Latest Post

 


ছবি তুলতে গিয়ে আগুন ধরে গেল চুলে, অল্পের জন্য রক্ষা তরুণীর

মোমবাতির পাশে ছবি তুলছিলেন এক তরুণী। মোমবাতির দিকে একটু বেশি ঝুকে যাওয়ায় তার চুলে ধরে যায় আগুন। বন্ধুদের সঙ্গে আনন্দ হঠাৎই বদলে যায় বিষণ্ণতায়। তবে সবার সহযোগিতায় অল্পতে রক্ষা পান তিনি।

ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর নাম ফিয়না ইয়ং। ঘটনাটি ঘটেছে লিভারপুলের একটি বারে। টেবিলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে ওই দুর্ঘটনা। 

ফিয়না নিজেই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ওই বারে তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। সেখানে ছবি তোলার সময় তিনি কিছুটা ঝুঁকে যান। তখন পিছনে থাকা জ্বলন্ত মোমবাতিটি তিনি খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে তিনি কিছু একটা পোড়ার গন্ধ পান। তখনই দেখেন, তার চুলে আগুন ধরে গিয়েছে। অন্যদের সহায়তায় আগুন নেভানো হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে তার চুলের বেশ কিছুটা অংশ কেটে ফেলতে হয়েছে। পরে ফিয়না বলেন, ‘‘বেঁচে গিয়েছি ভাগ্যের জোরে। এক সেকেন্ড আগেও ছবিটা অন্য রকম ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।’’
তবে ফিয়নার ধারণা, তিনি এবং তার বন্ধুরা যদি অতিরিক্ত মদ্যপান করতেন তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলহাজ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর গ্র্যান্ড ফাইনাল  অনুষ্ঠিত হয়েছে। ২০ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩,৩০মিনিটে খেলার উদ্ধোধন করা হয়। 

ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারুক আল মাসুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদের সদস্য আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.কে.এম বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, মোজাম্মেল হক, রুকুনুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ। 

মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহন করে। ১২টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ড পর্বে বা গ্র্যান্ড ফাইনালে শেরপুর একটিভ ক্লাব ও সানসিটি ক্লাব, বকশীগঞ্জ উর্ত্তীর্ণ হয়।আজকের গ্র্যান্ড ফাইনাল খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম সানসিটি ক্লাব বকশীগঞ্জ। উক্ত খেলায়  ভাষ্যকার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, আশরাফুল হোসেন ও সোহেল রানা। 
উক্ত খেলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শতশত ক্রীড়ামোদীগণ এ খেলা উপভোগ করেন। 

উক্ত খেলায়সানসিটি ক্লাব বকশীগঞ্জ ১-০ গোলে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

আরো পড়ুন:


 


ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে রাজমনি হোটেল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩

(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।
দুপুর ১২ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির। উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন'র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ লতিফুর রহমান মনা এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু। সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি।

সম্মেলনে আওয়ামীলীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্য, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ হায়দার আলী রেজা, মোঃ নমশের আলম, মোঃ আব্দুর রহমান চান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম স্বপন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা সিদ্দিকা রুপালি, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা হাবিবুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ তমির উদ্দিন সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তাগন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন উপহার দিয়েছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তির মদদে আবারো দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবনের পথে নেতৃত্ব দিতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই। 

তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
জেলা উপজেলা থেকে আগত  নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও মোঃ লতিফুর রহমান মনাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়। 

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 


 


আনন্দ মিছিলে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো আর্জেন্টিনার সমর্থকের

আর্জেন্টিনার জয়ের পরপরই কুমিল্লার মনোহরগঞ্জে আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১১) নামের দলটির এক ক্ষুদে সমর্থক প্রাণ হারিয়েছে।


রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাতাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির মিলন মিয়ার ছেলে।

হাইওয়ে থানার এস আই ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সকলের সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখছিল দলটির ক্ষুদে সমর্থক শাওন। আর্জেন্টিনার জয়ের পরপরই আনন্দ মিছিল বের করে স্থানীয় সমর্থকরা। ওই মিছিলে শাওনও অংশগ্রহণ করে। রাত সাড়ে ১২টায় তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে ছিল করে খিলা বাজারের দিকে আসছিল। তখন বাতাবাড়িয়া এলাকায় খিলাবাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মুহূর্তেই প্রাণ হারায় শাওন। 

দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামে মোটরসাইকেলর এক আহোরী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। 

আরো পড়ুন:


 


রাজধানীতে ভবন থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকায় পাঁচতলা ভবন থেকে পড়ে এক মা ও তার দেড় বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন হালিমা খাতুন (২৪) ও তার ছেলে সাদমান (দেড় বছর)।

আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কন।
তিনি বলেন, আমরা ঘটনাটির বিষয়ে জানতে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ বলছে, এটি আত্মহত্যা, নাকি হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে। 

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, পাঁচতলা থেকে সন্তানসহ নিচে পড়ে এক নারী মারা গেছেন বলে খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করছেন। 

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়  দিবস পালিত হয়েছে। ১৬ডিসেম্বর শুক্রবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইউ এনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে কুচকাওয়াজ পরিদর্শন করেন  উপজেলা চেয়ারম্যান  আলহাজ এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মনিরুল আলম ভূইয়া।
 


দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৬টায় ৩১বার স্তুপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদশর্ন, প্রীতি ফুটবল, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকনসহ বিভিন্ন আয়োজন। 

বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইউ এনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি 



মনিরুল আলম ভূইয়া,  সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। এসময় সহকারী কমিশনার(ভুমি) আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ


 সরকারি,বে-সরকারী দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীলসমাজ, ছাত্র-জনতা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ১শ ৪৪জন বীর মুক্তিযুদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় উপজেলা পরিষদ চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন বলে জানা গেছে। 

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।


 


সন্ধ্যায় নিখোঁজ মা, সকালে লাশ পেলেন সন্তান


সন্ধ্যায় নিখোঁজ হওয়া মায়ের লাশ সকালে খুঁজে পেলেন নিহতের সন্তান সুজন হোসেন। শুক্রবার সন্ধ্যায় সুজনের মা শাহানা খাতুন নিখোঁজ হন। শনিবার সকালে মেহেরপুর সদর উপজলার কুলবাড়িয়া গ্রামের তালপট্টি মাঠে সুজন হোসেন মায়ের লাশ দেখতে পেয়ে স্থানীয় ও পুলিশখে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শাহানারা খাতুন গাংনী উপজেলার সগলপুর গ্রামের মৃত রাহেদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননি।

নিহত শাহানারা খাতুনের ছোট ছেলে সুজন হোসেন জানান, তার মা গতকাল শুক্রবার সন্ধ্যায় নানী বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এসময় মায়ের মোবাইল ফোনও বন্ধ ছিলো। সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখি মায়ের মরদেহ পড়ে আছে। এসময় আমি লোকজনকে ডাক দেই। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য রাজন হোসেন জানান, শাহানারার স্বামী প্রায় ২০ বছর আগে আত্মহত্যা করে মারা গিয়েছেন। তারপর থেকে দেবর লতিফের সাথে সম্পর্ক ছিলো। পূর্বে লতিফ শাহানারা খাতুনকে মারধর জালা যন্ত্রণা দিত। হঠাৎ কিভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়ার তার মুখ দিয়ে লালা ঝরছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তিনি আরো জানান, সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শেরপুরে  পতাকা উত্তলন, পুস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী নেতৃবৃলীগের ন্দদের নিয়ে জাতীয়, দলীও এবং কালো পতাকা উত্তলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগসহ সরকারি ব্যসরকারি বিভিন্ন দপ্তর থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তারের  এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম আ্যাড আপস) সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ,উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.জেড মোরশেদ আলী, প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ,এস,এম নুরুল ইসলাম হিরো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড শেরপুর সদর উপজেলা শাখার সাবেক কমান্ডার এড.মোখলেসুর রহমান আকন্দসহ আরও অনেকে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget