Latest Post

বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ২২ এপ্রিল চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। একইসঙ্গে শিগগিরই ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইইইউ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। রাশিয়াসহ ইউনিয়নের (রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, আজারবাইজান ও আরমানিয়া) পাঁচটি দেশ রয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় গত ৩ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বাংলাদেশের ৫ম ট্রেড পলিসি রিভিউ (টিপিআর) সভার বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন বাণিজ্য টিপু মুনশি।


এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী বলেন, চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। ২২ এপ্রিল এ চুক্তি অনুষ্ঠিত হবে। এছাড়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে সব আলাপ-আলোচনা শেষ হয়ে গেছে। শিগগিরই তাদের সঙ্গে এমওইউ স্বাক্ষর হবে।
তিনি বলেন, আমরা ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করার উদ্যোগ গ্রহণ করব। কারণ ব্রাজিল ২৫ কোটি মানুষের দেশ। ওখানে তৈরি পোশাকের বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে সফলতা লাভের জন্য এবং এলডিসি (নিম্ন আয়ের দেশ) হতে উন্নয়নশীল দেশে রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশের ট্রেড পলিসি সময়োপযোগী করা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতিগ্রহণ করেছে।
টিপু মুনশি বলেন, বর্তমানে আমরা নিম্ন মূল্যের পণ্য রফতানি করে থাকি। আগামী উচ্চমূল্যের পণ্য রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ, ট্রেড পলিসি এবং সেক্টরাল পলিসিতে যে উন্নয়ন ও সংস্কার করা হয়েছে সে বিষয়ে ডব্লিউটিও সেক্রেটারিয়েট এবং বাংলাদেশ সরকার কর্তৃক পৃথক পৃথক দুটি রিপোর্ট প্রস্তুত করে ডব্লিউটিও সদর দফতর থেকে ইতোমধ্যে সদস্যভুক্ত ১৬৪টি দেশে পাঠানো হয়েছে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, ১ বিলিয়ন রোহিঙ্গা রিফিউজিকে আশ্রয়দানের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার বিষয়টি ঝুঁকিপূর্ণ হবে- এ বিষয়ে সভায় আলোচিত হয়েছে। রোহিঙ্গা ইস্যু ও নারীর ক্ষমতায়নের বিষয়ে ডব্লিউটিও দেশভুক্ত দেশসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক প্রশংসা করেছেন।
(rtvo.nline)

.
ঢাকা: পানি কি কখনো চিবিয়ে খাওয়া যায়, এ ধরনের ধারণা আমাদের কখনোই ছিলো না। কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের পানীয় বাজারে প্রাণ নিয়ে এলো নাটা ডি কোকো সমৃদ্ধ এক সুস্বাদু ফ্লেভারড ড্রিঙ্ক ‘ড্রিংকো’ যা শুধু পান করাই যায় না, চিবিয়ে খাওয়াও সম্ভব। 
স্ট্রবেরি, পাইনআপেল, ম্যাংগো ও লিচি- এ চারটি ফ্লেভারে বাজারে পাওয়া যাচ্ছে ভিন্ন স্বাদের ড্রিঙ্ক ‘ড্রিংকো ফ্লোট’।




এটি প্লাস্টিকের বোতলে বাজারজাত করা হচ্ছে যার ভেতরে থাকছে উল্লেখ্য চারটি ফ্রেভার অনুযায়ী সুস্বাদু নাটা। এ নাটা সম্পূর্ণরূপে অরগানিক এবং নারিকেলের পানি দিয়ে তৈরি। এ নাটা ভর্তি ড্রিংকো খেতে হবে চিবিয়ে। পুরো বোতল ভর্তি এ নাটা পানীয় বাজারে এক নতুন সংযোজন, যা এ গরমে মাতিয়ে রাখবে পানীয় প্রেমীদের।

(banglanews24)

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ওয়ালটনের মতো শিল্প উদ্যোক্তারা এগিয়ে এলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে ধনী দেশের কাতারে খুব সহজেই পৌঁছাতে পারবে বাংলাদেশ। ওয়ালটনের মতো প্রতিষ্ঠান থাকলে বিশ্ববাজারে বাংলাদেশের কর্তৃত্ব থাকবে।
আজ বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক কারখানা পরিদর্শনকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অগ্রগতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে তাঁরা ওয়ালটন কারখানা পরিদর্শন করেন।


সকালে শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তাঁদের সফরসঙ্গীরা ওয়ালটন কারখানায় পৌঁছালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম এবং তাহমিনা আফরোজ তান্না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবির, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশিদ, শাহজাদা সেলিম, সিনিয়র এডিশনাল ডিরেক্টর মোহসীন আলী মোল্লা, এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ওয়ালটনের মতো দেশীয় শিল্প রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়া হবে। রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা হবে। দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আমদানির ওপর ট্যাক্স বসানো হবে। তাহলে স্থানীয় উদ্যোক্তারা উৎসাহিত হবে। 
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওয়ালটনে এসে আমার ধারণাই পাল্টে গেছে। তাদের কারখানা পরিবেশবান্ধব। এখানে সব ধরনের যন্ত্রাংশই তৈরি হচ্ছে। দেশের অর্থ ব্যয় করে এসব পণ্য আর আমদানি করার প্রয়োজন পড়ছে না। বরং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশে তৈরি উচ্চমানের পণ্য দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে ওয়ালটন।
(prothomalo)

হাতঘড়ি যারা ব্যবহার করেন, তাদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে রোলেক্স কোম্পানির ঘড়ি। এ ঘড়ি দুনিয়ার সবচেয়ে দামি ঘড়ির একটি।
ভিনটেজ রোলেক্স ঘড়ির একটির দাম প্রায় ১৫ কোটি টাকা। রোলেক্স সাবমেরিনার মডেলের সবচেয়ে কম দামে যে ঘড়িটি পাওয়া যায়, তার দামও ৫ হাজার ডলার বা চার লাখ ২৫ হাজার টাকা।


রোলেক্স কোম্পানির ঘড়ির এতবেশি দাম হওয়ার কারণ হলো- এই ঘড়ি বানাতে সময় লাগে এক বছর।
প্রতিটি ঘড়ির ওপর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরেই একটি ঘড়ি বাজারে ছাড়া হয়। আর বিক্রি হয়ে যাওয়ার পর রোলেক্স বেশ লম্বা সময় ধরে ব্যবহারকারীদের ভালো সার্ভিস দিয়ে থাকে।
রোলেক্স ঘড়ি হাতে পরলে খুলে যাবে কিনা তা বিক্রির আগে পরীক্ষা করা হয় অসংখ্যবার।নির্মাতারা জানান, একটি রোলেক্স ঘড়ি পাঁচ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যায় অনায়াসে। আর যদি খুব যত্নসহকারে ব্যবহার করা হয়, তবে ১০০ বছরেও এ ঘড়ির কিছুই হবে না।

(jugantor)


কামরুল হাসান : বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিপ্লবের অগ্রযাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো। তথ্যপ্রযুক্তি খাতে আরো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে বাংলাদেশ। টানা ষষ্ঠ বারের মতো এ খাতে সাফল্যের ধারাবাহিকতায় ‘ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৯’ অর্জন করেছে বাংলাদেশের নয়টি প্রকল্প।
সম্প্রতি জেনেভায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৯ তুলে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ও ডব্লিউএসআইএস ফোরাম-২০১৯-এর চেয়ারম্যান মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এডুকেশনাল টেকনোলজি এক্সপার্ট রফিকুল ইসলাম, ইনোভেশন ফান্ড এক্সপার্ট নাহিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১৪০টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয় ১০৬২টি আবেদন। দ্বিতীয় দফা বাছাই ও মূল্যায়নে টিকে থাকে ৪৯২টি প্রকল্প। এরপর ভোটাভুটির জন্য বিশ্বজুড়ে উন্মুক্ত করে দেয়া হয় প্রকল্পগুলো।
বিশ্বব্যাপী জাতিসংঘের বহুমাত্রিক অংশীদারদের প্ল্যাটফর্ম হচ্ছে দ্য ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি বা ডব্লিউএসআইএস। ২০ লাখ ভোটে তালিকায় আসে ৯০টি প্রকল্প। এর মধ্যে ৭২টি প্রকল্প চ্যাম্পিয়ন হয়, যেখানে বাংলাদেশের প্রকল্প আটটি। ১৮টি প্রকল্প হয় উইনার, এর মধ্যে বাংলাদেশের একটি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার এবং ই-গভর্ন্যান্স ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক’ প্রকল্প উইনার পুরস্কার পায়। ডবিøউএসআইস অ্যাকশন লাইন ক্যাটাগরি-৬ এর এনাব্লিং এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।
চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়া প্রকল্পগুলো হলো- ক্যাটাগরি ২ (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার)- সরকারের ডেভেলপমেন্ট অব আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট বা ইনফো সরকার প্রকল্প।
ক্যাটাগরি ৯ (ই-লার্নিং) সরকারের শিক্ষক বাতায়ন প্রকল্প। ক্যাটাগরি ১২ (ই-এনভায়রনমেন্ট)- ই-ক্লাইমেট জাস্টিস অ্যান্ড রিসাইলেন্স থ্রো কমিউনিটি রেডিও অ্যাট কোস্টাল এরিয়া অব দ্য বে অব বেঙ্গল বাংলাদেশ। এটি বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রকল্প।
ক্যাটাগরিতে ১৩ (ই-এগ্রিকালচার)- ডিও ডেটা টু কন্ট্রোল লেট ব্লাইট ফাংজাই ডিজিস ইন পটেটো ইন বাংলাদেশ। এটি এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের একটি উদ্যোগ।
কাটাগরি ১৫- আইটি ফর দ্য ডিফারেন্টলি অ্যাবল প্রজেক্ট, এটি ব্রিজ ফাউন্ডেশনের।
ক্যাটাগরি ১৬ (মিডিয়া বিভাগ) অ্যাওয়ারনেস অন ই রাইট টু ইনফরমেশন (ই-আরটিআই) থ্রো কমিউনিটি রেডিও। এটিও বিএনএনআরসির প্রকল্প।
ক্যাটাগরি ১৭- এটুআইয়ের মোবাইল বেইজড এজ ভেরিফিকেশন বিফোর ম্যারেজ রেজিস্ট্রেশন টু স্টপ চাইল্ড ম্যারিজ।
উইনার পুরস্কার পাওয়া ‘বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার এবং ই-গভর্ন্যান্স ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক’ প্রকল্পও চ্যাম্পিয়ন পুরস্কারের তালিকাতে আছে।
(jagonews24)

কয়েক দিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20। এই ফোন থেকে কিছু ফিচার সরিয়ে পোল্যান্ডে লঞ্চ হল Galaxy A20e। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক Samsung ফোনের মতোই Galaxy A20e ফোনে থাকছে Infinity-V ডিসপ্লে। অর্থাৎ ডিসপ্লের উপরে চোট নচ থাকছে। এছাড়াও এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের Samsung Galaxy A20e ।

Samsung Galaxy A20e স্পেসিফিকেশন


Samsung Galaxy A20e ফোনে থাকছে 5.8 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20e ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
Samsung Galaxy A20e ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A20e ফোনে থাকছে 3,000 mAh ব্যাটারি আর থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
কমেন্ট
(gadgets.ndtv)

Redmi Note 7 এর সাথে প্রতিযোগিতায় মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 3। সেই সময় কোম্পানি জানিয়েছিল Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগিতায় এপ্রিলে ভারতে আসবে Realme 3 Pro। 22 এপ্রিল লঞ্চ হবে এই স্মার্টফোন। Realme 3 ফোন লঞ্চের সময় Realme 3 Pro লঞ্চের ঘোষণা করেছিল চিনের কোম্পানিটি।
22 এপ্রিল ভারতে লঞ্চ হবে Realme 3 Pro। সম্প্রতি ট্যুইটারে এক পোস্টে এই ঘোষণা করেছে Realme। কোম্পানি জানিয়েছে 22 এপ্রিল দুপুর 12 টা 30 মিনিটে Realme 3 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।


গেমিং এর কথা মাথায় রেখে বিশেষ ভাবে এই ডিভাইস ডিজাইন করেছে Realme। ট্যুইটারে এক পোস্টে এই কথা জানিপ্যেছে Realme প্রধান মাধব শেঠ। Redmi Note 7 Pro কে খোঁচা মেরে তিনি আরও বলেন, “সম্প্রতি লঞ্চ হওতা অন্য Pro ডিভাইসে গেম খেলার চেষ্টা করলাম। কোন ফোনেই Realme 3 Pro এর মতো মসৃণ অভিজ্ঞতা হয়নি। গেম খেলাওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্পিড ও চিপসেট।”
Realme 3 Pro সম্পর্কে এখনও কোন তথ্য সামনে আসেনি। তবে Realme জানিয়েছে এই ফোনে থাকবে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। প্রসঙ্গত Redmi Note 7 Pro ফোনের পিছনেও 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
এই সপ্তাহেই Realme 3 Pro ফনের ক্যামেরায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মাধব শেঠ। সেই পোস্টে এই ফোনের সামনে ও পিছনের ক্যামেরায় তোলা ছবি দেখা গিয়েছিল।

(gadgets.ndtv)

আইটিইউ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মোস্তাফা জব্বার
ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জেনেভায় জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (ডব্লিউএসআইএস) ২০১৯ এর চেয়ারম্যানের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন (আইটিইউ) অ্যাওয়ার্ড ‘সার্টিফিকেট অভ এক্সিলেন্স’-এ ভূষিত হয়েছেন।
জেনেভায় আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ বুধবার (১১ এপ্রিল) ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবারের সম্মেলনে ১৫০টি দেশের ১০০ জনেরও বেশি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীসহ তিন হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন।


আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডি-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের এ রকম বড় কোনো সামিটে বাংলাদেশের চেয়ারম্যান হওয়ার ঘটনা তথ্যপ্রযুক্তি দুনিয়াসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও বৃদ্ধি করেছে বলে মনে করে মন্ত্রণালয়।
গত ৮ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই ফোরামে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালা হয়েছে। প্রতি বছর ডব্লিউএসআইএসের এই ফোরাম যৌথভাবে আয়োজন করে থাকে জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ), ইউনেস্কো, ইউএনডিপি ও ইউএনসিটিএডি।
২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়।ডিজিটাল বাংলাদেশ গড়ার এই কার্যক্রম ২০১৪ সালে আইটিইউ এর নজরে আসে এবং সেই বছর তারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায় ডিজিটাল সেন্টার বাস্তবায়ন প্রকল্পকে ডব্লিউএসআইএস পুরস্কার প্রদান করে।
এছাড়া ২০১৫ সালে জাতীয় তথ্য বাতায়ন, ২০১৬ সালে সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস, পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র, শিক্ষক বাতায়ন এবং কৃষকের জানালা এবং ২০১৭ সালে মাল্টিমিডিয়া টকিং বুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিমেডিসিন প্রকল্প’, ‘নাগরিক সেবা উদ্ভাবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার‘ এবং ‘ই-নথি’ ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার অর্জন করে। এ বছরেও বাংলাদেশ একটি উইনার ও ৮টি চ্যাম্পিয়নশিপ পুরস্কার অর্জন করেছে।
সম্মেলনের বিভিন্ন ইভেন্টে মন্ত্রীর উপস্থাপনায় প্রথম তিনটি শিল্প বিপ্লব মিস করেও গত দশবছরে কৃষিভিত্তিক অর্থনীতির দেশ থেকে ডিজিটাল শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ বৈশ্বিক নেতৃত্বের জায়গায় পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন প্রাজ্ঞাবান নেতৃত্বের সফলতার চিত্র উঠে আসে। এছাড়াও বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিতে অভাবনীয় রূপান্তরের বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসে তার নানা উপস্থাপনায়, যা বিশ্ব নেতৃবৃন্দকে বাংলাদেশের প্রতি তাদের ইতিবাচক ধারণাকে আরও সুদৃঢ় করেছে।
আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ বাংলাদেশকে অনুসরণের জন্য অন্যদের পরামর্শ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। মন্ত্রীর সাথে সম্মেলনের সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি তার এই আগ্রহ ব্যক্ত করেছেন। 
শুক্রবার ৫ দিনব্যাপী আইসিটি বিশ্বের এই ঐতিহাসিক মিলনমেলার সমাপনী পর্দা নামবে।

(banglanews24)

প্রিয়.কম) বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আগামী পহেলা বৈশাখ ১৪২৬ (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে, সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা বজায় থাকবে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাফিক নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া
(priyo)

বিশ্বব্যাপী ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আর আগের তুলনায় এখন আরো বেশি মানুষ এই রোগে মারা যাচ্ছে। ২০১৮ সালে সারা পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০৩০ সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে বছরে এক কোটি ৩০ লক্ষ মানুষ মারা যাবে।



কিন্তু সুখবর হলো, ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফিরে আসা মানুষের সংখ্যাও বাড়ছে প্রতি বছর। গত ২০ বছরে ক্যান্সার গবেষণায় অনেক অগ্রগতি হয়েছে। সেই সঙ্গে বিজ্ঞানীরাও ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছেন।
(channelionline)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূতে ভয় পান কি না, তা জানা যায়নি। তবে গত ১৪ ফেব্রুয়ারি কলকাতা ও কলকাতার বাইরে ‘ভবিষ্যতের ভূত’ মুক্তির পরদিন হঠাৎ করেই সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। দর্শকেরা সিনেমা হলে গিয়ে দেখল, ভবিষ্যতের ভূত উধাও।
এই ঘটনায় রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকেরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, কাহিনি কী?



এই বিষয়ে তাহলে কাকে প্রশ্ন করা যাবে?
প্রযোজক কল্যাণময় চট্টোপাধ্যায় বিভিন্ন হলমালিকের কাছে সিনেমাটি নামিয়ে ফেলার কারণ জানতে চেয়ে লিখিত নোটিশ পাঠান। অনেক চাপাচাপির পর হলমালিকেরা ‘ওপর মহলের চাপের কথা’ বলেন।
উত্তর ওটুকুই। এই ‘ওপর মহলটা’ কে, সে বিষয়ে কেউ মুখ খোলেননি। তবে কারও বুঝতেও বাকি থাকে না।
গোটা বিষয়টি নিয়ে কলাকুশলীদের সংগঠন ইম্পা এবং ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেন ছবির প্রযোজক ও পরিচালক। শেষ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় ঘটনা গড়ায় আদালতে।
১৫ মার্চ সুপ্রিম কোর্ট ছবিটির প্রদর্শনী বন্ধ করা যাবে না বলে মত দেন। এতেও কাজ না হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৫ এপ্রিল থেকে ছবিটির প্রদর্শনী ফের শুরু হয়।
আজ বৃহস্পতিবার অলিখিতভাবে এই ছবির প্রদর্শনী বন্ধ করার জন্য রাজ্য সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ ২০ লাখ টাকা।
এখন প্রশ্ন হচ্ছে, কী আছে এই ছবিতে, যে তা ‘রাজনৈতিক’ নির্দেশে বন্ধ করতে হলো?
আগে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির প্রিমিয়ারের ব্যাপারে একের পর এক রাজ্য মুখের ওপর ‘না’ করে দিচ্ছিল। তখন মুখ্যমন্ত্রী মমতা বানসালিকে আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতায় এসে ছবির প্রিমিয়ার করার জন্য। অথচ, সেই একই মমতা ভবিষ্যতের ভূতের ক্ষেত্রে বদলে গেলেন। কিন্তু কেন?
পরিচালক অনীক দত্তের ছবিটির সারসংক্ষেপ হলো—রাষ্ট্রব্যবস্থার বিরোধিতা করলে ভূতের মতোই কোণঠাসা হতে হবে। একই সঙ্গে ছবিতে দেখানো হয়েছে, ভিলেনের মাথায় অক্সিজেন কম যায়। ছবিতে ব্যবহার করা হয়েছে ‘চড়াম চড়াম’ জাতীয় শব্দ। ‘হোক কলরব’-এর মতো আন্দোলনও উঠে এসেছে ছবিতে। নির্বাচনের আগে এতেই মমতা ভয় পেয়েছেন বলে ধারণা পর্যবেক্ষকদের। মমতা হয়তো মনে করেছেন, এই ছবিতে পরিচালক বুঝি তাঁর কথাই বলেছেন। অবস্থাটা এমন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।’
ক্ষতিপূরণ বাবদ ২০ লাখ টাকা মমতার জন্য এমন বড় কোনো অঙ্ক নয়। কিন্তু সিনেমা বন্ধের জন্য তাঁকে যে মাশুল গুনতে হচ্ছে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তা ছাড়া একে চলচ্চিত্রের জন্য ভালো খবরই বলতে হয়। ভবিষ্যতে যদি কেউ চলচ্চিত্রশিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কথা মাথায় আনেন, তাহলে তাঁদের জন্য এটা একটা সতর্কবার্তা।
পরিচালক অনীক দত্তকে নাকি অনেকেই এই ধরনের ছবি বানানো বন্ধ করতে উপদেশ দিয়েছেন। তা না হলে তাঁকে নাকি ভাতে মরতে হবে! অনীক তাতে থেমে যাননি। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ভাত না পেলে রুটি খেয়ে থাকবেন তিনি।
ভারতে আজ থেকে শুরু হয়েছে লোকসভার ভোট গ্রহণ। এখন কলকাতাবাসীই সিদ্ধান্ত নিক, তাঁরা ভবিষ্যতের ভূত দেখে ভোট দেবেন, নাকি ভোট দিয়ে এসে এই সিনেমা দেখবেন।
(prothomalo)


সাতক্ষীরা-আশাশুনি সড়কে একটি যাত্রীবাহী মিনিবাস চাকা খুলে উল্টে মাছের ঘেরে পড়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী বলেন, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী মিনিবাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে আশাশুনির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে হঠাৎ বাসের চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে মাছের ঘেরে উল্টে পড়ে। স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করেন। এতে বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২০ জন কমবেশি আহত হয়েছে।
অপর যাত্রী বাকড়া এলাকার আখিল দত্ত জানান, বাসটির ফিটনেস ছিল বলে মনে হয় না। ফিটনেস বিহীন বাস কিভাবে রাস্তায় নামে আমরা জানি না। প্রশাসনের কোনো তদারকি নেই। এছাড়া বাস মালিকরাও টাকার জন্য মানুষদের জীবন হুমকির মধ্যে ফেলে দেন। এতগুলো মানুষ মারা গেলে দায়ভার কে নিত?
এ বিষয়ে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে কমবেশি আহত হয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক আব্দুস সবুর সরদার ও হেলপার পালিয়েছেন।

(jagonews24)
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

চোট থেকে ফিরে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার কারণে প্রতিপক্ষের মাঠ থেকে মহামূল্যবান একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে জুভেন্টাস। তবে সব ম্লান! পুরো ম্যাচজুড়ে এমনই ভয়ঙ্কর ছিল আয়াক্স যে, রোনালদোর কীর্তিও পানসে হয়ে গেছে ১১ জনের দারুণ লড়াইয়ে!
আয়াক্সের মাঠ থেকে বুধবার ১-১ গোলের ড্র নিয়ে জুভেন্টাস ফিরেছে ঠিকই, কিন্তু মাঠে সবার মন জয় করেছে আয়াক্সের তরুণ ফুটবলারদের খেলা। এমনকি ম্যাচ শেষে শুরু হয়ে গেছে ফিসফাস, রিয়াল মাদ্রিদের মতো দ্বিতীয় লেগ জিতে জুভদেরও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দেবে ডাচ জায়ান্টরা!







কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হওয়া লাগতে পারে এমন ভাবনায় আগেই সতর্ক ছিলেন জুভেন্টাস কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। কিন্তু ম্যাচ শুরুর আগেই বাগড়া বাধিয়েছেন আয়াক্সের একদল উচ্ছৃঙ্খল সমর্থক! মাঠে ঢোকা নিয়ে ঝামেলা বাঁধিয়েছেন পুলিশের সঙ্গে, গ্রেপ্তার হয়েছেন অন্তত ১০০জন। একটা সময় বাধ্য হয়ে জলকামানে জলও ছুঁড়তে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীকে!
উটকো ঝামেলা এড়িয়ে মাঠের খেলায় ফিরতেই আয়াক্সের মাঠের খেলোয়াড়দের তোপে পড়েছেন জুভেন্টাস খেলোয়াড়রা। শুরু থেকে শেষ পর্যন্ত একই গতি ধরে রেখে ইতালিয়ান জায়ান্টদের নাভিশ্বাস চড়িয়ে ছেড়েছেন স্বাগতিক ফুটবলাররা।


কিন্তু তারপরও প্রথম গোলটা পেয়েছে জুভেন্টাসই। বিরতির ঠিক আগের মিনিটে হেডে গোল করেন রোনালদো!
ম্যাচের হিসেবে ঠিক তার পরের মিনিটেই গোল শোধ দিয়েছে আয়াক্স। অর্থাৎ, বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই দলকে সমতায় ফেরান ডেভিড নেরেস।
সমতায় ফেরার পর দারুণ গতিময় ফুটবল উপহার দিয়েছে আয়াক্স। পুরো ম্যাচে জুভেন্টাসের চেয়ে দ্বিগুণ শট নিয়েছে লক্ষ্য বরাবর। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগও ছিল দলটির সামনে। তবে অনভিজ্ঞতা ও জুভেন্টাসের শক্তিশালী রক্ষণের সামনে ব্যবধানটা বড় হয়নি স্বাগতিকদের। কিন্তু যে খেলা উপহার দিয়েছে তরুণ এই দলটি, সেটা দ্বিতীয় লেগে অব্যাহত থাকলে জুভেন্টাসের জন্য কঠিন পরীক্ষাই হবে!

(channelionline)

সত্তরের দশকে শেষে বলিউডে প্রথম অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল ‘ডন’ র ভূমিকায়। এরপর বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভের কাছ থেকে সেই চরিত্র চলে যায় বলিউড ‘বাদশা’ শাহরুখের কাছে। আর এবার গুঞ্জন উঠেছে শাহরুখকে সরিয়ে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিরিজে অভিনয় করতে চলেছেন রণবীর সিং।

তবে ‘ডন থ্রি’ তে ডনের ভূমিকায় রণবীরের অভিনয়ের বিষয়টিতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা ও ছবিটির পরিচালক ফারহান আকতারের একটি বিস্বস্ত সূত্র। বলা হয়েছে এই এই গুঞ্জন ভিত্তিহীন। শাহরুখই হবেন ‘ডন থ্রি’ এর নায়ক। অন্য কেউ নয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ব্যক্তিগত কারণে শাহরুখ ‘ডন’ ছবিটি থেকে সরে যেতে চাচ্ছেন। সেকারনেই মূলত গুঞ্জন উঠেছিল যে পরিচালক ও প্রযোজকরা এবার অন্য ডন খুঁজছেন। শোনা গিয়েছিল, ডন হিসেবে নাকি তাদের রণবীর সিংকে পছন্দ হয়েছে। ডেকান ক্রনিকল

(channelionline)

কক্সবাজার:
 কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ কাশেম (৩২) নামের এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশের দাবি এ ঘটনায় টেকনাফ থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত কাশেম টেকনাফের হোয়াইক্যংয়ের পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ী এলাকার আনু মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অহিদুল ইসলাম, কনেস্টেবল হাবিব হোসেন ও তুহিন আহম্মেদ।


বুধবার (১০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বাংলানিউজকে জানান, বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এসআই দিপাংকর সঙ্গীয় ফোর্সসহ একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ কাশেমকে গ্রেফতার করেন।পরে তার স্বীকারোক্তি মতে রাত সাড়ে ১২ টার দিকে তাকে নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের  পশ্চিম সাতঘরিয়াপাড়া সাকিনের পাহাড়ের নিচে ইছহাক মাস্টারের গোপন আস্তানায় অভিযান চালায়।
এ সময় তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে পুলিশের এএসআইসহ তিন সদস্য আহত হয়েছেন।একপর্যায়ে তার সহযোগিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কাশেমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় তৈরি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিহত কাশেম একজন চিহ্নিত ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় মাদক, হত্যা, অস্ত্র, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসবি/ওএইচ/
(banglanews24)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget