Latest Post

 


ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান পাট ভাংচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং ভাংচুরসহ দু'পক্ষের লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 


শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের সংখ্যা  নিশ্চিত হওয়া যায়নি। 


জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।



সম্পূর্ণ ভিডিও টি দেখলে বুঝতে পারবেন ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দু'পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন


আরো পড়ুন:


 



বগুড়ায় প্রকাশ্যে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা


বগুড়ায় প্রকাশ্যে এক ছাত্রকে কুপিয়েএদিকে প্রকাশ্যে এ নৃশংস হত্যার ঘটনা ঘটলেও স্থানীয়রা কিছু বলতে নারাজ। এমন কী যে, দোকানগুলোর সামনে জামিলউকে ছুরিকাঘাত করা হয়েছে তারাও এই হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। 


 হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।


নিহত ছাত্রের নাম আল জামিউল বনি। পুলিশ জানিয়েছে, সে শহরের মালতিনগর এলাকার  আনিছুর রহমানের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিল।


নাম প্রকাশ্য না করার  শর্তে  একজন জানান, কয়েকজন যুবক বিকেলের দিকে বটতলার মোড়ের ওপর তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আহতাবস্থায় ওই তরুণকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। 


আরো পড়ুন:

  1. সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
  2. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  3. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  4. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  11. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


ঝিনাইগাতীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া কমিউনিটি (নব) স:প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামানকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। অতঃপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরও করা হয়েছে। 

গত ৩০ আগষ্ট তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় সরকারি চাকুরি আইন-২০১৮ সনের ৩৯(১) উপ-ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এলাকাবাসীদের পক্ষ থেকে বানিয়াপাড়া কমিউনিটি (নব) স:প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামানের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের জমিদাতা সদস্য ইদ্রিস আলী বাদী হয়ে বিভিন্ন বিষয়ে বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অফিস, ময়মনসিংহ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 


উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদ্বয় উক্ত বিষয়ে তদন্ত করে   সত্যতা পান যে,ওই প্রধান শিক্ষক সরকারি নির্দেশনা থাকা সত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেননি। একই দিনে জাতীয় পতাকা উত্তোলনের পর ফ্লাগ রুলস এর ব্যতয় ঘটিয়ে রাতেও পতাকা উত্তোলন করে রাখেন। 


কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদানের নামে প্রহসন মূলক আচরণ করার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী পালন বিষয়ে নেতিবাচক মন্তব্য করেন। যাহা পুরো এলাকাবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 


উক্ত বিষয়গুলো প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৩৮.০১.৮৯০০.০০০.০৪.০০৫.২০-৭৯১(৭) স্মারকমুলে সরকারি চাকুরি আইন-২০১৮ সনের ৩৯(১) উপ-ধারা অনুযায়ী গত ৩১ আগষ্ট/২২ইং তারিখ থেকে তাকে সরকারি চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। তবে তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন  সরকারী বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন।

এ ব্যাপারে বানিয়াপাড়া কমিউনিটি (নব) স:প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামানের মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুন নবী'র সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।


আরো পড়ুন:



 



ঝিনাইগাতীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আয়োজনে শহরের শিমুল তলায় দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বক্তব্য বর্তমান দেশের রাজনৈতিক পেক্ষাপট তোলে ধরেন।  এবং দলীয় ঐক্যে বজায় রেখে সকল কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। 

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান আকন্দ, উপজেলা |

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হীরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান,উপজেলা যুব দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ। 

সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুছ ছালাম তার বক্তব্য দলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করেন।বক্তব্য শেষে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়। 


শেরপুর প্রতিনিধি 


রো পড়ুন:

  1. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  7. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  8. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  9. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

 


পরিসংখ্যান উল্টে দিতে পারবে টাইগাররা ?


এশিয়া কাপে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়েছে বেশ। শেষ পর্যন্ত কথার লড়াইয়ে জড়িয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। যদিও বিতর্কে শুরুটা করেছিলেন লঙ্কার বর্তমান কাপ্তান। আফগানিস্তানে বিপক্ষে ৮ উইকেটে হারার পর তিনি বলেছিলেন, বাংলাদেশের বোলিং লাইনআপ আফগানিস্তানের মতো শক্তিশালী নয়।


কথার খেলার পর এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যান কাদের এগিয়ে রাখছে।


শ্রীলঙ্কা সবশেষ খেলা ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১০টিতেই হেরেছে। আর বাংলাদেশ সবশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সবশেষ ৫ ম্যাচ হিসেবে করলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি।

মুখোমুখি লড়াই লঙ্কানদেরই এগিয়ে রাখছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ১২ টি-টোয়েন্টির ৮ টি জিতেছে শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক পরিসংখ্যান আবার টাইগাররদেরই এগিয়ে রাখছে। সবশেষ দুই দলের তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।


সবমিলিয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও বর্তমান দলটির কন্ডিশন নড়বড়ে। সেক্ষেত্রে সাকিব আল হাসানের দল অ্যাডভানটেজ পেতেই পারে।


আরো পড়ুন:



 


পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০


মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ইটপাটকেলের আঘাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকারসহ তিন পুলিশ সদস্য ও দুই সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে যোগ দিতে বেলা পৌনে ১১টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। 


পথে খালপাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ নেতা–কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী আহত হন।


এরপর পুলিশ বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া করে। একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসি আবদুর রউফ সরকার, কনস্টেবল সাখাওয়াত হোসেন, মো. শাহীন এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সাজেদুর রহমান আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।


News by prothom alo


আরো পড়ুন:









Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget