগড়ের ওই উপজেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রবিবার রাতে তাপমাত্রা অনেক কমে যাবে। মঙ্গলবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি নিম্নচাপ, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। এ ছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বরের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশায় পড়তে পারে। দেশে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ১৬ দশমিক ১, ময়মনসিংহে ১২ দশমিক ৬, চট্টগ্রামে ১৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৬, খুলনায় ১৩ দশমিক ৪ ও বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের উৎসব সামনে রেখেই কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। 

রোববার (১৯ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপ্রয়োজনীয় দোকান, জিম, বার, রেস্তোরাঁ ও অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে। এটি এখন পর্যন্ত ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে ঘোষিত সবচেয়ে কঠোর বিধিনিষেধ। যা রোববার থেকে কার্যকর হচ্ছে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এই বিধিনিষেধ ‘অনিবার্য’ ছিলো।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন আমি বিষন্ন অবস্থায় আছি। আরও অনেক মানুষের হয়তো একই অবস্থা। এক বাক‌্যে বলতে গেলে, আগামীকাল থেকে নেদারল্যান্ডস আবার লকডাউনে ফিরছে।’

ওমিক্রন রোধে জনগণকে যতটা সম্ভব ঘরে থাকার জন‌্য অনুরোধ করা হয়েছে। স্কুলগুলো আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। আর অন‌্যান‌্য প্রতিষ্ঠানগুলো ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধের আওতায় থাকবে। 

উল্লেখ‌্য, গত নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওমিক্রনের বিস্তার রোধে ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ‌্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget