Latest Post

 



লক্ষ্মীপুরে ইভটিজিং করায় খোকন উদ্দিন কে ৩ মাসের কারাদন্ড।


লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,,,

সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, খোকন দোষ স্বীকার করায় ইভটিজিংয়ের দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে খোকন উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।আজ (২০ আগষ্ট) শনিবার সন্ধ্যায় শহরের তিতাখাঁ জামে মসজিদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়।


জানা যায়, ছাত্রী স্কুল শেষে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়া পথে খোকন ঐ ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুল ছাত্রী কান্না শুরু করে স্থানীয়রা ঐ ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়।


খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, খোকন দোষ স্বীকার করায় ইভটিজিংয়ের দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


আরো পড়ুন:



 



ভারতের রাজস্থানে জীবন্ত পুড়িয়ে মারা হল শিক্ষিকাকে


স্কুলে যাওয়ার সময়ে হামলাকারীরা ঘিরে ধরেন ৩২ বছর বয়সী দলিত শিক্ষিকা অনিতা রেগরকে। মারধর করা হয় তাকে। পালিয়ে একটি নির্মীয়মাণ বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা পৌঁছে যায়। অনেক মানুষের সামনেই তার গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হয় তাকে।


পুলিশ বলছে, মূল অভিযুক্তরা ওই শিক্ষিকা অনিতা রেগরেরই আত্মীয় এবং তার মতো হামলাকারীদের অনেকেই দলিত শ্রেণীরই মানুষ।


ধার দেয়া টাকা চাইতে গেলে ৩২-বছর বয়সী ওই শিক্ষিকাকে আক্রমণ করা হয়, তারপরে পেট্রোল ঢেলে তার দেহে আগুন ধরিয়ে দেয়া হয়।কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে মারা যান ওই নারী।


কেউ সাহায্য করতে এগিয়ে আসে নি

যে নির্মীয়মাণ বাড়িতে মিসেস রেগর আশ্রয় নিয়েছিলেন, সেখানে হামলার সময়ে আরও অনেকে জড়ো হয়েছিলেন, কিন্তু তার গায়ে যখন পেট্রল ঢেলে আগুন লাগানো হচ্ছে, তখন কেউ সাহায্য করতে এগিয়ে আসেন নি।

দ্বিতীয় এক ভাইরাল ভিডিওতে এটাও দেখা গেছে যে জ্বলন্ত মিসেস রেগরের ভিডিও করছেন কিছু মানুষ, কিন্তু কেউই এগিয়ে আসেন নি তাকে বাঁচাতে।


পুলিশ বলছে, হামলাকারীদের নামে আগেই অভিযোগ জানিয়েছিলেন মিসেস রেগর, তার ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যারা গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, তারা এখনও ফেরার।


'পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনা'

জয়পুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপারিন্টেডেন্ট ধর্মেন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, "ওই নারী তার এক আত্মীয়কে কিছু টাকা ধার দিয়েছিলেন যদিও তার কোনও নথিপত্র ছিল না। সেই টাকা শোধ করা নিয়েই একই পরিবারের মধ্যেই ঝামেলা হয় আগে।"


"নিহত নারী অভিযোগ করেছিলেন যে তাকে মারধর করা হয়েছে। সেসময়ে দু'জন নারীকে গ্রেপ্তারও করি আমরা। তার চারদিন পরে দ্বিতীয় একটি অভিযোগ আনেন মিসেস রেগর, তার ভিত্তিতে আরও দু'জন গ্রেপ্তার হন।


Post by bbc news


আরো পড়ুন:



 



ঝিনাইগাতীতে ইসলামী ফাউন্ডেশনর মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন


মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ঝিনাইগাতী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।  হাফেজ মাহফুজুর রহমানকে সভাপতি,  মো. আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক ও মো. ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 


১৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল রিসোর্স  সেন্টারে এ কমিটি গঠন করা হয়। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ত করেন, মউশিক শিক্ষক আব্দুস সালাম। 

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদিরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের সহ-সভাপতি ও শেরপুর জেলার সভাপতি মাওলানা নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের সমাজসেবা সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের  সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ  বিভাগের সদস্য  মো. ফজলুল হক, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ঝিনাইগাতী উপজেলার শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।


বক্তারা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করে বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে দ্বিনী এলেম শিক্ষা দানে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। সারা দেশে প্রায় ৭০ হাজার মউশিক শিক্ষকদেরকে একই প্লাটফরমে সু-সংগঠিত করা। জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামাজিক সমস্যা সমাধানে সরকারের আদেশ বাস্তবায়নে সহযোগিতা করা। 


ইসলামিক ফাউন্ডেশনের প্রচার ও প্রসারে সরকারের সমস্যাগুলো তৃর্ণমুল পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করা। শিক্ষকদের কল্যাণের জন্য প্রাকৃতিক দূর্যোগ, দ্বৈব দূর্ঘটনা ও মৃত্যেুকালীণ আর্থিক সহযোগীতা প্রদান করা। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ-বাংলাদেশ, ইসলামী ভাবধারার পরামর্শের ভিত্তিতে পরিচালিত করা। শিক্ষকদের আত্মমর্যাদা এবং ইসলামিক ফাউন্ডেশনের মর্যাদা রক্ষা করার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ জাতি গঠনে কোমলমতি শিশু ও বয়স্ক লোকদের বুনিয়াদি শিক্ষা স্থায়ী করার প্রচেষ্টা অব্যাহত রাখা ইত্যাদি।


আরো পড়ুন:


 



১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ


টাঙ্গাইলের মির্জাপুরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার পর বুধবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গরজানা গ্রামের মো. সবুজ সিকদার (২২)।


মামলা ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, অভিযুক্ত ওই যুবক শিশুটির নিকট আত্মীয়। নানা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ওই শিশুকে ধর্ষণ করতো ওই যুবক। শরীরে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন দেখে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করেন তার মা। এ সময় সব ঘটনা খুলে বলে  সে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।


মামলার পর অভিযুক্ত সবুজকে লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রাম থেকে বুধবার দিনগত রাত ৩টার দিকে গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ


এস.আই মাহফুজুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের পর বুধবার টাঙ্গাইল আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে পাঠায় আদালতের বিচারক।


তিনি আরো জানান, ধর্ষণ ও অন্তসত্বার বিষয়টি নিশ্চিতের জন্য ওই শিশুকে মেডিকেল টেস্ট করানো হয়েছে।


আরো পড়ুন:


 



কাবুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০


কাবুলের মসকাবুলে একটি মসজিদে নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩৫ জন আহত ও কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত এশার নামাজের সময়।


প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায় জানিয়েছে, বিস্ফোরণে অনেকের মৃত বা আহত হওয়ার আশঙ্কা রয়েছে৷পুলিশ অনেক হতাহতের কথা বললেও কতজন তা জানায়নি। একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে এ ঘটনায় ৩৫ জনের মতো আহত বা নিহত হতে পারে এবং সংখ্যা আরও বাড়তে পারে। আল জাজিরা একজন অজ্ঞাত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মৃতের সংখ্যা ২০ বলে জানিয়েছে।


কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল টুইটারে জানিয়েছে যে তারা বিস্ফোরণে আহত ২৭ জন রোগীকে পেয়েছে, যার মধ্যে একটি সাত বছরের শিশুও রয়েছে।


প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন যে শক্তিশালী বিস্ফোরণটি উত্তর কাবুলের একটি আশেপাশে শোনা গেছে, বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে আশেপাশের ভবনগুলো কেঁপে উঠে।ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।



কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, ‘একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে, তবে সংখ্যা এখনও পরিষ্কার নয়।’


নাম প্রকাশ না করার শর্তে তালেবান গোয়েন্দা কর্মকর্তা বলেন, কাবুলের খাইরখানা এলাকায় উপাসকদের মধ্যে একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে।নিহতদের মধ্যে মসজিদের ইমামও ছিলেন এবং নিহতের সংখ্যা এখনও বাড়তে পারে। তবে বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, এখনও ঘটনার দায় কেউ স্বীকার করেনি।জিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০


আরো পড়ুন:


 



ঝিনাইগাতীতে নির্মিত আল্লাহু-মুহাম্মদ খচিত ক্যালিওগ্রাফি উদ্বোধন


শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত আল্লাহু মুহাম্মদ খচিত ক্যালিওগ্রাফির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্যালিওগ্রাফি এর শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক। 


এসময় অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর রুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  ফারুক আল মাসুদ,উপজেলা প্রকৌশলী শুভ বসাক,জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনারুল্লাহ,উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ রায়, উপজেলা 


যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।


আরো পড়ুন:

  1. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  7. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  8. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  9. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget