Latest Post

 


রাজধানীতে ভবন থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকায় পাঁচতলা ভবন থেকে পড়ে এক মা ও তার দেড় বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন হালিমা খাতুন (২৪) ও তার ছেলে সাদমান (দেড় বছর)।

আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কন।
তিনি বলেন, আমরা ঘটনাটির বিষয়ে জানতে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ বলছে, এটি আত্মহত্যা, নাকি হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে। 

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, পাঁচতলা থেকে সন্তানসহ নিচে পড়ে এক নারী মারা গেছেন বলে খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করছেন। 

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়  দিবস পালিত হয়েছে। ১৬ডিসেম্বর শুক্রবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইউ এনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে কুচকাওয়াজ পরিদর্শন করেন  উপজেলা চেয়ারম্যান  আলহাজ এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মনিরুল আলম ভূইয়া।
 


দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৬টায় ৩১বার স্তুপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদশর্ন, প্রীতি ফুটবল, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকনসহ বিভিন্ন আয়োজন। 

বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইউ এনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি 



মনিরুল আলম ভূইয়া,  সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। এসময় সহকারী কমিশনার(ভুমি) আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ


 সরকারি,বে-সরকারী দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীলসমাজ, ছাত্র-জনতা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ১শ ৪৪জন বীর মুক্তিযুদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় উপজেলা পরিষদ চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন বলে জানা গেছে। 

বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।


 


সন্ধ্যায় নিখোঁজ মা, সকালে লাশ পেলেন সন্তান


সন্ধ্যায় নিখোঁজ হওয়া মায়ের লাশ সকালে খুঁজে পেলেন নিহতের সন্তান সুজন হোসেন। শুক্রবার সন্ধ্যায় সুজনের মা শাহানা খাতুন নিখোঁজ হন। শনিবার সকালে মেহেরপুর সদর উপজলার কুলবাড়িয়া গ্রামের তালপট্টি মাঠে সুজন হোসেন মায়ের লাশ দেখতে পেয়ে স্থানীয় ও পুলিশখে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শাহানারা খাতুন গাংনী উপজেলার সগলপুর গ্রামের মৃত রাহেদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননি।

নিহত শাহানারা খাতুনের ছোট ছেলে সুজন হোসেন জানান, তার মা গতকাল শুক্রবার সন্ধ্যায় নানী বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এসময় মায়ের মোবাইল ফোনও বন্ধ ছিলো। সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখি মায়ের মরদেহ পড়ে আছে। এসময় আমি লোকজনকে ডাক দেই। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য রাজন হোসেন জানান, শাহানারার স্বামী প্রায় ২০ বছর আগে আত্মহত্যা করে মারা গিয়েছেন। তারপর থেকে দেবর লতিফের সাথে সম্পর্ক ছিলো। পূর্বে লতিফ শাহানারা খাতুনকে মারধর জালা যন্ত্রণা দিত। হঠাৎ কিভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়ার তার মুখ দিয়ে লালা ঝরছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তিনি আরো জানান, সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শেরপুরে  পতাকা উত্তলন, পুস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী নেতৃবৃলীগের ন্দদের নিয়ে জাতীয়, দলীও এবং কালো পতাকা উত্তলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগসহ সরকারি ব্যসরকারি বিভিন্ন দপ্তর থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তারের  এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম আ্যাড আপস) সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ,উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.জেড মোরশেদ আলী, প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ,এস,এম নুরুল ইসলাম হিরো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড শেরপুর সদর উপজেলা শাখার সাবেক কমান্ডার এড.মোখলেসুর রহমান আকন্দসহ আরও অনেকে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


 


কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দু’জন। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা-আল্লারদরগা সড়কের বাকাপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫)। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দু’জন যাত্রীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও তার চালক পালিয়ে গেছে।

আরো পড়ুন:


 


শেরপুরে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু। 

শেরপুরের নকলায় পিকআপের চাকায় পৃষ্ট হয়ে তায়েফ হাসান নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার গড়েরগাঁও বাইপাস সড়কে  দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তায়েফ হাসান ওই এলাকার প্রবাসী আবু বাক্কার এর ছেলে। দুই যমজ শিশুর মধ্যে তায়েফ একজন। পুলিশ জানায়, বিকেলে বাড়ি থেকে খেলার ছলে শিশু তায়েফ বাইপাস সড়কে চলে যায়। এসময় ময়মনসিংহ গামী পিক-আপের চাকায় পৃষ্ট হয় সে। 

পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তায়েফকে মৃত ঘোষণা করেন।

 নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় পিক-আপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঝিনাইগাতী শেরপুর বার্তা

আরো পড়ুন:


 


রুশ হামলার পর ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর

কৃষ্ণসাগরে ইউক্রেনের ওডেসা বন্দরের পণ্য পরিবহনের কাজ আবারও শুরু হয়েছে। অভিযোগ ছিল ওই এলাকার বিদ্যুৎখাত লক্ষ্য করে হামলা চালিয়েছিল রাশিয়া। 

শনিবারের হামলার পর থেকে ওই বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এই হামলা ফলে ১৫ লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েকদিন লেগে যাবে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই হীমাঙ্কের নীচে চলে যাবে স্থানীয় তাপমাত্রা।
জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তির আওতায় ওডেসার তিনটি বন্দর দিয়ে শস্য বিদেশে পাঠাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ওডেসা এলাকা লক্ষ্য করে ইরানি ড্রোন দিয়ে অন্তত ১৫টি হামলা চালিয়েছে রাশিয়া। যার ১০টি তারা ধ্বংস করতে পেরেছে।

আরো পড়ুন:


 


মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর আত্মহত্যা

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের লিমা আক্তার (২০) নামের এক ছাত্রী আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে মুখ খুলছে না ইনষ্টিটিউটের কর্তৃপক্ষ।

নিহত লিমা আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চর রঘুনাথ গ্রামের মৃত বেলাল হোসেনের মেয়ে। এবং একই এলাকার চাঁন মিয়ার স্ত্রী। তবে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার রাত দশটার দিকে নার্সিং ইনষ্টিটিউটের চার তলার রুমের বাথরুমের দরজা বন্ধ পায় সহপাঠীরা। পরে সহপাঠীরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে বাথরুমের দরজা খুলে লিমা আক্তারকে বাথরুমে  পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো অবস্থায় ভোর রাত ৪টার দিকে সে মারা যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হচেছ। কি কারণে মেয়েটি মারা গেলে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget